নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

অভিযোগ পোষ্টঃ সামু ঠিক হবে কবে? ইনশাল্লাহ ঈদের পরে।

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩১

অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি আলোচ্য সমস্যাটি ঠিক করে দিয়েছেন। তাই ঈদ মোবারক। আপাতত এই পোষ্টের আর কোন ভিত্তি নাই।


'অনেকদিন পর সামুতে ঢুকলাম। গত কয়েক মাস ধরে ক্রমাগত চলে আসা কারিগরী ত্রুটির বিড়ম্বনায় ব্লগে ঢুকার অদম্য ইচ্ছাটা কেমন যেন প্রায় নিস্প্রভ হয়ে গিয়েছিল আর সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছিল ব্যক্তিগত ব্যস্ততার নানা দিক।
গতকাল এক পরিচিত মানুষ ইনবক্সে নক দিয়ে বললেন, আপনি তো ভাই অনিয়মিত ব্লগার হয়ে গেছেন। কোন পোষ্ট নাই, কারো পোষ্টে কমেন্ট নাই, ব্লগে দেখি না, সারাদিন ফেসবুকেই থাকেন ইত্যাদি। তার কথায় সত্যতা খুঁজে পেয়ে কেমন যেন একটা খারাপ লাগায় আচ্ছন্ন হলাম। এত দ্রুত সময়ে অনিয়মিত ব্লগার হিসেবে চিহ্নিত হতে হবে ভাবি নি। দীর্দ্ঘ//////////////////////////////////////////
//sb]/sb]
//sb]
সাথে সাথে কেমন যেন একটা খারাপ লাগা অনুভব হলো, শেষ পর্যন্ত অনিয়মিত ব্লগার হয়ে গেলাম।
//////////////////////////
[
[
///
/sb]

এই কয়দিনে ব্লগে ঢুকতে ইচ্ছাই করেনি। একজন ব্লগার হিসেবে খুবই ভয়াবহ লক্ষন।''
/sb]
-------------------------------------------------------

যাপিত জীবনের কিছু মজার স্মৃতি আর অভিজ্ঞতা নিয়ে একটি পোষ্ট লিখতে গিয়ে হঠাৎ একটা গল্প লেখার ইচ্ছে হল। কোন নির্দিষ্ট বিষয়ে কিছু একটা লিখতে গিয়ে গিয়ে সম্পূর্ন অন্য আরেক বিষয়ের উপর লেখা শুরু করা এটা আমার বহু পুরানো একটি অভ্যাস। আজকেও তার ব্যতিক্রম হচ্ছিল না। উপরের প্যারাগ্রাফটি লেখার পর আমি যখন একটা গল্পের শুরুর কয়েক লাইন লিখলাম এবং লিখে সেভ করলাম, তখন দেখা গেল বিভিন্ন লাইনের মাঝে এই '/// /sb] ,[ ' জাতীয় কিছু জিনিস চলে আসছে। লাইন আর প্যারাগ্রাফ স্পেসিং ঠিক মত হচ্ছে না। গল্পের শুরুটা ছিল এমন....

আনিস প্রায় ২০ মিনিট হলো আয়নায় নিজের চেহারাকে খুটিয়ে দেখছে। দেখে মনে হতে পারে ও বুঝি নিজের চেহারার সৌন্দর্য খুব কাছ দেখার চেষ্টা করছে। কিন্তু তার চেহারায় সাধাসিধে ভাবটা এত প্রবল যে এর আগে
/sb] //!!!
যতবারই ও আয়নায় নিজেকে দেখেছে ততবারই এক ঘেয়েমির যন্ত্রনায় দুই মিনিটের বেশি তাকিয়ে থাকতে পারে নি।


তবে আজকে সারাদিনে সে যা করেছে এবং করতে যাচ্ছে তাতে তার দায়ভার বহন করার ক্ষমতা তার চেহারার আছে কিনা, সেটাই এই খুটিয়ে দেখার আসল কারন। নিজের চেহারার দিকে তাকাতেই আনিসের হাসি পেল। আচ্ছা চেহারায় কেমন বৈশিষ্ট্য থাকলে


মানুষ বলতে পারে লোকটা ভাজা মাছটিও উল্টে খেতে পারে না? বা নিষ্পাপ চেহারা নির্ধারনের তত্বটাই বা কি? নাহ! আশরাফ সাহেবের জ্ঞান ফিরলে তাকে সাথে সাথে জিজ্ঞেস করতে হবে, ভাই, আমার চেহারায় কি
]]]]]]] ////////////
আছে যা দেখে আমাকে আপনার খুব বোকা আর সরল বলে মনে হয়?

আশরাফ সাহেবের কথা মনে পড়তেই উনার স্ত্রী লায়লীর কথা মনে পড়ল। ভদ্রমহিলার অন্য কিছু থাকুক বা না থাকুক তার এক জোড়া তীক্ষ্ণ গভীর কথা বলা চোখ আছে। ]]

এই চোখ দিয়ে তিনি জগতের সবকিছুকে তার কেন্দ্র আকর্ষন করেন। কাছে গেলেই বোঝা যায় চোখ দুটোয় কি নির্লজ্জ অতৃপ্ততা বাসা বেঁধেছে। এই চোখের সাথে আনিসের অনেক যুদ্ধ করে টিকে থাকতে হয়েছে।
/
।//
//
/
মনে পড়তেই নিজের অজান্তে চোখ বন্ধ করে ফেলল আনিস। আর সাথে সাথে বুঝে ফেলল নিষ্পাপ চেহারা নির্ধারনের মুল মন্ত্র। পকেটে থাকা সানগ্লাস দিয়ে চোখ ঢেকে আবিষ্কার করল সম্পূর্ন নতুন এক মানুষকে যে কিনা আর কিছুক্ষনের মধ্যেই তিনজন নারীপুরুষকে নির্মম কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিবে। কঠিন পরিস্থিতি মোকাবেলা করে জয়ী হওয়াই বেঁচে থাকার মূলমন্ত্র। বাকিরা শুধুই আবর্জনা।


------------------------------------
আমি যতবারই যতবারই পোষ্টে লাইনগুলো ঠিক করে সেভ দিচ্ছি ততবারই এই জাতীয় সমস্যা সৃষ্টি হচ্ছে। সত্যি বলতে লেখালেখির ইচ্ছেটা অনেকটা বাসে করে দূরে কোথাও বেড়াতে যাবার মত। কারিগরী ত্রুটির কারনে বার বার বাস নষ্ট হলে সেই যাত্রার আর মজা থাকে না, বাসের যাত্রীও পাওয়া যায় না।

যাইহোক, এই যন্ত্রনার মধ্যে পড়ে মহা বিরক্ত হয়ে সিনেমা দেখতে বসলাম। অভিযোগ করব কিনা ঠিক বুঝতে পারছি না। ইতিমধ্যে এই ব্যাপারে অনেক অনেক কথা হয়েছে। ব্যাপারটা সবারই জন্যই বিব্রতকর! সবচেয়ে বড় কথা এটা খালি আমারই সমস্যা কিনা! যদি আমারই একার সমস্যা হয়ে থাকে, তাহলে অভিযোগ পত্রটি ধরে নিন প্রকাশিত হয় নি। আর যদি কম বেশি সবারই হয় তাহলে নিচের কৌতুকটির সাথে অভিযোগ পত্রটি গ্রহন করার অনুরোধ জানালাম। সবাই রাগ করে অভিযোগ করে, আমরা না হয় হাসতে হাসতেই অভিযোগ করলাম।

কৌতুকঃ
সম্মিলিত ব্লগার সমাজ যখন ব্লগের কারিগরী ত্রুটির যন্ত্রনায় বিক্ষুব্ধ, তখন উত্তাল ব্লগার সমুদ্রের মাঝে নোটিস বোর্ড এসে শোনালো সেই বিখ্যাত বানী, ভাইসব, আপনাদের যার যা কিছু লেখার আছে তা ঘরে বসে লিখে ফেলুন। ইনশাল্লাহ ঈদের পর আমাদের কঠোর ব্লগিং শুরু হবে। ব্লগ কারিগরী ত্রুটি মুক্ত হবে ঈদের পর! নইলে কঠোর আন্দোলন, ইয়ে মানে সেটাও ঈদের পরে!

মুর্হুমুহ করতালি! উচ্ছাস। হাসি!
এদিকে বাস্তবতাজ্ঞান শূন্য কে যেন যেন পেছন থেকে কুই কুই করে বলছে,
কোন ঈদ? কোন ঈদ!

সবাইকে ঈদের শুভেচ্ছা।

সবাইকে ঈদের শুভেচ্ছা।
(কারিগরী ত্রুটির কারনে লাইন যদি ঠিক না আসে বা কেউ যদি উল্টা কয়েক লাইন বেশি বুঝে তাহলে তার দায় আমার নয় )

মন্তব্য ৬৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: প্রয়োজনে রাজপথে নামবো ভ্রাতা ;)
কেমন আছেন ? :)

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই মুহুর্তে মন খারাপ করে ভালো আছি। আপনি কেমন আছেন??

২| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৫

প্রবাসী পাঠক বলেছেন: ঈদের পরে কঠোর আন্দোলন।

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এনশাল্লাহ!! ;)

৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০১

অপু তানভীর বলেছেন: অপূর্ণ রায়হান বলেছেন: প্রয়োজনে রাজপথে নামবো !!

B-)) B-)) B-))

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই শুভ দিনে আমরা আপনার কাছ হতে একটি নতুন গল্প চাই, গল্পের নাম - ঈদের পর আন্দোলন এবং রাজপথে এক নারী পুলিশের সাথে আমার সম্ভাব্য প্রথম প্রেমের গল্প।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১০

পরিবেশ বন্ধু বলেছেন: ব্লগ কারিগরী ত্রুটি মুক্ত হবে ঈদের পর! নইলে কঠোর আন্দোলন, ইয়ে মানে সেটাও ঈদের পরে!
কোন ঈদ + ভাল লাগা !:#P =p~ =p~

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: 'কোন ঈদের' পরের ঈদ।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৭

এমএম মিন্টু বলেছেন: :) :-B B-) :>

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ;) ;) ;)

৬| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~


নাকি সেই দিকিনা দিকির গল্প বলবেন। দিকিনা দিকি --- কি করে!!! বারবার বারবার অবশেষ সব হারিয়ে ও সেই --------দিকিনা দিকি -

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা হা এটা আবার কি গল্প! B-)

৭| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শশশশশশশশশশ!
হল্লা করবেননা । মডুরা ঘুমাচ্ছে ।।

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঠিক আছে :#> শশশশশশ

৮| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৩

মুহিব জিহাদ বলেছেন: ইয়ে মানে এই ঈদ কোন ঈদ! এটাকি পজ্জিকায় খুজব নাকি ক্যালেন্ডারে খুজব?

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
প্যান্ট কই? :-B :-B :-B :-B B-))

৯| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আসলেই কিছু সমস্যা হচ্ছে !

আমি কোনও নোটিফিকেশন পাচ্ছি না ! এছাড়া
লাইন স্পেসিং এর সমস্যা তো রয়েছেই !


সকল সমস্যা দূরীভূত হোক,
আনন্দময় ব্লগিং এ আবার মাতুক সবাই
এটাই সময়ের প্রত্যাশা !

ভালো থাকুন কাভা ।

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আসলে অনেক সমস্যাই হচ্ছে। পার্সোনালি আমি বিলিভ করি কর্তৃপক্ষ এই নিয়ে কঠিন পরিশ্রম করছেন। কিন্তু যে কোন পর্যায়ের লেখক হিসেবে লেখার মাঝে যদি ক্রমাগত বিড়ম্বনার মুখোমুখি হয়ে লেখার আগ্রহ বা মুড নষ্ট হয় তখন প্রচন্ড হতাশা সৃষ্টি হয়।

আমার ক্ষেত্রও ব্যাপারটি প্রায় একই রকম ঘটেছে। আমিও প্রত্যাশা করি খুব দ্রুত সকল সমস্যা দূরীভূত হবে।
অনেক ধন্যবাদ। ভালো থাকুন। :)

১০| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১১

এম ই জাভেদ বলেছেন: দারুন এক গল্পের অপমৃত্যু হতে দেওয়া যায়না , এ ভীষণ হয়না।

বিদ্র ঃ আনিস নামের মানুষদের চেহারা কেন জানি এরকম ভাজা মাছ উল্টে না খেতে পারা টাইপ ই হয় !!!


ঈদের পর না হলেও সামুর ত্রুটি পূজার পর ভাল হউক , এ আশাবাদ থাকল।

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একই আশা আমারো থাকলো। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। :)

১১| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: আছি ভালোই । মজা নিতাসি ভ্রাতা ;)

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পয়সা দেওন লাগবো কইলাম ;) :-B

১২| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ইনশাল্লাহ ঈদের পরেই !

২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইনশাল্লাহ!!!

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৮

আমি তুমি আমরা বলেছেন: এতদিনে ঈদের শুভেচ্ছা??!!

২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী এটা বিশেষ আন্দোলন ঈদ! B-) B-)

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৯

আমিনুর রহমান বলেছেন:




কোন সালের ঈদের পর :P

২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঈদের পর যে বছর আছে, সেই বছরের ঈদ!!

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১২

আলম দীপ্র বলেছেন: আমিনুর রহমান বলেছেন:




কোন সালের ঈদের পর :P


আসলেই ! জাতি জানতে চায় !

২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কইয়া দিসি!! :P :P

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১২

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: আমিও সমস্যায় জর্জরিত.. আন্দোলন শুরু হোক । প্রয়োজনে প্রতি শুক্রবারে একটা করে ঈদ হোক ।

তবুও সমস্যা থেকে মুক্তি চাই । :(

২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ! এখন থেকে প্রতি ঈদের পর আরেকটা ঈদ হবে! সেই ঈদের পরেই আন্দোলন!! B-) :P

১৭| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি আজকে বসে বসে এগুলা কেটে পোষ্ট দিছি ! সময়ের বিশ্রী অপচয় !

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পুরাই অপচয়! :(

১৮| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২১

আকিব আরিয়ান বলেছেন: প্রবাসী পাঠক বলেছেন: ঈদের পরে কঠোর আন্দোলন।

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এনশাল্লাহ!!!!!!!!!!! ;)

১৯| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৪

জাফরুল মবীন বলেছেন: “অনেকদিন পর সামুতে ঢুকলাম।”- শুভ প্রত্যাবর্তন :)

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! ধন্যবাদ মবীন ভাই! আশা করি ভালো আছেন।

২০| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৪

আবু শাকিল বলেছেন:
সামুতে কিছু ত্রুটি আছে জানি।আশা করছি তারা চেস্টা করে যাচ্ছেন।

আপনার রসবোধ মিছড করি কাভা ভাই। ব্লগে অনিমিয়ত মানতে রাজি না।

ভাল থাকবেন :)

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইনশাল্লাহ ঈদের পর নিয়মিত হইব! B-) B-)

২১| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫২

অদৃশ্য বলেছেন:




কাল্পনিক ভাই, আশাকরছি ভালো ছিলেন আর আছেনও... ভালো থাকুন সবসময়...


শুভকামনা...

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেকদিন পর আপনাকে পেলাম! আশা করি ভালো আছেন ভাই!! নতুন লেখা দিচ্ছেন না কেন?

২২| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৯

ফা হিম বলেছেন: এর চেয়ে ভালো আর কোনভাবে প্রকাশ করা সম্ভব না। অভিনব কায়দা!

২৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৮

আহসানের ব্লগ বলেছেন: মেজাজ খারাপ সামু টেকনিকেল টিমের প্রতি :(

২৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৭

মামুন রশিদ বলেছেন: ধুর, দারুণ কিছু একটা মিস করলাম মনে হচ্ছে!


সামুর ট্রাফিক কমে যাওয়ার পেছনে অনেক কারণই বলা হয় । কিন্তু আমার মনে হয় সার্ভারের টেকনিক্যাল প্রবলেম সলভ করতে পারলে বাকি কারনগুলো খুব বেশি বড় হয়ে উঠবে না ।

২৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: মুর্হুমুহ করতালি! উচ্ছাস। হাসি!
এদিকে বাস্তবতাজ্ঞান শূন্য কে যেন যেন পেছন থেকে কুই কুই করে বলছে,
কোন ঈদ? কোন ঈদ!


সত্যিই তো কোন ঈদের পর।।




অনেক অভাব অনুভক করছিলাম । আবার স্বাগতম আপনাকে।

২৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৬

বটবৃক্ষ~ বলেছেন:



আমার ব্লগের পেজিনেশন ঠিকনাই! মানে এক পেইজেই নিজের সব পোস্ট লোড হতে থাকে! সবারই কি সেইম?? :/

২৭| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১১

একলা ফড়িং বলেছেন: ঈদ কবে??? জাতি জানতে চায়!!! B:-/ B:-/ |-) |-)

২৮| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৪

জুন বলেছেন: সামু তে বাংলা লিখতে পারচি না ওভ্র দিয়ে :((

২৯| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৮

কলমের কালি শেষ বলেছেন: সত্যি বলতে লেখালেখির ইচ্ছেটা অনেকটা বাসে করে দূরে কোথাও বেড়াতে যাবার মত। কারিগরী ত্রুটির কারনে বার বার বাস নষ্ট হলে সেই যাত্রার আর মজা থাকে না, বাসের যাত্রীও পাওয়া যায় না।

আমারও একই সমস্যা । পদ্য লিখলে গদ্য আকারে সেইভ হয় । লাইন আসে লেখার মাঝে । নটিফিকেশন আসে না । :( :( :(

৩০| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৯

♥কবি♥ বলেছেন: সামুতে বর্তমানে বিনুদুনের বড় অভাব ///
//// এগুলা হয়ত কিছুটা বিনুদুন কতপ্রকার ও কি কি ঝাতিয় কিছু একটা হপে।///

যাই হোক শুভ প্রত্যাবর্তন ভাইয়া। ভাল থাকুন আরো ভাল ভাল লেখা উপহার দিন। হ্যাপি ব্লগিং।

৩১| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৯

অশ্রুত প্রহর বলেছেন: কোন নির্দিষ্ট বিষয়ে কিছু একটা লিখতে গিয়ে সম্পূর্ন অন্য আরেক বিষয়ের উপর লেখা শুরু করা এটা আমার বহু পুরোনো অভ্যাস।
ছেইম ছেইম অবস্থা .. হা হা হা
এই বিষয় টা সবসময় আমার সাথেও ঘটে থাকে।
শুভেচ্ছা রইল।

৩২| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইনশাল্লাহ ঈদের পরে


না্
,
নতুন সিদ্ধান্ত
জা্নুয়ারীতে আন্দোলন

৩৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২২

*কুনোব্যাঙ* বলেছেন: এইটা আর ঠিক হবেনা। একটার পর একটা সমস্যা চলতেই থাকে। ইদানিং আমার আবার হয়েছে কোন পোষ্ট ফলো করলে সেটা আর আনফলো করতে পারিনা। ফলো লিস্টে ৭০/৮০টার মতো জমা হয়ে গেছে ইতিমধ্যে। সাত আট নাম্বার পর্যন্ত ক্লিক করে তারপর অনুসারিত পোষ্ট দেখা বিরক্তিকর। আগে একটা গল্প পোষ্ট দিলাম কমেন্ট দেখতে পারিনা, পরে দেখতে পারি তো রিপ্লাই দিতে পারিনা। পরে সেই পোষ্ট রিপ্লাই দেয়ারই মুডই চলে গেছে। সেইযে একেক সময় একেক সমস্যা শুরু হয়েছে তো চলতেই আছে চলতেই আছে।

৩৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪১

ডি মুন বলেছেন: সামুর রাজ্যে সমস্যা সর্বময়
সমাধান যেন অমাবস্যার চাঁদ।


সব হবে,
তবে ঈদের পরে।

এনশাআল্লাহ

৩৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্দোলনে সাথে আছি ------- ;) ;)

৩৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক সমস্যা।

৩৭| ২৬ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

সুমন কর বলেছেন: সহমত ! সহমত ! সহমত ! সহমত ! সহমত !

কঠোর থেকে কঠোর অান্দোলন দরকার।


এ সমস্যার কারণে পোস্ট দিতে ইচ্ছে করে না। যে পোস্ট দেখে নিজেরই ভাল লাগে না, সেটা অাবার ব্লগে দেই কিভাবে ? এখানে লেখার মান না, লেখার গ্যাপের কথা বলা হচ্ছে। তবুও কষ্ট করে মাসে একটা দিতে মন চাই !!

সামুর অনেক সমস্যার মধ্যে এটি অন্যতম বিরাট সমস্যা।

সমাধান চাই। নইলে রাস্তায় রাস্তায় জনগণ নেমে এসবে !!!!

কাভা এগিয়ে চলুন, অামরা অাছে সাথে-পিছে।


পোস্ট সুপ্পারররর লাইক।

৩৮| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন:








একটি গল্পের
///////
///
/
/অপমৃত্যু।
///////
মানা যায়//
////////
না।





ঈদের পর////
///////////
//////////
কঠোর/////
///////আন্দোলনে
//////
নামতে হবে

৩৯| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১১

খাটাস বলেছেন: আন্দোলনের কর্মসূচী নিয়া আলোচনা হউয়া প্রয়োজন। B-))
পোস্ট ফরম্যাট টা অভিনব। !:#P ব্রিলিয়ান্ট।

তবে আমার তেমন সমস্যা এখন ও দেখা যায় নি সামু ব্রাউজ করতে।

৪০| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৩

আশিক মাসুম বলেছেন: hajira diya gelam

৪১| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৮

তুষার কাব্য বলেছেন: আলম দীপ্র বলেছেন: আমিনুর রহমান বলেছেন:




কোন সালের ঈদের পর ... :( :D

কঠোর অান্দোলন দরকার।ঠিক ঠিক..ঠিক

৪২| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৭:৪৩

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আনিসের গল্পটাও শেষ করে ফেলেন ভাইয়া (ঈদের পর) :P :P :P :P

৪৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যে অভিযোগটি করেছিলাম তা ঠিক করে দেয় হয়েছে। আপনারা যারা মন্তব্যের মাধ্যমে এই প্রতিবাদে অংশ নিয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম। অবশেষে ঈদের পর এলো B-) ;) ;) :P

৪৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~

২৬ শে জুন, ২০২০ রাত ১:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি তো ভাই মহা দুষ্ট!! এই সব পড়তেছেন!!

৪৫| ২৬ শে জুন, ২০২০ রাত ১:১৭

মা.হাসান বলেছেন: অবশেষে ঈদের পর এলো B-) ;) ;) :P

যারা ঈদের সময়ে আনন্দ উদযাপন বন্ধ রেখে সমস্যা গুলো ঠিক করে দিলেন তাদের লাল-নীল-হলুদ-সবুজ-সাদা-কালো সালাম। ##/sb]

২৬ শে জুন, ২০২০ রাত ১:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা! আরো কত যে দুস্টামি করে মডারেশনের জীবন হারাম করেছি কল্পনাও করতে পারবেন না ভাইয়া। শরৎ দা জানেন। হাহাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.