নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তিন দশক যাবত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রবাসী। \nতবুও আমি বাংলায় গান গাই

মোঃমোজাম হক

ভাল লাগে জোছনা রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে।

মোঃমোজাম হক › বিস্তারিত পোস্টঃ

মেট্রোরেল, ঢাকার যানজোট কমাবে

০৩ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০০

এবারের ইত্যাদি অনুষ্ঠানে মেট্রোরেলের একটি চমৎকার বিবরন পেলাম। গর্বে বুকটা ভরে গেল।
জাপানের কারিগরি সহযোগিতায় এই প্রজেক্ট শেষ হলে, ঢাকা একটু যানজটমুক্ত হবে বলেই বিশ্বাস করছি।
তবে এই রেলকে কতোটা পরিচ্ছন্ন রাখা যাবে এই নিয়ে এখনই আমি শঙ্কিত।আর কর্তৃপক্ষ বিনাভাড়া নিয়ে সোনার ছেলেদের সঙ্গে কতোটা কুলিয়ে উঠতে পাড়বে সেটাও দেখার বিষয়।
হয়তো এখনি কোন লিগের কর্মী চিল্লায়ে উঠবে এটা আমাদের শেখ হাসিনার উপহার, তিনিই এটা দেশে এনেছে ব্লাব্লাব্লা।
হ্যাঁ স্বীকার করতে হবে বর্তমান যুগে যানজট এড়িয়ে দ্রূত কর্মস্থলে যাওয়ার জন্য মেট্রোরেল অপরিহার্য ছিল।
আর আড়াই হাজার কোটি টাকার পরিকল্পনা নিতে এই সরকারের কোন বাধার মুখেই পড়তে হয়নি।কারন সংসদে যুক্তি তর্কের কেঊ নেই। তিন টার্ম জবরদস্তি করে সরকারে থেকে এখন যে কোন সিদ্ধান্ত নিতে তাদের বেগ পেতে হয়না।
এবার সেই লিগকর্মীরা আবারো চিল্লায়ে বলবেন পদ্মাসেতু ও মেট্রোরেল শেখ হাসিনাকে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় করে রাখবে।
তাহলে শুনুন আমাদের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় কির্তি হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। বিশ্বের এই দৃস্টি নন্দন ও ব্যয়বহুল ভবনটি যিনি উপহার দিয়েছিলেন, আমরা অনেকেই তাকে জানিনা বা তার নামই নিইনা। সে ছিল আরেক স্বৈরাচার ফিল্ড মার্শাল আয়ুব খান। কিন্তু তার আমলে ঢাকার আরো অনেক স্থাপত্য যেমন নূতন এয়ারপোর্ট, জিপিও ,কমলাপুর রেল স্টেশন ইত্যাদি। যদিও আইয়ুব খান তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারনে সমাপ্তি না করেই গদি ছাড়তে বাধ্য হয়েছিল।বাংলাদেশ স্বাধীন হবার পর অর্থনৈতিক সংকটে শেখ মুজিব সংসদ ভবন আর শুরু করতে পারেনি।তার মৃতুর পর প্রেসিডেন্ট জিয়া আবারো কাজে হাত দেন। এমনকি আজকের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও।

এতো কথা বলার কারন হচ্ছে, এইসব উন্নয়নের ভাগীদার আমরা অর্থাৎ বাংলাদেশের জনগন।
স্বৈরাচার যুগে যুগে আসে এবং গায়ের জোরে দেশ দখল করে বসে যায়, শেষ সময়ে জনগণের অর্থেই কিছু করে নিজের নামটা রেখে যাওয়ার ব্যর্থ চেস্টা করে।

এটাই নিয়তি। পদ্মা সেতু থাকবে, মেট্রোরেল থাকবে। থাকবেনা তিনি এবং তার নাম !!!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:



কখন চালু হবে?
কত ডলার খরচ হচ্ছে?

০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১০:৩৯

মোঃমোজাম হক বলেছেন: আগামী বছর আংশিক অর্থাৎ দিয়াবাড়ী থেকে আগারগাও অব্দি চালু হবে।
প্রকল্প ব্যয় ধরা হয়েছে আড়াই হাজার কোটি টাকা,

মন্তব্য নেই, জানার আগ্রহের জন্যই ধন্যবাদ। ;)

২| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:০০

জগতারন বলেছেন:

তাহলে শুনুন আমাদের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় কির্তি হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। বিশ্বের এই দৃস্টি নন্দন ও ব্যয়বহুল ভবনটি যিনি উপহার দিয়েছিলেন, আমরা অনেকেই তাকে জানিনা বা তার নামই নিইনা। সে ছিল আরেক স্বৈরাচার ফিল্ড মার্শাল আয়ুব খান।

মোঃ মোজাম হক: শুধু ফিল্ড মার্শাল আয়ুব খানএর কির্তি শুধু ঐ টুকু বলেই ক্ষান্ত হলেন ?।

১) ফিল্ড মার্শাল আয়ুব খান-এর অভিনব কির্তিঃ প্রাক্তন পূর্ব পাকিস্তান থেকে অভিনব কায়দায় মশা-মাছি-এর বিরুদ্ধে বিদ্রহ কে করে ছিলেন ! গ্রামে গ্রামে প্রত্যেক ঘরে ঘরে মশা-মাছি তারানোর ঔষধ ছিটায়ে গ্রামে ও শহরে বসত বাড়ীর আসেপাশের সকল জঙ্গল সাফ করে বহু কালের জন্য দেশবাসিদের শান্তি দিয়েছিলেন।

২) ইন্টার ডিস্ট্রিক সি এনড বি পাকা রাস্তা,
৩) চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়
৪) জাহাংগীর নগর আবাসিক বিশ্ববিদ্যালয়
৫) মোহাম্মাদপুর আবাসিক উচ্চ বিদ্যালয়
৬) চট্রগ্রাম মেডিক্যাল কলেজ
৭) মিডফোর্ড মেডিক্যাল কলেজ
৮) রাজশাহী বিশ্ববিদ্যালয়, ও রাজশাহী মেডিক্যাল কলেজ,
৯) খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ
১০) বরিশাল মেডিক্যাল কলেজ
১১) ময়মনসিং মেডিক্যাল কলেজ,
১২) ঢাকা কৃষি কলেজ
১৩) মোহাম্মদ পুর ও মিরপুর আধুনীক শহর
১৪) পশ্চিম বাংলা থেকে আগত হাজার লক্ষ বাংগালী ও বিহারীদের পুর্নবাসন,

এমনই বহুবিদ দুর্সাধ্য কাজ ফিল্ড মার্শাল আয়ুব খান সাহেব পূর্ব বাংলায় করেছিলেন।
এত এত কাজ করার পরও শেখ মুজিব ও ভাসানী খান সাহের বীরুদ্ধে বিভিন্ন দুর্নাম রটায়ে পূর্ব পাকিস্থানের জনগনকে ক্ষিপ্ত করে তুলেছিল। আর রটায়ে ছিল পশ্চিম পাকিস্তানে এতো এতো কিছু পূর্ব পাকিস্থানে কিচ্ছুই করা হচ্ছে না। কিন্তু মূর্খ বাংগালীরা তখনও জানতে অক্ষম ছিল যে পশ্চিম পাকিস্থান অঞ্চল ব্রিটিশ আমল থেকেই উন্নত হয়ে ছিল। পূর্ব বাংলায় মুসলমান সংখাগরিষ্ট থাকায় ব্রিটিস আমলে সে সমস্ত উন্নয়ন হতে দেয়নি পশ্চিম বাংলার কিছু হিংসুক কুলিন ব্রাম্মন যেমনঃ রবীন্দ্রনাথ, বংকীম চন্দ্র প্রমুখ।

০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১০:৪৭

মোঃমোজাম হক বলেছেন: জগতারন সাহেব, আমি এখানে স্বৈরাচার আয়ুব খানের গুনকীর্তন করতে আসিনি। আমার লেখার মর্মাথ বুজেননি। আমি শুধু নব্যস্বৈরাচারকে আয়ুব খানের সঙ্গে তুলনা করেছি। তারা একই পথের পথিক, উন্নয়নের লেবেনচুস জনগণকে দেখিয়ে গদি ধরে রাখার চেস্টা X(

৩| ০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ১২:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:

মেট্রোরেলের পোষ্টে মেট্রোরেল বাদ দিয়ে আইয়ুউব বন্দনা চলছে দেখছি।
আইযুব ও এরশাদের কির্তি বেশী নজরে পরে। কারন তারা দুই টার্মের মত সময় 'একক অসীম ক্ষমতা' নিয়ে বেত হাতে শাসন করে গেছেন।

বিশ্ববিদ্যালয়গুলো তৈরির দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরেই ব্রিটিষ আমলেই।
কিন্তু পাকিস্তান হওয়ার পর একযুগেও পুর্বপাকিস্তানে কোন শিক্ষাপ্রতিষ্ঠান ও বড় অবকাঠামো তৈরি না হওয়ায় যুক্তফ্রন্ট ও বাংলার উদারপন্থিরা অনেক ক্ষিপ্ত ছিল।

এরপর আইয়ুব যুগে পুর্ববাংলার ধর্মনিরোপেক্ষ উদারপন্থিদের, নারীবাদিদের সন্তুষ্ট করতে ও নিজের গদি টেকশই করতে
পুর্বপাকিস্তানে আইয়ুউব শুধু অবকাঠামোই তৈরি করেন নি, তুর্কি কামাল আতাতুর্কের অনুকরনে অনেক ধর্মনিরোপেক্ষ সাহসি পদক্ষেপও নিয়েছিলেন।
মোল্লাদের বুড়ো আংগুল দেখিয়ে ইসলামের বিরুদ্ধে যায় এমন উদার নারী অধিকার আইন শক্তভাবে প্রতিষ্ঠা করে তবে খান্ত হয়েছিলেন। যেসব মুজিব বা হাসিনারা কখনো করতে সাহস পেত না।

০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:০৩

মোঃমোজাম হক বলেছেন: B-)

৪| ০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:০১

মোঃমোজাম হক বলেছেন: হাসান কালবৈশাখী , "আইযুব ও এরশাদ দুই টার্মের মত সময় 'একক অসীম ক্ষমতা' নিয়ে বেত হাতে শাসন করে গেছেন"
এখন কি "ফুলের মালাদিয়ে বরণীয়" শাসন চলছে? :P :P ;)

আপনার মন্তব্যে কিঞ্চিত আয়ুব বন্দনার গন্ধ পাচ্ছি। কি পিশাতো ভাই-বোন বলে? B-))

ইতিহাস জেনে থাকলে লিখতেন আয়ুবের ঐ উন্নয়নের (মৌলিক গণতন্ত্র!) শাসনের বিরুদ্ধে মাওলানা ভাসানি এবং শেখ মুজিব একই সঙ্গে আন্দোলন করে গদিচুত্য করা হয়েছিল। আজকের নির্মম পরিহাস সেই মুজিব কন্যাই আয়ুবের পদাঙ্ক অনুসরন করছে!!!!!!!!!!!!

৫| ০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: পুরো ঢাকাবাসী মেট্রোরেলের অপেক্ষায় আছে। অবশ্য মেট্রোরেলের জন্য ঢাকাবাসীর অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে।

০৫ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৪০

মোঃমোজাম হক বলেছেন: মেট্রোরেল চালু হলে সময় বাচবে শহরের সৌন্দর্যও বেড়ে যাবে।
ঘষা মাজা বাসগুলি আর থাকবেনা ;)

৬| ০৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১০

কবিতা ক্থ্য বলেছেন: আশাকরি - জনগন বুঝবে - মেট্ররেল- তাদের সম্পদ।
এর যথাযথ সংরক্ষনের দ্বায়িত্ব তাদের ই।

০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২২

মোঃমোজাম হক বলেছেন: আশা আছে কিন্তু ভরসা নেই B-)

৭| ১১ ই আগস্ট, ২০২১ রাত ১১:২১

জাতিস্মরের জীবনপঞ্জী বলেছেন: ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়ুবের আমলে হয়নি, তবে রাজশাহী ক্যাডেট কলেজ হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.