নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

রাতঘুমের দিন শেষ

২৭ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৯

রাত ঘুম তোমার জন্য নয়। তুমি কি শুনতে পাচ্ছ? হ্যালো...

না শোনার ভান করে থেক না। তুমি ভালো করেই জানো

ভান করার দিন পুরোটা শেষ।

এখন আর কাকের মতো আবর্জনায় মুখ গুজে এড়িয়ে যাওয়া যায় না।

তোমার সামনে পিছে অজস্র মানুষ অক্টপাসের আক্রমন থেকে রেহায় পাচ্ছে না।

অথচ তুমি ভাবছো কি? হ্যালো শুনতে পাচ্ছো????



তুমি জানো আমার এক পা সমূদ্রের জলে

আর আমি গভীরে হারিয়ে যাবার আগে তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি।

তুমি ওঠো। এবং জানো তোমাকে উঠতেই হবে।।

বর্তমানের সব জানোয়ারেরা যেভাবে জেগে উঠতে শুরু করেছে

আমাদের সুন্দর স্বপ্ন গুলো আর বেশীক্ষণ টিকে থাকতে পারবে না।

তাই বলছি রাত ঘুম তোমার জন্য নয় এটা মেনে নাও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.