নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ে ভূমিধ্বসের শব্দ

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৪





(১)



হাত বাড়িয়ে অপ্রাকৃতিক আলোটা নিভিয়ে

বাইরের জ্যোৎস্নাটা দেখে নিলাম এক নজর।

কমলা'র ইশারার মতো কলাপাতা দুলছে বাতাসে

পুকুরের জলে রুপোলি থালের মতো চাঁদ-আর;

আমার হৃদয়ে ভূমিধ্বসের শব্দ।





দু’চোখের পাতায় ভরে আছে বিশাল অন্ধকার

সাগরতীরে বাতাসের শো শো শব্দে

যে অন্ধকার ভয়ংকর বলে মনে হয়-

যেখানের বাতাস গতরাতের সুরেলা ঘ্রানে

ভুলে যায় মদ্যপ আগাছার উল্লাস।



(২)



আমি অনন্ত মৃত্যুর মধ্যে ডুবে আছি-

চারিদিকে নেশাখোর মাতালের উল্লাস-

রক্ত-পূঁজ-আর সেইসব বিদগ্ধ দূর্গন্ধ

আমার সমস্ত স্বত্বার মাঝে মাঝে জাগ্রত।

আমার মগজে পঁচা মাংসের ঘ্রাণ-

আমি বিভংস- উন্মাদ- প্রকাণ্ড এক মাতাল।



মাঝে মাঝে ভাবি দু’চোখের ভেতর থেকে

দু’হাতে টেনে আনি জমানো অশ্রু;আর

তার লোনা জল সাগরে মিশিয়ে হয়ে

যাই বিলীন এবং শ্রান্ত।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৭

ডি মুন বলেছেন:
মাঝে মাঝে ভাবি দু’চোখের ভেতর থেকে
দু’হাতে টেনে আনি জমানো অশ্রু;আর
তার লোনা জল সাগরে মিশিয়ে হয়ে
যাই বিলীন এবং শ্রান্ত।



বাহ । সুন্দর কবিতা।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৭

মৃদুল শ্রাবন বলেছেন: কিন্তু এই ভাবনা টা ভাবনাই থেকে যাচ্ছে। কাঁদতে পারছিনা প্রাণখুলে, হতে পারছি না শ্রান্ত।

মন্তব্যে ধন্যবাদ নিবেন।

২| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আমার মগজে পঁচা মাংসের ঘ্রাণ-
আমি বিভংস- উন্মাদ- প্রকাণ্ড এক মাতাল।



চমৎকার +++

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৯

মৃদুল শ্রাবন বলেছেন: আসলেই তাই। মগজটা দিন দিন কেমন জানি পঁচে গেছে বুঝতে পারিনি, তবে মাঝে মাঝে গন্ধ পাই।

ধন্যবাদ নিবেন কান্ডারি ভাই।

৩| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা ভালো লেগেছে! ক্ষোভ এবং হতাশা মিশ্র অনুভুতি টের পেলাম কবিতায়!

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০০

মৃদুল শ্রাবন বলেছেন: ক্ষোভ এবং হতাশা মিশ্র অনুভুতি থেকেই কবিতাটা লেখা।

মন্তব্য ধন্যবাদ নিবেন।

৪| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৫

বাংলার পাই বলেছেন: আমি অনন্ত মৃত্যুর মধ্যে ডুবে আছি-
চারিদিকে নেশাখোর মাতালের উল্লাস-
রক্ত-পূঁজ-আর সেইসব বিদগ্ধ দূর্গন্ধ
আমার সমস্ত স্বত্বার মাঝে মাঝে জাগ্রত।
আমার মগজে পঁচা মাংসের ঘ্রাণ-
আমি বিভংস- উন্মাদ- প্রকাণ্ড এক মাতাল।
-----------------বাহ! চমৎকার কবিতা। তবে হতাশার রাজ্যে নিমজ্জিত বলে হয়।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৫

মৃদুল শ্রাবন বলেছেন: বাংলার পাই আপনাকে ধন্যবাদ কবিতায় মন্তব্যের জন্য।

আপনার কবিতার আমার মন্তব্যের জবাবে আপনার উত্তর বেশ ব্লগীয় হয়েছে। জাস্ট গো এহেড।

শুভেচ্ছা জানাবেন।

৫| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: দু’চোখের পাতায় ভরে আছে বিশাল অন্ধকার
সাগরতীরে বাতাসের শো শো শব্দে
যে অন্ধকার ভয়ংকর বলে মনে হয়-
যেখানের বাতাস গতরাতের সুরেলা ঘ্রানে
ভুলে যায় মদ্যপ আগাছার উল্লাস।


আমার মগজে পঁচা মাংসের ঘ্রাণ-
আমি বিভংস- উন্মাদ- প্রকাণ্ড এক মাতাল।


প্রচন্ড ভালোলাগা জানবেন !

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৮

মৃদুল শ্রাবন বলেছেন: প্রচন্ড ভালোলাগা জানবেন !

এই কথাটি আমাকে প্রচন্ড অনুপ্রানিত করলো।

আর হ্যা ব্লগে যেহেতু ইনবক্স করার সিস্টেম নেই তাই এখানেই ধন্যবাদ দিচ্ছি এই অধম কে অনুসরণ করার জন্য। :) :)

৬| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন:



মাঝে মাঝে ভাবি দু’চোখের ভেতর থেকে
দু’হাতে টেনে আনি জমানো অশ্রু;আর
তার লোনা জল সাগরে মিশিয়ে হয়ে
যাই বিলীন এবং শ্রান্ত।


++++

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৯

মৃদুল শ্রাবন বলেছেন: আপনাকে পোষ্টে পেয়ে ভালো লাগছে।

অন্তরঙ্গ আলাপনের আগামী পর্ব কখন পাচ্ছি ভাই???

৭| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার সেই জাহাজী জীবন পোষ্ট পড়ার পর থেকেই ভেবেছি আপনি বোধহয় আমার অনুসারিত তালিকায় আছেন , আজকেই খেয়াল করলাম নেই :(
ব্যাস্ততার কারণে ইদানিং অনুসারিত পাতার বাইরে যাওয়া হয়না ! তাই আপনার ও বেশ কটা পোষ্ট মিস হয়ে গেছে !

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৮

মৃদুল শ্রাবন বলেছেন: আপনাদের বেশ কয়েকজনের অনুপ্রেরনা ও পাশে থাকার কারনে ব্লগে নিয়মিত হবার সাহস পেয়েছি। ছুটির দিনগুলো খুব ভালো কাটছে সামুকে নিয়ে। যতদিন নেটওয়ার্কের মধ্যে আছি আপনাদের নিয়মিত জ্বালাবো বলে নিয়ত করেছি।

ভালো থাকবেন ও শুভেচ্ছা নিবেন।

৮| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:২৫

জাফরুল মবীন বলেছেন: আত্মোপলব্ধির অসাধারণ কাব্যিক প্রকাশ!অভিনন্দন ভাই মৃদুল শ্রাবনকে চমৎকার এই কবিতাটি আমাদের উপহার দেওয়ার জন্য।

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৩

মৃদুল শ্রাবন বলেছেন: ভাসমান জীবনে জানিনা কতদিন ব্লগে নিয়মিত থাকতে পারবো। তবে এবার যেভাবে সামু পরিবারের সাথে জড়িয়ে গেছি নেটওয়ার্কের বাইরে গেলে খুব মিস করবো সব্বাইকে।

মন্তব্যের জন্য ধন্যবাদ মবীন ভাই।

৯| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫০

সুমন কর বলেছেন: ২য়টি বেশী ভাল লাগল।

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৩

মৃদুল শ্রাবন বলেছেন: দ্বিতীয়টাই কবিতার প্রান।

ধন্যবাদ নিবেন সুমন দা।

১০| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১০

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৭

মৃদুল শ্রাবন বলেছেন: এত্ত পিলাস?????

১১| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪২

হাসান মাহবুব বলেছেন: ++

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৯

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ ভাই। ইদানিং একটু কবি হবার ট্রাই করছি। :-P :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.