নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

বাতাসে হিমের ঘ্রাণ

১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৩

আমার পায়রা নাচানো দু'চোখের পাঁপড়ী অসম্ভব বেদনায়

অদৃশ্য অশ্রুতে ভরে উঠছে ক্রমাগত।

খুব জ্যোৎস্না লাগানো ভোরে বাঁশপাতার কোলাহল

ভারী হয়ে উঠলে যেমনটি হয়।

আমার দু'হাত ভরে আছে প্রকান্ড বরফে-

আমি হিম হয়ে যাচ্ছি-আমি ফুরিয়ে যাচ্ছি-

আমার চারিদিকে গ্রীষ্মের দুপুর-

আমার চারিদিকে হেমন্তের জ্যোৎস্না-

আমার দু'বাহুতে অনন্ত হিম-

আমার দু'চোখে অসীম অন্ধকার-

আমার শিরা উপশিরায় বেদনার গন্ধ-

আমি তৃপ্ত কিংবা প্রকান্ড এক অতৃপ্ত জলজ।

চারিদিকে জল

হিজলের ছাল বেয়ে নামে খুব ধীরে

আমাকে ভাসাবার প্রয়াস- আমি ভেসে যাব

যেখানে ফুরিয়ে এসেছে শুকরের রক্তের বন্য উন্মাদনা

যেখানে রক্তাক্ত উঠান ভরে আছে নিমফলে

যেখানে চারিদিকে শুধু ঘাস- বাঁশপাতা

বাতাসে হিমের ঘ্রাণ- নীল রঙের দূর্নিবার বেদনার গন্ধ

তার চোখের জল

ভাষাহীন কচুরীপনার অব্যক্ত কান্না

এবং রক্তাক্ত প্রশান্তি।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৬

সুমন কর বলেছেন: চারিদিকে জল
হিজলের ছাল বেয়ে নামে খুব ধীরে
আমাকে ভাসাবার প্রয়াস- আমি ভেসে যাব


জাহাজে থাকার প্রভাব কবিতায় ফুঁটে উঠেছে।

ভাল লাগল।



১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৬

মৃদুল শ্রাবন বলেছেন: বর্তমান কে উপজীব্য করেই তো কল্পনারা পাখা মেলা।

মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইলো।

২| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪০

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় +++ ।ভাল থাকুন সব সময় ।

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৭

মৃদুল শ্রাবন বলেছেন: ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম।

৩| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সুমন ভাই যে অংশটুকু মার্ক করলেন আমারো ওই অংশটুকু চমৎকারই লাগলো পড়ার সময় ...

এটুকুও বাদ দেয়া যায় না চমৎকার বলা থেকে ....


যেখানে ফুরিয়ে এসেছে শুকরের রক্তের বন্য উন্মাদনা
যেখানে রক্তাক্ত উঠান ভরে আছে নিমফলে
যেখানে চারিদিকে শুধু ঘাস- বাঁশপাতা
বাতাসে হিমের ঘ্রাণ- নীল রঙের দূর্নিবার বেদনার গন্ধ




পুরো লেখাটাই প্রকৃতির প্রতিচ্ছবি যেন ....

সবচেয়ে বড় কথা প্রকৃতির ঘ্রাণ যেসব লেখায় পাই সেগুলো অসাধারণ মুগ্ধতায় ছেয়ে যায় আমাকে ভেতর থেকেই ....কেন জানিনা!

একটা প্রতীকী ছবি হয়তো আরো মনোজ্ঞ করে তুলতো লেখাটাকে ...

দ্বিতীয় ভালোলাগা (+) দিয়ে মার্ক করলাম ...

শুভকামনা ...

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৭

মৃদুল শ্রাবন বলেছেন:
সবসময় মনে হয় যাই লিখিনা কেন প্রকৃতিকে ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারছিনা। অপূর্ণতার ভেতরদিয়েই লেখাটুকেই এসেছে। এ টুকুই ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

হুম ভাবছি পরবর্তীতে ছবি ব্যবহার করবো।

সবসময় পাশে থেকে উৎসাহ দেবার জন্য কৃতজ্ঞ।

৪| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৮

লাবনী আক্তার বলেছেন: ভালো লাগল।

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৪

মৃদুল শ্রাবন বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।

৫| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগা রইল +++

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৮

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাই।গল্পটি কি একটু পড়ে দেখবেন? কেউ কোন মন্তব্য করলো না। খুব কি পঁচা হয়েছে?

৬| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা।

ধন্যবাদ, মৃদুল শ্রাবন।

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫১

মৃদুল শ্রাবন বলেছেন: আপনাকে আজ প্রথম পেলাম মনে হয়। ভালো লাগলো।

আপনার সব গল্প আমি মনোযোগ দিয়ে পড়ি। খুব ভালো লাগে।

আন্তরিক ধন্যবাদ নিবেন।

৭| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এর আগেও আপনার লেখা পড়েছি। হয়তো মন্তব্য করা হয়নি।
আমার লেখা গল্প আপনার ভালো লাগে জেনে খুশি হলাম। ভালো থাকুন। শুভকামনা রইল।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৭

মৃদুল শ্রাবন বলেছেন: শুভকামনা আপনাকেও। প্রিন্টিং মিডিয়ার বাইরে আমাদের মতো অনলাইন পাঠকদেরকে আপনার চমৎকার সব গল্প উপহার দেবার জন্য।

ভালো থাকবেন।

৮| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৫

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৫

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ হা_মা ভাই।

৯| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৪

নাসরিন চৌধুরী বলেছেন: আমি বেশ আনন্দ নিয়ে পড়লাম। আবৃত্তি করলে বেশ হবে আপনার কবিতাটা।
প্রকৃতিকে ঢেলে দিয়েছেন কবিতায়।

মুগ্ধতা নিয়ে গেলাম প্রিয় কবি।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭

মৃদুল শ্রাবন বলেছেন: বেশ ভালো লাগলো আপানার সুন্দর মন্তব্য পেয়ে। একসময় আমি প্রকৃতির খুব কাছাকাছি থাকতাম। কিন্তু এখন এমন একটা জীবনে ঢুকে গেছি যেখানে কোন প্রকৃতি নেই। চারিদিকে শুধু জল আর জল। অনেকটা নষ্টালজিক হয়ে লেখা। কিছু কিছু জিনিস হারানোর পরে বোঝা যায় সেটি আসলে কতো কাছের ছিল, ব্যাপারটা ঠিক এরকমই।

১০| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৪

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫২

মৃদুল শ্রাবন বলেছেন: এত্ত প্লাস???? খুশি হইয়া গেলাম। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.