নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তিন দশক যাবত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রবাসী। \nতবুও আমি বাংলায় গান গাই

মোঃমোজাম হক

ভাল লাগে জোছনা রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে।

মোঃমোজাম হক › বিস্তারিত পোস্টঃ

মায়ের স্বীকারোক্তি; কিন্তু রহস্য কি রয়েই গেলনা ?

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:২৩

অবশেষে রামপুরায় দুই সন্তান হত্যার ঘটনায় মায়ের বিরুদ্ধে বাবার মামলা।মায়ের স্বীকারোক্তি; কিন্তু রহস্য কি রয়েই গেলনা ?সামাজিক মূল্যবোধের অভাব বা অবক্ষয়ের জন্য মায়েরা হত্যা করতে পারে নাড়ী ছেড়া নিজ সন্তানকে? আমার কিন্তু বিশ্বাস হয়না।আমি মনেকরি র‍্যাব তারাহুরা করেই কেসসটির ইতিটানতে চাচ্ছে।
২০০৮ সালে এমনি একটি হত্যাকাণ্ড নিয়ে ভারতের উত্তরপ্রদেশ নইদার ১৪ বছরের কিশোরী অরুশি তেলোয়ার এবং তাদের ভৃত্য হেমরাজের ডাবল মার্ডার নিয়ে তোলপাড় উঠেছিল।সেই হত্যাকান্ডেও পুলিশ প্রথমে তার বাবা মাকে গ্রেফতার করেন।এবং একসময় পর্যাপ্ত সাক্ষীর অভাবে মামলাটা খারিজ করে দেন,বাবা মা জেল থেকে মুক্তি পান।
কিন্তু মিডিয়া এবং সামাজিক আন্দোলনের প্রচন্ড চাপে পড়ে সরকার সেই কেস পুনরায় চালিয়ে যেতে বাধ্য হোন।কেসটি সিবিআইয়ের হাতে যাওয়ার পর দেখা যায় বেশীরভাগ ক্লুই পুলিশ নষ্ট করে ফেলেছে! অবশেষে মা বাবাকেই অপরাধী করে তাদের যাবতজীবন জেল দেন।কিন্তু এখনো তারা মনে করেন এর পেছনে অন্যকেঊ ছিল,বাবা মা নয়।
কাহিনীটি নিয়ে ইতিমধ্যে বই বেড়িয়েছে।আর ২০১৫তে দুইটা হিন্দি সিনেমা(TALVAR এবং RAHASHYA )বের হয়েছে।যা দেখে আপনিও ভাবার মতো কিছু পেতে পারেন। কিশোরী অরুশি তেলোয়ার
নুসরাত ও আলভি

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৫

তামান্না তাবাসসুম বলেছেন: সহমত

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪০

মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ

২| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৫

বিজন রয় বলেছেন: ভেরি স্যাড।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪১

মোঃমোজাম হক বলেছেন: আমরা আসল ঘটনা জানতে চাই

৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০২

অন্তঃপুরবাসিনী বলেছেন: দেখা যাক কতটুকু তদন্ত হয়।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৩

মোঃমোজাম হক বলেছেন: তদন্ত কি হবে জানিনা,ব্যাবতো তোতা পাখির মতো ঘটনা বর্ননা করেছেনই।তা সত্য কি মিথ্যা আমাদের জানতে হবে

৪| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:০৪

সচেতনহ্যাপী বলেছেন: বছরের পর বছর পার হলেও কিন্তু আসামী ধরা পরে না। লিমনরা অযথাই সন্ত্রাসী হয়!! সেখানেো এটা সহজ কেস।।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৮

মোঃমোজাম হক বলেছেন: এটা সহজ কেস না হলেও,এরা সহজভাবেই সাজিয়েছে।
ছেলে মেয়ের লেখা পড়ার কথা চিন্তা করে মা তার দুদুটো সন্তান হত্যা করলো!

সেলুকাস আমাদের জাতিকে তারা কি রকম বোকা বানাচ্ছে :(

৫| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:১৪

দিশেহারা আমি বলেছেন: আপনাকে অনেকদিন পরে দেখলাম।

আমারও কেন জানি মনে হচ্ছে এখানে গাপলা আছে।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫০

মোঃমোজাম হক বলেছেন: গাপলা আছে মানে,১০০% গাপলাবাজি করেছে।

হুম এখন এখানে বেশী আসা হয়না ভাই,আপনাকে ধন্যবাদ :)

৬| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৫

অভিমান ইগো এবং ভালোবাসা বলেছেন: তদন্তে প্রকৃত সত্য উঠে আসুক।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৬

মোঃমোজাম হক বলেছেন: ইউটিউবে অরুশি তেলওয়ার লিখে সার্চ দিলে,দেখবেন ইন্ডিয়াতে মানুষ সেই ঘটনা নিয়ে কতোটা সচেওতন ছিলেন।
কিন্তু আমাদের দেশে র‍্যাবের বানানো কিচ্ছা শুনে আমরা চুপসে গিয়েছি!

তদন্তে কিচ্ছু বের হবেনা,বলে রাখলাম

৭| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: আপনাকে ব্লগে তেমন দেখছি না।। আমি না হয় দেশে ছিলাম, ( কারন অবোধ্য নয়) কিন্তু আপনি দর্শাবেন কি??

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৯

মোঃমোজাম হক বলেছেন: :(

৮| ১৭ ই জুন, ২০১৬ রাত ৯:৪৭

জুন বলেছেন: মোজাম ভাই কোথায় হারিয়ে গেলেন আপনি? আশাকরি শীঘ্রই আপনাকে আবার নিয়মিত দেখবো।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: সত্যের আগুন নাকি কখনো ছাইচাপা দিয়ে ঢেকে রাখা যায় না। কিন্তু তবুও তো দেখছি এসব ভয়ঙ্কর ঘটনা অনেক সময় ছাইচাপা পড়ে রয়।
আপনি কোথায় হারিয়ে গেলেন? আশাকরি, দ্রুত ফিরে আসবেন ব্লগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.