নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির নহর

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯

বরাবরই জীবনের হিসাব কষি

ফেলা আসা দিনগুলো বড্ড জালাতন করে

ফিরে তাকাই

অতীত স্মৃতির গহ্বরে

সুখ বলে কিছু আছে

বুঝি কষ্টের ক্ষত গুলো দেখে



স্বপ্ন!

সেত ঘোরের এক আলামত

অবচেতনতা, মস্তিষ্ক যখন নিরব,নিবৃত্যে

নিয়রনের এই কাব্যিক কাল যদি

স্বপ্ন হয়

জাগ্রত ,প্রতিনিয়ত যা দেখি তা কি?

যা তুমি দেখায়েছিলে

নিয়নের আলোতে অস্পষ্ট হলেও

দিনের আলোতে তা কি ছিল!

এখন এই সময়

যাকে বর্তমান বলি

তাওত এক পলক গেলে অতীত

যবি সবি অতীত

সেখানে তুমি অতীত হয়ে রইলে

আমি স্মৃতির নহর কেটে

ভাসাব পানসি আমার

সোনালী পাল দিয়ে



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩১

শায়মা বলেছেন: ভাসুক সোনালী পালের পানসি......

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: thanks of loat

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.