নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

বাংলা ভাষায় আবহাওয়া বিজ্ঞান চর্চা (পর্ব ২৪) : কৃত্রিম ভূ-উপগ্রহের চিত্র থেকে ঘূর্ণিঝড়ের ভৌগলিক অবস্হান সনাক্তকরণ

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৩



বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির ২ টি মৌসুম রয়েছে। ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল প্রথম সময়টি হলও বর্ষা মৌসুমের পূর্বে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত। দ্বিতীয় অনুকূল সময়টি হলও বর্ষা মৌসুমের শেষে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। বর্ষা মৌসুম শুরু হওয়ার পরে বঙ্গোপসাগরে শক্তিশালি কোন ঘূর্ণিঝড় সৃষ্টি হয় না; কারণ বর্ষা মৌসুম শুরু হওয়ার পরে ঘূর্ণিঝড় শক্তিশালি হওয়ার মতো অনুকূল পরিবেশ থাকে না।

ঘূর্ণিঝড় মৌসুম শুরু পূর্বে ঘূর্ণিঝড় সম্বন্ধে আপনারা কতটুকু জানেন তার একটা পরীক্ষা নেওয়া যাক। নিচে ২ টি ঘূর্ণিঝড়ের ছবি (কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত) যোগ করা হলও।

১) আপনাদের বলতে হবে ঘূর্ণিঝড়ের এই দুইটি ছবির মধ্যে কোন পার্থক্য আছে কি না?

২) যদি কোন পার্থক্য চোখে পরে তবে বলতে হবে কি এই পার্থক্য?

৩) ঘূর্ণিঝড় ২ টির মধ্য কোনটি উত্তর গোলার্ধে ও কোনটি দক্ষিণ গোলার্ধের কোন সমুদ্রে সংগঠিত হয়েছে?


ছবি: ঘুর্নিঝড় ১

ছবি: ঘুর্নিঝড় ২

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


১) পার্থক্য আছে।
২) একটির তার কেন্দ্র বা চোখ থেকে ডান থেকে বামে কুন্ডলী পাকাচ্ছে, আরেকটি ঠিক উল্টো।
৩) ৩য় প্রশ্নটির উত্তর আমার সীমিত নলেজে দেওয়া সম্ভব না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪২

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনার উত্তরের জন্য ধন্যবাদ। ঘড়ির কাটার দিকে মেঘ ঘুড়তেছে যে ঘুর্নিঝড়ে তা দক্ষিন গোলার্ধে ও ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুতেছে তা উত্তর গোলার্ধে সংগঠিত হয়েছে।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

রাজীব নুর বলেছেন: দুটা ছবি এক রকম।
কোনো প্রার্থক্য নাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
নুর ভাই, দ্রুত চোখের ডাক্তার দেখান :D

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০২

Sumiya Barkatullah বলেছেন: হ্যাঁ, পার্থক্য আছে।
প্রথমটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে এটা দক্ষিণ গোলার্ধে হচ্ছে আর দ্বিতীয়টা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে এটা উত্তর গোলার্ধে হচ্ছে। চোখেরও পার্থক্য আছে, কিন্তু ব্যাখ্যা করতে পারছি না। শুধু এটুকু জানি, ঘূর্ণিঝড়ের চোখ যত উষ্ণ থাকে, ঝড় তত বেশি শক্তিশালী হয়। সে হিসেবে এক নাম্বারটা বেশি শক্তিশালী ঝড় হতে পারে।
কোনটা কোন জায়গায় হয়েছে, সেটাও বলতে পারছি না। তবে বেশিরভাগ ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি অঞ্চল থেকে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

আপনার উত্তরের জন্য ধন্যবাদ। আপনার উত্তর আংশিক সঠিক হয়েছে। ঘড়ির কাটার দিকে মেঘ ঘুড়তেছে যে ঘুর্নিঝড় (২য় ছবি) তা দক্ষিন গোলার্ধে ও ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুতেছে (প্রথম ছবি) তা উত্তর গোলার্ধে সংগঠিত হয়েছে।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


উত্তরের জন্যে ধন্যবাদ।

আর, কোন সাগরে হচ্ছে তা বুঝা যাবে কিভাবে?

৫| ০৪ ঠা মার্চ, ২০২৪ সকাল ৯:৪৩

আরিফ রুবেল বলেছেন: আপনি ব্লগে আছেন জানতাম না। আশা করি নিয়মিত দেখা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.