নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

সারভাইভাল

১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

উন্মাদের মনে আজ উন্মাদ হওয়ার বাসনা জেগেছে

তাইতো টেনশনে আছি

কখন যে দিকবিদিক কাঁপিয়ে ঝড় আসে

প্রস্তুতি চলছে বেঁচে থাকার

যা নেশার মতো কাজ করে

বেঁচে থাকার নেশা

সারভাইভাল-

শব্দটি আমাদের রক্তের অলিন্দে প্রবাহিত হয়

হিমগ্লোবিন এর মতো মিশে থেকে

হতে পারে দশ পার্সেন্ট

কিংবা আরো কিছু বেশী।



অবচেতন মনে প্রহর গুনতে থাকি

উন্মাদের উন্মাদ হওয়ার অপেক্ষার

যদিও উত্তাল সমুদ্র পিছে ফেলে এসেছি গতকয়েক দিন আগে

এবং উন্মাদের মনে ভালবাসার তৃণ জন্ম নেওয়ার মতো

বহু প্রবাল জমা হয়েছে এতদিনে

কিংবা উন্মাদ কখনো উন্মাদ হতে পারে না

এতটুকু জ্ঞান খুবই সাধারন

তবু ভুলে যাই আমরা-বেঁচে থাকার নেশায়

আমাদের রক্তের সারভাইভাল স্নায়ুকে অবশ করে ফেলে।



তাইতো উন্মাদের পিছে উন্মাদের মতো ছুটছি

তাকে ক্ষ্যন্ত করতে

অপরিপুর্ণ জীবনের সবটুকু স্বাদ শুষে নেবার বাসনাকে

পরিপূর্ণ করতে উন্মাদের অভিলাষ অপরিপুর্ণ রাখতেই হবে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৭

হাসান মাহবুব বলেছেন: মোটামুটি লাগলো।

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০২

মৃদুল শ্রাবন বলেছেন: এটি মোটামুটি কবিতাই ছিল। :-P :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.