নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

একটি অমূলক প্রশ্নঃ ভালবাসি কিনা

১৪ ই জুলাই, ২০১৪ ভোর ৫:০৭

মাঝে মাঝে রক্তে বন্য উন্মাদনা জেগে ওঠে; এখনো

সাগরের জলে আত্মহুতি দিয়ে সে উন্মাদনা নেভাই

এ আমার ভালোবাসার শ্রদ্ধা- আমার বন্ধনের বেড়ি;

তোমার হৃদয়ের ঝাঁপি খুলে যেদিন ঢুকেছি একদম অন্দরমহলে

সেদিন থেকেই এ বন্যতা তোমার সে খাঁচায় বন্দী।



কোলাহলের মাঝে তোমাকে জড়িয়ে ধরার আকুলতা

আমার সভ্যতাকে ক্ষুন্ন করতে পারেনি সেটা তুমি জানো

তাই চিৎকার করে তোমাকে ভালোবাসি বলতে কোন

সংকোচ হবে না এই নির্জন তেপান্তরে

তবু তুমি জানতে চাইলে তোমাকে ভালোবাসি কিনা;

কি অমূলক প্রশ্ন তোমার!!



তাই ইচ্ছের ডানা তোমার কাঁধে লাগিয়ে দিলাম; তুমি

ভেসে যাও এবং দেখ আমার ভালোবাসার কোন

সীমানা খুজে পাও কিনা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসার গভীরতা সমুদ্রের চেয়েও বেশি। সুন্দর

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৮

মৃদুল শ্রাবন বলেছেন: এটাই ভালবাসার চিরাচরিত রূপ যা বিশ্বাসের উপর নির্ভরশীল। মন্তব্যে ধন্যবাদ।

২| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর কবিতা।

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৬

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.