নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

এন্টি ক্লক ওয়াইজ

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৯

এবং সমস্ত রাত্রি জেগে শেষটায় অঘোরে ঘুমিয়ে পড়লাম

হয়তো আমি ক্লান্ত কিংবা বড্ড আশাহত- হয়তো

আমার শীর্ণ পাওনা তোমার চেতনাকে বিদীর্ণ করতে পারেনি

আর আঁশ পোড়া গুমোট ঘ্রাণ ঠিক যেমন ছিল তেমনি

আমাকে আমোদের ডালপালাগুলো খুব প্রখরভাবে হাতছানি দিচ্ছে।



ওদিকে প্রচন্ড বর্ষা এবং আমার পক্ষে শ্রান্ত হওয়া খুবই সোজা।

তবু আজকে আমার আর বৃষ্টিতে ভেঁজা হচ্ছে না

আমি পরিশ্রান্ত এবং শেষটায় বারবার ঘুমিয়ে পড়ছি

আমার চারিদিকে ঝি ঝি’র ডাক ভারি হয়ে উঠছে ক্রমশ।



অথচ একটু দেখলেই বোঝা যাবে

দেয়ালে ঝোলানো কাঁটাটা উল্টো ঘুরছে

ঠিক আমার কথাগুলোর মতো-

যেমনটি বৃষ্টিতে শ্রান্ত হওয়া আমার পক্ষে খুবই কঠিন

এবং তুমি পরিশ্রান্ত হয়ে বারবার ঘুমিয়ে পড়ছো শেষটায়।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতা ভালো লাগলো।
ধন্যবাদ, মৃদুল শ্রাবন।

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৮

মৃদুল শ্রাবন বলেছেন: মন্তব্যে সাধুবাদ নিবেন। আপনার আজকের প্রেমিক বিশ্লেষণ চমৎকার হয়েছে।

ভাল থাকবেন সবসময়।

২| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৩

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৭

মৃদুল শ্রাবন বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে ধন্যবাদ সুমন দা।

আপনার নতুন পোষ্ট কবে পাচ্ছি?

৩| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অদ্ভুত সুন্দর। আপনার লেখা পড়ছি আর অবাক হচ্ছি। যেমন গদ্যে, কবিতায় তারও অধিক, অথবা কবিতায় যেমন, গদ্যে আরও তুখোড়- সমান সমান দুটোতেই।

আমি মুগ্ধ।

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫২

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক বেশী অনুপ্রেরনা মূলক মন্তব্য। লেখালেখিতে আগ্রহ পাচ্ছি আপনার মন্তব্যে।

আপনার মতো ব্লগারের কারনেই হয়তো আমার মতো ব্লগাররা ব্লগে স্থায়ী হয়।

আন্তরিক ধন্যবাদ নিবেন।

৪| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৩

ডি মুন বলেছেন: প্রকান্ড বর্ষা শব্দটাতে এসে খটকা লাগল। বোধহয় প্রচণ্ড লিখতে গিয়ে প্রকান্ড লিখে ফেলেছেন।


ঝি ঝি’র শব্দটা একটু দেখবেন। এটা ঝিঁঝিঁ হবে।


সবমিলিয়ে সুন্দর একটি কবিতা। আরো ভালো লিখে চলুন নিরন্তর।

শুভকামনা জানবেন।

১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১২

মৃদুল শ্রাবন বলেছেন: স্বীকার করতে লজ্জা নেই। প্রকান্ড শব্দটা ঠিক আমার টাইপিং মিসটেক না। অপরিপক্কতার কারনেই এরকম ভুল বিশেষণ ব্যবহার হয়ে গেছে। আপনি বলার পর মনে হল প্রচন্ডটাই ঠিক। আর ঝিঁঝিঁ বানানটা অনিচ্ছাকৃত ভূল।

আপনার মন্তব্যে খুশি হয়েছি।

আপনাদের কাছ থেকে সবসময় এরকম সমালোচনা আশা করি।

ভালো থাকবেন।

৫| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।শব্দ সুষমায় প্রাণবন্ত কবিতা । :)

১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৭

মৃদুল শ্রাবন বলেছেন: আমার কবিতায় সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ নিবেন সেলিম ভাই।

ইদানিং আপনি ছন্দ নিয়ে খেলছেন। খেলাটা কিন্তু বেশ জমে উঠেছে। ভালো লাগছে আপনার কবিতাগুলো। ভালো থাকবেন।

৬| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৫

ডি মুন বলেছেন: আপনাকে অনুসরণে নিলাম।

লিখে চলুন নিরন্তর।

ভালো থাকুন।

১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৯

মৃদুল শ্রাবন বলেছেন: আপনার মতো একজন প্রিয় গল্পকারের কাছে থেকে এধরনের অনুপ্রেরণা পেয়ে ভালো লাগছে।

৭| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৩

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৯

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

৮| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


আর আঁশ পোড়া গুমোট ঘ্রাণ ঠিক যেমন ছিল তেমনি
আমাকে আমোদের ডালপালাগুলো খুব প্রখরভাবে হাতছানি দিচ্ছে।



অদ্ভুত সুন্দর। +++

১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৪

মৃদুল শ্রাবন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ কান্ডারি ভাই। জানি আপনি খুব ভালো একজন পাঠক। ঠিক লাইনটিই কোট করেছেন।

৯| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৪

বৃশ্চিক রাজ বলেছেন: স্প্যানিশ কবিতাগুলো সাধারনত এমন হয়। অনেক ভাল করে লিখেছেন।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৯

মৃদুল শ্রাবন বলেছেন: তাই নাকি? আমি কখনো স্প্যানিশ কবিতা পড়িনি।

মন্তব্যে ধন্যবাদ।

আপনার স্ট্রিপারের গল্পটা বেশ হয়েছিল।

১০| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩১

জাহাঙ্গীর.আলম বলেছেন:
যেমনটি বৃষ্টিতে শ্রান্ত হওয়া আমার পক্ষে খুবই কঠিন
এবং তুমি পরিশ্রান্ত হয়ে বারবার ঘুমিয়ে পড়ছো শেষটায়।


ভাল লাগল ৷

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৭

মৃদুল শ্রাবন বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা গ্রহণ করুন জাহাঙ্গীর আলম৫২।

১১| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৬

হাসান মাহবুব বলেছেন: দারুণ মন্টাজ।

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৮

মৃদুল শ্রাবন বলেছেন: হা_মা ভাই ধন্যবাদ নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.