নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

অসভ্য

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৪





রাত্রের রঞ্জিত পদচারনায় মাঝে মাঝে আমার লোমগুলো খাঁড়া হয়ে ওঠে

দু’চোখ ঠিকরে বিদগ্ধ লাভা যেন দক্ষিণা বাতাসের মতো

ছড়িয়ে পড়ে চারিদিকে; বিমর্ষ প্রতিধ্বনির ভাষা

তার কাছে কখনো অবাধ্য হয়ে

নিঃসাড় জলহীন জলজের মতো খেতাব পায়, ‘অসভ্য’।



তখন অজস্র ষোড়শী আষ্টাদশীর ছন্দ তোলে, বিমূঢ় অসভ্যতায় তাকে

দলিত করার জন্য ছুটে চলি এবং কালো চাদরের নিচে আমার

খাঁড়া লোম-বাতাসে প্রতিধ্বনির কোলাহল তাকে ক্রমেই করে শানিত-

আর বিভৎস উত্তপ্ত স্পর্শে ষোড়শী হতবাক।



শব্দহীন জলজ আমার দু’গন্ডের ওপর হেটে চলে

বাহান্নশ বছর আগে আমাদের পূর্বপুরুষ এইসব জলজের ভাষা শিখেছিল

তার দু’হাত বিশাল বিশাল লোমে ভরপুর-

তবু ভেবেছিল জল, মাটি, এবং সভ্যতার ঘ্রাণ আমাকে মানুষ করতে পারবে-

অন্ধকারের সীমাব্ধতায় আমার ছোট লোমগুলো খাঁড়া হয়ে উঠবেনা

কখনো- আমি হেটে যাবো বহু শব্দহীন স্রোতে

ভেসে ভেসে সব ছাইরঙা বাতাসের দেশে।



কিন্তু আমাদের অন্ধকারের ঘ্রাণ

আমাদের সব ষোড়শীর গায়ে অষ্টাদশীর প্রলেপ লাগিয়ে দিয়েছে- এবং

আমাদের সব ঘুমন্ত বিবেক আমাদের বারবারই বলেছে, ‘অসভ্য’।

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


শব্দহীন জলজ আমার দু’গন্ডের ওপর হেটে চলে
বাহান্নশ বছর আগে আমাদের পূর্বপুরুষ এইসব জলজের ভাষা শিখেছিল
তার দু’হাত বিশাল বিশাল লোমে ভরপুর-
তবু ভেবেছিল জল, মাটি, এবং আগুনের ছেঁক আমাকে মানুষ করতে পারবে-
অন্ধকারের সীমাব্ধতায় আমার ছোট লোমগুলো খাঁড়া হয়ে উঠবেনা
কখনো- আমি হেটে যাবো বহু শব্দহীন স্রোতে
ভেসে ভেসে সব ছাইরঙা বাতাসের দেশে।



চমৎকার উপমা আর কাব্য বিন্যাস +++

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৪

মৃদুল শ্রাবন বলেছেন: সুন্দর লাইন কোট করেছেন কান্ডারি ভাই। নিঃসঙ্গ জীবনে উপমাগুলো মনের ভেতরে খেলা করে।

আমাদের সমাজে ভদ্রতার মুখোশের আড়ালে প্রত্যেকটা মানুষের ভেতরে যে অসভ্য মন বাস করে সেটা তুলে ধরতে চেয়েছি এখানে। আমরা সভ্যতায় সভ্য হচ্ছি, আধুনিক হচ্ছি কিন্তু মনের ভেতরে আদ্দিকালের মতো হিংস্রতা রয়ে গেছে।

ব্লগে আমার এগিয়ে চলার পথের সাথী হয়ে আপনাকে পেয়ে ভালো লাগছে। ভালো থাকুন সবসময়।

২| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৪

অনন্য দায়িত্বশীল বলেছেন: উপমা সত্যিই চমৎকার।

পোষ্টে প্লাস। +++

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫১

মৃদুল শ্রাবন বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

আপনি কোন পোষ্ট নিয়ে আসছেন না কেন? অনেকদিন তো আছেন ব্লগে। কিছু লিখুন আমাদের জন্য ;) ;)

৩| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৩

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো। বিশেষ করে শেষ স্তবকটা।

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩১

মৃদুল শ্রাবন বলেছেন: শেষ স্তবকেই আছে পরাজয়। অন্ধকারের ঘ্রাণের কাছে আমাদের সভ্য'র পরাজয়।

মন্তব্যে ধন্যবাদ হাসাম মাহবুব ভাই।

৪| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৮

ডি মুন বলেছেন: প্রথমপাঠে দুর্বোধ্য এবং দ্বিতীয় পাঠে বেশ ভালো লাগলো।

তবে যে দু একটি শব্দ পরিবর্তন করে আপনি আরো নিজস্বতা আনতে পারেন সেগুল হলো ,

আগুনের ছেঁক

মাহিনের বাঁশি

কেননা, আগুনের ছেঁক শব্দটায় এসে জীবনানন্দদের 'সমারূঢ়' কবিতাটা মনে পড়লো '' তবুও সে-সব কবি ক্ষুধা প্রেম আগুনের সেঁক
চেয়েছিলো- হাঙরের ঢেউয়ে খেয়েছিলো লুটোপুটি"

এবং মাহিনের বাঁশি তে এসে যথারীতি 'মাহিনের ঘোড়াগুলি' কবিতার কথা।

এগুলো কিন্তু একান্তই আমার নিজস্ব মতামত। এর দ্বারা মোটেই প্রভাবিত হওয়া যাবে না। এবং লিখতে নিরুৎসাহিত হবেন না। তাহলে কষ্ট পাবো।

লিখে চলুন নিরন্তর। শুভকামনা থাকলো।

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৬

মৃদুল শ্রাবন বলেছেন: আমার আরো সতর্ক হওয়া উচিত ছিল। কিছু কিছু শব্দ কিছু লাইন মনের ভেতরে মন ভাবে গেঁথে থাকে যে মাঝে মাঝে অত্যন্ত আপন ভেবে নিজেই ব্যবহার করে ফেলি।

যথাক্রমে বিদগ্ধ লাভা, সভ্যতার ঘ্রাণ, এবং ঘুমন্ত বিবেক শব্দগুলো ব্যবহার করে নিজস্বতা আনার চেষ্টা করেছি।

আপনার সুন্দর সমালোচনার জন্য কবিতাটি নিজস্ব রূপ পেয়েছে। কৃতজ্ঞতা নিবেন মুন ভাই।


৫| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নিঃসন্দেহে প্রথম শ্রেনির কবিতা।

ধন্যবাদ, মৃদুল শ্রাবন।

১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৭

মৃদুল শ্রাবন বলেছেন: আপনার কাছ থেকে এধরনের রেটিং পেয়ে ভালো লাগছে। ধন্যবাদ নিবেন আমার প্রিয় গল্পকার।

৬| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

আই ঠগ বলেছেন: লেখা পড়ে মনটা নেচে উঠল ।

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৯

মৃদুল শ্রাবন বলেছেন: অজস্র ষোড়শী আষ্টাদশীর ছন্দ তোলে, বিমূঢ় অসভ্যতায় তাকে
দলিত করার জন্য ছুটে চলি এবং কালো চাদরের নিচে আমার
খাঁড়া লোম


বুঝছি এই লাইনটাই আপনার স্বীকারোক্তি। /:) /:)

মন্তব্যে ধন্যবাদ রসিক পাঠক।

৭| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

সুমন কর বলেছেন: গুণী গুণী পাঠকরাই যা বলার বলে দিয়েছে। অামি আর কি বলব !!

অসাধারণ।।

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৩

মৃদুল শ্রাবন বলেছেন: আপনি কিন্তু আমার একজন প্রিয় সমালোচক। আপনার নির্দেশনা না পেলে আমি সামনে এগিয়ে যাবো কিভাবে বলুন?

৮| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৬

নাসরিন চৌধুরী বলেছেন: কিন্তু আমাদের অন্ধকারের ঘ্রাণ
আমাদের সব ষোড়শীর গায়ে অষ্টাদশীর প্রলেপ লাগিয়ে দিয়েছে- এবং
আমাদের সব ঘুমন্ত বিবেক আমাদের বারবারই বলেছে, ‘অসভ্য’।


এঅংশটুকু কোট করতেই হয়। শুরু থেকে শেষ পর্যন্ত
চমৎকার সমাপ্তি ।

আর শব্দের ক্ষেত্রে বলবো, আমরা যখন আমাদের প্রিয় কোন লেখকের লেখা পড়ি তখন অনেক প্রিয় শব্দ আমাদের মনে গেঁথে যায় এবং আমরা যখন নিজেরা লিখতে যাই তখন অজান্তেই প্রিয় শব্দগুলো নিজের লেখায় চলে আসে। আমি এটাতে দোষের কিছু দেখিনা তবে প্রিয় লেখকের লেখার কোন বাক্য বা বা বিষয়বস্তু হুবুহু যেন নিজের লেখায় ব্যবহৃত হয় সেটা আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে। তানাহলে লেখা তার নিজস্বতা
হারাবে।

আপনার লেখায় জীবনানন্দের লেখার গন্ধ পাই।
আশা করি আরও সুন্দর সুন্দর লিখা পাব। শুভকামনা জানবেন।

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:১০

মৃদুল শ্রাবন বলেছেন: আসলে জীবনানন্দের কাব্য এত বেশী বিস্তৃত বা প্রকৃতিকে তিনি এমন ভাবে তার কাব্যের ভেতরে টেনে নিয়েছেন যে ঠিকঠাক প্রকৃতির বর্ননা করতে গেলে তার ছায়া মুক্ত হওয়া খুবই কঠিন। আর আমিতো মাঝে মাঝে তার কবিতায় বুদ হয়ে যাই।

তবে সবসময় চেষ্টা থাকে নিজস্বতা অর্জন করার। আপনার মতো গুনী পাঠক পাশে থাকলে সামনে এগিয়ে যাবার পথ নির্ভূল আর সুন্দর হয়ে উঠবে ক্রমশ।

শুভেচ্ছা ও ভাললাগা নিবেন।

৯| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৮

ডি মুন বলেছেন:
বাহ, এবার আরো সুন্দর হয়েছে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

এমনি ভালো লিখে চলুন। শুভকামনা থাকলো।

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৯

মৃদুল শ্রাবন বলেছেন: কৃতিত্বটা মুন ভাই আপনাকে দিতে চাই।

এই একটি কারনে ব্লগ আর প্রিন্টিং মিডিয়ায় লেখালেখির মধ্যে পার্থক্যটা একজন লেখকের কাছে দৃশ্যমান হয়ে ওঠে।


সর্বদা আপনার সমালোচনার প্রত্যাশী হয়ে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করলাম।

১০| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।চমৎকার শব্দমালা আর ভাবের দারুণ সমন্বয়।+

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:২০

মৃদুল শ্রাবন বলেছেন: আপনার মতো একজন কবির কাছ থেকে এরূপ মন্তব্য পেয়ে ভালো লাগছে।

ধন্যবাদ নিবেন সেলিম ভাই।

১১| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৯

লেখোয়াড় বলেছেন:
‍‍‌"নিঃসাড় জলহীন জলজের মতো খেতাব পায়, ‘অসভ্য’।"

আমি কোন দিন এমন লিখতে পারবো না।

বিস্ময়কর!

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৫

মৃদুল শ্রাবন বলেছেন: আপনার লেখা আমার বরাবরই ভালো লাগে।

আমি কোন দিন এমন লিখতে পারবো না। জানি আমার মতো নবীনদের অনুপ্রানিত করার জন্য বলছেন। প্রচন্ড রকম অনুপ্রানিত হলাম এবং শিখলাম পুরাতন ব্লগার হয়ে কিভাবে নতুনদেরকে স্বাগত জানাতে হয়।

আন্তরিক ধন্যবাদ নিবেন।

১২| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন:
কিন্তু আমাদের অন্ধকারের ঘ্রাণ
আমাদের সব ষোড়শীর গায়ে অষ্টাদশীর প্রলেপ লাগিয়ে দিয়েছে- এবং
আমাদের সব ঘুমন্ত বিবেক আমাদের বারবারই বলেছে, ‘অসভ্য’।



চমৎকার! অনেক ভালো লাগা রইলো!

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৪

মৃদুল শ্রাবন বলেছেন: খ্যাতিমান কবির মন্তব্য আমার প্রেরনা হয়ে থাকবে চিরকাল।

অনেক অনেক ভালো লাগছে আপনাকে আমার কবিতায় মন্তব্য করতে দেখে।

ধন্যবাদ নিবেন।

১৩| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৫

কালের সময় বলেছেন: সকলে যা বলার বলেছে
যা লেখার লেখেছে
তবে যে ভাই আমার কিছু বলার নাই
কিছু লেখার নাই তবে কিছু দিয়ে যাই++++++++++

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ২:১৪

মৃদুল শ্রাবন বলেছেন: মাঝে আমার মনে হতো আজকাল কবিতার পাঠক সংখ্যা কমে গেছে। কিন্তু সামুতে কবিতা পোষ্টের পরে আমার সেই ধারনা পাল্লে যাচ্ছে। এত্ত সুধী পাঠক!!! যেন ভালো লাগার বন্যা বয়ে যাচ্ছে আমার হৃদয়ে।

ভালো থাকবেন ও শুভেচ্ছা নিবেন।

১৪| ১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৬

ইমিনা বলেছেন: অনেক সুন্দর লিখেছেন
:) :) :)

ভালো লাগলো খুব ।।

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০২

মৃদুল শ্রাবন বলেছেন: সুন্দর লেখার চেষ্টা করি। ভালো লেগেছে জেনে খুশি হলাম।

আপনার কবিতার হাতও কিন্তু চমৎকার। নিয়মিত লিখেন না কেন?

১৫| ১৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২০

জুন বলেছেন: তবু ভেবেছিল জল, মাটি, এবং সভ্যতার ঘ্রাণ আমাকে মানুষ করতে পারবে-
মানুষ হয়েছি কি না জানি না, তবে সভ্য হইনি এটা জলের মত সত্য মৃদুল শ্রাবন । ভালোলাগলো আপনার কবিতা ।
+

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৬

মৃদুল শ্রাবন বলেছেন: এই কথাগুলো অনুধাবন করেই কবিতাটা লেখা। আমাদের ভেতরে যে হিংস্র জানোয়ারটা আছে কবিতাটি তার স্বীকারোক্তি ছিল মাত্র।

মন্তব্যে ধন্যবাদ নিবেন।

১৬| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৬

বাংলার পাই বলেছেন: আমাদের অন্ধকারের ঘ্রাণ
আমাদের সব ষোড়শীর গায়ে অষ্টাদশীর প্রলেপ লাগিয়ে দিয়েছে- এবং
আমাদের সব ঘুমন্ত বিবেক আমাদের বারবারই বলেছে, ‘অসভ্য’।
------------------এক কথায় অসাধারন। মুগ্ধতা জানিয়ে গেলাম।

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৪

মৃদুল শ্রাবন বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা নিবেন।

১৭| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৩

আরজু মুন জারিন বলেছেন: তখন অজস্র ষোড়শী আষ্টাদশীর ছন্দ তোলে, বিমূঢ় অসভ্যতায় তাকে
দলিত করার জন্য ছুটে চলি এবং কালো চাদরের নিচে আমার
খাঁড়া লোম-বাতাসে প্রতিধ্বনির কোলাহল তাকে ক্রমেই করে শানিত-
আর বিভৎস উত্তপ্ত স্পর্শে ষোড়শী হতবাক।

আমি কবিতা বেশী বিশ্লেষণ করতে পারিনা। এইধরনের কবিতা তো নয়। তবে আপনি ভাল কবিতা লিখেন। .পরিপক্কতার ছাপ সুস্পষ্ট এ নিশ্চিত ভাবে বলতে পারি। পড়তে গিয়ে বেশ ঠোকর না খেয়ে বেশ পড়ে গেলাম। একজন অনভিজ্ঞ পাঠক কবিতার ক্ষেত্রে। .সমালোচক ও। তাই আর বেশী বিশ্লেষণ করলামনা। শুধু একরাশ শুভেচ্ছা জানিয়ে গেলাম। ভাল থাকুন সবসময়।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৫

মৃদুল শ্রাবন বলেছেন: আমার পোষ্টে আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।

আমি কবিতা বেশী বিশ্লেষণ করতে পারিনা তবু তো সুন্দর মন্তব্য করলেন। কবিতায় যে জিনিসটা ফুটে উঠেছে, সেটা একটা পুরুষের ভেতরের কথা। অজস্র ষোড়শী আষ্টাদশীর ছন্দ তোলে, বিমূঢ় অসভ্যতায় তাকে
দলিত করার জন্য ছুটে চলি এবং কালো চাদরের নিচে আমার খাঁড়া লোম
নারীদের প্রতি আমাদের পুরুষের যে দৃষ্টিভঙ্গি, যে আচারণ সেটা ফুটে উঠেছে এখানে। বিপরীতে দাড়িয়ে একজন নারী হয়ে ঘৃনিত পুরুষদের নিয়ে কিছু বলতে পারতেন !!!

আসল কথা হল আমরা সভ্যতার মুখোশের আড়ালে অসভ্যই রয়ে গেছি। কেউ স্বীকার করি আর কেউ করিনা!!!

১৮| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৩

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লেগেছে।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৬

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিবেন।

১৯| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৩৮

জাফরুল মবীন বলেছেন: ভাবের নান্দনিক প্রকাশ,শব্দ বিন্যাস (দু একটি ব্যতিক্রম ছাড়া),রূপকতা ও উপমার যথার্থ কাব্যিক ব্যবহারে আমিও হেনা ভাইয়ের সাথে তাল মিলিয়ে বলতে চায় এটি একটি উচ্চশ্রেণীর কবিতা।অভিনন্দন কবিকে !:#P

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:০৪

মৃদুল শ্রাবন বলেছেন: মবীন ভাই আপনার হাত ধরেই কিন্তু ব্লগে দাড়াতে চেষ্টা করছি। আপনার এই মন্তব্য আবারো আমাকে একটা শক্ত ভীতের সন্ধান দিল। আমি ইদানিং জাহাজী জীবনের গল্প লিখি, টুকটাক গল্প লিখি কিন্তু কবিতা লিখি অনেক আগে থেকেই। তবে নিজের কবিতা নিয়ে উচ্চ পর্যায়ের কোন ধারনা নেই। কিন্তু আপনাদের মন্তব্য পেয়ে লেখার অনুপ্রেরনা পাচ্ছি।

আন্তরিক ধন্যবাদ নিবেন।

২০| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:২৫

আরজু মুন জারিন বলেছেন: বাহ আপনার কবিতা যেমন চমত্কার কমেন্টস টাও অসাধারণ। অনেক অনেক ভাললাগা আবার জানিয়ে গেলাম আপনার কবিতায় ,কমেন্টসে। শুভেচ্ছা রইল অনেক অনেক।

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৫

মৃদুল শ্রাবন বলেছেন: পুনরায় মন্তব্য করার জন্য ধন্যবাদ।

শুভকামনা আপনাকেও।

আপানার কিছু লেখা পড়া হয়নি, সময় করে পড়ে মন্তব্য করবো।

ভালো থাকবেন।

২১| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৭

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৭

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.