নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

ছুড়ে ফেলি আঙুলের আহ্লাদ

২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৫





গতরাতে তোমাকে ভুলে ছিলাম

কি বিশ্বাস হয়না?

একটা নীল কবুতর ডানা ঝাঁপটাতে ঝাঁপটাতে আমার খুব

কাছ দিয়ে উঠে গেছিল- তাকে জিজ্ঞেস করে দেখো।

অথবা যে বৃদ্ধ জটায়ু রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত

পাথুরে উষ্ণীব আর খোলা তরবারি নিয়ে

অশ্বত্থের নিচে বসে থাকে

না হয় তা কাছেই শুনো।



আমার দু’হাতে পল্লবের ঘ্রাণ- আর একটা কাঠবিড়ালী

এবং অনন্ত থেকে যে বিমিশ্র হাওয়া তিরতির করে

ভেসে আসছে- তার সাথে কিছু বাদামী উষ্ণতা

তোমার শরীরের পরশ-

যে পরশ সরিষা ফুলের হলদে রেণুর মতো

গায়ে জড়িয়ে যায় বারবার- হাতের আঙুলে ছড়িয়ে পড়ে আহ্লাদে।

গতরাতে আমার সে দুহাত শূন্য ছিল-

স্তব্ধ ছিল রুপোলী জঞ্জাল ঘেটে

তোমার শরীরের সমস্ত ক্লেদ

গায়ে মাখার অভিলাষ।।

মন্তব্য ৩৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৫

জাফরুল মবীন বলেছেন: অসাধারণ!অামি মুগ্ধ!!কবির জন্য অভিনন্দন ও শুভেচ্ছা।

২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৯

মৃদুল শ্রাবন বলেছেন: বরাবরের মতোই আপনার মন্তব্যে আহ্লাদে আটখানা হলাম। :)

২| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫১

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: সুন্দর কবিতায় প্রথম ভালোলাগা ...

২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৩

মৃদুল শ্রাবন বলেছেন: আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন বাঙ্গাল অ্যানোনিমাস ।

৩| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০০

আহসানের ব্লগ বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম কবি :)

২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৩

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ জানবেন। আহসান ভাই।

৪| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২১

নুরএমডিচৌধূরী বলেছেন: শ্রদ্ধাভাজন কবি
আশিষ তোমায় ,
প্রস্ফুটিত হোক
তোমার মনঃছবি ।
যেমনি করে রচেছিল
রবিন্দ্র নজরুল
তেমনি করে তুমিও রচ
তোমারি বুলবুল ।

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১০

মৃদুল শ্রাবন বলেছেন: বিশাল দোয়া দোয়া করলেন ভাই !!!

অশেষ ধন্যবাদ।

৫| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসম্ভব সুন্দর !! মুগ্ধতা রেখে গেলাম কবিতায়

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৪

মৃদুল শ্রাবন বলেছেন: মন্তব্যে আন্তরিক ধন্যবাদ গ্রহন করুন।

৬| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার কবিতায় প্লাস!

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৯

মৃদুল শ্রাবন বলেছেন: আপনার প্লাসে আমি ধন্য হলাম মুনতাসির ভাই।

৭| ২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

৪র্থ +

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১১

মৃদুল শ্রাবন বলেছেন: পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা নিবেন সুমনদা।

৮| ২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৩

মৃদুল শ্রাবন বলেছেন: চমৎকার??? খুশি হলাম ভাই। B-) B-)

৯| ২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

বাংলার পাই বলেছেন: খুব ভালো লাগলো। শুভেচ্ছা নিবেন।

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৭

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা নিবেন বাংলার পাই।
ভালো থাকুন নিরন্তর।

১০| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৩

ডি মুন বলেছেন: বাহ, দারুণ কবিতা।

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৭

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ রইলো মুন ভাই।

১১| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

আমার দু’হাতে পল্লবের ঘ্রাণ- আর একটা কাঠবিড়ালী
এবং অনন্ত থেকে যে বিমিশ্র হাওয়া তিরতির করে
ভেসে আসছে- তার সাথে কিছু বাদামী উষ্ণতা
তোমার শরীরের পরশ-
যে পরশ সরিষা ফুলের হলদে রেণুর মতো
গায়ে জড়িয়ে যায় বারবার- হাতের আঙুলে ছড়িয়ে পড়ে আহ্লাদে।


চমৎকার শব্দবিন্যাস এবং অসাধারণ প্রকাশ। আমি মুগ্ধ হলাম।

শুভেচ্ছা জানবেন কবি।

২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

মৃদুল শ্রাবন বলেছেন: আমি দশটা কবিতা লিখে যে আনন্দ পাই, আপনার একটা মন্তব্যে তার থেকে বেশী আনন্দ পাই সোনাবীজ ভাই।

ধন্যবাদ নিবেন।

১২| ২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৩৪

বৃতি বলেছেন: সুন্দর।

২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ বৃতি।
শুভেচ্ছা নিবেন।

১৩| ২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৩

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

১৪| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৭

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৫

মৃদুল শ্রাবন বলেছেন: :) :) :) অনেকগুলান পিলাসের জন্য থ্যাঙ্কু।

১৫| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: অসম্ভব সুন্দর !

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৭

মৃদুল শ্রাবন বলেছেন: সম্ভব ভলোলাগা আপ্নার মন্তব্যে।

১৬| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার +++

৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৫

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারি ভাই।

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৪

দ্য ইলিউশনিস্ট বলেছেন: অসাধারন!

ছবিটা মিলন ভাইয়ের না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.