নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘৃণাকে ঘৃণা করি... ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি...

মৌ ফারজানা

ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি...

মৌ ফারজানা › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর যে-কোন প্রান্ত থেকে শুনুন বাংলাদেশি সকল রেডিও আপনার মোবাইল ফোনেই!!!

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪০


কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন।

অনেকদিন পর আজ লিখতে বসলাম। সত্যি কথা বলতে কি সময়াভাবে একেবারেই পেরে উঠি না।

আমি ব্যক্তিগতভাবে গান শুনতে খুব পছন্দ করি। নিশ্চয়ই আপনারাও অনেক পছন্দ করেন। কিন্তু জীবন এখন এত্ত ব্যস্ত হয়ে গেছে যে পৃথকভাবে সময় বের করে গান শোনা অনেক মুশকিল। তো যারা চলতি পথে গান শুনতে চান, কিংবা দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ জেনে নিজেকে আপডেট রাখতে চান তাদের জন্য আমার মতো মোবাইল ফোনই ভরসা।

আমি আজ আপনাদেরকে এমন একটি মোবাইল অ্যাপ-এর নাম বলবো যেখানে আপনি বাংলাদেশের সব রেডিওই শুনতে পাবেন। অ্যাপটিতে রয়েছে ৭০টিরও বেশি বাংলা রেডিও লাইভ শোনার ব্যবস্থা। মাত্র কয়েক মেগাবাইটের এই অ্যাপটি আপনার স্মার্টফোনে ইন্সটল করে নিলেই সারাক্ষণ গান, আড্ডা আর লাইভ নিউজ আপডেট শুনতে পারবেন। বাংলা রেডিও নামের এই অ্যাপটি খুব অল্প ইন্টারনেট ব্যবহার করেই আপনি শুনতে পারবেন।

তাহলে আর দেরি কেন? ‘বাংলা রেডিও’ নামের এই রেডিওটি এখ্খনই ডাউনলোড করে নিন আপনার মোবাইলে। গুগল প্লে-স্টোরের সরাসরি লিঙ্কটি হচ্ছে: view this link

আমি মনে করি গুগল প্লেতে যতগুলো রেডিও অ্যাপ আছে এটিই সেরা। কারণ, এতে যুক্ত হয়েছে বাংলাদেশের সবগুলো রেডিও। এবিসি রেডিওসহ অন্যান্যগুলোতে আপনি শুনতে পারবেন লাইভ ট্রাফিক আপডেট, লাইভ নিউজ আপডেট। গান আর আড্ডা তো রয়েছেই!

সত্যি কথা বলতে কি, আপনার অবসরের সঙ্গী হতে পারে এই অ্যাপটি। মোবাইল থেকে বন্ধু কিংবা বান্ধবীর সাথে ফেসবুকে চ্যাট করছেন? তো চলতে থাকুক রোমান্টিক কোনো একটি গান। ট্রাফিক জ্যামে আটকে আছেন? কোন্ দিকে জ্যাম কম তা জানতেও সাহায্য করতে পারে এই অ্যাপটি। কারণ প্রায় রেডিওই লাইভ ট্রাফিক আপডেট জানিয়ে থাকে।

আপনি ক্রিকেট খেলার ভক্ত? জানতে চান স্কোর? শুনতে চান লাইভ ধারাভাষ্য? তাহলে রেডিও স্বাধীন হতে পারে আপনার প্রায় প্রতিদিনের সঙ্গী।

ব্যক্তিগত সমস্যা? প্রেম-ভালবাসা আর মন দেওয়া-নেওয়ার নানান সংকটে থাকলে একটু ঘুরে আসুন রেডিও চ্যানেলের লিস্টটি। পেয়ে যাবেন মনের মতো রেডিও চ্যানেল। কারণ অনেক চ্যানেলই এখন এ বিষয়ে অনুষ্ঠান প্রচার করছে।

একটি মাত্র অ্যাপ ইনস্টল করে উপভোগ করুন বাংলাদেশের সকল রেডিও লাইভ। সবশেষে সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা। আর ভুল হলে প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.