নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

চুপ! চুপ! একদম চুপ!

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৩


ইদানিং কিছু বলতে গেলেই কর্তা খালি বলেন, চুপ চুপ! একদম চুপ!
ভৃত্য ভাবিলো, আহা! মশাই আমার কি কষ্টেই না আছেন??
কি খাইবেন জনাব? বলার চেষ্টায় ঠোঁট দুখানা মৃদ্যু ফাঁক হইতেই কর্তা বাজখাঁই গলায় রণ হুংকার দিয়ে বললেন, চুপ চুপ! একদম চুপ!
আমার খেয়ে, আমার পরে, আমার দয়ায় চলে ফিরে আমারই ভুল ধরিস!
একদম চুপ! কোন কথা নেই।
নন্দ দুলাল বলল, আজ্ঞে কর্তা! ঠিক বলেছেন! দারুন বলেছেন! উচিত বলেছেন। এত কথা কিসের! এ্যাই সবাইকে চুপ করা! থামা!!! ওরে! কে আছিস! কর্তা আজম খানের গান শুনবেন। জোরসে বাজা, 'চুপ চুপ অনামিকা চুপ! কথা বলো না।'

কর্তা আরামে ঘুমাতে গেলেন। স্বপ্নে দেখলেন কারা যেন তাঁকে কথার মাঝে টেনে ডুবাচ্ছেন। সেই কালো ডোবায়, কত রকম কথা! ফিসফিস, চিৎকার, প্রেমালাপ, আহাজারী, প্রতিবাদ কিংবা হয়ত আবৃতি।

চমকে উঠে কর্তার ঘুম ভেঙে গেলো। সবে ভোর হয়েছে। জানালায় কড়া নাড়ছে সকালের মিষ্টির রোদ। কি সুন্দর নিথর নীরব চারিদিক। হঠাৎ দেখলেন, জানালায় এসে বসেছে দুটো চড়ুই। তারা ঠোঁট নেড়ে আপন মনে গান গাইছে। অদ্ভুত ব্যাপার! গানের কোন সুরেলা শব্দ নেই।

এককাপ চা খেতে বড্ড ইচ্ছে হচ্ছে কর্তার।
এ্যাই কে আছিস - কি অবাক ব্যাপার! হাত তালির ডাকে কোন শব্দ নেই!
কম্পিত হাতে গ্লাসে এক চুমুক পানিতে গলা ভেজাবার ছলে, হাত থেকে পড়ে গেলো কাচের গ্লাস। শব্দবিহীণ ভাঙ্গনে চমকে উঠে কর্তার বুকে চিড়!

আচমকা পুরানো ভৃত্যের প্রবেশ! হাতে ভোরের কাগজ।
মশকরা করিস?? সাদা কাগজ কি কখনও খবরের কাগজ হয় রে গাধা?
ভৃত্য জবাব দিলো, দুই ঠোঁট নাড়িয়ে। বাতাস কাঁপছে না, কথা বের হচ্ছে
নন্দ কোথায়? নন্দ?
ভৃত্য আবারো জবাব দিলো, দুই ঠোঁট নড়ছে। কি যে সে বলছে, কোন শব্দ নেই।
তবে রে! তোর এত সাহস! পাগলের মত ভৃত্যকে প্রহার করলেন কর্তা। কথা বল! বল কথা?? নন্দ কোথায়? নন্দ?

শেষমেষ নন্দ এলো বটে। হাসি মুখে কত কিছু বলছে, প্রবল বেগে নড়ছে ঠোঁট। শুধু শব্দ হচ্ছে না কোন।
কর্তা এবার ছুটে গিয়ে নন্দের বুকে বসিয়ে দিলেন, দুম দুম কিল। বেঈমান! কথা বল! ব্যাথায় মলিন নন্দের মুখে শব্দহীনতার কঠোরতা।

আচমকা চারিদিকে গ্রাস হলো, প্রচন্ড তীব্র নিরবতা ঠনঠনে শব্দ! কর্তা শিউরে উঠলেন। দুহাতে মাথা খামচে ধরলেন নিজের মাথা।
কথা বল নন্দ! কথা বল ভাই আমার!!
নন্দ কথা বলছে, প্রাণপনে মাথা নেড়ে কথা বলছে। শুধু ঠোঁট নড়ছে, কোন শব্দ হচ্ছে না।

শীতের সকালে আজ ঝাকিয়ে বসেছে প্রচন্ড নীরবতার শৈত্যপ্রবাহ!

মন্তব্য ১১০ টি রেটিং +২৬/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৭

গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ স্যাটায়ার!! +১

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ :)

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০০

ইমরাজ কবির মুন বলেছেন:
চুপ চুপ চুপ অনামিকা চুপ
কথা বলো না
তুমি আমি এইখানে
কেউ তো জানেনা :`>

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আজম খান বস!

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৩

হাসান মাহবুব বলেছেন: কড়া হৈছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হামা ভাই! আরো কড়া হওয়া সময়ের দাবি!!

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৩

শ্মশান বাসী বলেছেন: চমৎকার।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ :)

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১১

প্রবাসী ভাবুক বলেছেন: কদিন পর হাতসহ কলম নড়বে৷ কিন্তু লেখা হবে না৷

চমৎকার হয়েছে৷

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩০

কয়েস সামী বলেছেন: বাহ! সেই রকম!

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ সামী ভাই!!

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭

রিকি বলেছেন: জোরসে বাজা, 'চুপ চুপ অনামিকা চুপ! কথা বলো না।'

view this link

ভাইয়া সেইরকম একটা স্যাটায়ারে পড়লাম। :D চরম হয়েছে। নেন এই গান শুনেন এবার, পানিতে ভিজিয়ে দেখা প্রিন্ট ছাড়া আর পেলাম না !!!! ;)

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। এই প্রিন্ট ছাড়াও ভালো একটা প্রিন্ট মনে হয় আছে। তবে এই মুহুর্তে খুঁজে পাচ্ছি না।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯

বনজ্যোৎস্নার কাব্য বলেছেন: আমি আসলে স্যাটায়ার ধরতে পারিনি। মানে বুঝিনি লেখার বিষয়বস্তু।
শুভকামনা রইলো

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুঃখিত, হয়ত ভালো লিখতে পারি নি। বিষয়টা হচ্ছে, কথা বলতে পারছে না কেউ। কথা বলতে দিচ্ছে না কেউ। কেমন হয়, যদি একদিন সবাই বোবা হয়ে যায়?

আপনি যে অন্যায় করছেন, তার প্রতিবাদ করতে দিচ্ছেন না,
আপনার সাথে যদি অন্যায় ঘটে তখনও যদি তার প্রতিবাদ না হয়, তখন কেমন হবে?

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩

তুষার কাব্য বলেছেন: চুপ চুপ! একদম চুপ :)

দারুন ! দারুন !

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। :) শুভেচ্ছা জানবেন।

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

নেক্সাস বলেছেন: চুপ--

স্যাটায়ার ভাল হইছে। কিন্তু কোন কিছুতেই আর কাজ হবেনা।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, তাই আশা করছি।

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৫

মাহমুদ০০৭ বলেছেন: চুপ আছি , চিন্তা নাই :)

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর! নিরাপদ থাকুন!

১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

মাঘের নীল আকাশ বলেছেন: চমৎকার +++

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ :) শুভেচ্ছা জানবেন।

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৮

আছিমভ বলেছেন: কিহে নৃপেন!!
চেতনার সূর্য্য মধ্য গগেন তবু কেন এত হাহাকার?
বাবু,
সূর্য্যের থেকে বালি গরম দুচোখ আন্ধকার...

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ!!!!

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার কাছে ভাল লেগেছে , এটাই ফাইনাল :D

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ লিটন ভাই!

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩

সাহসী সন্তান বলেছেন: কর্তার ইচ্ছাই কর্ম! চমৎকার স্যাটায়ার হইছে কা_ভা ভাই!



শুভ কামনা জানবেন!

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। নিরাপদ থাকুন।

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯

এস কাজী বলেছেন: কড়া হয়ছে স্যাটায়ার কাভা ভাই। ৫৭ ধারার উপ্রে দিয়ে গেছে। লল

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, সেটার উপ্রে দিয়া যাওয়াই ভালো! নিরাপদ থাকি!!

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

ধমনী বলেছেন: জটিল!! মুখ নড়বে, কথা হবে না, কিবোর্ড চলবে, লেখা হবে না।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মুখ নড়বে, কথা হবে না, কিবোর্ড চলবে, লেখা হবে না।
চলুক! আমরা তো এভাবেই আছি।

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০

কথাকথিকেথিকথন বলেছেন: সবাই কথা বলছে কিন্তু কর্তা মশাই কিছু শুনছে না কিংবা শুনবে না অথবা শুনতে চায় না । স্বনিয়ন্ত্রিত বয়রা হইয়া গিয়াছে !!!

ভাল লেগেছে লেখায় ।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। অন্যায়ের প্রতিবাদ করতে না দেয়া হলে, নিজের উপর অন্যায়ের উপরও প্রতিবাদ করতে কেউ আসবে না।

১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১২

ঢাকাবাসী বলেছেন: স্যাটায়ার লেখা আজকাল কমে গেছে তাই প্রচন্ড খরার সময় একঝলক বৃস্টির মতই লেখাটি ভাল লাগল। সাহসের ঘাটতি কিনা জানা নেই!

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, সাহসের এবং রুচির দুটোর সমন্বয় হচ্ছে না প্রিয় ঢাকাবাসী ভাই। ফলে এত সমস্যা। আপনাকে ধন্যবাদ, মন্তব্যের জন্য।

২০| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

সুলতানা রহমান বলেছেন: আজম খানের এই গানটা আবার অনেক দিন পর মনে পড়লো।
ভাল লাগলো।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ :)

২১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ দারুণ হয়েছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই! :)

২২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

কেউ নেই বলে নয় বলেছেন: বাক স্বাধীন্তার কিছু একটা নিয়েই লিখছেন। কিন্তু আসল খোচার জায়গাটা ধরতে পারিনাই। কি এমন হয় সবকিছু চুপ করে গেলে বুঝতেছি না।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দেখুন ব্যাপার হচ্ছে যে কোন অন্যায়ের প্রতিবাদ করতে দিতে হবে। নইলে নিজের উপর যদি কোন অন্যায় হয় তাহলে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে না। সবাই তখন শুধু চেয়ে চেয়েই দেখবে।

২৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

লিও কোড়াইয়া বলেছেন: চরম মেরেছেন। অনেক কিছু বোঝার আছে এই পোস্ট থেকে, কিন্তু সমস্যা হচ্ছে যাদের বোঝার দরকার, তারা তো আর বুঝবে না ভাই।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পজেটিভ ভাবেই ভাবি। সবাই একদিন সবকিছু বুঝবেন! ধন্যবাদ পড়ার জন্য। :)

২৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

আবু শাকিল বলেছেন: কর্তা বলেচেন- ৫৭ ধারাকে সংশোধন করে ব্লগ দিয়ে ইন্টারনেট চালনো বন্ধ করে দেয়া হপে :)
স্যাটায়ার নজরদারী রাখা হচ্ছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রক্ষে করুন কর্তা। আমি নিজের কথা বলেছি। আপনার কথা। এটা স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে গল্প! অভিমানের গল্প।

২৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

মায়াবী রূপকথা বলেছেন: বেশ লাগল!!!

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ :)

২৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

আলোরিকা বলেছেন: ' চুপ! চুপ! একদম চুপ! '- পড়ে কেন জানি হাসি পেল । হাসতে গিয়ে মনে পড়ে গেল 'ক্রীতদাসের হাসি' র কথা । কি সর্বনাশ আবার হাসাও যদি মানা হয়ে যায় ! B-)

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, হাসিও বিপদজনক হতে পারে।

২৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০

মানবী বলেছেন: সত্যি এমন একটা গান আছে! আগে জানা ছিলোনা, কখনও শোনা হয়নি!

পোস্ট সম্পর্কে মন্তব্য, "এই দিন দিন নয়, আরো দিন আছে..."

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যাদের দিনে কথা আসার কথা বলছেন বা আশা করছেন, তাদের ভুল থেকে শেখার সক্ষমতা এবং দুরদর্শীতা সম্পর্কে আমার দৃঢ় সন্দেহ আছে।

২৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

চৌধুরী ইপ্তি বলেছেন: সবই বুঝলাম!

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :)

২৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন:


হায় হায় ! আমার ভাবনা তো মিললো না ! ছক্কা মারতে গিয়া আউট হয়ে গেছি !!


তবে এখনকার জামানায় এইসব কর্তাদেরই সঙ্গী মিলে বেশি । তারা তারা মাসতুত ভাই !!!

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে ব্যাপার না!! আউট হয় নাই। বল নো বল ছিল। :D :D

৩০| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

আবু শাকিল বলেছেন: অনেক ধন্যবাদ জাদীদ ভাই :)
রস দিয়ে লেখার ক্ষমতায় আমি মুগ্ধ।ভাল থাকবেন।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আবারও মন্তব্যের অনেক ধন্যবাদ।

৩১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

ইমিনা বলেছেন: হা হা হা...
ভালো হয়েছে। অল্প কথায় অনেকখানি খোঁচা দিয়ে দিলেন।
:-B :-B :-B

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে কিসের খোঁচা টোচা! আমারে দেখি বিপদে ফেলার ধান্দা করেছেন!
তা আপনি হঠাৎ এই মুল্লুকে? পথ ভুলে নাকি গো?

৩২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫

ইমিনা বলেছেন: আপনি বিপদে পড়লে তো আমিও বিপদে পড়বো কারন আমি নিজেই বলে ফেলেছি "ভালো হয়েছে"। :|| :|| :||

পথ ভুলে যদি এই মুল্লুকে চলে আসি তবে এই ভুল আরো করতে চাই 8-|

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! শুভেচ্ছা জানবেন! নিয়মিত আসুন, এই অনুরোধ রইল।

৩৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭

অন্ধবিন্দু বলেছেন:
আমরা আমাদের শক্রদের শব্দ মনে রাখবোনা, কিন্তু আমাদের বন্ধুদের নীরবতা আমারা কখনো ভুলতে পারবোনা- বলেছিলেন লুথার কিং। কর্তারা কোনটা মনে রাখতে চান, এর উপর নির্ভর করছে আজকের শোনা বা না-শোনা। আপনার প্রচণ্ড তীব্র নীরবতা ঠনঠনে শব্দে প্রহার করার চেষ্টায় প্রহারিত হলেম, কাল্পনিক_ভালোবাসা। বলছিনে আপনি ঠিক বলেছেন! দারুন বলেছেন! উচিত বলেছেন। বলবো- আপনার ঠোঁট নড়েনি, কিন্তু ঝাঁকিয়ে শব্দ হয়েছে কোথাও ...

*মৃদ্যু আহাজারী শেষমেষ ব্যাথায় প্রচন্ড প্রাণপনে

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেই শব্দের ফলে বন্ধ হয়েছে নূন্যতম আহ উহ করার সুযোগ! আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, চুড়ান্ত শব্দহীনতার দিকে। একটানা চিনচিন নীরবতা।

৩৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

দোলাভাই বলেছেন: চুপ........................।একদম চুপ.................দেশে একন গনতনত্র চলছে......

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :) :)

৩৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০০

কামরুন নাহার বীথি বলেছেন: আর কত চুপ !!!!!

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জানা নেই সুপ্রিয় বীথি আপা! আসলেই জানা নেই।

৩৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ অচলায়তন এভাবে ভাংবে না! সুড়সুড়ি দেবে শুধু!
চাই প্রচন্ড নিনাদ!

এফোড় ওফোড় করে দেয়া নিনাদ! সব শব্দকে ছাপিয়ে এক টানা সুতীব্র-যতক্ষননা কাঁচে ঝনঝন করে ভেঙ্গে পড়ে!

অসাধারন অনন্য খুচাঁয় অনেক অনেক ++++++++++++++++

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে! কোন কিছুতেই কর্তাদের কর্ণপাত হবে না। কর্ণ শূণ্য কর্তা!

৩৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪

জাহাজী পোলা বলেছেন: কথা কমুনা ভাই, জিন্দেগী না মিলবে দুইবার! :(

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে কত দিন পর!!

কথা না বলাই ভালো! কথা শুরু করলে শেষ হবে না।

৩৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১

কল্লোল পথিক বলেছেন: চুপ! চুপ! একদম চুপ!

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কথা বলবেন না। নিরাপদ থাকুন। সুস্থ থাকুন।

৩৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৫

আরণ্যক রাখাল বলেছেন: সময়ের চিত্র| স্যাটায়ার বলেছে অনেকে| কিন্তু আমার কাছে সিরিয়াস গল্পই মনে হয়েছে

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাসপাতালগুলোতে এখন আর অক্সিজেন কিট দরকার নেই। সেখানে দেয়া হচ্ছে ভিপিএন।

৪০| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সব কথা বলা মানা
চুপ করেছে নন্দ;
চুপি চুপি বলি সোনা
পাই অন্য কোনো গন্ধ।

বাজখাই হুংকারে
মুখ হয়েছে বন্ধ;
চোখতো খোলা ওরে বোকা
নয়তো মোটে অন্ধ।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার, লিখেছেন!!

৪১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

শান্ত কবিরা আজ অশান্ত হয়ে ওঠেছে...

জনগণ সব নন্দ হয়ে যাচ্ছে... 8-|

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বরং বলুন একদিন সকল নন্দরা জনগণ হয়ে যাবে। আমাদের সেদিন কিছু করার থাকবে না।

৪২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬

আমি মাধবীলতা বলেছেন: /:)

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :(

৪৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

-সাইরাস বলেছেন: আচমকা পুরানো ভৃত্যের প্রবেশ! হাতে ভোরের কাগজ।
মশকরা করিস?? সাদা কাগজ কি কখনও খবরের কাগজ হয় রে গাধা?


দাদাকে ক্ষেপাবেন না প্লিজ ।

অসাধারন লেখা ভাই। আপনি কি কোন নামি ম্যাগাজিনে স্যাটায়ার লিখেন ? ( উম্মাদ বা এধরনের ) ।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আমার লেখাটি পড়ার জন্য। আমার ব্লগে স্বাগতম।

আমি এখন পর্যন্ত ব্লগের গন্ডি পার হতে পারি নি! নামি দুরে থাক কোন অখ্যাত অনলাইন পত্রিকায়ও আমার লেখা প্রকাশিত হয় নি।

৪৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২

সচেতনহ্যাপী বলেছেন: আমি কিন্তু কিছু বলি নাই।। একদমই চুপ করে আছি।।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চুপ থাকুন! নিঃস্তব্দতা উপভোগ করুন।

৪৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬

কিরমানী লিটন বলেছেন: আচমকা চারিদিকে গ্রাস হলো, প্রচন্ড তীব্র নিরবতা ঠনঠনে শব্দ! কর্তা শিউরে উঠলেন। দুহাতে মাথা খামচে ধরলেন নিজের মাথা।
কথা বল নন্দ! কথা বল ভাই আমার!!
নন্দ কথা বলছে, প্রাণপনে মাথা নেড়ে কথা বলছে। শুধু ঠোঁট নড়ছে, কোন শব্দ হচ্ছে না।
গভীর বোধের লিখনি,অদ্ভুত শীতের কবলে স্বদেশের অবয়ব,তাই নন্দদের শুধু ঠোঁটই নড়ে, শব্দ বের হয়না। নান্দনিক ভাবনার গভীর উপলব্ধির বিষয়।অনেক অভিবাদন আর নিরন্তর শুভকামনা সুহৃদপ্রিয় দাদাভাই কাল্পনিক_ভালোবাসা ...

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় লিটন ভাই। শুভেচ্ছা জানবেন।

৪৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৪

অভ্রনীল হৃদয় বলেছেন: বাহ! চমৎকার!

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ :)

৪৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:



১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:







...................................

৪৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১০

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: এক কথায় অসাধারন !!!! মন্তব্য করতে গিয়ে আমিও নন্দ হয়ে গেলাম।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! অনেক ধন্যবাদ :)

৪৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

রানার ব্লগ বলেছেন: স্কাইপি বন্দো করলো এখন আমি আমার দোস্তগো সাথে কেমতে মাগনা কথা বলব। গরিব মানুষের উপরই খালি জুলুম।

মোবাইল বিল দিতে দিতে বেহুশ, এখন এক টাই দাবি প্রতিদিন ১০ ঘণ্টা মোবাইলে ফ এন্ড ফ এ কথা ফ্রি বলতে দিতে হবে।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই! সহমত

৫০| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: হৈচৈ অার ভাল্লাগেনা! বোবা বনে যাওয়াই ভালো!

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, চুপ থাকাই শ্রেয়!

৫১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮

ইছামতির তী্রে বলেছেন: অসাধারণ!

তবে কথা বলার দরকার কি? লিখুন প্রাণভরে লিখুন! :D

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কিছুদিন পর কীবোর্ডের উপরও নিষেধাজ্ঞা আসতে পারে। হাহাহ

ভালো থাকুন কোন এক সুন্দর নদীর তীরে।

৫২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

পার্থ তালুকদার বলেছেন: দারুণ হইছে :)

১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৫৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সময়টাকে ধরলেন ........... ;) । সেইরাম হইছে :D

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই! :) আশা করি ভালো আছেন।

৫৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৯

শাহাদাত হোসেন বলেছেন: অসাধারন লেখা।বর্তমান যুগে নন্দ হইলেও গন্ডার দের কিছু হবেনা ।

৫৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার হইছে ভাই। :)

৫৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার! +++

মাইর হবে, কিন্তু সাউন্ড হবে না। ;)

৫৭| ২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৫

মেহেদী রবিন বলেছেন: প্রজারা কথা বললে যে কর্তার কর্তাভাব ক্ষুণ্ণ হয় !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.