নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেগে ওঠো প্রবঞ্চিত প্রেমিকের দল, সম্ভ্রম হারানো বোনযারা কালরাতে ঘুমাতে পারনি নিজের বিছানায়যে সব মা জেগে আছ সন্তানের ফেরার প্রত্যাশায়যারা ভূগছ মাদক আর সিজোফেনিয়ায়তোমাদের কথা লিখেছি আমার কবিতায়----

মজিদ মাহমুদ

কবি, প্রাবন্ধিক ও কথাশিল্পী

মজিদ মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

কবির বিষয়

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১০

একজন কবির কি রাজনৈতিক কবিতা লেখা উচিত
মোটেও না; বিচার বহির্ভূত হত্যাকাণ্ড
খুন গুম এসব কবির বিষয় নয়
বাকস্বাধীনতা নিয়ে চিল্লাপাল্লার কি আছে
ধর্ষণ, শিশুহত্যা বস্তিতে আগুন
এ সব আগেও ছিল
পেট্রোল বোমা, ‘আগুন-সন্ত্রাসের নেত্রী’
ব্লগার কিংবা হেফাজত
যাহা ‘চুয়ান্ন’ তহাই ‘সাতান্ন’
আমি এ-সব নিয়ে ভাবি না
সকালে ঘুম থেকে উঠে-
গরম রুটির সাথে এক মগ চা পেলে
বিগত প্রেমিকাদের স্মরণে কবিতা লিখতে বসি
কবির কাজ তো তা-ই, না কি!
রমণযোগ্য নারী, ফুল ও মদের উপমা
এ সবই কবির বিষয়
যেহেতু একদিন সবই শেষ হয়ে যাবে
প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে
রুটি ও মদ ফুরিয়ে যাবে
তখন আর লেজের বাতাস দিয়ে মাছি তাড়ানোর
কি কোনো অর্থ আছে!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৩

মজিদ মাহমুদ বলেছেন: ব্লগে আমার প্রথম দিন
প্রথম কবিতা
প্রথম পোষ্ট!

০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৪

মজিদ মাহমুদ বলেছেন: সকলের অংশগ্রহণ উদ্দীপ্ত করবে।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই বরং ভাল!

৫৪ ৫৭র ভয়হীন
কেবলই শব্দে খেলামেলা!
নিজেরে লুকিয়ে রাখার এক মোক্ষম হাতিয়ার!

নজরুলে শেকল পড়ার ছলতো আর সবার জন্যে নয়!

এই অবিমৃষ্যকারী সময়ে বরং তাই ভাল
চাচা- আপনা প্রাণ বাঁচা! :)

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওহহো..

আসল কথাইতো বলা হয় নি। আপনার প্রথম পোষ্ট এটি!

ব্লগে স্বাগত:

আপনার মতো বিজ্ঞ জনের ব্লগিং নিশ্ছয়ই ব্লগগকে সমৃদ্ধ করবে। আপনার মাহফুজা মঙ্গলের ধারাবাহিক সিরিজ চাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.