নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

আমার সীমাবদ্ধতায় জলকণা রঙহীন হল

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৭

‘অহর্নিশ অনামিকার সৌন্দর্য - সুন্দরের মতোই কাছে টানে

এবং জলের রঙটা নীল হতে হতে একেবারে হঠাৎ করে লাল হল

আর চারিদিকে সবুজের বাতাস খুব বেশী ক্ষীণ হবার প্রতিক্ষায়

অবিরাম বাদামলতার মতো নুইয়ে পড়ছে।'



এইসব অমিলগুলোকে মিলাবার চেষ্টা করছি বারবার

আমি ঠিক জানি আমাকে কখনোই সীমানা পেরুতে দেওয়া হবেনা

এবং বারবার মিলগুলোকেই অমিল করে ফেলবো। কারণ-

আমি দেখেছিলাম- ঠিক দেখেছিলাম

গতরাতেও সেখানে পেঁচাদের আসর বসেছে-

মড়ার গন্ধ নিয়ে তারা খুব বেশী মাতামাতি করেনি।

তবে অসময়কে সময় ভাবার স্পর্ধা দেখিয়েছিল-

আর বাদামলতার মতো নুইয়ে পড়েছে কখনো- আবার

নীল থেকে কালো এবং আরও সবুজ হয়েছে।



অথচ মড়ার গন্ধটা তারা ঠিকই পেয়েছিল-

তবে আমি পাইনি- পেয়েছি বাতাসে সবুজের ঘ্রাণ

আর তাতেই আমার সমস্ত জলকণাগুলো বড্ড রঙহীন হয়ে গেছে।

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৫

জাফরুল মবীন বলেছেন: গভীর ভাবের কবিতা কিন্তু সুপাঠ্য।অভিনন্দন জল কবিকে....

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪১

মৃদুল শ্রাবন বলেছেন: আপনার উপলব্ধিটা বলে দেয় আপনি একজন ঘুব ভালো পাঠক। মড়ার গন্ধের মধ্যেও আমি দেখেছি সবুজের ঘ্রাণ। এর গভীরে আরো কিছু বলতে চেয়েছি।

জলকবি উপাধিটা আপনিই মনে হয় প্রথম দিলেন। ভালোই তো লাগলো শুনতে। :)

ধন্যবাদ ও শুভকামনা নিবেন।

২| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার লিখেছেন! দারুন। জল কবি টার্মটা পছন্দ হয়েছে! :)

১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৯

মৃদুল শ্রাবন বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা নিবেন।

আমি কবিতা লিখি মনের আনন্দে। জাহাজের অবসর সময়ে আমার বিনোদন লেখালেখি করা। আপনাদের সাথে এগুলো শেয়ার করতে পেতে আমি আনন্দিত।

৩| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:

মুগ্ধ পাঠ্য +++

১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪১

মৃদুল শ্রাবন বলেছেন: শুনে আনন্দিত হলাম। ধন্যবাদ নিবেন।

৪| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫২

হাসান মাহবুব বলেছেন: চমৎকার কবিতা। তবে প্রথম লাইনটা ঠিক পছন্দ হচ্ছে না।

অনামিকার সৌন্দর্য সুন্দরের মতোই কাছে টানে

পরপর দুটো শব্দ একইরকম হওয়ায় উপমাটা জৌলুস হারিয়েছে।

১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৯

মৃদুল শ্রাবন বলেছেন: আপনার সুন্দর সমালোচনা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে।

অনেক ধন্যবাদ হামা ভাই।

৫| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২২

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর । ভালো লেগেছে ।

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৫

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ মামুন ভাই পাশে থেকে উৎসাহ দেবার জন্য।

৬| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

নাসরিন চৌধুরী বলেছেন: আপনার কবিতা'র প্রেমে পড়ে যাচ্ছি ---
নিচের অংশটা আমার কাছে বেশ ভাল লেগেছে।
হাসান মাহবুব ভাইয়ের মন্তব্যটুকু ভেবে দেখতে পারেন।
ভাল থাকুন কবি।

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩০

মৃদুল শ্রাবন বলেছেন: আপনার কবিতা পড়ে যতটুকু বুঝেছি আপনার মনটা কবিতার মতোই প্রচ্ছন্ন এবং কাব্যিক। হয়তো এই জন্যই আমার কবিতা আপনাকে আকৃষ্ঠ করতে পেরেছে। ভালো লাগছে আপনার মত একজন কবি বন্ধু কে আমার কবিতার পাঠক হিসেবে পেয়ে।

প্রথম লাইনটি নিয়ে অনেক ভেবেছি। মনের কথাটা ঠিক অন্য কোন শব্দ দিয়ে বোঝাতে পারছিনা। একটা (-) দিয়ে দিয়েছি শব্দ দুটোর মাঝে। একটু বিরতি দিয়ে পড়ে দেখেনতো ঠিক এখনো খারাপ লাগে কিনা।


ধন্যবাদ ও শুভকামনা রইলো।

৭| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অথচ মড়ার গন্ধটা তারা ঠিকই পেয়েছিল- বোল্ড ক্লরা শব্দটার অর্থ অজানা আমার !
এইসব অমিলগুলোকে মিলাবার চেষ্টা করছি বারবার
আমি ঠিক জানি আমাকে কখনোই সীমানা পেরুতে দেওয়া হবেনা
এবং বারবার মিলগুলোকেই অমিল করে ফেলবো। কারণ-
আমি দেখেছিলাম- ঠিক দেখেছিলাম
গতরাতেও সেখানে পেঁচাদের আসর বসেছে-

লাইন কয়টা কবিতাটাকে জীবন্ত রাখবে !
শুভেচ্ছা জাহাজী ভাই !

১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৪

মৃদুল শ্রাবন বলেছেন: মড়া বলতে শাব্দিক অর্থে লাশ বোঝায়। কিন্তু এখানে বোঝানো হয়েছে অসত্য ও অন্যায়।

গতরাতেও সেখানে পেঁচাদের আসর বসেছে-
মড়ার গন্ধ নিয়ে তারা খুব বেশী মাতামাতি করেনি।
পেঁচা বলতে সমাজের অসৎ লোক যারা অন্যায়ের পথে তাদের স্বার্থ রঙিন করে।(নীল থেকে কালো এবং আরও সবুজ হয়েছে)।


কিন্তু আমি অন্যায় ও অসত্যের পথে নিজেকে বিলাতে পারিনি। তাই আমার সমস্ত জলকণাগুলো বড্ড রঙহীন হয়ে গেছে।

ধন্যবাদ অভি ভাই মন্তব্য শেয়ার করার জন্য। ভালো থাকুন সবসময়।

৮| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৪

সুমন কর বলেছেন: ভাল লাগল।

১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৫

মৃদুল শ্রাবন বলেছেন: সবসময় ধন্যবাদ নিবেন সুমন দা।

৯| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২০

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৯

মৃদুল শ্রাবন বলেছেন: :!> :!>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.