নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

নিজের সম্পর্কে গুছিয়ে কিছু লেখা আমার কাছে খুবই কঠিন গদ্য। আমি এক এলেবেলে মানুষ। লেখালেখির কিচ্ছু জানি না। গায়ের জোরে লিখে যাই। তবে ছোটকালে ভালো লিখতাম। বড় হয়ে মনে হয় নষ্টদের অধিকারে চলে গেছি।

মৃদুল শ্রাবন

মেরিনার

মৃদুল শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৬





শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ।



প্রিয় সামহ্যোয়ারইন ব্লগের ৯ম শুভ জন্মদিনে ব্লগের কর্নধার জানাআপু সহ ব্লগ পরিবার ও ব্লগের সাথে জড়িত সকলকে শীতের উষ্ণ শুভেচ্ছা।



বাংলা ভাষায় একটা স্বাধীন মতপ্রকাশের অনলাইন প্লাটফর্ম তৈরির উদ্দেশ্যে ২০০৫ সালের ১৫ই ডিসেম্বর সামহ্যোয়ারইন ব্লগ যাত্রা শুরু করে। ব্লগের প্রথম পোষ্ট ছিল ব্লগার দেররা 'র "ইমরান ব্লগ স্রষ্ঠা" । বিকাল ২টা ২৬ মিনিটে প্রকাশিত এই পোষ্টে ব্লগের প্রথম ভার্সন তৈরি কারী ইমরান হাসান কে ধন্যবাদ জ্ঞাপণ করে এই পোষ্ট ছিল। এর পরে ব্লগের ইতিহাস অনেক রঙিন হয়েছে নানা ঘটনায়। দেখতে দেখতে আজ এই ব্লগটি ৯ বৎসরে পা দিল। এই নয় বছরে সামহ্যোয়ারইন ব্লগের ইতিহাস ঘাটলে দেখা যাবে নানা ঘাত-প্রতিঘাত, চড়াই উৎরায় পার হয়ে বাংলা ব্লগের জগতে এখনো এই ব্লগসাইটটি স্বদর্পে টিকে আছে।



সামহ্যোয়ারইন ব্লগের এই জন্মদিন উপলক্ষে জানা আপু অলরেডি আমাদের গিফট দিয়ে ফেলেছেন নতুন ভার্সন রিলিজের মাধ্যমে। চমৎকার এই ভার্সন যুগের সাথে তাল মিলিয়ে পথ চলার অঙ্গিকারেরই বহিঃপ্রকাশ। বর্তমানে নানা প্রতিকূল অবস্থার কারণে বলা হয় বাংলা ব্লগ মুখ থুবড়ে পড়েছে সেখানে সামু ব্লগ তার আদর্শ তার স্বপ্ন থেকে সরে আসেনি এখনো। ব্লগের উত্তোরত্তর উন্নয়নের পদক্ষেপ গ্রহণই তার প্রমান।



ব্লগ সম্পর্কে ব্লগার জানা আপু বলেছেন, "সহজ কথায় ব্লগ হচ্ছে ইন্টারনেটে লেখালিখির একটি মাধ্যম যেখানে মানুষ তার প্রাত্যহিক জীবন-যাপনের সাথে জড়িত যাবতীয় বিষয়ে সরাসরি লেখার সুযোগ পায়। কমিউনিটি ব্লগে এই সুযোগটির পাশাপাশি একটি নির্দিষ্ট কৃষ্টি, সংস্কৃতি এবং ভাষাভাষির মানুষের উপস্থিতি গুরুত্ব পায়। একে অন্যের লেখার পক্ষে-বিপক্ষে স্বাধীন মত প্রকাশের মাধ্যমে কথা বলার স্বাধীনতা উপভোগ।" [লিঙ্ক] বর্তমানে পৃথিবীব্যাপি যেভাবে ব্লগ সাইটের জনপ্রিয়তা বাড়ছে সামহ্যোয়ারইন ব্লগের হাত ধরে বাংলা ব্লগও সেক্ষেত্রে পিছিয়ে নেই। সমাজের যেকোন বিষয় নিয়ে ব্লগারদের সুচিন্তিত পোষ্টের মাধ্যমে যেমন ব্লগ এগিয়ে গেছে তেমনি ব্লগারদের আত্মিক উৎকর্ষতার জন্যও সামহ্যোয়ারইন ব্লগ কাজ করেছে। বর্তমানে দৈনিক ইত্তেফাকে মাসে ব্লগারের লেখা দুইটি পোষ্ট ছাপানো হচ্ছে। অনেক নবীন লেখক ব্লগের লেখনির মাধ্যমে সাহিত্য জগতে প্রতিভা বিকাশের পথ সুগম করেছে। বই মেলায় ব্লগারদের বই বের হচ্ছে। মোট কথা আমরা যারা শুধুমাত্র নিজের মনের টানে ব্লগিং করছি সামহ্যোয়ারইন ব্লগ তাদের জন্য একটা ছায়ার মতো কাজ করেছে। বাংলা ব্লগকে ভালোবেসে আমাদের অনেকে ব্যাক্তিগত হাতাশা ভুলে ব্লগকে আঁকড়ে ধরে সময় পার করছি। বাংলা ভাষা বা বাংলা দেশের জন্য সামহ্যোয়ারইন ব্লগ আবদান বলে শেষ করা যাবে না তাই একজন ব্লগারের জন্য ব্লগ কি করেছে একটুখানি তার ইঙ্গিত করলাম।



সামহ্যোয়ারইন ব্লগের ভবিষ্যৎ নিয়ে আমরা অনেক আশাবাদী। হয়তো মাঝে ব্লগ ও ব্লগারদের একটু খারাপ সময় গেছে কিন্তু আশা করি আমাদের একসাথে পথচলা সামনের দিনগুলো অনেক বেশী বিস্তৃত হবে।





আসুন আজকে বোনাস হিসেবে সামহ্যোয়ারইন ব্লগের কিছু প্রাতিষ্ঠানিক দিনপঞ্জি দেখে নিই।



 ২০০৫ সালের ১৫ই ডিসেম্বর প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয় সামহ্যোয়ারইন ব্লগের।

 শুধু সামহোয়ারইন ব্লগেই না অনলাইনে প্রথম বাংলা ভাষায় ফোনেটিক লেখার সুবিধা যোগ করা হয় ২৪শে জানুয়ারী ২০০৬।

 ইউনিকোড ফন্টে ব্লগিং শুরু হয় ২০০৭ সালের ১৪ই এপ্রিল।

 ১৮ই ডিসেম্বর ২০০৭ থেকে বাইডিফল্ট ফন্ট হিসেবে সোলাইমানলিপি ব্যবহৃত হচ্ছে।

 সামহোয়্যারইনব্লগের ইমোটিকনগুলো ডিজাইন করেছেন ডিজাইনার রাশেদ।

 ব্লগার সার্চ সুবিধা যোগ করা হয় ২০০৬ সালের ৩০ শে মে। এবং কনটেন্ট সার্চ সুবিধা ২০০৭ সালের ৩১ শে মে যোগ করা হয়।

 মন্তব্যে সময় দেখনোর অপশন যোগ করা হয় ১৭ জুলাই ২০০৬। মন্তব্যে ইমোটিকন দেওয়া যায় ২০০৭ সালের ৩ মে থেকে।

 ব্লগপোস্টে সরাসরি ইউটিউব ভিডিও যোগ করার সুবিধা চালু হয়েছে ২০০৭ সালের ১৭ মে।

 ব্লগে পোস্ট নির্বাচিত করা শুরু হয় ২০০৭ সালের ২৫ মে।

 গ্রুপ ব্লগ শুরু হয় ২০০৮ সালে।

 প্রথম ব্লগ দিবস পালন করা হয় ২০০৮ সালে। তবে সেটি করা হয় ১৬ই ডিসেম্বর। ১৯শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবস পালন করা হয় ২০০৯ সাল থেকে।









বাংলা ব্লগের ইতিহাস ও শক্তি নিয়ে এটিএন নিউজের ইয়াং নাইট প্রোগামে ব্লগ মাতা জানাপু'র একটা গুরুত্বপূর্ণ আলোচনা।





গুরুগম্ভীর আলোচনা করে বার্থডে পার্টিটাকে আর বোরিং করছি না। জন্মদিন মানে একটা উৎসবের দিন। আসুন আমরা সবাই মিলে একটা উৎসব করি। আনন্দময় পরিবেশে পালন করি সামহ্যোয়ারইন ব্লগের নবম জন্মদিন।



প্রথমেই ব্লগাদের তরফ থেকে ব্লগ টিমকে মনোরঞ্জনের জন্য চিম্পুকসদের পাঠালাম একটা হ্যাপি বার্থডে গান শোনানোর জন্য।







গান তো শোনা হইলো এখন দেখা যাক আমাদের জন্য কেউ বিরাট খানাপিনার ব্যবস্থা করে কিনা?

মন্তব্য ৯২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৩

সাদমান রহমান বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ :D

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৯

মৃদুল শ্রাবন বলেছেন:
হাজিরা খাতায় প্রথম হওয়াতে আপনাকে অভিনন্দন।

সাথেই থাকুন। আজকে এখানে বিরাট খানাপিনার ব্যবস্থা আছে।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১০

মৃদুল শ্রাবন বলেছেন:
আপু গিফট কই? :P

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: সামহ্যোয়ারইন ব্লগের ৯ম শুভ জন্মদিনে ব্লগের কর্নধার জানাআপু সহ ব্লগ পরিবার ও ব্লগের সাথে জড়িত সকলকে শীতের উষ্ণ শুভেচ্ছা।

শুরু হোক নব পথ চলা বিশ্বজয়ে
আমরা গর্বিত আলোকিত হয়ে ।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২১

মৃদুল শ্রাবন বলেছেন: কবির কন্ঠে সুরেলা জন্মদিন উৎযাপন। জয় হোক সামুর।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

কলমের কালি শেষ বলেছেন: শুভ জন্মদিন প্রিয় সামু ...... ;) B-) :)

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৫

মৃদুল শ্রাবন বলেছেন: সামুর হাত ধরে আমরা আপনার সুন্দর সুন্দর কবিতা অনন্তকাল ধরে পড়ে যেতে চাই। আপনার কলমের কালি শেষ হয় হোক কিন্তু পিসির চার্জ যেন আজীবন শেষ না হয় এই কামনা করি। :D

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

প্রবাসী পাঠক বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ ।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

মৃদুল শ্রাবন বলেছেন: কিছু বিদেশী খাবার সাপ্লাই দিলে পার্টি জমে যেত আর আপনি এলেন খালি হাতে উইশ করতে। :P :P :P

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা.... ভিডিও প্রেজেন্টেশান অসাম !!...... B-) B-)

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪০

মৃদুল শ্রাবন বলেছেন: B-) B-) =p~

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪২

আলম দীপ্র বলেছেন: গানটা চরম ! B-) B-)
শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ ।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৩

মৃদুল শ্রাবন বলেছেন: জন্মদিনের পার্টিতে সাথে থাকার জন্য ধন্যবাদ দীপ্র।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৩

আমিনুর রহমান বলেছেন:




আরো পনের মিনিট পরে আসতেছি :P

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৬

মৃদুল শ্রাবন বলেছেন: কেনু???? কেক আনতে যাচ্ছেন?? নাকি বাবুর্চি ঠিক করতে?? :-0

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

মোঃরাশেদুজ্জামান রাশেদ বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ ।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৯

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ। সাথেই থাকুন আমিনুর ভাই বিরাট একটা কেক আনতে গেছেন। খেয়ে যাবেন। ;)

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: শুভ জন্মদিন সামহোয়্যারইন !:#P !:#P



পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভ্রাতা :)

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫১

মৃদুল শ্রাবন বলেছেন: আপনাকেও শুভ জন্মদিন থুক্কু ধন্যবাদ অপূর্ণ রায়হান ভাই। জন্মদিনের পার্টিতে আপনাকে বিশেষ ভাবে ( ;) ) স্বাগতম।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০০

সুমন কর বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ!!!!!!

চমৎকার তথ্যবহুল পোস্ট !!

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৫

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ সুমন দা।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০২

 বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ :D

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৮

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নাম না জানা ব্লগার ভাই। :P

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: শুভ জন্মদিন প্রিয় সামহোয়্যারইন... :D !:#P

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৭

মৃদুল শ্রাবন বলেছেন: ভালোতো কেউ গিফটও দেয় না খায়তেও চায় না। এ কেমন জন্মদিন উইশ হলো??? :#>

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৩

আমিনুর রহমান বলেছেন:



শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৯

মৃদুল শ্রাবন বলেছেন: খালি হাতে আইলেন যে বড়??? 8-|

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৫

হাবিবুললাহ বলেছেন:  শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ! :)

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০০

মৃদুল শ্রাবন বলেছেন: মন্তব্যে ধন্যবাদ গ্রহণ করুন।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

জানা বলেছেন:
সামহোয়্যার ইন ব্লগের নবম জন্মদিনে সবাইকে শুভেচ্ছা আর ভালবাসা।
সামহোয়্যার ইন ব্লগের জন্মের ৬/৭ মাস পর একে একে আরও কয়েকটি বাংলা ব্লগ প্ল্যাটফর্মের জন্ম হয়। সেগুলোও যে যার আদর্শে এবং নিজস্ব গতিতে এগিয়ে যেতে থাকে। তবে, সর্বপ্রথম সামাজিক মাধ্যমের ধারণা নিয়ে সামহোয়্যার ইন যে কমিউনিটি ব্লগের সূচনাটি করে দেয় তার বিশেষত্ব প্রায় সবক'টি বাংলা ব্লগ প্ল্যাটফর্মেই প্রতিফলিত হয়। মানুষ একে অন্যের মুখোমুখি বসে কথা বলার বা আলোচনা করার, বাক-যুদ্ধে লিপ্ত হওয়ার যে প্রক্রিয়া অনুসরণ করে তার প্রায় সবটুকু স্বাদই পুরণ করে দেয় এই কমিউনিটি ব্লগিং এর অস্তিত্ব। পারষ্পরিক প্রয়োজনে-অপ্রয়োজনে এমন কি জমজমাট আড্ডাতেও ব্লগাররা একত্রিত হওয়ার তাগিদ অনুভব করেছেন কেবল কমিউনিটি ধারনা/ভাবনার কারনে। ব্লগারদের এমন বিশেষ যোগাযোগ বিশ্বের অন্য কোন ব্লগস্ফিয়ারে দেখা যায়নি। এই অনুভূতি এবং অর্জন এর মূল্য অনেক। যোগাযোগের এই অসাধারণ পদ্ধতিটির কারণে বাংলা ভাষাভাষি মানুষ বিশ্বের যে কোন প্রান্ত থেকে একে অন্যের সাথে যুক্ত হয়েছেন। প্রবাসী বাঙালীদের জন্যে মাতৃভাষায় নিজেকে প্রকাশের জায়গা হিসেবে সামহোয়্যার ইন ব্লগ একটি দখিনের জানালায় পরিণত হয়। নানারকম ওঠা-নামা এবং আনন্দ-বেদনা, ট্যাগিং এবং অপপ্রচার মাথায় নিয়েই সামহোয়্যার ইন ব্লগ আজও আমাদের সবার স্বাধীনভাবে কথা বলার খোলা মাঠ, নিয়ম মেনেই খেলার মাঠ।

আজ এই নবম বর্ষপূর্তিতে সমস্ত বাংলা ব্লগারদের প্রতি অশেষ ভালবাসা। ব্লগারদের সরব উপস্থিতিতেই আজ আমরা সত্যিকারের 'আমরা' হয়েছি।


১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৪

মৃদুল শ্রাবন বলেছেন: সামহ্যোয়ারইন ব্লগের নবম জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা আপানাকে আপু।

শুধু মাত্র বাংলা ব্লগের সূচনাই নয় বাংলা ব্লগ কমিউনিটির সুত্রপাত হয় সামহ্যোয়ারইন ব্লগের মাধ্যমে। আপনি মন্তব্যে যেমনটি বলেছেন, ব্লগারদের এমন বিশেষ যোগাযোগ বিশ্বের অন্য কোন ব্লগস্ফিয়ারে দেখা যায়নি। এই কমিউনিটি ব্লগের মাধ্যমেই অনেক ভালো ভালো কাজ আমরা ব্লগারা করতে পেরেছি। এবং সব বিষয়ে আপনার সুপ্রশস্ত উদার হাত ও সঠিক নিদের্শনা থেকেছে। যার কারনে আজকে ব্লগ শুধুমাত্র মুক্তচিন্তা ও মতামত প্রকাশের মাধ্যমে সীমাবদ্ধ থাকেনি। ব্লগের মাধ্যমে অসহায় নির্যাতিত মানুষের পাশে দাড়ানোর ইতিহাস গড়তে পারছি আমরা।

সকল ব্লগারের পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

জানা বলেছেন:

পোস্টের জন্যে অশেষ ধন্যবাদ মৃদুল শ্রাবন।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৭

মৃদুল শ্রাবন বলেছেন: বাংলা ব্লগ নিয়ে এটিএন নিউজের একটা প্রোগ্রামে আপনার গুরুত্বপূর্ন কিছু কথার একটা ভিডিও রেকর্ডিং সবার জন্য পোষ্টে সংযুক্ত করলাম আপু।

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ :D

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০১

মৃদুল শ্রাবন বলেছেন: ব্লগের পক্ষ থেকে আপ্নাকেও শুভেচ্ছা। :>

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৬

নোটিশবোর্ড বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ! আমার অনেক খিদে পেয়েছে! /:)

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৫

মৃদুল শ্রাবন বলেছেন: আমিনুর ভাই গেছিল বাবুর্চি খুঁজতে। কিন্তু তিনি কোথায় হারিয়ে গেছেন বলতে পারছি না। তবে তাতে আমি হতাশ হচ্ছি না। ক্ষুধা জমাচ্ছি। জানি সামুর অফিসে বিরাট খানাপিনার আয়োজন আছে। আগের একটা ছবি দেখে আপাতত ক্ষুধা সংবরন করছি। আপ্নিও করেন।

২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৭

ডি মুন বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ

:)

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৯

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ মুন ভাই। :)

২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৫

নাসরিন চৌধুরী বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ, জানা আপুর বক্তব্যগুলো শুনছি।

ধন্যবাদ মৃদুল শ্রাবন সুন্দর পোষ্টটির।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১২

মৃদুল শ্রাবন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ নিবেন।

পোষ্টের প্রথমে ভিডিওটি ছিল না। পরে ভাবলাম ব্লগ সম্পর্কে জানার জন্য পড়ার থেকে এই ভিডিওটি অনেক বেশী কার্যকারী।

ভালো থাকবেন।

২২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৩

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: শুভ জন্মদিন সামু। অনেক কিছু জানলাম।

১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪২

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

২৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৮

ক্যপ্রিসিয়াস বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ.

১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ ক্যপ্রিসিয়াস ভাই।

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০০

প্রবাসী পাঠক বলেছেন: বাহ সামুর জন্মদিনে অনেক দিন পর নতুন জিনিস দেখলাম। নোটিশ বোর্ড দেখি রোবট থেকে মানুষ হয়ে গেছে। ২০১২ এর পর নোটিশ বোর্ড অন্য ব্লগে প্রথম কমেন্ট করল। নোটিশ বোর্ড রোবট না হয়ে মানুষ হয়ে থাক। ;)

১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

মৃদুল শ্রাবন বলেছেন: হা হা দারুণ বলেছেন। প্রবাসী ভাই। আমিও অবাকই হলাম, গভীর রাতে রোবট বলে আমার ক্ষুধা পেয়েছে। এটাকে কি যান্ত্রিক গোলযোগ বলবো নাকি কি বলবো বুঝতেছিনা। :P

২৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




ওয়াও.....!
অল্প কথায় অনেক তথ্য দিয়েছেন। ব্লগদিবসের জন্য যথাযথ লেখা।

এত অল্প লেখায় মেগাপোস্ট প্রথম দেখলাম....

সকল সহব্লগারকে সামু’র জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি!


ধন্যবাদ আপনাকে, মৃদুল শ্রাবণ.... :)

১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৬

মৃদুল শ্রাবন বলেছেন: ব্লগ দিবসকে সামনে পেয়ে খালি ব্লগ দিবস নিয়ে লিখতে মুন চাই। :)

আপনার অনুপ্রেরণা মূলক মন্তব্যে অনেক খুশি হলাম।

অটঃ আপনার সাথে সরাসরি পরিচিত হয়ে অনেক ভালো লেগেছে। আপনি দারুণ মানুষ।



২৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৪

তুষার কাব্য বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ ।
আমিনুর ভাই কেক নিয়ে এখনো আসলোনা... ;) :)

১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

মৃদুল শ্রাবন বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ।

আমিন ভাই কেক আনতে গিয়ে নিজেই সবটা খেয়ে ফেলেছে। :-B

২৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০০

হারিয়ে যাওয়া কৈশোর বলেছেন: শুভ জন্মদিন

১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০

মৃদুল শ্রাবন বলেছেন: সামুর সামনের দিনের পথচলা শুভ হোক। শুভ জন্মদিন।

২৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫

আবু শাকিল বলেছেন: শুভ জম্মদিন সামু মামু :)

পোষ্টের জন্য মৃদুল শ্রাবণ ভাইকে ধন্যবাদ।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ সামুর ভাগিনা =p~

২৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৮

জুন বলেছেন:

১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

মৃদুল শ্রাবন বলেছেন:

৩০| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ :D

১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ :)

৩১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১১

লাজুক ছেলে...... বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা প্রিয় সামু এবং এর সকল কলাকুশলী সহ সকল ব্লগারদের।
আমার মনের ভালবাসার ঝড়,সিডর,নারগিস,হুদহুদ,হাগুপিট সব তোমাদের
উপর দিয়ে বয়ে যাক। ভালবাসার চোটে অস্থির হয়ে যাও.....
দীরঘায়ু হোক সামু........ জানা'পু সহ সবাই। সুস্থ ব্লগিং এর জয় হোক।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৭

মৃদুল শ্রাবন বলেছেন: আমার মনের ভালবাসার ঝড়,সিডর,নারগিস,হুদহুদ,হাগুপিট সব তোমাদের
উপর দিয়ে বয়ে যাক। ভালবাসার চোটে অস্থির হয়ে যাও.....


পুরাই অস্থির মন্তব্যে।

সুস্থ ব্লগিংএর জয় হোক।

৩২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ

১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৮

মৃদুল শ্রাবন বলেছেন: পোষ্টে মন্তব্যের জন্য ধন্যবাদ নুরু ভাই।

৩৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৯

খাটাস বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ

১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৯

মৃদুল শ্রাবন বলেছেন: খানাপিনা নিয়া কিছু বললেন না যে? আমিন ভাই কি আপ্নের জন্য কিছু মুরগী সাইড করেছিল? :||

৩৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: জন্মদিনের উৎসব উপলক্ষ্যে পার্টি কি আপনিই দিবেন :) ?
জন্মদিনে সামু পুরা নতুন বউয়ের মতো সেজে আছে , ভাল্লাগছে ব্যাপারটা :)

১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৫

মৃদুল শ্রাবন বলেছেন: হ্যা দিতে পারি যদি এখানেই.কম স্পন্সর করে। :-P

নতুন বউয়ের মুখ দেখলেন গিফট দিলেন না এইডা কিছু হইলো অভি ভাই?

৩৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

নুরএমডিচৌধূরী বলেছেন: গানটা চরম ! B-) B-)
শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ ।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৩

মৃদুল শ্রাবন বলেছেন: চিম্পুকসদের গান আমার সবসময়ই ভালো লাগে। তাই সামুর জন্মদিনে প্রিয় চিম্পুসদেরই পাঠালাম একটা ভালো গান গেয়ে দেবার জন্য। =p~

৩৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভ জন্মদিন, শুভকামনা মন হতে ---------

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৬

মৃদুল শ্রাবন বলেছেন: সামু ব্লগের জন্য শুভকামনা সবসময়।

ভালো থাকবেন।

৩৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

পাজল্‌ড ডক বলেছেন: শুভেচ্ছা,এগিয়ে যাওয়ার আহ্বান।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১১

মৃদুল শ্রাবন বলেছেন: সামহ্যোয়ারইন ব্লগ টিকে থাক হাজার বছর এই কামনা।

শুভকামনা নিবেন।

৩৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭

আমি ইহতিব বলেছেন: শুভ জন্মদিন প্রিয় সামু।

ধন্যবাদ মৃদুল ভাই।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৪

মৃদুল শ্রাবন বলেছেন: শুভেচ্ছা আপনাকে ইহতিব আপু।

৩৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন:


শুভ জন্মদিন প্রিয় সামু!!! !:#P !:#P !:#P
পোস্টে সামুর অনেক ফিচার এড হওয়ার সময় দেখে ভালো লাগলো মৃদুল ভাই।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১২

মৃদুল শ্রাবন বলেছেন: আপ্নেরেও শুভ জন্মদিন থুক্কু ধন্যবাদ শোভন ভাই।

৪০| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: 'শুভ জন্মদিন' প্রিয় সামু । :-B

অনেক নতুন তথ্য জানলাম শ্রাবণ ভাই । অনেক ধন্যবাদ । পরবর্তী প্রয়োজনীয়তার জন্য পোস্ট 'প্রিয়'তে' নিলাম । :)

১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩

মৃদুল শ্রাবন বলেছেন: দেরী হয়ে গেল রিপ্লে দিতে। আশা করি আগামীকাল দেখা হচ্ছে।

৪১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২১

দীপংকর চন্দ বলেছেন: শুভেচ্ছা। জন্মদিনের।

ব্লগ এবং ব্লগ সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকুক সবাই। সবসময়। অনেক।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিবেন দীপংকর চন্দ।

ভালো থাকুন।

৪২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৫

পার্থ তালুকদার বলেছেন: শুভ জন্মদিন আমাদের প্রিয় সামু ------

১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ নিবেন। ভালো থাকুন।

৪৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

মামুন রশিদ বলেছেন: শুভ জন্মদিন প্রিয় সামহোয়্যারইন !:#P



চমৎকার এই পোস্টের জন্য ধন্যবাদ মৃদুল । ৬ষ্ঠ ভালোলাগা++

১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭

মৃদুল শ্রাবন বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।
মন্তব্যে প্রথম ভালোলাগা। !:#P

৪৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২০

খাটাস বলেছেন: আমি অতিথি মানুষ, খাওয়ার কথা বলি ক্যামনে? B-)
বিরিয়ানি পেলুম না চুপ করে থেকে।#>
এবার কিছু বলতেই হবে : X(

১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০১

মৃদুল শ্রাবন বলেছেন: অতিথি নারায়ণ কিন্তু আমরা মানে আমিনুর ভাই বিরিয়ানী খেতে এত্ত পছন্দ করে যে অন্য কেউ খাবার সুযোগই পায়না। উনি সাতসকালে পোলাপানকে বিরিয়ানী খাওয়ানোর লোভ দেখিয়ে বাইরে নিয়ে যায়, আবার পরে বাসায় নিয়ে পাঙাস মাছ খাইয়ে ছেড়ে দেয়।

আপনার বিরিয়ানী আপনি আমিন ভাইয়ের কাছ থেকে আদায় করে নেন। না নিতে পারলে ভাববো আপনার বিরিয়ানী খাবার যোগ্যতাই নেই। B-) B-) B-) B-)

৪৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০১

স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ ব্লগ দিবস!!! !:#P !:#P !:#P

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৫

মৃদুল শ্রাবন বলেছেন: ভাউ কই আপনে? শুভ ব্লগ দিবস।

৪৬| ১৪ ই মে, ২০১৬ দুপুর ২:২২

মুক্ত মনের বাক্য বলেছেন: ইয়া হু হুর্ রে,,, খুব মজা করেছিলেন সে জন্ম দিনে, কিন্তূ দুঃখের বিষয় সেদিন আমি ছিলামনা,,, আজ ২০১৬ এসে গ্যাছে,, এমন মজা আর হবেনা, নাকি?? আবার আমরা একসাথে এক সুরে সামুর জন্ম দিন পালন করবো,, আশা রইলো

৪৭| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১২:২৫

শূন্যতার প্রাপ্তি বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.