নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

ক্রিষ্টাল ক্লিয়ার

২৫ শে জুন, ২০১৪ রাত ৯:১৭

সাতবার মনেমনে ভাবলাম আমি তাকে কতোটা

হৃদয়ের কাছাকাছি পেয়েছি আজন্মের ইতিহাসে

আমার সে ইতিহাস বড়ো অগোছালো

তাই মনে হল সে আমার কাছাকাছি ছিল

অলগ্নের প্রহর কাটিয়ে লগ্নের ঘূর্নিতেও

বড়ো ঘোলাটে সে স্মৃতি...।



তাই ইতিহাসের পাতাগুলো খুলে খুলে শৃঙ্খলাবদ্ধ করছি ফের

একেবারে জান্তব প্রত্যাক্ষ্যদর্শীর ছায়ায়; কেননা-

আমি জানি আমার এ হৃদয়ের জন্য যে শান্তি প্রয়োজন

তা কোন ঘোলাটে সুখ দিয়ে অবগাহন করা সম্ভব নয়।

আজন্ম সে যে আমার হৃদয়ের কাছাকাছি ছিল

এটা আমার স্মৃতিতে থাকা চাই সত্যের মতোই উজ্জল।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৪ রাত ১:১৬

অথৈ শ্রাবণ বলেছেন: সাবলীল উপস্থাপন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.