নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

সাময়িক দুঃস্বপ্ন

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬

গত তিনদিন ঘোর আমাবস্যায় আমার হাতের সমস্ত রেখা

আমুলে পাল্টে গেছে- অর্থাৎ আমি ষড়যন্ত্রে পড়েছি।



ডেকের ওপর বসে থাকি চুপচাপ- নীল চেয়ারে

বাঁধানো খাতার কভার উল্টানো হয়ে ওঠে না-

পড়ে থেকে নীরবে

আমার চারিদিকে সুনসান নীরবতা

একঘেয়ে সুর ছলাৎ ছলাৎ- শুধুমাত্র এবং আমি

প্রচণ্ড এক ঘোরে বিদ্যমান।

আমার দুহাতে দুখানা তাবিজ- লাল আর সাদা

স্যাঁতস্যাঁতে ভ্যাবসা গন্ধ তিরতির করে ছুটে আসে অহর্নিশ।

আলমডাঙ্গার হাট পেরিয়ে জংলা বন- তারপর নদী

নদীর ওপারে বুড়ো অশ্বত্থ- আর বুড়ো জটায়ু

বহুদিন ধরে আগলে রেখেছিল – আমার অপেক্ষায়

ঘোর আমাবস্যা- তিনদিন তিনরাত

এরকমই সময়ের প্রতিক্ষায়।



আমি বসে আছি ডেকে

নীল চেয়ার- বাঁধানো নীল খাতা

দুই হাত সামনে প্রসারিত- অনন্ত সাগরে-

আমার হাতের রঙ পরিবর্তন হতে শুরু করেছে

টকটকে লাল- যেন এইমাত্র কোন এক সুন্দরীর টুঁটি টেনে

ছিড়ে ফেলেছি- কিংবা প্রশমিত করেছি তার প্রসব যন্ত্রণা।



আমার পায়ের নিচে সমুদ্র- নীল হয়ে

ক্রমশ আমার শিরা উপশিরায় ছড়িয়ে পড়ছে

আমার রক্ত যেন এক্ষুনি চিৎকার করে

বলে উঠবে, আমি বিষে জর্জরিত।

ঝিরঝিরে বাতাসে আমার পাতলা চুল ওঠে- বাতাসে

বাতাবি লেবুর ঘ্রাণ- আর আমি

নিরবে চোখ মেলে দেখি- চারিদিকে

ঘোর অন্ধকার।

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০২

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন +

ভালো থাকবেন ভ্রাতা :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিবেন।

শুভকামনা রইলো।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৬

অপূর্ণ রায়হান বলেছেন: পোস্ট দুইবার এসেছে ভ্রাতা !

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২১

মৃদুল শ্রাবন বলেছেন: বুঝলাম না কিভাবে দুইবার হয়ে গেল। একটি মুছে দিলাম।

ধন্যবাদ।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫

যাযাবর বেদুঈন বলেছেন: নিঃসঙ্গতার মাঝেও একধরণের অতৃপ্ত ভাল লাগা কাজ করে। নিঃসঙ্গতাকে অনুভব করুন শুধু বিষণ্ণ না হলেই হল।

কবিতায় কিছু শব্দে চন্দ্রবিন্দু ঠিক ভাবে আসেনি। একটু দেখে নেবেন।

ভাল থাকার চেষ্টা করুন। নিঃসঙ্গতা কেটে যাবে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫

মৃদুল শ্রাবন বলেছেন: কবিতাটি শুধুই কবিতা। যখন কিছু লিখি হয়তো দৃশ্যপটের কিছু বাস্তব জীবন থেকে আসে কিন্তু সেটা মোটেও বাস্তব জীবন নয়।

তবে আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

নিঃসঙ্গতার মাঝেও একধরণের অতৃপ্ত ভাল লাগা কাজ করে। নিঃসঙ্গতাকে অনুভব করুন শুধু বিষণ্ণ না হলেই হল।

দারুন একটা ফিলোসফি। কখনো সেরকম কিছু হলে আপনার কথা মনে আসবে।

শুভকামনা রইলো।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭

সোহানী বলেছেন: আচ্ছা এটা কি আধুনিক কবিতা??? সুর নেই ছন্দ নেই.... আছে একরাশ অনুভুতি... ভাইরে আমি কবিতা কম বুঝি তারপর ও সুর ছন্দ হলে বেশী ভালো লাগে .. এই আর কি ........

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪০

মৃদুল শ্রাবন বলেছেন: এইডা হইলো ডিজিটাল কবিতা। আধুনিক কবিতার দিনও গ্যাছেগা। যেমন আধুনিক গান আর বর্তমান যুগের গানের মধ্যে বিস্তর তফাৎ।

আপনি কবিতা কম বুঝেন কিনা জানি না। তবে মনে হল আপনি কবিতার খুব ভালো একজন পাঠক। আজকাল কবিতা কেউ পড়তে চায় না। যারা বুঝে তারাও না।

তাই আপনাকে অনেক এক্সট্রা ধন্যবাদ দিলাম।

শুভকামনা নিবেন।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

টুম্পা মনি বলেছেন: সুন্দর কবিতা। অনেক ভালো লাগল। শুভেচ্ছা মৃদুল।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

মৃদুল শ্রাবন বলেছেন: বারবার অনুপ্রানিত করছেন। ভালো লাগছে।

কৃতজ্ঞতা নিবেন।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর একটি কবিতা । ভাল লেগেছে অনেক

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩

মৃদুল শ্রাবন বলেছেন:

কবিতা পাঠ করছেন, মন্তব্য করছেন আমারো ভালো লেগেছে অনেক।

ধন্যবাদ ও শুভকামনা নিবেন।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭

নাসরিন চৌধুরী বলেছেন: সুন্দর লিখেছেন। দুবার পড়লাম --কেমন জানি একটা আবেশ ধরালো। আমি অনেক আগে ''সমুদ্রে বুনোফুলের গন্ধ'' নামে একটি উপন্যাস পড়েছিলাম। আপনার লেখাটি পড়ে সেই উপন্যাসের চরিত্রগুলো মনে পড়ে গেল।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০২

মৃদুল শ্রাবন বলেছেন: কবিতাটি জাহাজে বসে লেখা। আমার কেবিনের পাশে একটা ব্যালকনি টাইপের ডেক ছিল। বিকেল বেলা একটা নীল চেয়ারে বসে আমি সমুদ্রের জল কেটে জাহাজ এগিয়ে যাবার ছলাৎ ছলাৎ শব্দ শুনতে শুনতে বই পড়তাম। তখন মাঝে মাঝে নিজেকে কেমন জানি আবেশাচ্ছন্ন মনে হতো।

নির্জনতা এবং নিঃসঙ্গতা থেকেই কবিতাটা লেখা।

সুন্দর মন্তব্য করেছেন আপনি। সমুদ্রে বুনোফুলের গন্ধ উপন্যাসটি আমার পড়া হয়নি। কার লেখা এটি???

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭

নাসরিন চৌধুরী বলেছেন: সুনশান -- সুনসান
প্রশব --প্রসব
ভ্যাবসা --ভ্যাঁপসা
বাধানো --বাঁধানো
প্রচন্ড---প্রচণ্ড
স্যাতস্যাতে - স্যাঁতস্যাঁতে

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮

মৃদুল শ্রাবন বলেছেন: এত্তগুলো ভুল /:) ????

মোবাইল থেকে লিখে পোষ্ট করেছিলাম। মোবাইলে গুগল ক্রোম দিয়ে সামুর রাইটিং প্যানেলে মায়াবী কি-বোর্ড স্মোথলি কাজ করে না। তাই ভুলের পরিমান বেশী হয়েছে। তবে স্বীকার করছি যে নেই যে আমি বানানে নির্ভূল নই।

ধন্যবাদ এইভাবে ভুলগুলো কারেকশন করে দেবার জন্য।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৭

যমুনার চোরাবালি বলেছেন:
পড়লাম আপনার লিখাটি। আরো ভালো হবে আশাকরি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮

মৃদুল শ্রাবন বলেছেন: আপনাকে ব্লগে স্বাগতম।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর কবিতা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৯

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিবেন বঙ্গভূমির রঙ্গমেলায়।

কেমন আছেন? অনেকদিন পরে আপনাকে পেলাম।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

জাফরুল মবীন বলেছেন: ভাই মৃদুল শ্রাবন দিনকে দিন আপনার কবিতায় ভাবের গভীরতা বৃদ্ধি পাচ্ছে যা অত্যন্ত অাশাব্যঞ্জক।শব্দচয়ন,বিন্যাস ও রূপকের ব্যবহারও চমৎকার।অকবিতার ভীড়ে এ ধরণের কবিতাগুলোই আশার আলো জ্বালিয়ে রেখেছে।অভিনন্দন আপনাকে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

মৃদুল শ্রাবন বলেছেন: " অকবিতার ভীড়ে এ ধরণের কবিতাগুলোই আশার আলো জ্বালিয়ে রেখেছে। "

আরো একটা সফল কবিতা লেখার অনুপ্রেরণা পেলাম। আজ রাতেই লিখে আপনাকে উৎসর্গ করবো। :)

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৮

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন । কবিতায় ভালোলাগা ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিবেন মামুন ভাই।
মনের বিভিন্ন বাকের বিভিন্ন অনুভুতি অক্ষরে সাজাই। আপনাদের ভালো লাগে জেনে অনুপ্রেরনা পাই।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: আবৃত্তি করার মত চমৎকার একটি কবিতা !
খুব ভালো লাগলো সাময়িক দুঃস্বপ্ন !

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০২

মৃদুল শ্রাবন বলেছেন: আমার আবৃতির গলা নেই। আমাকে কবিতাটা আবৃতি করে দিবেন? আমার কোন কবিতা এখনো কাউকে আবৃতি করতে শুনিনি।

ভালোলাগায় ধন্যবাদ রইলো অভি ভাই।

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: বললে তো বলবেন- বললাম। কবিতায় কিছুটা সময় বেশি দেন না কেন?

আমার মনে হয় গদ্যর চাইতে কবিতার প্রতি আপনার আগ্রহ বেশি।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৩

মৃদুল শ্রাবন বলেছেন: বুলেই যখন ফেলেছেন তখন আর ভাবনার কি আছে??? তবে যা বলেছেন খাটি কথা বুলে ফেলেছেন। জন্ম থেকেই কবিতা লিখছি। টাস্কি খাইয়েন না। এই জন্ম মানে আসল জন্ম না। এই জন্ম হইল লেখালেখির জন্ম। মাঝে মাঝে অবশ্য ভিন্নতার জন্য গদ্য লেখার ট্রাই করি। তবে তা ঠিক গদ্য হয়ে ওঠে না। হয় গেয়ো রাজমিস্ত্রির হাতের ডুপ্লেক্স বাড়ি নামক জবড়জং কিছু।

আর প্রথম কথার উত্তর হল, এখন ছুটিতে আছি। তাই বেশী ব্লগ চর্চা বা সাহিত্য চর্চা করার টাইম পাইত্যাছি না। :#> :#>

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৪

বাংলার পাই বলেছেন: ঝিরঝিরে বাতাসে আমার পাতলা চুল ওঠে- বাতাসে
বাতাবি লেবুর ঘ্রাণ- আর আমি
নিরবে চোখ মেলে দেখি- চারিদিকে
ঘোর অন্ধকার।-----------------চমৎকার কবিতা। অসাধারণ চিত্রকল্প। অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ গ্রহণ করুন বাংলার পাই। আপনার ব্লগিং এর প্রতি শুভকামনা রইলো।

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

কলমের কালি শেষ বলেছেন: সমুদ্রতরে জাহাজ জুড়ে অন্ধকার ঘিরে অনুভূতির তীর্যক ঘনঘটা । এ যেন এক থমকে যাওয়া চলমান অনুভূতির জোয়ার ।

ভালো লাগলো ছন্দবিহীন চমৎকার কবিতা । কবির জন্য লালগালিচা সংবর্ধনা । :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪০

মৃদুল শ্রাবন বলেছেন: কন কি?? লাল গালিচা সংবর্ধনা??? মোহিত হয়ে গেলাম।

আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন।

১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৩

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: শব্দের গাঁথুনিটা চমৎকার হয়েছে ...

ভালো লাগলো ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ গ্রহণ করুন পার্সিয়ান রিবর্ণ।

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৮

আবু শাকিল বলেছেন: মৃদুল শ্রাবন ভাই এত সুন্দর কবিতা টা আজ চোখে পড়ল।

আবৃত্তি সহকারে পড়লাম। :) :) :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

মৃদুল শ্রাবন বলেছেন: শাকিল ভাই ধন্যবাদ নিবেন চোখে পড়ার পরে এড়িয়ে না গিয়ে সুন্দর মন্তব্য করার জন্য।

আবৃত্তি টা শুনতে মুঞ্চায়লো। ;)

১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

ডি মুন বলেছেন: বাহ, বেশ ভালো কবিতা,

ঝিরঝিরে বাতাসে আমার পাতলা চুল ওঠে- বাতাসে
বাতাবি লেবুর ঘ্রাণ- আর আমি
নিরবে চোখ মেলে দেখি- চারিদিকে
ঘোর অন্ধকার।


অটঃ আচ্ছা, দুইটা প্রশ্ন;
আপনি কি খুব বেশী জীবনানন্দ পড়েন?
আপনার প্রিয় কয়েকজন কবির নাম বলুন? :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিবেন ভাই।

অটঃ হ্যা ভাই আমি খুব বেশি জীবনানন্দ পড়ি। জীবনের সব কিছুর উপমা আমি তার কবিতায় খুজে পেতাম। তবে ইদানিং এক্কেবারে আর জীবনানন্দ পড়ছি না। মনের ভেতর থেকে তার রেশটা কাটানো খুব দরকার। তাই টোট্টালি জীবনানন্দ অফ।

প্রিয় কবিঃ জীবনানন্দ দাশ, সুনীল গঙ্গোপাধ্যায়, অমিয় চক্রবর্তী, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, নির্মলেন্দু গুণ, অ্যালেন গিন্সবার্গ এবং সবার উপরে রবীন্দ্রনাথ ঠাকুর।

২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৩

ডি মুন বলেছেন: আরে না, তাই বলে জীবনানন্দ 'অফ' করতে হবে এ কেমন কথা !!! :)

সবকিছুই চলুক একসাথে। আপনার সাথে আমারো মিল আছে, আমার কাছেও সবার উপরে রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া ভালো লাগে জীবনানন্দ, পূর্ণেন্দু পত্রী, হেলাল হাফিজ, জসীম উদ্দীন, আল মাহমুদ, সুকান্ত ভট্টাচার্য, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আরো অনেকে।

ভালো থাকুন এবং আরো ভালো ভালো লেখায় আমাদেরকে সমৃদ্ধ করুন।

শুভকামনা সবসময়।


২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

মৃদুল শ্রাবন বলেছেন: আবার এসে মন্তব্য করেছেন, ভুলে গেছিলাম রিপ্লে দিতে।

অনেক দিন কবিতা পোষ্ট করিনা। দু এক দিনের মধ্যেই কবিতা পোষ্ট দিবো ভাবছি।

ভালো থাকবেন মুন ভাই।

২১| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

বেওয়ারিশ পাণ্ডুলিপি বলেছেন: আপনার হাত বড় পরিপক্ক, বেশ লিখেন আপনি

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৫

মৃদুল শ্রাবন বলেছেন: পুরানো খাতা খুলে কবিতা পড়ে অনুপ্রেরনাদায়ক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

ভালো থাকবেন, শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.