নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টি আকর্ষনঃ ব্লগারদের বকেয়া বিল প্রসঙ্গে।

১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৯

প্রিয় ব্লগারবৃন্দ,
শুভেচ্ছা নিন। যে সকল ব্লগার এখনও তাদের গত বছরের আর্থিক সম্মানী (লেখার বিনিময়ে) গ্রহন করেন নি, তাদেরকে এক কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত) ও জাতীয় পরিচয় পত্র এবং নিচের আবেদনপত্রের অনুলিপিসহ অতি স্বত্তর যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, প্রয়োজনীয় লোকবলের অভাব, সিস্টেম আপগ্রেডেশন সংক্রান্ত জটিলতা ইত্যাদি কারনে এই বছর বকেয়া ভাতা প্রদানে কিছুটা বিলম্ব হওয়ায় আমরা দুঃখিত।

বিঃদ্রঃ বিকাশের মাধ্যমে কোন প্রকার লেনদেন হবে না।

শুভ ব্লগিং।


মন্তব্য ১৭৩ টি রেটিং +২৯/-০

মন্তব্য (১৭৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৩

বিজন রয় বলেছেন: আমার কোন বকেয়া নেই।

১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৫

কাউয়ার জাত বলেছেন: কাদের কে এটা দেয়া হয়? কিসের ভিত্তিতে? তাইতো জানিনা। জানলে আমরাও চেষ্টা করে দেখতাম।

১১ ই জুন, ২০১৭ দুপুর ২:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটা সাধারন ব্লগারদের জন্য। যারা নিয়মিত মানসম্মত পোস্ট প্রদান করেন, তাদের জন্য আর্থিক সম্মানী।

৩| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৬

বিজন রয় বলেছেন: কোন প্রাইজমানি আছে কি?

১১ ই জুন, ২০১৭ দুপুর ২:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুঃখিত, প্রাইজ মানি নয়, আর্থিক সম্মাননার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

৪| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৭

হাসান মাহবুব বলেছেন: একটাই আশা, গতবার মাল্টিনিক সংক্রান্ত জটিলতায় সাধারণ ব্লগারদের যে ভোগান্তিতে পড়তে হয়েছিলো তা যেন না হয়। এরকম একটা ইস্যুতে আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে প্রসেস যত স্বচ্ছ করা যায় ততই ব্লগারদের মঙ্গল।

১১ ই জুন, ২০১৭ দুপুর ২:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, ধন্যবাদ। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এই বিষয়টি আরো সহজবোধ্য করার জন্য। আপনি তো তালিকায় আছেন, দ্রুত প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করে যোগাযোগ করুন।

৫| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৮

জেন রসি বলেছেন:
ভ্যাট কত? ;)

১১ ই জুন, ২০১৭ দুপুর ২:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না, এই বিষয়টি যেহেতু প্রাতিষ্ঠানিক, সেহেতু এখানে আলাদা করে কোন ভ্যাট নেই। কর্তৃপক্ষই এই জাতীয় সকল খরচ বহন করবেন।

৬| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:০১

সেলিম আনোয়ার বলেছেন: এখন পকেট ফাঁকা
ভাল হতে এই পকেটে আসতো যদি টাকা । !:#P

১১ ই জুন, ২০১৭ দুপুর ২:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দেখুন আবেদন করে!! কি হয়!

৭| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথম শুনলাম। সামুতে লেখার বিনিময়ে অর্থ দেয়া হয়? সত্যিই?

১১ ই জুন, ২০১৭ দুপুর ২:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, আপনি সঠিক শুনেছিলেন, সামুতে লেখার বিনিময়ে অর্থ প্রদান করা হয়।

৮| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:০৪

এস বাসার বলেছেন: "এক কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত) ও জাতীয় পরিচয় পত্র এবং নিচের আবেদনপত্রের অনুলিপিসহ অতি স্বত্তর যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে"

স্যরি , এত কিছু পারবো না।

তাড়াতাড়ি টাকাটা বিকাশ করেন :P

১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুঃখিত, বিকাশের মাধ্যমে কোন লেনদেন সম্ভব নয়।

৯| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:১১

অন্তু নীল বলেছেন:
আহা বহুদিন পর ব্লগে ঢু মারতেই টাকার গন্ধ.।।

ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার সু ব্যবস্থা আছে কী ?

১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুঃখিত, এখানে দেশের প্রচলিত আইন বিরোধী কোন কার্যক্রম নেই। ইনকাম ট্যাক্স দেয়া আপনার দায়িত্ব, এতে দেশের উপকার হয়।

১০| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:১৩

জাহিদ অনিক বলেছেন: তাই নাকি ? কি করে জানব আমার কোন লেখার জন্য আমাকে অর্থ দেয়া হচ্ছে ? কিসের ভিত্তিতে দেয়া হচ্ছে ?

ফর্ম ফিলাপ করে পাঠাবো কোথায় ?

১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার বিস্তারিত পেলেই আমরা বুঝতে পারব, আপনি এই সম্মানী পাবার যোগ্যতা রাখেন কি না!!

১১| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভাই কাল্পনিক ভালোবাসা, এই ব্লগ থেকে যে লেখকদের সম্মানী ভাতা প্রদান করা হয়, সেটাই আমার জানা ছিল না এতদিন। যাই হোক, আমি যদি সম্মানী ভাতা পাওয়ার উপযুক্ত হই, তাহলে দয়া করে জানাবেন এবং উপযুক্ত হলে কোন ঠিকানায় ই-মেইল / কুরিয়ার যোগে আবেদন করতে হবে, সেটা জানাবেন।
আর একটা কথা। সম্মানী ভাতার আবেদনপত্র ফর্মটি একটু বড় না হলে সব কলাম পড়া যাচ্ছে না।

আপনাকে ও সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ।

১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, ঠিক আছে। আপনাকে ধন্যবাদ। এমন কিছু কখন জানতে পারলে আপনাকে জানিয়ে দিবো ভাই।

১২| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:১৬

বিজন রয় বলেছেন: কে কে আর্থিক সম্মানী পেলেন তা যেন পরবর্তীতে জানিয়ে দেওয়া হয়। এবং কি কারণে তারা পেলেন সেটাও যেন জানতে পারি।

১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী। অবশ্যই।

১৩| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ভাতা আনতে যাওয়ার ভাড়াও কি দেয়া হবে ? ইয়ে আমি কিন্তু উবার ছাড়া চলাফেরা করি না ! B-)

১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুঃখিত পাইলট ভাই। কর্তৃপক্ষ কোন প্রকার ডিএ/ টিএ প্রদান করবেন না।

১৪| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:১৯

জেন রসি বলেছেন:
কর্তৃপক্ষের উপর শান্তির নোবেল প্রাইজ বর্ষিত হোক! দুএক টাকা বাড়াইয়া দিয়েন! নাহয় পারমাণবিক বোমাও বর্ষিত হইতে পারে! ;)

১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যারা পাবেন, আশা করি তা সঠিকভাবে উদযাপন করবেন। তাদের আনন্দ দেখেই আমাদের আনন্দ!

১৫| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:২০

আশাবাদী অধম বলেছেন: বুঝতে পারছিনা আপনি কি সিরিয়াস? নাকি এর আগে যেমন ব্লগারদের ওপর ভ্যাট ধার্য করে ফান পোস্ট দিয়েছিলেন সেরকম কিছু?

১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটা ফান পোস্ট ছিলো বলে তো আমার জানা ছিলো না? নতুন নিয়ম আমি সবার সাথে শুধু শেয়ার করেছিলাম। কিন্তু সমস্যা ছিলো সরকারের সেই আবেদনটি এত হাস্যকর ছিলো যে সবাই সেটাকে ফান মনে করেছিলো। আমি যা লিখি তা সবই জন বা ব্লগার স্বার্থে।

১৬| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:২১

শাহরিয়ার খান রোজেন বলেছেন: শুধু কি লেখার জন্য প্রাইজমানি? কমেন্টের জন্য দেয়া হয় না ব্রো?

১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না, আপাতত এমন কোন ব্যবস্থা নেই।

১৭| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:২৫

নতুন বলেছেন: ১১ বছরে তো মেলা টাকা পামু... খাড়ান কত শব্দ লিখছি গুইনা ফরম পুরান করতাছি। :) :#)

১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় ব্লগার, এটা শুধু মাত্র গত দুই বছরের জন্য প্রযোজ্য। অনুগ্রহ করে সঠিক হিসাব করুন।

১৮| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফান পোস্ট নাকি?

১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মানে কি!!

১৯| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৩

জুন বলেছেন: যাক ব্লগ লিখেও তাহলে কেউ না কেউ সন্মানী পাবে । তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিলাম আপনার মাধ্যমে কাল্পনিক ।

১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আপনার সাথে আমিও আনন্দিত।

২০| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৬

নাগরিক কবি বলেছেন: আমি কিছু কবিতা বিক্রি করবো কাভা ভাই, অর্থের অভাবে আমার ঘরে শূন্য হাড়ি :|

১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুঃখিত, আপনার প্রস্তাবটি গ্রহনযোগ্য নয়।

২১| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৬

প্রথমকথা বলেছেন: কিছু বুঝতেছিনা
আপনি বা কে সামহোয়ারই্নব্লগের।

১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি তেমন কেউ নই। মুখপাত্র মাত্র।

২২| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৭

আমি চির-দুরন্ত বলেছেন: যাই হোক যেভাবেই হোক,, টাকা পয়সা দিয়া হইলেও মাল্টি গুলো দমন রাখার ব্যবস্থা করেন। :D

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আমরা মাল্টি নিক সমর্থন করি। কিন্তু কোন নিক তা মুল নাম হোক বা সহনিক, ব্লগ নীতিমালা বিরুদ্ধ হলে আমরা ব্যবস্থা গ্রহন করব।

২৩| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৭

কাউয়ার জাত বলেছেন: আমার হিসেবে আমি ৪০০০০০০০০০০০০০/- টাকা পাব। তবে টাকাটা আমি নিতে চাচ্ছিনা।
সামুর উন্নয়ন ফাণ্ডে টাকাটা দান করে দিচ্ছি। কা-ভা ভাইয়ের উচিত কৃতজ্ঞতা প্রকাশ করে পৃথক পোস্ট দেয়া।

অট: একটা চেলপি দিয়ে দেব?

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সামগ্রিক প্রস্তাবটি এতই অপ্রতাশিত যে, বিষয়টি নিয়ে অসম্ভব বিভ্রান্তির ধুম্রজাল তৈরী হয়েছে। এই ক্ষেত্রে আমরা মনে করি, বিভ্রান্ত হবার কোন সুযোগ নেই।

২৪| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৫

মৈত্রী বলেছেন: আবেদন ফর্ম কি স্ক্যান করে মেইলে পাঠাবো নাকি সরাসরি প্রিন্ট করে সামু অফিসে এসে জমা দিতে হবে??

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনারা চাইলে স্ক্যান করে মেইল পাঠাতে পারেন।

২৫| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৬

জোকস বলেছেন: সম্মানী হিসেবে প্রথম পাতায় অনুমতি দিলেই চলবে।

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নিয়ম অনুযায়ী ই আপনি সেই সুযোগটি পাবেন।

২৬| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: ভাই কাল্পনিক ভালবাসা, এ পোষ্ট আবার কাল্পনিক নয় তো !!! B-) তা্ইলে, এখন থেকে বেশি বেশি ব্লগ লিখুম। আর টেহা ইনকাম করমু, এবার আমার বিয়ে আটকায় কে !! ‘‘ চৌধুরী সাব আমি বলগার এখন থেকে টাহা ইনকাম করি, আপনার মাইয়াডারে তারাতারি দেন । =p~

এ খবর শুনে জটিল ও কঠিন অনুভূতিতে আক্রান্ত হয়ে গেলাম । =p~

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সামগ্রিক প্রস্তাবটি এতই অপ্রতাশিত যে, বিষয়টি নিয়ে অসম্ভব বিভ্রান্তির ধুম্রজাল তৈরী হয়েছে। এই ক্ষেত্রে আমরা মনে করি, বিভ্রান্ত হবার কোন সুযোগ নেই।

২৭| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর উদ্যোগ।

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।

২৮| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৩

কাউয়ার জাত বলেছেন: প্রথমকথা বলেছেন: কিছু বুঝতেছিনা
আপনি বা কে সামহোয়ারই্নব্লগের।[/sb

মানহানিকর কমেন্ট। মোল্লার উসিলায় সিন্নি খাইলেন, মোল্ল চিনলেন না!
আরে ভাউ! উনি সামু ব্লগের সম্মানিত মঠারেটর!!!

২৯| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৫

ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: কত সালের লেখা গুলর জন্য বিল দেওয়া হবে?

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ২০১৫-২০১৬

৩০| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:২১

গেম চেঞ্জার বলেছেন: :P আমার লাখপতি হওয়া ঠেকায় কিডা!!!!!! B-))

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সামগ্রিক প্রস্তাবটি এতই অপ্রতাশিত যে, বিষয়টি নিয়ে অসম্ভব বিভ্রান্তির ধুম্রজাল তৈরী হয়েছে :)

৩১| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৬

কল্পদ্রুম বলেছেন: সামুতে লেখার জন্য টাকা দেওয়া হয় এটা জানা ছিলো না।ভালোই তো!তবে টাকা পাওয়ার জন্য উপযুক্ত কারা সেটা বুঝলাম না।আগে জানলে প্রতিমাসে ডজন খানেক পোস্ট করতাম। :#)

১১ ই জুন, ২০১৭ রাত ৯:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, এটা তো অনেক আগে থেকেই দেয়া হয়। আগে গোপনীয় ছিলো, এখন প্রকাশ্য হয়েছে। অনেকেই টাকার বিনিময়ে ব্লগিং করতে চান। তাদের কথা বিবেচনা করে, সামুর বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ ব্লগারদের উৎসাহ দেবার জন্য ব্যয় করা হচ্ছে।

৩২| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৩

হাসান মাহবুব বলেছেন: গতবার বলা হয়েছিলো এবার উৎসব ভাতা থাকবে। আসলেই থাকছে কি?

১১ ই জুন, ২০১৭ রাত ৯:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হামা ভাই, উৎসব ভাতার ব্যাপারটি সকলের জন্য নয়। যারা ইতিমধ্যে একবার টাকা পেয়েছেন এবং এবারও টাকা পেয়েছেন, শুধু মাত্র তারাই এই দাবিটি করতে পারবেন।

৩৩| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৩

আল ইফরান বলেছেন: কমেন্টস করা বাদ দিয়ে ভালো ভালো পোস্ট লিখতে হবে রে মমিন।
আজকে থেকেই আদা-জল (আই মিন শরবত) খেয়ে নেমে যেতে হপে :-B

১১ ই জুন, ২০১৭ রাত ৯:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুটো বিষয়েরই সঠিক ব্যালেন্স প্রয়োজন।

৩৪| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৭

জেন রসি বলেছেন: এই পোস্টটিকে কেউ এড়িয়ে যাবেন না। এর আগেও এধরনের পোস্টকে অনেকে ফান পোস্ট ভেবে ফান করেছে। সিরিয়াসলি নেয়নি। এড়িয়ে গেছে। ফলে তাদের কোন উন্নতি হয়নি। তারা আগেও সামুতে ব্লগিং করত। এখনো করে।

১১ ই জুন, ২০১৭ রাত ১০:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সামগ্রিক প্রস্তাবটি এতই অপ্রতাশিত যে, বিষয়টি নিয়ে অসম্ভব বিভ্রান্তির ধুম্রজাল তৈরী হয়েছে। এই ক্ষেত্রে আমরা মনে করি, বিভ্রান্ত হবার কোন সুযোগ নেই। অনেকেই টাকার বিনিময়ে ব্লগিং করতে চান। তাদের কথা বিবেচনা করে, সামুর বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ ব্লগারদের উৎসাহ দেবার জন্য ব্যয় করা হচ্ছে।

শুভ ব্লগিং!

৩৫| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৪

মোস্তফা সোহেল বলেছেন: টিও / ডিও না দিলে লাভের গুড় শেষে পিপড়ায় খাবে না তো?

৩৬| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাল উদ্যোগ ! ফান নয় সিরিয়াস ধরেই নিচ্ছি! কিন্তু আমি বকেয়া বিল পাবো কি না তা বুঝবো কিভাবে? ফর্মে- লেখা আছে- প্রকাশিত পোস্টের নাম- পোস্ট তো অনেক করেছি, কোনটার কথা বলবো? এবং এই সাধারণ ব্লগার কারা? এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাই- আশা করি জানাবেন!

১১ ই জুন, ২০১৭ রাত ১০:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি ফর্মটি ডাউনলোড করে সেই অনুযায়ী তথ্য প্রদান করে স্ক্যান করে আমাদেরকে পাঠিয়ে নিন। আমরাই পরবর্তী ব্যবস্থা গ্রহন করব।

৩৭| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৩

এডওয়ার্ড মায়া বলেছেন: গত বছরের বিলম্বে সম্মানী ভাতা প্রদান করায় ঈদ শপিং করতে পারি নাই।এ বছর যেন নির্ধারিত তারিখের আগেই সকলের সম্মানী দেয়া হয় ।

১১ ই জুন, ২০১৭ রাত ১০:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার জানা মতে আপনাকে তো গতবছর বিবেচনায় নেয়া হয় নি। খুব সম্ভবত আপনি নাম বিভ্রাটে ভুগছেন।

৩৮| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:২০

মৌমুমু বলেছেন: মনটা খারাপ ছিল কিন্তু আপনার পোষ্টের মন্তব্যগুলো পড়ে মনটা ভালো হয়ে গেল।:)
অনেক ধন্যবাদ আপনাকে এমন একটি পোষ্টের জন্য। এমন পোষ্ট আরো চাই।

১১ ই জুন, ২০১৭ রাত ১১:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩৯| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: কেঊ আসলে গোপন কথা বলতে চায় না, আপনি বলেছেন। তাই, খবরটা দেওয়ার জন্যে ধন্যবাদ।

৪০| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় হায় কন্কি!!!!!!!!!!

ঠিকানা কই মিয়া??? (লালসালুর মজিদ টোনে)
দাওয়াত দেও মেজবানী খাওয়া্ও ঠিকানা ছাড়া????
মস্করার কি হাত পাও নাইক্যা! ;) আবেদন জমা দিমু কি মালের বাসায় :P (অগ্রিম ভ্যাট কাটতে ;)
=p~ =p~ =p~

ব্লগারদের মেইলে কি নোটিফিকেশনদেয়া হয়? হয়েছে? সেটাই কি উত্তম পন্থা নয়?
স্বপ্ন ভঙ্গের এই বাজারে গণ স্বপ্নের হয়রানী না করিয়ে!!!!



অ:ট: ৥ মানুষ ঠিকই বলে - বিয়া করলে আপনা ভাই্ও পর হইয়া যায় ;) =p~ =p~ =p~

১১ ই জুন, ২০১৭ রাত ১১:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় ভৃগু ভাই, সামগ্রিক প্রস্তাবটি এতই অপ্রতাশিত যে, বিষয়টি নিয়ে অসম্ভব বিভ্রান্তির ধুম্রজাল তৈরী হয়েছে। এই ক্ষেত্রে আমরা মনে করি, বিভ্রান্ত হবার কোন সুযোগ নেই। অনেকেই টাকার বিনিময়ে ব্লগিং করতে চান। তাদের কথা বিবেচনা করে, সামুর বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ ব্লগারদের উৎসাহ দেবার জন্য ব্যয় করা হচ্ছে।

৪১| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:২১

স্পর্শ বিন্দু বলেছেন: তিন দিনের কথা বলে সেই যে গেলো আর ফিরে এলো না।

ভাই কাল্পনিক, তিন মাস তিন দিন হয়ে গেলো আমি এখনো সেইফ হলাম না! :( সেইফ হইতে পারলে এতদিনে কত কিছু যে লিখতে পারতাম। কত টাকা পয়সা যে জমা হইতে পারতো! :( আপনাদের অবহেলার জন্য আমার কিছু হইলো না। :(

১২ ই জুন, ২০১৭ দুপুর ১:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগিং এ উৎসাহ দেয়ার জন্য আপনার অনুরোধটি কার্যকর করা হলো। যদিও আপনার ব্লগ কার্যক্রম খুব একটা সন্তোষজনক নয়।

৪২| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৬

নতুন নকিব বলেছেন:



ভৃগু বানী: ব্লগারদের মেইলে কি নোটিফিকেশনদেয়া হয়? হয়েছে? সেটাই কি উত্তম পন্থা নয়?
স্বপ্ন ভঙ্গের এই বাজারে গণ স্বপ্নের হয়রানী না করিয়ে!!!!


-উদ্যোগকে উষ্ণ অভিনন্দন। পাশাপাশি সহমত ভৃগু ভাইয়ের উপরোক্ত মন্তব্যে।

সামু দীর্ঘজীবী হোক। আপনার অবারিত কল্যান হোক।

৪৩| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৯

মনিরা সুলতানা বলেছেন: যোগ্যদের জন্য অগাম শুভকামনা !

৪৪| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৯

আমি চির-দুরন্ত বলেছেন: জেন রসি বলেছেন: এই পোস্টটিকে কেউ এড়িয়ে যাবেন না। এর আগেও এধরনের পোস্টকে অনেকে ফান পোস্ট ভেবে ফান করেছে। সিরিয়াসলি নেয়নি। এড়িয়ে গেছে। ফলে তাদের কোন উন্নতি হয়নি। তারা আগেও সামুতে ব্লগিং করত। এখনো করে।

হা হা,,,,,,,,, মজা পাইলাম।

আরেকটি কথা। কেঊ আমিন না লিখে যাবেন না। আগের পোস্ট এ আমিন না লেখার কারণে এক অবিবাহিত ভাইয়ের বউ মরে গেছে। :-B

৪৫| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

উম্মে সায়মা বলেছেন: বাহ খুব ভালো উদ্যোগ। শুভ কামনা।

৪৬| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

আরণ্যক রাখাল বলেছেন: বড়লোক হওয়ার সিড়ি!

৪৭| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

ধ্রুবক আলো বলেছেন: উদ্যোগ সফল হউক+++++++++
বেস্ট অফ লাক++++×++++

৪৮| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

রাজসোহান বলেছেন: ক্যাম্নে কি! আমিও কি এই ক্যাটাগরীতে আছি? :-*

৪৯| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার কাছে বিষয়টা কাল্পনিক ভালবাসার কাল্পনিক ভালবাসা বলে মনে হলো।

৫০| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

রাজসোহান বলেছেন: আবেদনপত্রের অনুলিপি কীভাবে নিবো? ঐটা প্রিন্ট করবো নাকি?

৫১| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

রাজসোহান বলেছেন: ধুর মিয়া। পুরাটাই ফান। :((

৫২| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

তন্ময় ফেরদৌস বলেছেন: অনলি সামু ইজ রিয়েল

৫৩| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

সুমন কর বলেছেন: হাহাহাহা.............এ বছরের হিট পোস্ট। +।


অ.ট.: ছয় দিন কি ব্যস্ত ছিলেন?

০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সবার সাথে একটু মজা করলাম। ঈদ উপলক্ষে মজা। সবাই মজা পেয়েছে জেনে খুশি হলাম।

অঃটঃ হ্যাঁ। কিছুটা ব্যস্ত ছিলাম।

৫৪| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

ইমরান নিলয় বলেছেন: বরাবরের মতোই সুন্দর উদ্যোগ। এটা সবসময়ই ব্লগারদের চাঙ্গা করে।

আর গতবার খামের ভেতর হাজার টাকার একটা নোটের বেশ খানিকটা ছেঁড়া ছিলো। সেটা চালানোর জন্য অনেক দোকান ঘুরতে হয়েছিলো। আমরা নিরীহ ব্লগার- আশা করি কর্তৃপক্ষ ব্যাপারটা খেয়াল রাখবে।

সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার অভিযোগের বিষয়টি খুবই বিব্রতকর। আমরা বার বার অনুরোধ করি, আপনারা আর্থিক লেনদেনের সময় সামগ্রিক বিষয়টি পরিষ্কার হয়ে নিন। আশা করি এই বছর এমন কোন বাজে অভিজ্ঞতা হবে না। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫৫| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

গড়াই নদীর তীরে বলেছেন: পোস্টটি স্টিকি করা হোক। সম্ভব হলে কা_ভা ভাইকে সহ!

৫৬| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাদের উদারতা দেখে মুগ্ধ হইলাম।

সবচেয়ে বেশি লেখক পাওয়া যাবে যদি তিন দিনের পর্যবেক্ষণ তিন দিনেই সীমাবদ্ধ থাকে!!!!

৫৭| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

শূন্য-০ বলেছেন: মজার বিষয়, নতুন দের কপাল পুড়া!!!!

৫৮| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

নাইট রিডার বলেছেন: ভালো উদ্যোগ । আশা করি সামু কর্তৃপক্ষ কয়েকদিন পর বাজেট স্বল্পতার জন্য এই সুবিধা টি বন্ধ করে দিবে না। এই যুগে বাড়তি আয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানাই

৫৯| ১১ ই জুন, ২০১৭ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:


এত বড়, সুন্দর, কার্যকর পদক্ষেপ জাতির লেখকদের জন্য সম্পুর্ণভাবে নতুন; এর ফলাফল হবে সুদুর প্রসারী।
ধন্যবাদ।

৬০| ১১ ই জুন, ২০১৭ রাত ৮:০৫

হাতুড়ে লেখক বলেছেন: গতবার যা পেয়েছিলাম তা দিয়ে ঈদ শপিং সম্পুর্ণ হয় নাই। দেখি কর্তৃপক্ষ এইবার কত টাকা বেশি দিয়ে আমাকে ধন্য করেন। ধন্যবাদ সবাইকে।

৬১| ১১ ই জুন, ২০১৭ রাত ৮:০৮

সাহসী সন্তান বলেছেন: এতবড় একটা সুখবর শোনার পরে আর অফলাইনে থাকতে মন চাইলো না! ভয় হইলো, ট্যাকা-টুকা গুলা যদি অন্যেরা ভাগ-বাটোয়ারা কইরা নিয়া যায়! এবারের ঈদ শপিং নিয়া খুবই টেনশনে আছিলাম! তয় সামু এইভাবে ত্রাতা রুপে আবির্ভূত হইবে উহা তো ভাবতেই পারি নাই! B:-)

এনি ওয়ে, আমার গতবারের ভ্যাট চালানের রশিদটা পরে দেবেন বলছিলেন! সেইটা কি এবারের লগে দিয়া দিতে পারবেন? বুঝতেই তো পারছেন, ঘাড়ের উপ্রের মালের বোঝা! :(

৬২| ১১ ই জুন, ২০১৭ রাত ৮:২০

সুরঞ্জনা বলেছেন: টাকার গন্ধ পাইয়া আসলাম। গতবার আমার খামের ভিতর টাকা মিসিং ছিলো। এবার যেন তা না হয়। সচেতন করতে লগইন করলাম। :P

৬৩| ১১ ই জুন, ২০১৭ রাত ৮:২৪

গড়াই নদীর তীরে বলেছেন: বিকাশে টাকা দিবেননা বলেছেন।
অথচ গত বছর টাকা নিয়ে ফেরার পথে অনেক ব্লগারের টাকা ছিনতাইকারীরা মেরে দিয়েছিল।
তাই এবারে টাকা দেয়ার সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার বিনীত অনুরোধ জানাচ্ছি।

৬৪| ১১ ই জুন, ২০১৭ রাত ৮:৪৩

আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ,




শুভেচ্ছা নেয়া গেলোনা । :((
কেন নেয়া গেলোনা বলুন তো ? পারবেন না জানি । ;) শুভেচ্ছা নিলুম না এই কারনে যে , ব্লগারদের জন্যে আপনার এটা ডাহা মিথ্যে ভালোবাসা , এই রোজাকালের দিনে। এই অভিযোগ কাল্পনিক নয় মোটেও । B-))
ভালো যদি বাসতেনই আন্তরিকতার সাথে তবে ব্লগারদের এই বকেয়া বিল পরিশোধের প্রসঙ্গে বলতেন না - "...এবং নিচের আবেদনপত্রের অনুলিপিসহ অতি স্বত্তর যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।" আবেদনপত্রের অনুলিপি দিলেই চলবে ? আবেদনপত্র পুরন করতে হবেনা ?????? :|| রোজাকালে ধাপ্পাবাজী ?????????
ভাবছিলুম, মাল সাহেবকে ভ্যাট/শুল্ক দিয়ে পকেট থেকে যা বাড়তি খসেছে তা ব্লগের পাওনা থেকে উশুল হয়ে যাবে । পরিমানটা বেশী হলে ঈদ বোনাসও হয়ে যেতে পারে । কিন্তু প্যাঁচগী দিলেন তো বেশ । মাল সাহেব যে ভাবে বললেন ভ্যাট কমবেনা মোটেও তেমনি আপনিও এককথায় বলে দিলেন --বিকাশের মাধ্যমে কোন প্রকার লেনদেন হবে না। তাইলে বিকাশ উডাইয়া দ্যান । :P
আর মন ভাঙা মসযিদ ভাঙার সমান । এই রোজাকালে হেই কামডা করলেন !!!!!!!! :((

@ জেন রসিকে বলছি , আপনি ঠিকই বলেছেন । পোস্টটাকে কেউই সিরিয়াসলি নেয়নি। এড়িয়ে গেছে। ফলে তাদের কোন উন্নতি হয়নি। তারা আগেও সামুতে ব্লগিং করত। এখনো করে। যদি করতো তবে ব্লগ ইনকাম থেকেই এতোদিনে এক একজন স্লামডগ মিলিওনিয়ার হয়ে যেতে পারতো । চাই কি তারা আর একটি ব্লগ প্লাটফর্ম খুলে "কাভা" কে একটা মঠারেটরের চাকরীও দেতে পারতো । =p~


৬৫| ১১ ই জুন, ২০১৭ রাত ৯:১৫

পুলক ঢালী বলেছেন: ব্লগ থেকে টাকা নেওয়ার জন্য কোনদিন লিখিনি, যৎসামান্য যা লিখেছি মনের আনন্দ/চাহিদায় লিখেছি, এখন লিখলেও সৃজনশীলতার চর্চার জন্য টাকা নেওয়ার প্রশ্নই আসেনা। তবে উদ্যোগটিকে স্বাগত জানাই অনেকেই ভাল লেখার জন্য উৎসাহিত হবেন। মতামতটি একান্তই আমার ব্যাক্তিগত :) সবাইকে শুভেচ্ছা।

৬৬| ১১ ই জুন, ২০১৭ রাত ৯:২১

পুলক ঢালী বলেছেন: ওহ্ আরেকটা কথা বলা হয়নি গতবারের টাকাটা কিন্তু ফেরৎ পাঠিয়েছিলাম আপনারা প্রাপ্তী স্বীকার পাঠাননি এবার শুধু ওটা পাঠালেই চলবে :D =p~ =p~

৬৭| ১১ ই জুন, ২০১৭ রাত ৯:৫০

জেন রসি বলেছেন: @জী এস ভাই, এই পোস্ট পড়ে বুঝা যাচ্ছে সামু কালো টাকা সাদা করার একটা উপায় পেয়ে গেছে! কাভা ভাই সুযোগ বুঝে রবিনহুড হিসাবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে। :P এটাকে আগামী নির্বাচনে দাড়ানোর কৌশলও বলা যেতে পারে! ;)

৬৮| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:০৩

ফেরদৌসা রুহী বলেছেন: আহারে আফসোস, আগে জানলে ব্লগিং নিয়মিত চালিয়ে যেতাম :(
যাক যারা পাবে তাদের অগ্রিম শুভেচ্ছা :)

৬৯| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:০৮

সকাল রয় বলেছেন: ;)

৭০| ১২ ই জুন, ২০১৭ রাত ১২:৫১

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

গত ৭ বছর ধইরা সামুতে লেখতাছি এক নাগারে। ৭ দিন আগেও একটা পোষ্ট স্টিকি করলো মডু মামারা। তয় জাতির বিবেকের কাছে প্রশ্ন আমার লেখা-লাখির বিলটা মাইরা দিলো ক্যাডায় :-B :((

৭১| ১২ ই জুন, ২০১৭ রাত ১:০২

যুবায়ের বলেছেন: লেখালেখিতো অনেক আগেই ছেড়ে দিয়েছি ভাই

আগে যতটুক লেখতাম তার জন্য কি কোন সন্মানী ভাতা পাওয়া যাবে?

৭২| ১২ ই জুন, ২০১৭ রাত ১:০৫

যুবায়ের বলেছেন: আর হ্যাঁ, কোন কোন ক্যটাগরির লেখকদের জন্য সন্মানী ভাতা দেয়া হচ্ছে তা জানতে চাচ্ছিলাম ভাই।

৭৩| ১২ ই জুন, ২০১৭ রাত ১:১৫

কাছের-মানুষ বলেছেন: এই ধরনের কার্যকম ব্লগারদের লেখালেখিত উৎসাহিত করবে অবশ্যই। তবে পোষ্টটা আরেকটু বিশদ হলে ভাল হত !

হায় হায় দেশে না থেকে দেখি বিরাট ভুল করে ফেলেছি ! =p~

উপরের ফর্মে, প্রকাশিত পোষ্টের নাম উল্ল্যেখ্য করা আছে এখানে কতগুলো পোষ্টের নাম দিতে হতে, সব গুলো নাকি যে কোন একটা ? তাছাড়া শব্দ সংখ্যা ঘোরে সবগুলো নাকি যে কোন একটা মান সম্পূর্ন লেখার ?

যারা সম্মানী পাবে তাদের অগ্রিম শুভেচ্ছা রইল।

৭৪| ১২ ই জুন, ২০১৭ রাত ১:৩১

মুহসীন৮৬ বলেছেন: আসসালামু আলাইকুম মাননীয় মডু। আমি ২০১৫/১৬ অর্থবছরে সর্বমোট ৫ টি ব্লগ লিখেছি! এই আকালের যুগে আমি যে কিভাবে এটা করেছি তা আমি নিজেও জানিনা। আমি কেমন পয়সা কড়ি পেতে পারি একটা আইডিয়া দিলে ভাল হতো। বাসায় আবার ঈদের কেনাকাটার লিস্টিং হচ্ছে। বাজেটিং টা ভাল হতো। দ্রুত উত্তরের আশায় বসে আছি। ধন্যবাদ।

৭৫| ১২ ই জুন, ২০১৭ রাত ২:৩৪

সাহাবুব আলম বলেছেন: হাতে অনেক টাকা বিয়া করমু। শুনতে পাও বেলা

৭৬| ১২ ই জুন, ২০১৭ রাত ৩:০১

ওমেরা বলেছেন: টাকা লাগবে না প্রথম পাতায় লিখার সুযোগ পেয়েছি এটাই যথেষ্ট । ধন্যবাদ

৭৭| ১২ ই জুন, ২০১৭ রাত ৩:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ ব্লগারদের উৎসাহ দেবার জন্য ব্যয় করা হচ্ছে।
মোটামুটি ভাবনার বাইরের একি সপ্রাসংশ উদ্যোগ।। উদ্যোগটি সফল হোক, এই কামনায়।।

৭৮| ১২ ই জুন, ২০১৭ ভোর ৪:৪৩

সোহানী বলেছেন: গড়াই নদীর তীরে বলেছেন: পোস্টটি স্টিকি করা হোক। সম্ভব হলে কা_ভা ভাইকে সহ! :P

পলাশ ভাই, আপনিতো ৭ বছরে আর আমি তো ১০ বছর ধইরা তয় আমার বিলখানের হিসাব নেওনের সময় হইছে দেখতাছি..... B:-/

কাভা ভাই, তাড়াতাড়ি বকেয়া সহ পাঠান ঈদে প্লেনের টিকেটখান তাইলে সামুর বকেয়া বিলেই হইবেক!!!! B-))

৭৯| ১২ ই জুন, ২০১৭ ভোর ৪:৪৯

কাউয়ার জাত বলেছেন: "এই ক্ষেত্রে আমরা মনেকরি, বিভ্রান্ত হবার কোন সুযোগ নেই"

কা_ভার এই কপি-পেস্ট বাণীতে যারা গলে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি-
খুব খিয়াল কৈরা কিন্তু! আগে খোজ-খবর নিয়ে দেখুন মেট্রোপলিটন পুলিশ ভাড়াটিয়াদের তথ্যপ্রদানের ন্যায় ব্লগারদের তথ্যপ্রদান বাধ্যতামূলক করেছে কিনা এবং পোস্টে উপস্থাপিত ফরমটি শেষ পর্যন্ত ডিএমপির কাছে পাচার হয়ে যাবে কি না!
তাহলে কিন্তু কপালে সিদ্ধ ডিম!

৮০| ১২ ই জুন, ২০১৭ ভোর ৪:৪৯

কাউয়ার জাত বলেছেন: "এই ক্ষেত্রে আমরা মনেকরি, বিভ্রান্ত হবার কোন সুযোগ নেই"

কা_ভার এই কপি-পেস্ট বাণীতে যারা গলে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি-
খুব খিয়াল কৈরা কিন্তু! আগে খোজ-খবর নিয়ে দেখুন মেট্রোপলিটন পুলিশ ভাড়াটিয়াদের তথ্যপ্রদানের ন্যায় ব্লগারদের তথ্যপ্রদান বাধ্যতামূলক করেছে কিনা এবং পোস্টে উপস্থাপিত ফরমটি শেষ পর্যন্ত ডিএমপির কাছে পাচার হয়ে যাবে কি না!
তাহলে কিন্তু কপালে সিদ্ধ ডিম!

৮১| ১২ ই জুন, ২০১৭ সকাল ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: আমি টাকা চাই, নইলে আমি দেশ বিদেশ ঘুরাঘুরি বন্ধ কইরা দিমু............. =p~

৮২| ১২ ই জুন, ২০১৭ সকাল ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: আমার কিন্তু মনে হচ্ছে এটা ষোল আনাই ফান পোষ্ট :-B

৮৩| ১২ ই জুন, ২০১৭ সকাল ১১:১৭

নতুন নকিব বলেছেন:



হায়রে কাউয়ার জাত! আর কত! দূরদর্শীতা দুর্নিবার!

৮৪| ১২ ই জুন, ২০১৭ সকাল ১১:২৭

রাধে দেবনাথ বলেছেন: ভাই সত্যি মজার বিষয়.।
ঠিকানা ছারা পাঠাবো কি করে.।
একটু বলবেন দয়াকরে।ভাই সত্যি মজার বিষয়.।
ঠিকানা ছারা পাঠাবো কি করে.।
একটু বলবেন দয়াকরে।

৮৫| ১২ ই জুন, ২০১৭ সকাল ১১:৪১

বিজন রয় বলেছেন: বছরের সেরা হিট পোস্ট, স্টিকি করা হোক।

বছরের সেরা হিট পোস্ট, স্টিকি করা হোক।
বছরের সেরা হিট পোস্ট, স্টিকি করা হোক।
বছরের সেরা হিট পোস্ট, স্টিকি করা হোক।


জয় হোক সামুর।

৮৬| ১২ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এটা কি ২০১৬ সালে প্রকাশিত পোস্টের জন্য ? ফরমটা ডাউনলোড করবো কোথা থেকে ?

৮৭| ১২ ই জুন, ২০১৭ দুপুর ১:০৩

অলওয়েজ ড্রিম বলেছেন: কোনো সন্দেহ নাই এটি বাংলা ব্লগ ইতিহাসের অসাধারণ একটি উদ্যোগ। সামুর জয় হোক।

৮৮| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৯

জে.এস. সাব্বির বলেছেন: সামুর এই মহান উদ্যোগকে সাধুবাদ জানাই। আমার NID নাই। কর্তৃপক্ষ আমার জন্য কোন অপশন বাকি রেখেছেন কি??

৮৯| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৫

কাউয়ার জাত বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন-
অনেকেই টাকার বিনিময়ে ব্লগিং করতে চান। তাদের কথা বিবেচনা করে, সামুর বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ ব্লগারদের উৎসাহ দেবার জন্য ব্যয় করা হচ্ছে।

ঈমানে কইতাসি সামুতে বর্তমানে কোন বিজ্ঞাপনই নাই। তার আবার একটা অংশ?

৯০| ১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৯

অচিন্ত্য বলেছেন: বিষয়টা একটু বিস্তারিত জানাবেন প্লিজ ? আমি ২০১০/১১ থেকে এই সাইটের সঙ্গে কমবেশি যুক্ত। কিন্তু এই বিষয়ে কিছু জানি না। জানালে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ

৯১| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকাতে আছি আপাতত।
আমি কিন্তু ডলার ছাড়া নিমুনা, আগেই বইলা রাখলাম।

৯২| ১৮ ই জুন, ২০১৭ রাত ১২:২৮

হাসান মাহবুব বলেছেন: সম্মানী বুঝে পেয়েছি। ধন্যবাদ মডারেটর।

৯৩| ১৯ শে জুন, ২০১৭ রাত ৯:৫২

ভ্রমরের ডানা বলেছেন:
তাইতো বলি এত হাত চুলকায় কেন!! বুঝলাম অবশেষে!

:P

৯৪| ২০ শে জুন, ২০১৭ রাত ৯:৫৯

আরজু পনি বলেছেন:
ভাগ্যিস ফিরেছি নইলে এতোগুলো টাকা হাত ছাড়া হয়ে যেত!
বিশেষ ধন্যবাদ জানাচ্ছি পোস্ট দিয়ে আমার দৃষ্ট আকর্ষণ জন্যে।

৯৫| ২৬ শে জুন, ২০১৭ রাত ১:৫০

ডঃ এম এ আলী বলেছেন: আমি নিশ্চিত আমার লেখাগুলি বিলের আওতায় আসবেনা । জনিনা কি ক্রাইটেরিয়া । তবে যদি বিল হয়ে থাকে তবে তা সানন্দ চিত্তে সামুর উন্নয়ন প্রকল্পে ব্যবহারের জন্য সম্মতি প্রদান করা হল :)
ঈদ শুভেচ্ছা রইল

৯৬| ২৮ শে জুন, ২০১৭ দুপুর ২:০১

জোকস বলেছেন: আমার পোষ্ট প্রথম পাতায় যাচ্ছে না। ফিড ব্যাকে মেইলও করেছি তবুও কাজ হচ্ছে না :(
বাধ্য হয়েই আপনাকে জানাতে হল।


আপনি চাইলেই এই মন্তব্যটি মুছে দিতে পারেন। (তৈল হিসাবে শুভকামনা থাক্ল)

৯৭| ২৯ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৮

স্বতু সাঁই বলেছেন: আপাতত প্রথম পাতায় লিখার অনুমতি পেলে ধন্য হতাম। সম্মানীর কথা না হয় পরে ভাবা যেতো।

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আশা করি আপনার সমস্যাটির সমাধান হয়েছে।

৯৮| ০২ রা জুলাই, ২০১৭ সকাল ৮:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার অ্যাকাউন্টটা দীর্ঘদিন যাবত "জেনারেল" করে রাখা হয়েছে; "সেফ" করা হবে কী না জানতে চাই ।

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার সমস্যাও সমাধান করা হয়েছে।

৯৯| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ২:১৭

বাকরখানি বলেছেন: :(( এই সম্মানীতেও কি পনের শতাংশ ভ্যাট দিতে হৈব? তাইলে নিমু না।

১০০| ০৬ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৫৯

স্বতু সাঁই বলেছেন: ধন্যবাদ, কাল্পনিক ভালোবাসা বাস্তব রূপ নিয়েছে। শুভকামনা রইলো।

১০১| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৫৯

মামুন ইসলাম বলেছেন: আমার টাকাতা এই নাম্বারে পাঠাইয়া দেন ।00xxxxxxxxxx
আমি আবার বিকাশ ছাড়া কিছু বুঝিনা । !:#P
শুভ সকাল।

১০২| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৪

নীল আকাশ ২০১৬ বলেছেন: কোন কারণ উল্লেখ না করেই আমার একটি পোস্ট মুছে দেওয়া হয়েছে, আমাকে জেনারেল করা হয়েছে, ফ্রন্টপেইজের এক্সেস বন্ধ করা হয়েছে। আমি শুধু উপযুক্ত কারণ জানতে চাই।

নতুন নিক খুললে দেখা যায় কোন কারণ উল্লেখ না করেই কয়েকদিন পর কমেন্ট ব্যান করা হয়। কিন্তু কোন কমেন্ট মোছা হয়না, তাহলে বুঝব কি করে কোন কমেন্টের জন্য কি কারণে ব্যান করা হয়েছে? কমেন্ট করার পরে লেখা হয় "you are not allowed to.............." এটা না করে কমেন্ট করার আগেই জানিয়ে দেবার কোন ব্যবস্থা করা যায়না? তাহলে তো আর কষ্ট করে কমেন্ট করতে হয়না।

১০৩| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনি একজন সাধারন ব্লগার
এখন থেকে আপনি অন্য যে কোন প্রকাশিত লেখায় মন্তব্য করতে পারবেন। আপনার লেখা প্রথম পাতার সকল পোস্ট অংশে প্রকাশিত হবে না। তবে সম্পাদকের বিবেচনা সাপেক্ষে আপনার লেখা নির্বাচিত পাতায় প্রকাশিত হতে পারে।

আমি কি কারো বাড়া ভাতে ছাই দিছি < একটু জানতে চাই ।যে কারনে প্রথম পাতায় আমার লেখা যাচ্ছে না।

১০৪| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৫

নতুন নকিব বলেছেন:



প্রিয় কা_ভা ভাই,
আপনার সদয় হস্তক্ষেপে প্রথম বার প্রথম পাতায় যাওয়ার পারমিশন পেয়েছিলাম। সে জন্য কৃতজ্ঞতা অনিশেষ। জেনারেল হওয়ার পরে আর পোস্ট দেয়ার আগ্রহটা কেন জানি আগের মত পাচ্ছি না।

এ বিষয়ে আপনার সদয় দৃষ্টি কি আরেকবার কামনা করতে পারি?

ভাল থাকুন নিরন্তর।

১০৫| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

খায়রুল আহসান বলেছেন: সবার সাথে একটু মজা করলাম। ঈদ উপলক্ষে মজা। সবাই মজা পেয়েছে জেনে খুশি হলাম। (৫৩ নং প্রতিমন্তব্য) - যাক, ধন্যবাদ নিশ্চিত করার জন্য যে এটা শুধুই মজার জন্য একটা ফান পোস্ট! আপনাকে তো অবিশ্বাসও করা যায় না, তাই ভেতরে ভেতরে একটু টেনশন বিল্ড আপ হচ্ছিল! :)

১০৬| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৩:১১

চাঁদগাজী বলেছেন:


হ্যালো, আপনি কেমন আছেন!

অনুরোধ, আমার সাথে ১ জন ব্লগার অন্য ব্লগেও ব্লগিং করতেন, এখন শুধু সামুতে আছেন; খুবই মানানসই ব্যক্তিত্ব; কোন কারণে, উনাকে ১ম পেজ থেকে ব্যান করা হয়েছে; আপনি একটু দেখবেন। নিক হচ্ছে, "দেশী পোলা"।

অনেক অনেক ধন্যবাদ; ভালো থাকুন।

১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যালো, আমি ভালো আছি।

প্রিয় চাঁদগাজী ভাই, আমি খুশি হবো, যদি এই সংক্রান্ত ব্যাপারে সংশ্লিষ্ট ব্লগার আমাদের সাথে ফিডব্যাকের মাধ্যমে যোগাযোগ করেন। আপনি আমাকে জানিয়েছেন, ধন্যবাদ। তবে আমাদের ব্লগ নীতিমালা অনুযায়ী, ব্লগ সংক্রান্ত যে কোন সমস্যার জন্য ফিডব্যাকের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আমাদেরকে মেইল করার ঠিকানা হচ্ছে - [email protected]

১০৭| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০১

এস এম মামুন অর রশীদ বলেছেন: আপনারা লিখেছেন, "আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৩ দিন পর্যবেক্ষনে রাখা হবে।"
-- ১ মাস ৫ দিনেও পর্যবেক্ষণ শেষ হয়নি? দায়িত্বশীলতা বলে একটি ব্যাপার থাকবে তো?

১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বিষয়টি দায়িত্বশীলতার বলেই কিছুটা সময় লাগে। একটি মাত্র পোস্ট দিয়ে কারো লেখার মান সম্পর্কে পুরো নিশ্চিত হওয়া যায় না। পাশাপাশি, অনেক নতুন ব্লগার আছেন, যারা কপি পেষ্ট পোস্ট দিয়ে প্রথম পাতায় সুযোগ চায়। এই বিষয়গুলো নিশ্চিত হতে, আমরা কিছুটা সময় নিয়ে থাকি।

আমরা চাই, ব্লগ সংক্রান্ত কোন সমস্যায় ব্লগাররা আমাদেরকে মেইল করুক। কোন পোস্টে এসে মন্তব্যের মাধ্যমে নয়। আপনার প্রথম পাতায় লেখা প্রকাশ সংক্রান্ত বিষয়টি সমাধান করা হয়েছে।

১০৮| ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

এম আর তালুকদার বলেছেন: ভাল উদ্দোগ। আশা করি এই জন্যে হলেও আমাদের তরুন প্রজন্ম লেখার প্রতি আগ্রহী হবে। সাধুবাদ জানাই আপনাদের।

১০৯| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৯

নতুন বিচারক বলেছেন: আমায় জেনারেল করে ব্লগ কমিউনিটিকে ছোট করা হলো । আসল বিশ্লেষন খতিয়ে দেখার অনুরোধ থাকল। সম্ভব বিষয়টি এখনই জানাবেন । ধন্যবাদ।

১১০| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:



আপনাকে অনেক ধন্যবাদ; আমি উনাকে জানাবো।
ভালো থাকুন।

১১১| ১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪০

এম আর তালুকদার বলেছেন: Click This Link

১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগ সংক্রান্ত যে কোন সমস্যায় আমাদেরকে ফিডব্যাকে মেইল করুন। পোস্ট দিয়ে নয়।

১১২| ১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫৮

এম আর তালুকদার বলেছেন: অনেকক্ষন ফিডব্যাক দেয়ার চেষ্টা করে ব্যার্থ হয়েই পোস্ট দিলাম। আশাকরি আপনারা বিষয়গুলি কর্নপাত করবেন। ধন্যবাদ...

১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে এই বিষয়ে জবাব দেয়া হয়েছে। ধন্যবাদ।

১১৩| ১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ব্লগ মানেই বাক স্বাধীনতার নামে সব ভণ্ডামী । :(

১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটা যার যার ব্যক্তিগত অবস্থান এবং দৃষ্টিভঙ্গিতে নির্ণয়যোগ্য। স্টেটমেন্ট হিসেবে গ্রহনযোগ্য নয়।

১১৪| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৭

এম আর তালুকদার বলেছেন:

এই পোস্টটিতে এমন কি ছিল যে এটা সরাতে বাধ্য হলেন !? নাকি সত্য কথায় গায়ে জ্বালা ধরেিছিল। আপনি আমার নিজের শিরনামটি তো দেখেছেন আবার বলছি আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি শালীন এবং মুক্ত ব্লগার। দীর্ঘ ৪ বছর আইন বিষয়টাও রপ্ত করেছি। হয়তো আমাকে লেখার পূর্ন স্বাধীনতা দিন নয়তো আমাকে ছুড়ে ফেলুন তাতেই আমি বুঝতে পারবো আপনাদের শ্লোগানের যথার্ততা....

১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
জনাব, এম আর তালুকদার,
আপনাকে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে খুব সহজ সরল ভাষায় মেইল করা হয়েছিলো। কিন্তু দুঃখজনকভাবে আপনি না বুঝতে ব্যর্থ হয়েছেন। তথাপি আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, ব্লগ সংক্রান্ত যে কোন অভিযোগ প্রথম পাতায় আমরা রাখি না। যদি একই বিষয়ের উপর অনেকগুলো পোস্ট থাকে, তাহলে আমরা তা আপনার ড্রাফটে পাঠিয়েও দিতে পারি। এখানে ঠিক তাই করা হয়েছে।

পাশাপাশি, আরো বলা হয়েছে, প্রথম পাতায় লেখা প্রকাশের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নীতিমালা আমরা অনুসরন করি। আমাদের বিবেচনার মানদন্ডে প্রধানত থাকে, লেখার বিষয়বস্তু, প্রথম পাতায় প্রকাশের জন্য কত খানি প্রস্তুত ইত্যাদি। আমাদের বিবেচনায় আপনাকে আমরা এখনই প্রথম পাতায় লেখার সুবিধা প্রদান করতে পারছি না দেখে দুঃখিত। আপনি নিয়মিত লেখা অনুশীলন করুন। আশা করি, আপনি প্রথম পাতায় লেখা প্রকাশের সুযোগটি খুব দ্রুত অর্জন করবেন।

অনুগ্রহ করে এই বিষয়টি নিয়ে মন্তব্য ফ্লাডিং করবেন না। অর্থাৎ বিভিন্ন পোস্টে গিয়ে বিষয়বস্তুর বাইরে আপনি আপনার অভিযোগ মন্তব্য হিসেবে প্রদান করা ( যা ইতিমধ্যে করেছেন)। যেহেতু এটা কমিউনিটি ব্লগ, এখানে নানা স্তরের মানুষ আসছেন, লিখছেন, তাই সকলের সুবিধার জন্য, ব্লগিং এর সুষ্ঠ পরিবেশ বজায় রাখার জন্য আমরা সদা তৎপর এবং এই ক্ষেত্রে আমরা 'জিরো টলারেন্স' নীতি অনুসরন করে থাকি।

যদি আপনার আরো কিছু জানার প্রয়োজন হয়, তাহলে ফিডব্যাকে মেইল করবেন। এটা অভিযোগ জানানোর স্থান নয়, এটা আমার ব্যক্তিগত ব্লগ সাইট। বিষয়বস্তুর বাইরে যে কোন মন্তব্য এখানে মুছে দেয়া হবে।

শুভ ব্লগিং।

১১৫| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: টা কতদিন পযন্ত আমাকে জেনারেলের পোস্টে বসাইয়া রাখবেন । :((

১১৬| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৯

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ একটি মেল পাঠিয়েছি ।
অযৌক্তিক ভাবে কাউকে জেনারেল করা কোন সভ্যের কাজ কি না সেটা আমার জানা নাই ।

১১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

ব্লগ মাস্টার বলেছেন: এ ধরনের আচার ব্যবহার ভালো লাগে না তাই ব্লগীং করি না । সেফ আর জেনারেল খেলাটা মনে হয় মাঝে মাঝে ভয়াল কোন জানোয়ারের থাবা এটা আমার গত তিন বছরের সামু থেকে পাওয়া অভিজ্ঞতা থেকে বলছি । :(

১১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭

ব্লগ মাস্টার বলেছেন: সামুর মডারেট সাহেবরা এত ফাজিল বেয়াদব তা আগে জানা ছিলনা । :(

১১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

আবু তালেব শেখ বলেছেন: আমিও অনেকবার ফিডব্যাকে মেইল করেছি লেখাগুলো কেন প্রথম পাতায় প্রকাশ্ হচ্চে না। বলে আমি নাকি কপিপেষ্ট মারছি। ভাল কথা এখন আর কপিপেষ্ট মারছি না। দয়া করে প্রথম পাতায় সুযোগ দিন

১২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২১

ব্লগ মাস্টার বলেছেন: দয়া করে প্রথম পাতায় সুযোগ দিন

১২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২২

ব্লগ মাস্টার বলেছেন: দয়া করে প্রথম পাতায় লেখার সুযোগ দিন ।

১২২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

লেখা পাগলা বলেছেন: গত ছয় মাসেরও বেশি হল আমি কোন লেখা পোস্ট করতে পারছি না । কয়েকবার ফিডব্যাকে মেইল করার
চেষ্টাও করেছি কাজ হয় নাই । দয়া করে একটু দেখবেন কি বিষয়টি ।

১২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

রানার ব্লগ বলেছেন: ভাই টাকাটা কি ক্যাশে পাবো ?? আমার লেখায় টাকাও আয় করা যাবে শুনলে আমার মা অজ্ঞান হয়ে পরে যাবে।

১২৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ২:১৭

মামুন ইসলাম বলেছেন: অনেকদিন হয়ে গেল আমি কোন লেখা পোস্ট করতে পারছি না।

১২৫| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:





আমি আগে পেতাম। সামু থেকে ৫ লক্ষ টাকার অধিক ক্যাশ সম্মানী পেয়েছি।

গত ৩ বছর থেকে পাচ্ছি না, ভাই!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.