নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তিন দশক যাবত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রবাসী। \nতবুও আমি বাংলায় গান গাই

মোঃমোজাম হক

ভাল লাগে জোছনা রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে।

মোঃমোজাম হক › বিস্তারিত পোস্টঃ

দেখে এলাম পর্বতের শহর আল-আবহা

০৭ ই মে, ২০১৫ দুপুর ১২:০৩

প্রায় দেড় বছর হয়ে এলো আমার শেষ পোষ্ট ছিল সামুতে।আমাকে যারা বার বার সামুতে লেখার তাগাদা দেন তাদের অন্যতম একজন ব্লগার হচ্ছেন মধুমিতা।তিনিও আমার মতো সৌদি আরবে সস্ত্রীক প্রবাসী।ঊনি যেমন আমার ‘কেমন আছি সৌদি আরবে –পর্ব ৩৫ ’ সিরিজের নিয়মিত পাঠক ছিলেন,আমিও তেমনি এখনো উনার ‘আরব ডায়েরি’র পাঠক।এভাবেই আমরা হয়ে যাই ব্লগার বন্ধু।বলা যেতে পারে এই দায়বদ্ধতা থেকেই আজকের এই পোষ্ট।



মধুমিতা ভাই



আমার দীর্ঘ প্রবাস জীবনে হঠাৎ করেই সুযোগ মিললো মধুমিতা ব্লগারের শহর ‘আল-আবহা’ ভ্রমনের।কারন আমাদের শহর থেকে উনার শহরের দুরত্ব প্রায় ১৩৫০কিমি।তাই ইচ্ছে থাকলেও এতো দূর যাওয়া সম্ভব হয়ে উঠে নাই।আমার অফিসের কাজ মাত্র ঘন্টা দুয়েকের কিন্তু প্লেনের টিকিট কাটলাম চৌদ্দ ঘন্টার বিরতি নিয়ে,বাকি সময়টা হোটেলে এবং শহর দেখে কাটানোর জন্য।আমি ইনবক্সে খবর দিলাম,আসছি আপনার শহরে। ঐদিন ছিল মঙ্গলবার তিনি এবং ভাবী দুজনেই স্থানীয় কিং খালিদ পাবলিক বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষক।



ইন্টারনেট থেকে সংগৃহীত কিং খালিদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস



আমার ক্যামেরায় তোলা প্রশাসনিক ভবন



আমার ফ্লাইট ভোর ছটায় নামবে,তিনি ব্যস্ত হয়ে গেলেন আমাকে নিজে এসে নিয়ে যেতে,কিন্তু সকাল সাতটায় উনাদের ক্লাস! আমি তাকে নিশ্চিত করলাম অন্যান্য ভ্রমনের মতো এখানেও আমি একটা রেন্ট এ কার নেবো এবং নিজেই ড্রাইব করবো।যদিও রাস্তা ঘাট চিনিনা কিন্তু গুগল ম্যাপের সহায়তায় ঠিকই চিনে নেবো।

ভোরে এয়ারপোর্টে নেমেই একটা কার নিয়ে বেড়িয়ে গেলাম।আমার মিটিং সকাল এগারটায় কিন্তু আগে দেখে নেবো শহরের কোথায় অবস্থিত আমার সেই নির্দিষ্ট স্থানটি,তারপর হোটেল রূম নেবো।কিন্তু এরই মধ্যে মধুমিতা ভাইয়ের ফোন এলো,আমি পৌছেছি কিনা এবং তিনি জানালেন ভাবীকে অন্য গাড়ীতে ভার্সিটিতে পাঠিয়ে দিয়ে আমার জন্যই অপেক্ষা করছেন!



আবহা শহরের নয়নাভিরাম রাস্তা



উনার বর্ননা অনুযায়ী আমার ভ্রমনের নির্দিষ্ট অনুষ্ঠানস্থল দেখে নিয়ে পৌছে গেলাম সিটি সেন্টারে।সেখানে তিনি এলেন এবং আমাকে নিয়ে একটি হোটেল রুম ঠিক করে দিলেন।তারপর বাঙ্গালী হোটেলের নাস্তা এনে দিয়ে,তিনি দ্রুতই নিজ কাজে চলে গেলেন।আর জানালেন দুপুর বারোটায় ছুটি নিয়ে এসে আমাকে তাদের শহরটা ঘুড়িয়ে দেখাবেন।কারন আজ সন্ধ্যাবেলাতেই আমার আবার ফিরতি ফ্লাইট।



চলবে --

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৯

মধুমিতা বলেছেন: :D

০৭ ই মে, ২০১৫ দুপুর ১:১৯

মোঃমোজাম হক বলেছেন: সেই দিনের কথা ভুলার নয় ভাই।

ভাল থাকবেন

২| ০৭ ই মে, ২০১৫ দুপুর ১:০৭

শ।মসীর বলেছেন: চলুক......।

০৭ ই মে, ২০১৫ দুপুর ১:২১

মোঃমোজাম হক বলেছেন: জ্বি চালাতেই হবে।মধুমিতা ভাইয়ের দেশ বলে কথা :)

সাথে থাকার জন্য ধন্যবাদ

৩| ০৭ ই মে, ২০১৫ দুপুর ১:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাদের দুইজনকেই ধন্যবাদ আমাদেরকে কিছু দারুন সিরিজ উপহার দেয়ার জন্য। আমি আপনাদের দুইজনের ঐ সিরিজগুলোর একজন নিয়মিত পাঠক।

খুব ভালো লাগল আপনার পোস্ট পেয়ে।

০৭ ই মে, ২০১৫ দুপুর ১:২৬

মোঃমোজাম হক বলেছেন: আমরা ব্লগিং করতে করতে একে অপরের আত্মার বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছি।সেই প্রমান অহরহ পাচ্ছি।এই ভ্রমনেও তা পেলাম।

আমাদের মরুদেশের কাহিনী নিয়মিত পড়েন জেনে ভাল লাগলো।
অনেক ধন্যবাদ

৪| ০৭ ই মে, ২০১৫ দুপুর ২:৫৩

জুন বলেছেন: মোজাম ভাই বহুদিন পর আসলেন তাই না ? অনেক ভালোলাগলো আপনার পোষ্ট দেখে সত্যি বলছি । সাথে মধুমিতা ভাইকেও দেখা হলো। ওনার সিরিজগুলো পড়েছি । সাথে থাকলাম । লিখতে থাকুন :)

০৭ ই মে, ২০১৫ দুপুর ২:৫৯

মোঃমোজাম হক বলেছেন: সাথে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

মধুমিতা ভাই সত্যিই অনেক ভাল মানুষ,উনি নিরবে অনেক লিখে যাচ্ছেন,আপনার মতোই :)

৫| ০৭ ই মে, ২০১৫ বিকাল ৩:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চলুক.... :)

০৭ ই মে, ২০১৫ বিকাল ৩:১৮

মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ ভাই, সাথে থাকবেন :)

৬| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ মোজাম ভাই, আপনার পো্স্টের বদৌলতে এই প্রথম মধুমিতা ভাইকে স্বচক্ষে (!) দেখলাম।

আর আপনার পোস্ট মানে কলমের কালি যেন আর না থামে এই কামনা করি।

০৭ ই মে, ২০১৫ রাত ১০:৩২

মোঃমোজাম হক বলেছেন: আমিও উনাকে দেখিয়ে দিয়ে খুব খুশী :)

চেষ্টা করবো চালিয়ে যেতে , অনেক ধন্যবাদ।

৭| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

এস আলভী বলেছেন: অনেক প্রতিক্ষার পর ফ্রন্টপেইজ একসেস দেওয়ায় ব্লগ কর্তৃপক্ষকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

আপনার লেখায় আমি আজ প্রথম মন্তব্য করার সুযোগ পেয়ে গর্ব বোধ করছি।
নতুন ব্লগার হিসাবে আপনার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।

০৭ ই মে, ২০১৫ রাত ১০:৩৫

মোঃমোজাম হক বলেছেন: অভিনন্দন আপনাকে।আমারও মনে পড়ছে যেদিন প্রথম এক্সেস পেয়েছিলাম সেই দিনটির কথা :)

ভাল লিখুন,অনেকের মন্তব্য পান এই কামনা করছি

৮| ০৭ ই মে, ২০১৫ রাত ৮:০৭

কেএসরথি বলেছেন: অনেকদিন আপনার লেখা পড়লাম।

০৭ ই মে, ২০১৫ রাত ১০:৩৭

মোঃমোজাম হক বলেছেন: সত্যিই অনেকদিন এখানে আসছিনা,আপনার কথা আমার মনে আছে ভাই

ধন্যবাদ

৯| ০৭ ই মে, ২০১৫ রাত ৯:০০

আহমেদ জী এস বলেছেন: মোঃমোজাম হক ,




ওয়েলকাম ব্যাক ।

চলুক , সাথে আছি ............

০৭ ই মে, ২০১৫ রাত ১০:৩৮

মোঃমোজাম হক বলেছেন: সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাই

১০| ০৮ ই মে, ২০১৫ রাত ১:২১

তুষার কাব্য বলেছেন: ফিরে আসা আনন্দময় হোক আবার ।প্রবাস জীবনের গল্প শুনতে এমনিতেই খুব ভাললাগে সাথে যদি ঘোরাঘুরির ব্যাপারটা চলে আসে তাহলে আর কি চাই :)

শুভকামনা জানবেন।

০৮ ই মে, ২০১৫ রাত ২:২৩

মোঃমোজাম হক বলেছেন: আমার খুব ভাল লাগছে যে আপনার মতো একজন ডাকসাইটে পর্যটক এখানে মন্তব্য করেছে :)

অফলাইনে আপনার ভ্রমন কাহিনী অনেক পড়েছি।ইনশাল্লাহ অনলাইনেও পড়বো।

ধন্যবাদ

১১| ০৮ ই মে, ২০১৫ রাত ১:৪৩

মধুমিতা বলেছেন: ফিরে যেহেতু এসেছেন, আশা করব আবারো নিয়মিত হবেন। আপনার অভিজ্ঞতার ঝুলি আমাদের যে কারোর চেয়ে বেশী। সেটা আর মিস করতে চাই না ....

০৮ ই মে, ২০১৫ রাত ২:২৬

মোঃমোজাম হক বলেছেন: ভাই চেষ্টা করবো,আগে আপনার শহরের গল্পটা সেরে নিই :)

১২| ০৮ ই মে, ২০১৫ রাত ২:১৩

সচেতনহ্যাপী বলেছেন: পূরানোদের দেখেইতো নূতনদের আগমন।। তারাই যখন হারিয়ে যান তখন...........।।
ফিরে আসায় শুভকামনা।।

০৮ ই মে, ২০১৫ রাত ২:৩৩

মোঃমোজাম হক বলেছেন: আপনার লেখা আমি কিন্তু নিয়মিত পড়ে থাকি," আমার প্রবাস জীবন " বেশ লাগে।

আন্তরিক শুভেচ্ছা রইলো ভাই

১৩| ০৮ ই মে, ২০১৫ ভোর ৫:৪৪

তৌফিক মাসুদ বলেছেন: লেখা চলুক। লেখকের সাবলীল বর্ননা ভাল লাগল।

০৮ ই মে, ২০১৫ বিকাল ৪:০৯

মোঃমোজাম হক বলেছেন: অনেক ধন্যবাদ

১৪| ০৮ ই মে, ২০১৫ রাত ৯:৫১

নক্ষত্রচারী বলেছেন: আপনাকে আবার পেয়ে খুবই ভালো লাগলো মোজাম ভাই ।

লেখা চলুক, এই প্রত্যাশায় শুভকামনা রইল ।

০৮ ই মে, ২০১৫ রাত ১০:৪৯

মোঃমোজাম হক বলেছেন: আমারও ভাল লাগছে আপনাদের পেয়ে :)

সাথে থাকবেন আশাকরি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.