নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

ভুল স্মৃতি

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৯





‘মনে করে দ্যাখ সেই দিনগুলোর কথা’ – বলতেই

ফুফিয়ে কেঁদে উঠলো অর্নবা, ‘ক্ষমা করো মোরে,

রচেছিনু ঢের জাল, পারিবোনা আর- সে নদী শুকিয়ে

গেছে ঢের আগে, বহু বাতাসের আনাগোনা ঘটে গেছে

এরই মাঝে’ – বুঝিলাম কিছুই মনে পড়েনি তার।



অশ্বত্থের ডালে ছিল বহু নীল শাখ-, সেই শাখে

কিছু চিল- বহু চিল; এই আমাদের অশাখের ক্ষণে

রঙ খসা পালকের গন্ধ, সোদা বৃষ্টির স্পর্শে

উঠেছিল গেয়ে কোন চাঁদ রাতে- শুনেছিলাম দু’জনে

কান পেতে কিছু গান- তার গান-!



‘সেই গান রয়ে গেছে-? অর্নবা নেড়ে চেড়ে দ্যাখ-’

বলিলাম আবার-

‘হিজলের ডালে দুটি ফুল- এই ফুলে গেঁথে মালা-

পেয়েছি দক্ষিনা কিছু- বরং সুখেই তো আছি। ঢের-

পথ পিছে গিয়ে সেই সব বাতাসের লুটিপুটি- কি আর হবে?

থাক ওরা আকাশের ডানায়- মেঘের কাজল চোখে-’ বুঝিলাম

খুঁজে পায়নি সে কিছু।

তার এই ছল ছল চোখ নয়- আমাদের সেই গানে

ছিল নাকো কোন হিজলের ফুল- তাই

তার স্বাদ ছিল কিছু-; এই স্বাদ তার নয়- সেখানে

স্বাদের স্পর্শে উপহার আসে- নড়েচড়ে কথা কয়!!



বহুগান গেয়ে যাবে অনেকেই- এই গান তবু-

রয়ে যাবে অগোচরে- পৃথিবীর এইসব অর্নবা

ঘাম আর ঘুমের গন্ধ ভুলতে পারবে না শুধু।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

পোস্টটা দুইবার এসেছে।

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৬

মৃদুল শ্রাবন বলেছেন: যান্ত্রিক ত্রুটির কারনে দুইবার পোষ্ট হয়ে গেছে ।

২| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৯

সোহানী বলেছেন: ও ওওও অসাধারন লিখা। আপনি যে কবিতা লিখেন তা জানতাম না। +++

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৮

মৃদুল শ্রাবন বলেছেন: এইইইইই লিখি আরকি!!!! তবে সেটা কবিতা হয় নাকি গবিতা হয় জানিনা। (কয়েকদিন আগে শুঁটকি আপুর কাছ থেকে গবিতা কথাটা শিখছি)।

৩| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪২

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৯

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিবেন সুমন দা।

৪| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৫

রাহাগীর মনসুর বলেছেন: ভালো লাগ্ল

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪২

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিবেন। আপনার লেখা কবিতাগুলোও চমৎকার ।



৫| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ চমৎকার ! ভালো লাগলো , দুইটা পোষ্ট দেখে কনফিউসড হয়ে পড়েছিলাম , কোনটাতে জানাবো যে আমার ভালো লেগেছে , যেটাতে অন্যরাও আছেন সেটাতেই জানালাম!
ওই পোষ্ট টা মুছে ফেলেন !

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ২:৩৬

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিবেন। নেটওয়ার্ক জনিত জটিলতায় দুইবার পোষ্ট হয়ে গেছিল। একটা মুছে দিয়েছি।

৬| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৪

বাংলার পাই বলেছেন: অশ্বত্থের ডালে ছিল বহু নীল শাখ-, সেই শাখে
কিছু চিল- বহু চিল; এই আমাদের অশাখের ক্ষণে
রঙ খসা পালকের গন্ধ, সোদা বৃষ্টির স্পর্শে
উঠেছিল গেয়ে কোন চাঁদ রাতে- শুনেছিলাম দু’জনে
কান পেতে কিছু গান- তার গান-!
-------------------এক কথায় অসাধারণ। চমৎকার। আমি মুগ্ধ। শুভেচ্ছা রইলো কবি।

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৫

মৃদুল শ্রাবন বলেছেন: শুভেচ্ছা ও ধন্যবাদ নিবেন বাংলার পাই।

৭| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪১

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিবেন। মন্তব্য পেয়ে ভালো লাগলো।

৮| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৪১

আরজু মুন জারিন বলেছেন: মনে করে দ্যাখ সেই দিনগুলোর কথা’ – বলতেই
ফুফিয়ে কেঁদে উঠলো অর্নবা, ‘ক্ষমা করো মোরে,
রচেছিনু ঢের জাল, পারিবোনা আর- সে নদী শুকিয়ে
গেছে ঢের আগে, বহু বাতাসের আনাগোনা ঘটে গেছে
এরই মাঝে’ – বুঝিলাম কিছুই মনে পড়েনি তার। X( X(( :-/

না মৃদুল ভাই সত্যি আপনার কবিতা অসাধারণ। আমি খুব বেশি বাক্যের ব্যঞ্জনা বা সাহিত্য মন্ডিত কবিতা পড়িনা কেননা হেয়ালি বা জটিল লেখা বিশ্লেষণ করতে পারিনা। তারপরে আপনার লেখা পড়ে রবীন্দ্রনাথ এর বাসব দত্তা কবিতা পড়ে যে অনুভূতি হয়েছিল একই রকম অনুভূতি হয়েছে।

অনেক মুগ্ধতা জানিয়ে গেলাম আপনার কবিতায়।

শুভেচ্ছা রইল।

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪২

মৃদুল শ্রাবন বলেছেন: ভালো লাগা জানানোর সর্বোচ্চ উপমা ব্যবহার করে ফেলেছেন আমার জন্য। আপনার ভালো লেগেছে জানলেই আমি খুশি হতাম, কিন্তু যে অনুভূতির কথা বললেন জানিনা আমি সেটা সৃষ্টি করার মতো লিখি কিনা। আপনার মতো একজন লেখিকার কাছে ভালো লেগেছে এটাই আমার জন্য বড় পাওয়া।

কবিতায় একটা ভূল স্মৃতি চারণের গল্প বলা হয়েছে। অর্নবা নামের মেয়েটির সাথে কবির কোন ভালোবাসার সম্পর্ক ছিল না, কিন্তু বহু বছর পরে তাকে পুরানো কথা জিজ্ঞাসা করাতে সে ভেবেছে তার সাথে হয়তো সেই ধরনের কিছু ছিল।

ভালো থাকবেন। শুভকামনা রইলো।

৯| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১১

জাফরুল মবীন বলেছেন: হৃদয়ে যার এত ভাব/মন যার তরী/সেইতো লিখবে এমন কবিতা/হৃদয় উজাড় করি!

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৪

মৃদুল শ্রাবন বলেছেন: হৃদয়ে যার এত ভাব/মন যার তরী/সেইতো লিখবে এমন কবিতা/হৃদয় উজাড় করি!

এত্ত সুন্দর একটা লাইন আমার জন্য ব্যবহার করলেন??? খুশি হয়ে গেলাম B-) B-) B-)

১০| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৭

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৫

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিবেন ডিজিটাল বতুতা।

১১| ১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ভালো লাগল..... :)

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৭

মৃদুল শ্রাবন বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ নিবেন।

ব্লগে স্বাগতম আপনাকে। ভালো কবিতা লেখেন দেখলাম। লিখে চলুন। আপনার জন্য শুভকামনা রইলো।

১২| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগা +

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৫

মৃদুল শ্রাবন বলেছেন: মন্তব্যে ধন্যবাদ গ্রহণ করুন।

১৩| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৫

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: বেশ সুন্দর লেখা।

১৪| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ২:৪৯

ডি মুন বলেছেন: বাহ, বেশ ভালো লিখেছেন।

পৃথিবীর এইসব অর্নবা
ঘাম আর ঘুমের গন্ধ ভুলতে পারবে না শুধু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.