নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা নয়: ক্ষুধাই জাতির জনকের জনক

২৬ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৮

ফুটপাথ থেকে ভালোবাসা কুড়িয়ে নিতে

দেখিনি কখনো

অথচ রোজ কোন না কোন ভাবে ডাস্টবিনের ভেতর লুকিয়ে থাকা

দুমুঠো ভাত কিংবা কোন আধা পঁচা ফল

কুড়িয়ে খেতে দেখি অর্ধ পাগল ভিখারীকে।

কিংবা কোন অনাথ- যার পিতৃ পরিচয়

আমাদের সবার জানা

তবু তাকে জারজ নামের মূকুট মাথায় নিয়ে

বেড়াতে হয়।



এই পৃথিবীতে তবে কি ভালোবাসার থেকে

ক্ষুধার মূল্য বেশী?

হয়তো- তুমি

সমগ্র একটা গোষ্ঠীকে ভালোবাসার বদলে ক্ষুধা দাও

তার পর অন্ন দাও- সে জাতি তোমার-

তারপরে হয়তো কয়েক যুগ পরে জাতির পিতার

জন্ম পরিচয়

অশ্রাব্য প্রশ্নের মুখোমুখি হতে পারে

কিন্তু বর্তমানে তুমি রাজা।



তাই জীবন আর মৃত্যুর স্নধিক্ষনে এসে ভালোবাসার জন্য হাহাকার নয়,

ক্ষুধার মহামারি তৈরি করো – তৈরি করো অজস্র অর্ধপাগল ভিখারী

আর পিতার সামনে দাড়িয়ে থাকা জারজের দল। তবেই

তুমি রাজা কিংবা জাতির জৈনক জনক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫০

রাহাগীর মনসুর বলেছেন: অতুলনীয়

২৬ শে জুন, ২০১৪ রাত ৯:৩৮

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ রাহাগীর মনসুর্।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.