নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

দূরপাল্লার ট্রেন

২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩০

একটুখানি তোমার পাশে বসার অনুমতি কি পেতে পারি?

আমার শরীরে কোন উষ্ণতা নেই- তুমি নিশ্চিন্ত থেক-

গতরাতেও আমি অপর্যাপ্ত কম্বলের নীচে সমস্ত লোম খাড়া করে

ঘুম ঘুম করেই সারাটা রাত কাটিয়েছি।

খুব ভোরেই বেরিয়েছি বাড়ি থেকে-আদুরে রোদ বেরুবার আগেই

অবশ্য ইতিমধ্যে হিজলের তলে যে জলাটায় রোজ যোগীনাথের বউ

শাড়ির আচল ভাসিয়ে দিয়ে থপ থপ সাঁতার কাটে-

সেখানে টুপ করে স্নান সেরে নিয়েছি-যদিও

তার কোন প্রয়োজনই ছিল না-নিছক অভ্যেস- দূরপাল্লার যাত্রাতো-

বিশ্বাস করো আমার আজকের এই শরীরে বিন্দুমাত্র কালি নেই

নিঃশ্বাসে আমি বাতাস ছাড়া আর কিছুরই ঘ্রাণ পাচ্ছি না

আমার সমস্ত রক্ত হিম হয়ে আছে- তোমার কোন ভয় নেই।



ধন্যবাদ

ওদিকে দেখ- বিশাল নলখাগড়ার বন

তাকাও- নইলে সাই করে ফুরিয়ে যাবে-

ঠিক এরকম একটা বন ছিল আমাদের গায়ের পাশ ঘেষে

মেঠো পথ বেয়ে রোজ বিকেলে আমরা ওখানে যুদ্ধ যুদ্ধ খেলতে যেতাম

সুবিমল, বিশু, সত্যজিৎ, রবীন্দ্র, আশোক, আরো কয়েকজন-

কলাগাছের ছাল আর শুকনো কচার ডাল ছিল আমাদের আগ্নেয়াস্ত্র

বারুদ হয়তো পেটের মধ্যেই থাকতো- কেননা

বিস্ফোরণের শব্দ ভেসে আসতো মুখ থেকেই।

এরকম কতো সন্ধ্যা ধুলিমাখা গায়ে মায়ের বকুনি খেয়েছি

ও তুমি ঠিক বুঝবে না- ঠান্ডা জলে স্নান করে

পরিচ্ছন্ন হয়ে তবেই ঘরে উঠতে হতো।



কি সব আবোল তাবোল বকছি না?

এখনো তোমার নামটাই জানা হলো না যেখানে

না না আমি তোমার নাম জানতে চাইছি না

ভেবোনা আমি বসতে দিলে শুতে চাইবার মতো লোক

পাশের সিটের অপরিচিত মেয়েদের সাথে আলাপের ভণিতা

আমি দুচোক্ষে দেখতে পারিনা, তবে দুরপাল্লার যাত্রাতো

এতটা পথ হয়তো তুমি ট্রেনের এই একঘেয়ে শব্দে বোর হবে তাই

তবে আমার শৈশবের কথাগুলো তোমাকে

চমৎকৃত করতে পারবে না জানি।



আচ্ছা আসো আমরা সুন্দরের কথা বলি

নদীর কথা। ভালবাসার কথা।

নদীর সাথে ভালোবাসার সম্পর্ক কিভাবে এল?

সে আর এক ইতিহাস। আমি জানি যাত্রা যত দীর্ঘই হোক

আমার একঘেয়ে ইতিহাস শোনার মতো ধৈর্য তোমার হবে না

তবে শুধু এটুকু জানো- আমার একটা নদী ছিল

একেবারে আমার।

রোজ সকালে আমি সেই নদীর বুকে টিল ফেলে

তার সাথে কথা বলতাম- ঠিক টরেটক্কার মতো।

জানিনা তখন সাগরে বাণ ডেকেছিল কিনা তবে আমার নদীতে

একেদিন হঠাৎ তুফান উঠলো- হয়তো তুফান না

সেটা অন্যকিছু ছিল-কারণ আমার নদীটা বেমালুম শুকিয়ে গেল।

আর আমি ভালোবাসাহীন হলাম।



আচ্ছা তুমি কি কখনো ভালোবাসাহীন হয়েছে?

কি অবান্তর প্রশ্ন করে বসলাম -

মাত্র কয়েকটা মূহুর্তের পরিচয় আমদের- না ঠিক পরিচয়ও নয়

আমি সেই কখন থেকে এলোমেলো বকে যাচ্ছি; অথচ

তোমার দুচোখে এখনো রাজ্যের বিস্ময় জেগে ওঠেনি

হয়তো আমি এমন গুরুত্বপূর্ণ কিছুনা যার জন্য বিস্ময়বোধ হতে পারে

তবে আমি জানি আমি ঠিক চিনেছি

যেদিন আমি নদীহারা হয়েছিলাম, সেদিন তুমি হেসেছিলে

তোমার সে হাস্যোজ্জল চোখের অহংকার

আমি এখনো স্পষ্ট দেখতে পারছি

ট্রেনের ঝিক ঝিক শব্দের তালে হয়তো তোমার মাথা কিছুটা দুলছে

কিন্তু আমি গতরাতে যোগীনাথের আড্ডা থেকে এসে ঘুমোইনি

আমি ঠিক চিনেছি তোমায়।



যেখানে সাগরের জল বেচাকেনা হয়- ভালোবাসার মেলা বসে

আমি জানি সেটাই গন্তব্য তোমার

আমার ক্লান্ত চোখের অজুজাতে আরো কতো নদীতে

বাণ উঠবে তুমি জানো ঠিক মতো-কিন্তু আমি জানি না

কিন্তু জেনে যাবো- দূর পাল্লার যাত্রা

অনেকটা সময় এটাই-তোমাকে ঠিকমতো বুঝে নেবার।

মন্তব্য ৪৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪

মামুন রশিদ বলেছেন: খুব ভোরেই বেরিয়েছি বাড়ি থেকে-আদুরে রোদ বেরুবার আগেই
অবশ্য ইতিমধ্যে হিজলের তলে যে জলাটায় রোজ যোগীনাথের বউ
শাড়ির আচল ভাসিয়ে দিয়ে থপ থপ সাঁতার কাটে-
সেখানে টুপ করে স্নান সেরে নিয়েছি যদিও
তার কোন প্রয়োজনই ছিল না-নিছক অভ্যেস- দূরপাল্লার যাত্রাতো-


হ্যাঁ, মানুষতো অভ্যাসেরই দাস ;)


আমার ক্লান্ত চোখের অজুজাতে আরো কতো নদীতে
বাণ উঠবে তুমি জানো ঠিক মতো-কিন্তু আমি জানি না
কিন্তু জেনে যাবো- দূর পাল্লার যাত্রা
অনেকটা সময় এটাই-তোমাকে ঠিকমতো বুঝে নেবার।


হাহাহ, অসাধারণ! খুব সুন্দর প্লট । আপনার জাহাজী জীবনের গল্প পড়ে খুবি ভালো লাগে । আপনিতো খুব ভালো কবিতা লিখেন ।





২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮

মৃদুল শ্রাবন বলেছেন:
প্রথম মন্তব্যের জন্য আপনাকে কমেন্টে একটা লাইক দিলাম। :)

জাহাজী জীবন তো কবিতারই মতো। কখনো আমি টেউয়ে ভাসি আবার কখনো জলের ধাক্কায় তীরে ভেসে উঠি।
তাই দুইটা এক করে আনন্দে আছি। ভালো আছি।

ধন্যবাদ নিবেন মামুন ভাই।

২| ২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৫

অপূর্ণ রায়হান বলেছেন: ওদিকে দেখ- বিশাল নলখাগড়ার বন
তাকাও- নইলে সাই করে ফুরিয়ে যাবে-
ঠিক এরকম একটা বন ছিল আমাদের গায়ের পাশ ঘেষে
মেঠো পথ বেয়ে রোজ বিকেলে আমরা ওখানে যুদ্ধ যুদ্ধ খেলতে যেতাম
সুবিমল, বিশু, সত্যজিৎ, রবীন্দ্র, আশোক, আরো কয়েকজন-
কলাগাছের ছাল আর শুকনো কচার ডাল ছিল আমাদের আগ্নেয়াস্ত্র
বারুদ হয়তো পেটের মধ্যেই থাকতো- কেননা
বিস্ফোরণের শব্দ ভেসে আসতো মুখ থেকেই।
এরকম কতো সন্ধ্যা ধুলিমাখা গায়ে মায়ের বকুনি খেয়েছি
ও তুমি ঠিক বুঝবে না- ঠান্ডা জলে স্নান করে
পরিচ্ছন্ন হয়ে তবেই ঘরে উঠতে হতো।


চমৎকার একটি কবিতা ভ্রাতা । ২য় ভালোলাগা +

ভালো থাকবেন অনেক অনেক :)

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

মৃদুল শ্রাবন বলেছেন: একেবারে শৈশবের কিছু স্মৃতি উঠে এসেছে লাইনগুলোতে।

ধন্যবাদ নিবেন অপূর্ন ভাই। মন্তব্যে ভালো লাগলো।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩

এমএম মিন্টু বলেছেন: চমৎকার একটি কবিতা ভ্রাতা ভালো থাকবেন । ৩ য় ভালোলাগা

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৪

মৃদুল শ্রাবন বলেছেন: ভালোলাগা জানিয়ে অনুপ্রানিত করার জন্য অনেক ধন্যবাদ।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৬

পার্থ তালুকদার বলেছেন: খুব ভাল লাগলো।

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৬

ডি মুন বলেছেন:
বাহ, মিষ্টি কবিতা।

ভালো লেগেছে মৃদুল ভাই
ভালো থাকুন, আনন্দে থাকুন।

+++++

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

মৃদুল শ্রাবন বলেছেন: অনেকদিন পরে কবিতা পোষ্ট করলাম। আপনার মূল্যায়নের দরকার ছিল মুন ভাই।

ভালো থাকবেন।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২১

আবু শাকিল বলেছেন: বাহ!
মৃদুল ভাই দারুন কবিতা লেখেন।

আবৃতি সহকারে পড়লাম।
+

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

মৃদুল শ্রাবন বলেছেন: কেমন লাগছে আবৃতি করতে? আপনি ভালো আবৃতি করেন এটা কিন্তু আগে বলেননি শাকিল ভাই।

ভাল থাকবেন।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

 বলেছেন: খুব ভাল লাগলো।

২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

মৃদুল শ্রাবন বলেছেন: আপনাকে প্রথমবার পেলাম আমার ব্লগে। আপনাকে ঠিক কি নামে ডাকবো বুঝতে পারছি না।

ভালো থাকবেন। :)

৮| ২৮ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২২

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো অনেক ।

২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৩

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যেখানে সাগরের জল বেচাকেনা হয়- ভালোবাসার মেলা বসে
আমি জানি সেটাই গন্তব্য তোমার
আমার ক্লান্ত চোখের অজুজাতে আরো কতো নদীতে
বাণ উঠবে তুমি জানো ঠিক মতো-কিন্তু আমি জানি না
কিন্তু জেনে যাবো- দূর পাল্লার যাত্রা
অনেকটা সময় এটাই-তোমাকে ঠিকমতো বুঝে নেবার।


সুপাঠ্য কবিতায় ভালো লাগা জানবেন জাহাজী কবি :)

শুভকামনা রইল।

২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫১

মৃদুল শ্রাবন বলেছেন: মন্তব্যে ভালো লাগলো। ধন্যবাদ নিবেন বোমা ভাই।

১০| ২৮ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

আলম দীপ্র বলেছেন: আপনে নাকি লেখালেখির কিচ্ছু জানেন না ! B:-) B:-)
কবিতা বহুত সুন্দর হয়েছে ।
এতো কম লিখলে চলবে না । আরও লিখে চলুন সুন্দর সুন্দর লেখা ।

২৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

মৃদুল শ্রাবন বলেছেন: এটাকে কি আর লেখালেখি বলে??? মাঝে মাঝে দু'চার লাইন আবোল তাবোল লিখি।
তবে আপনার ভাল লেগেছে জেনে ভালো লাগলো আলম দীপ্র।

১১| ২৮ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

তুষার কাব্য বলেছেন: ভালো লাগলো মিষ্টি কবিতা ...

২৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ রইলো তুষার কাব্য।

১২| ২৮ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

জোহরা উম্মে হাসান বলেছেন: খুব খুব সুন্দর প্রেমের এক পলকা অনুভূতি । মন ভরে গেল !

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

মৃদুল শ্রাবন বলেছেন: সঠিক বিশ্লেষণ করেছেন আপু। কিছু মরে যাওয়া প্রেমের অনুভূতি জিইয়ে রেখে জীবন চলার পথের কিছু টুকরো ঘটনাকে পটভূমি করে লেখা কবিতাটা।

ভালোলাগা জানবেন। শুভকামনা রইলো।

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৮

সোহেল মাহমুদ বলেছেন: কোন লাইনই বিশেষভাবে উল্ল্যেখ করতে করব না।

এক কথায় অসাধারণ ।+++++++++

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২১

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক ভালো কমপ্লিমেন্ট। ভালো লাগলো। ভালো থাকবেন।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৪

ওয়্যারউলফ বলেছেন: দারুন তো!

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০১

মৃদুল শ্রাবন বলেছেন: তাই নাকি??? :P

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

আহসানের ব্লগ বলেছেন: অসাধারণ

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক ধন্যবাদ আহসান ভাই।

১৬| ২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনি খুব সুন্দর কবিতা লিখেন !

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১১

মৃদুল শ্রাবন বলেছেন: কবির কাছ থেকে এধরনের মন্তব্যে পেতে ভালো লাগে।

১৭| ২৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

অশ্রুত প্রহর বলেছেন: চমৎকার ... :-)

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৩

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিন। আপনার ব্লগে গেছিলাম। ভালো কবিতা লেখেন আপনি। ব্লগে স্বাগতম আপনাকে।

১৮| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৮

নিয়ামুলবাসার বলেছেন: অসাধারন....।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ২:০৯

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৯| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৫

একলা ফড়িং বলেছেন: কয়েকবার পড়লাম! চমৎকার মিষ্টি একটা কবিতা :)


প্রথম, দ্বিতীয় আর শেষ প্যারাটা একটু বেশিই দারুণ!

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬

মৃদুল শ্রাবন বলেছেন: সবাই বলছে মিষ্টি কবিতা কিন্তু পিঁপড়া এখনো খবর পাইনি নাকি? :!>

ভালো থাকবেন একলা ফড়িং।

২০| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৭

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: যেখানে সাগরের জল বেচাকেনা হয়- ভালোবাসার মেলা বসে
আমি জানি সেটাই গন্তব্য তোমার
আমার ক্লান্ত চোখের অজুজাতে আরো কতো নদীতে
বাণ উঠবে তুমি জানো ঠিক মতো-কিন্তু আমি জানি না



আহা...আমারই লেখার কথা ছিলো...! :(

অনেক ভাল লাগল কবিতাটি। শুভকামনা কবি :)

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

মৃদুল শ্রাবন বলেছেন: আপনার জন্য অপেক্ষায় ছিলাম। লেখেননি তাই শেষ মেষ আমিই লিখে ফেললাম। ;)

২১| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: যেখানে সাগরের জল বেচাকেনা হয়- ভালোবাসার মেলা বসে
আমি জানি সেটাই গন্তব্য তোমার


জাহাজী ভাই, কবিতা ভালো লাগলো অনেক, আপনার জীবনের মধ্যেই কবিতা, জল আর স্থল!

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯

মৃদুল শ্রাবন বলেছেন: ঠিক বলেছেন ইফতি ভাই। জীবনের মধ্যে অনেক কবিতা লুকিয়ে আছে, তবে এখন সবগুলোকে খুঁজে পাচ্ছি না।


ভালো থাকবেন।

২২| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ২:২২

নাসরিন চৌধুরী বলেছেন: গতকালেই পড়েছিলাম , ঘুমের যন্ত্রণায় কমেন্ট দিতে পারিনি।
খুব ভাল লিখেছেন বিশেষ করে উপর আর নীচের দিকটায় অসাধারণ।
আবৃত্তি করলে বেশ হবে।

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪৬

মৃদুল শ্রাবন বলেছেন: আমিও একটু দেরীতে আসলাম। মন্তব্যেটি গতকাল করেছেন দেখলাম, কিন্তু ঘুমে চোখ ভেঙে আসায় যথাসময়ে রিপ্লে করতে পারিনি। =p~


কবিতা ভালোলেগেছে জেনে অনেক ভালো লাগলো। আমিও মনে মনে আবৃতির ঢঙে লিখেছি কবিতাটি। তবে আমি ভালো আবৃতি করতে জানি না।

২৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩০

সোহানী বলেছেন: আরে আপনিতো দারুন লিখেন !!!!!!!!!!!!

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪৮

মৃদুল শ্রাবন বলেছেন: আপু আমি কি লজ্জিত হবো???
(প্রশংশা শুনলে লজ্জা পাওয়াই তো নিয়ম)

২৪| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন:


চমৎকার একটা কবিতা । অনেক ভালো লাগলো।

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪৯

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ দিয়ে ছোট করছি না শোভন ভাই। :#>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.