নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতার আওয়ামীলীগ ভার্সন

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২২


ওরে হাতুরিলীগ, ওরে আমার সোনা (সোনার ছেলে),
ওরে গুন্ডা, ওরে পান্ডা,
কোটা সংস্কারের দাবীকারিদের হাতুড়িপেটা করে তোরা মোদের গদি বাঁচা।
ক্ষমতা লোভি, বাংক লুটেরাদের দেশে. আজকে যে যা বলে বলুক তোরে,
সকল তর্ক হেলায় তুচ্ছ ক'রে.
হাতুড়িগুলো তোদের উচ্চে তুলে কোটা সংস্কারের দাবীকারিদের যেখানে পাবি সেখানেই ফেলে পেটা।





উপরোক্তছবিটি দেখে দারুন একটা মন্তব্য করেছে ইসতিয়াক আহমেদ নামক একজন "আমরা যে সময়ে বেঁচেছিলাম ভাই, এটা তার সেরা পোস্টার..."

মূল কবিতা: (সবুজের অভিযান, রবীন্দ্রনাথ ঠাকুর)

"ওরে নবীন, ওরে আমার কাচা,
ওরে সবুজ, ওরে আবুঝ,
আধা-মরাদের ঘা মেরে তুই বাঁচা।
রক্ত আলোয় মদে মাতাল ভোরে
আজকে যে যা ব্লে বলুক তোরে,
সকল তর্ক হেলায় তুচ্ছ ক’রে
পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা।"

"ডেইলি স্টারের তথ্য মতে, তরিকুলের ডান পায়ের ভাঙা দুই হাড়, মাথায় আটটি সেলাই ও সারা শরীরে মারের ক্ষত নিয়ে যন্ত্রণায় দিন যাচ্ছে তাকে।

ছাত্রলীগের হামলার কথা বলতে গিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে তরিকুল বলছিলেন, ‘ওদেরকে অনুরোধ করছিলাম, আর যেন না মারে। কেউ কথা শুনল না। যাদের হাতে লাঠি ছিল সবাই পেটাচ্ছিল। খুব কাছে থেকে যেন দেখছিলাম মৃত্যুকে।কী নির্দয়ভাবেই না পেটাচ্ছিল আমাকে! কোনো মানুষ মানুষকে পেটাতে পারে এভাবে, কল্পনাও করিনি কোনোদিন।এক পর্যায়ে জীবনেরই আশা ছেড়ে দিয়েছিলাম।’"


বিঃদ্রঃ এই ব্লগটি সামুর সোনা ব্লগারদের উসর্গ করা হইলো।




মন্তব্য ১৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বাধীনতার ৪৭ বছর পর সোনার ছেলেদের পাকি প্রতাত্মায় দেখে চমকে ওঠে আমজনতা!!!

একি! একি!
জান্তা আইয়ুব, ইয়াহিয়ার সময়েও বঙ্গবন্ধু ছয় দফার কথা বলতে পারতেন!
এই স্বাধীন স্ব-দেশে ভীন্নমতের কথা বললেই একি অবস্থা???
তাও আবার কথিত স্বাধীনতার চেতনার হোলসেলারদের কাছ থেকে!

এই আত্মঘাত, এই জুলুম, এই অত্যাচারের তীব্র প্রতিবাদ।
মহাকালের ণ্যায় বিচার কেউ এড়াতে পারেনি!
সাধূ! সাবধান!

২| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৫

ঠ্যঠা মফিজ বলেছেন: তবুও কিছু গাড়তেরা লোক আছে তারা বলবে ওরা এখনো দুধের ধোয়া তুলসী পাতা। যাই হোক পোস্টটা পথ প্যাচালী বয়স্ক লোকটাকে উৎসর্গ করে দেন । ওনার আবার চোখে সমস্যা ;)

৩| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


@ঠ্যঠা মফিজ,

আমি এসব পোষ্টগুলো পড়ছি, বুঝার চেষ্টা করছি।

৪| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৭

সিগন্যাস বলেছেন: কবিতার ডাবিং পড়ে মজা পেলাম।রবি ঠাকুর আজ বেঁচে থাকলে যে কি হতো =p~ =p~ =p~

৫| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৫

ঠ্যঠা মফিজ বলেছেন: যাক চাঁদগাজী ভাই দেখছি মশকরাও বুঝেন । B-) যাই হোক বুঝে শুনে এর বিপরীত একখান পোস্ট দেন চাঁদগাজী ভাই। আমরা আপনার কাছ থেকে এ বিষয় কিছু শুনতে আগ্রহ।

৬| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৭

ব্লগ মাস্টার বলেছেন: খুব ভয়ংকর ব্যাপার।

৭| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৪

শ্রাবণধারা বলেছেন: যেহেতু এই কুত্তাগুলোর হাত থেকে বাচাঁর কোন আশা নিকট ভবিষ্যতে দেখতে পাচ্ছি না, আপাতত ব্লগে এবং ব্লগের বাইরের নেড়ি কুত্তাগুলোর মুখে অন্তত একদলা থুথু ফেলতে চাই ..।

আর আপনার কাছ থেকে প্রকৃতি ও পরিবেশ বিষয়ক আরো বেশি বেশি ভালো লেখা চাই । শুভকামনা ।

৮| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন:





ক্ষমতার অপব্যবহার। খুব দুঃখজনক।

৯| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৯

নীলপরি বলেছেন: ভয়ানক । যে মেরেছে সেও হয়তো তথাকথিত শিক্ষিত কাগজে-কলমে

১০| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৩

শাহিন-৯৯ বলেছেন:



একটা জাতির যখন চারদিক দিয়ে নষ্ট হওয়া শুরু হয় তখন ক্ষমতাবানদের হাতে একটা উপায় থাকে বর্তমান সরকার সেই একটি উপায় ব্যাবহার করছে।

প্রতিবাদ করা ছাড়া কোন ক্ষমতা আমার হাতে নাই তাই ব্লগে হলেও প্রতিবাদ করলাম। ঐ সকল চেতনাবাজদের জন্য রহিল ঘৃণা যারা নায্য দাবীকে দমিয়ে রাখতে চায়।

১১| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভয়ংকর!!!

১২| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: জঙ্গিদের চেয়ে ওরা খারাপ।

১৩| ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭

কাওসার চৌধুরী বলেছেন:
সোনার ছেলেদের জন্য আগামী সাড়ে পাঁচ বছরের অগ্রিম শুভেচ্ছা।

১৪| ০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২২

বলেছেন: বেরিয়ে এল থলের বিড়াল!

# কোটা বৈষম্য টিকিয়ে রাখতে চায় সরকার
# কোটা সংস্কার আন্দোলন যেকোনো মূল্যে দমাতে চায়
# কোটা সংস্কার আন্দোলন দমাতে না পারায় পদ হারিয়েছে সোহাগ-জাকির
# ফেসবুক শেখ হাসিনা দিয়েছে
# শেখ হাসিনার সরকার বারবার দরকার

১৫| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৯

সোহানী বলেছেন: আমি জানি না এতোটা ভয়ংকর রুপ এর আগে কোন দলের ছেলেদের দেখেছি কিনা। আগে সাধারন ছাত্র-ছাত্রীদের মাপ করে দেয়া হতো যেকোন রাজনৈতিক ইস্যুতে আর এখন দেখছি এদের হাত থেকে কেউই রেহাই পায় না......... রাজনৈতিক বা অরাজনৈতিক।

১৬| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৭

রাজীব নুর বলেছেন: হাতুড়ি দিয়ে পা ভেঙে যাওয়ার চিকিৎসা সরকারী হাসপাতালে কেন হবে? হাতুড়ির চিকিৎসা করবে হাতুড়ে ডাক্তার। কাজেই রোগীকে দায়ী করেন কেন সে ভুল ডাক্তারের কাছে, ভুল হাসপাতালে খুঁড়িয়ে খুঁড়িয়ে গেল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.