নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

একান্তে অনুভবে

০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩২

আমার অনেক কিছুই বলার আছে তোমাকে।

সূর্যাস্তের দিকে তাকিয়ে ভাবি এইতো সময়।

দিগন্তের লাল রং মনের গহিনে নিউরনের মতো

সূক্ষ বিক্রিয়া করে কাদামাটি করে দেয়।

কিংবা বসন্তের ভোরবেলা বারান্দায় এসে দাড়ালে যেমন সমস্ত দিনের অনুপ্রেরনা পাওয়া যায়।

তেমনি সময়গুলোতে ভাবি এখনই সময়।

আমার মনের যে একান্ত কথা তোমাকে বোঝাতে পারিনি সহস্র কথাতেও।

আজ কখনো কখনো নিথর সাগর যখন

ঢেউ ভাঙ্গা শুরু করে, ঢেউ নিয়ে খেলা শুরু করে,

আমি মনে আশা বাধি,

ভাবি সূর্য দিগন্তে পৌছাবার আগেই তোমাকে নিয়ে মিহি বাতাসে ভাসবো ,

লতায় মোড়ানো বারান্দায় পাশাপাশি দাড়িয়ে থাকবো অনুভবে ,

হয়ত ক্ষনিকেই বুঝে যাবে তুমি কিংবা সেই আদিম আবেগে আবারও ক্ষ্যান্ত হব আমি বারংবারের মতোই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫৭

আশিক মাসুম বলেছেন: ভাল লেগেছে আমার কাছে ।

২| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:০৯

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ।

৩| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো কবিতাটি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.