নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

ঘোলা স্বপ্নগুলো আর কখনোই নীল হয় না

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

নীল নেশা চোখে নিয়ে শুয়ে আছি।

ঘর্মাক্ত পিঠের নিচে কোঁচকানো চাদর

কিছুটা নিয়মের বাইরে নিয়ে যায় আমাকে।

গত শতাব্দীর কর্দমাক্ত মাঠের একান্ত ছোঁয়া

স্মৃতিতে একটা বড় ডাশ মাছির মতো ভনভন করে।

যে অন্ধকার সভ্যতাকে ভালবেসেছিলাম মনের আজান্তে

চৈত্রের ধানকাটা মাঠে যে অপেক্ষা-

ত্রিপ্রহর পার হতে হতে কখন যে চৌচির মাঠগুলো

আদর খেতে খেতে কর্দমাক্ত হয়ে গেল!

কিন্তু পরে বুঝেছি এ ঘনিষ্ট প্রনয় এ ইতিহাস

ভালবাসার নয়।

আমার পিঠের নিচে যে কোঁচকানো চাদর তা বড়ো বেদনার্।

তাই নীল স্বপ্ন ক্রমেই গাড় নীল হয়

আবার ঘোলা হয়ে ভেসে যায় স্রোতে।







মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৪

টুম্পা মনি বলেছেন: চমৎকার!!!! আপনার লেখার হাত ভালো।

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৮

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.