নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

একটা শুয়োপোকা কুরে খেয়েছে হৃদয়

২৩ শে জুন, ২০১৪ রাত ১০:৫০

একটা শুয়োপোকা কিছুটা বিরতি নিয়ে

আমার হৃদয়টা কুরে খায়

ঠিক আদ্দিকালের মতো

মনে হয় মমি হয়ে শুয়ে থাকি আমি

অনন্ত মূহুর্ত ধরে হৃদয়ের গহ্বরে

শৃঙ্খলা নেই-

নিস্পন্দ জীবনে বিশৃঙ্খল হবার সম্ভবনা খুবই ক্ষীন

কিংবা সম্ভবনাহীন

অধির নির্ভবনায় আমার হৃদয়ে তার বসবাস-

অন্ন নেই শ্রমের বিনিময়ে; তাই-

বেঁচে থাকে হৃদয়ের কুরে খাওয়া মাংশে

বংশ বিস্তারের বিনোদনে

আমার হৃদয় ক্রমাগত ভরাক্রান্ত হয়ে ওঠে।



বেদনার লালা গড়িয়ে নামে ঝর্ণার মতো

বুকের উপর যে পাথর জমে আছে

উঠানামা করতে পারে না তা

চেপে যায় ক্রমাগত- চুপসানো হৃদয়ে।



এ আমার নিস্তব্ধতা

আমার একাকীত্বতা।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৪ সকাল ৭:১১

রাহাগীর মনসুর বলেছেন: চুপসানো হৃদয় কি পরিবর্তন কজায়.।_ভাল লাগলো

২৪ শে জুন, ২০১৪ সকাল ১০:০৬

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ রাহাগীর মনসুর।

২| ২৪ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৩

বকুল০৮ বলেছেন:
"নিস্পন্দ জীবনে বিশৃঙ্খল হবার সম্ভবনা খুবই ক্ষীন
কিংবা সম্ভবনাহীন"
- অনেক সত্যি।

২৪ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৫

মৃদুল শ্রাবন বলেছেন: চেতনাকে রূপক হিসেবে দেখিয়েছি। অনুধাবনের জন্য ধন্যবাদ।

ভাল থাকুন।

৩| ২৪ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.