নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

বড্ড অ স ম য়

৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৩





শালিখ হৃদয়ের বুক ঠুকরে খেয়েছে এতকাল

আমি পাইনি টের- অথবা পেয়েছি-

সময়ের অহমিকায় আমার খোলা চোখ বন্ধ

থাকবে না- আমি আঙুল দিয়ে বুকের

নির্মেঘ ক্ষত অনুভব করি- চোখ বুজে-।



একটা সময় ছিল-

যখন তারা আর ব্যাঙের তত্ত্ব নিয়ে

বাড়াবাড়ি করেছি কত্তো-সমুদ্রের জল ডান নাকি বামমূখী

এ নিয়ে বাজি ধরেছি- বহু ওড়নার স্রোত

উড়িয়েছি অবলীলায়- অবহেলায়-।



আজ আমি হৃদয়ের ওপরে-বুকে

হাত বুলাই শুধু

চুপে চুপে একেলা-।



(২)



একদিন একবুক রাত ছিল তারা ভরা

ছিল কলমির গন্ধে চুয়ে পড়া জ্যোৎস্না

সেই রাত অন্ধকারে ভরেছে-

শৈবালের স্রোতে হংসীর স্পন্দন

জারুলের ডাকে যেমন থেমে আসে।



রং খসিবে জীবনের পলেস্তারার; জানতুম-

তাই রাত ভারী করে নিতে আনাগোনা

ছিল পেঁচার স্বাদ অগ্রাহ্য করে ঘুমুবার

বাতাসের ডানায়-

বকুলের মালা 'গলে পরে।

মন্তব্য ৪৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৪

বকুল০৮ বলেছেন:
"শালিখ হৃদয়ের বুক ঠুকরে খেয়েছে এতকাল
আমি পাইনি টের- অথবা পেয়েছি-
সময়ের অহমিকায় আমার খোলা চোখ বন্ধ
থাকবে না- আমি আঙুল দিয়ে বুকের
নির্মেঘ ক্ষত অনুভব করি- চোখ বুজে-।"

- অনেক ভালো লাগা!

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৪

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক ধন্যবাদ গ্রহণ করুন বকুল০৮।

২| ৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৯

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৭

মৃদুল শ্রাবন বলেছেন: মামুন ভাই আন্তরিক ধন্যবাদ রইলো।

ভালো থাকুন।

৩| ৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৩

নুরএমডিচৌধূরী বলেছেন: খুবি সুন্দর
অনেক ভালো লেগেছে

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২০

মৃদুল শ্রাবন বলেছেন: অশেষ কৃতজ্ঞতা নিবেন।

৪| ৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৯

অপ্রকাশিত কাব্য বলেছেন: অনেক ভালো লাগলো

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৪

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অপ্রকাশিত কাব্য।

৫| ৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:



সময়ের অহমিকায় আমার খোলা চোখ বন্ধ
থাকবে না- আমি আঙুল দিয়ে বুকের
নির্মেঘ ক্ষত অনুভব করি- চোখ বুজে-।




বাতাসের ডানায় ভেসে ভেসে-
পেঁচার স্বাদ অগ্রাহ্য করে
বকুলের মালা 'গলে পরে।



ভাল লাগল +++

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৫

মৃদুল শ্রাবন বলেছেন: আপনার ভালোলাগা বরাবরই অনুপ্রেরনা হয়ে মনের জোর বাড়ায়।

৬| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো কবিতাগুলো।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩১

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিবেন ভাই।

৭| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন।

ধন্যবাদ, মৃদুল শ্রাবন।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৮

মৃদুল শ্রাবন বলেছেন: হেনা ভাই ধন্যবাদ গ্রহন করুন। নিয়মিত আপনাকে আমার পোষ্টে পাচ্ছি এটা আমার জন্য আনন্দের।

৮| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৯

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫২

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা নিবেন।

৯| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

সাদরিল বলেছেন: দুটি ভিন্ন কবিতা নাকি দুটি মিলিয়ে একটি কবিতা???

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:১৯

মৃদুল শ্রাবন বলেছেন: আলাদা তবে একই ভাবের দুটি কবিতা।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ নিবেন।

১০| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১২

আমিনুর রহমান বলেছেন:




ভালো লাগা রইল।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৫

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই।

পাশে থেকে উৎসাহ দিচ্ছেন বলেই কিছু লিখতে পারছি।

১১| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

সুমন কর বলেছেন: ২য়টি বেশী ভাল লাগল।

৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৯

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিবেন সুমনদা।

১২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৮

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ভালো লেগেছে :)

৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৯

মৃদুল শ্রাবন বলেছেন: সুন্দর ভালোলাগা জানানোর জন্য ধন্যবাদ। =p~

১৩| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা ভালো লাগলো।

৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

মৃদুল শ্রাবন বলেছেন: খুববেশী ভালো লাগার মতো কিছু লিখি না। তবু আপনাদের ভাল লেগেছে শুনে উৎসাহ পাই অনেক। ;)

১৪| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আজ আমি হৃদয়ের ওপরে-বুকে
হাত বুলাই শুধু
চুপে চুপে একেলা-।


এই যে অনুভব টা , এখানেই ভালোলাগা !

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫

মৃদুল শ্রাবন বলেছেন: কিছু কিছু কষ্ট অতি নিরবে অনুভব করতে হয়। যান্ত্রিক জীবনে ভালো থাকার অভিনয় করতে করতে হাপিয়ে ওঠা হৃদয় মাঝে মাঝে কষ্ট অনুভব করার ফুসরতও পায়না।

ধন্যবাদ রইলো অভি ভাই।

১৫| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫০

জাফরুল মবীন বলেছেন: এই কবি তো দিনে দিনে মহাকবি হয়ে যাচ্ছে! :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২০

মৃদুল শ্রাবন বলেছেন: কি বিশাল কিছু বলে ফেললেন মবীন ভাই। আপনার ছত্রছায়ায় ব্লগে দাড়াতে শিখেছি। দু'কলম লিখে চার কলম লেখার অনুপ্রেরনা পাচ্ছি। তবে এবার মনে হয় একটু বেশীই বলে ফেললেন। 8-| 8-| 8-|

১৬| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শৈবালের স্রোতে হংসীর স্পন্দন
জারুলের ডাকে যেমন থেমে আসে।

চমৎকার পঙ্কতিতে ভরা কবিতা!

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

মৃদুল শ্রাবন বলেছেন: নিরন্তর শুভকামনা ও ধন্যবাদ রইলো।

১৭| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:২২

আবু শাকিল বলেছেন: সামুতে দেখি ব্লগার কবিদের জয়জয়কার ।আমিও কবিতা লেখমু। :-/ :-/

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১০

মৃদুল শ্রাবন বলেছেন: তাইলে তো সামুর কবিতা শাখা ধন্য হবে। :-* :-*

১৮| ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৭

সোহানী বলেছেন: দারুন.... +++

আবু শাকিল বলেছেন: সামুতে দেখি ব্লগার কবিদের জয়জয়কার ।আমিও কবিতা লেখমু। :-/ :-/..... পিচ্চিকালে একবার ট্রাই করছিলাম বাট বাবা দেখে বললো " এটা যে কবিতা তা বুঝতে একটু সময় লাগছে" !!!! X(( X(( X(( X((

সেই থেকে কবি প্রতিভা মরে গেছে অনেক অনেক দু:খে.......

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫

মৃদুল শ্রাবন বলেছেন:
ওফ!! আপনার বাবা বাংলা সাহিত্যকে যে কি সম্পদ থেকে বঞ্চিত করেছেন!!!

সেই কবিতাখানি কি আছে? থাকলে প্রকাশ করুন। দেখি নোবেল কমিটির সাথে যোগাযোগ করে, কিছু করা যায় কিনা। :| :| :|

১৯| ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৮

হাসান মাহবুব বলেছেন: জীবনানন্দ প্রভাবিত মনে হলো।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

মৃদুল শ্রাবন বলেছেন: পারছিনা ভাই। কবিতার মধ্যে শালিখ, হংসী, জারুল এই কিওয়ার্ড গুলো কেমনে জানি ফুরুৎ করে ঢুকে যাচ্ছে।

এখন থেকে চেষ্টা করবো প্রভাবিত না হবার।

২০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: দারুন লাগলো ++++


শুভেচ্ছা :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো।

২১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: একটা সময় ছিল-
যখন তারা আর ব্যাঙের তত্ত্ব নিয়ে
বাড়াবাড়ি করেছি কত্তো-সমুদ্রের জল ডান নাকি বামমূখী
এ নিয়ে বাজি ধরেছি- বহু ওড়নার স্রোত
উড়িয়েছি অবলীলায়- অবহেলায়-।

চমৎকার! পরের কবিতা জীবন কবির ছায়া ছায়া, হামা ভাইও বলেছেন, তবে সুন্দর হয়েছে!

শুভকামনা রইলো!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

মৃদুল শ্রাবন বলেছেন: আপনার এই মন্তব্যটি আমার জন্য বেশ অনুপ্রেরনার। ধন্যবাদ নিবেন।

অট: আমিনুর ভাইয়ের কাছে আপনার কথা শুনলাম। আমি আপনার কাছাকাছিই থাকি। যোগাযোগ করতে চাচ্ছিলাম। ফেবুতে রেসপন্স করলে ভালো লাগতো।

২২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬

ডি মুন বলেছেন: সুন্দর কবিতা।

ভালো লেগেছে। তবে একটা ছোট্ট পরামর্শ হলো, জীবনানন্দ পড়ুন কিন্তু লেখার সময় শব্দচয়নে ও প্রকাশভংগিতে সচেতনভাবে তাঁর প্রভাব এড়িয়ে চলুন।

শুভকামনা সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.