নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

প্রলুব্ধ হতে পারিনি: তোমার অপেক্ষায়

২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

...



বিচ্ছিন্ন জলাধারের পাশে এই বুড়ো অশ্বত্থ

ছায়াহীন মানবীয় এবং তৃষ্ণায় কাতর এই আমি

নির্ঘূম রাতের পর রাত বসে একা।

অশ্বত্থের ঘন ছায়ায় তপ্ত হৃদয় ক্রমেই উত্তাপে

বিভোর- রোদ্দুর গায়ে মাখা মরু মেষের মতোই;



জলাধারে টলমলে জল- শান্তির হাতছানি অবজ্ঞা

করে এই আমি কন্ঠে অশ্রাব্য

তিক্ত বাসনা পৃথিবীর কাছে লুকিয়ে

রেখছি আজলায় জল তুলে নেবার ব্যর্থতায়।



নির্মেঘ আকাশে চেয়ে থেকে

বৃষ্টি নামার প্রতিক্ষায় প্রহর

কেটে যায়- অমোঘ ক্লান্তিতে সুগভীর অনিদ্রা

তার দিকে চেয়ে থাকার ক্ষণ

জলাশয় থেকে আমাকে রাখে দূরে

রাখে অশ্বত্থের ছায়ায় আমাকে তপ্ত।



হৃদয়ের সব জ্বালাপোড়া ক্লান্তিতে

ঘুমিয়ে পড়েনা, জানি অপেক্ষায় বৃষ্টি নামবে

পৃথিবীতে-

আমার জন্য-

আমি তাই এই অশ্বত্থের ছায়ায় অসতী

হবার বাসনা তিক্ত ভেবে জয়ী

টলমলে জলাশয় বিষধর সাপের বিষে বিষাক্ত

নয়- তবু আমি জয়ী

কেননা আমার এই তৃষ্ণা

শ্রাবণে সিক্ত হবার

আমার এই উত্তপ্ততা মেঘের নীচে বুক পেতে দেবার।





(27th june'2014@ Fangcheng port, China)

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৪ রাত ২:৩৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: নির্মেঘ আকাশে চেয়ে থেকে
বৃষ্টি নামার প্রতিক্ষায় প্রহর
কেটে যায় অমোঘ ক্লান্তিতে সুগভীর অনিদ্রা
তার দিকে চেয়ে থাকার ক্ষণ
জলাশয় থেকে আমাকে রাখে দূরে
রাখে অশ্বত্থের ছায়ায় আমাকে তপ্ত
- দারুণ!

ভালোলাগা ...

২৮ শে জুন, ২০১৪ রাত ২:৫১

মৃদুল শ্রাবন বলেছেন: মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) কমেন্টের জন্য ধন্যবাদ জানবেন।

২| ২৮ শে জুন, ২০১৪ সকাল ৮:২৪

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

৩| ৩০ শে জুন, ২০১৪ রাত ৮:৩৯

হাসান মাহবুব বলেছেন: স্নিগ্ধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.