নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

পৌনঃপুনিক

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৮

মনের ভেতরে জালাপোড়া

না মেলা ভগ্নাংশের মতো ক্রমেই লম্বা হচ্ছে।

হিসাব না মেলা হিসাব-

তবে তুমি যখন মেলাতে যাও তখন বেশ ভালোই লাগে

অথচ সেই তুমি সব কিছু

হাস্যকর করে তোল নিজের প্রয়োজনে।

আমি পৌনপুনিক দিয়ে সেই ভগ্নাংশের গতি রোধ করি

ভ্যগিস হৃদয়ে মনে ওপর বাঁধ দেবার

যথেষ্ট কাদা মাটি আছে !!!!!



পাথুরে কনা

কাদামাটির আড়ালে গাথুনিকে শক্ত করে তুলছে ক্রমে

এবং পৌনপুনিকের স্থায়িত্ব কিংবা

প্রয়োজনীতা দুটোই কমে

না মেলা ভগ্নাংশ মিলে যাচ্ছে দিনে দিনে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৩

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ২:০০

আরজু মুন জারিন বলেছেন: মনের ভেতরে জালাপোড়া
না মেলা ভগ্নাংশের মতো ক্রমেই লম্বা হচ্ছে।
হিসাব না মেলা হিসাব-
তবে তুমি যখন মেলাতে যাও তখন বেশ ভালোই লাগে
অথচ সেই তুমি সব কিছু

+++++++++++++ A

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৩

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ ফর ++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.