নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

বিবরর্ণ কষ্ট গুলো

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬

এভাবে দিনত গেল

পিছনে তাকাতেই ভয়

কি ফেলে এলেম

ওখানে কিছু বিস্মৃতির টুকরো গল্প

বরফবাধাঁ কিছু কষ্ট জমা আছে

আকাশের নীলাভ বুকের ব্যাথা বাড়িয়ে দিয়ে যায়

বলাকাগুলোর পাখায় আর কতটুকু নীল ঢাকতে পারে

হিম কষ্টগুলো গলে ফুটা ফুটা বৃন্দু জল

লাউ পাতার কতটুকু ভিজাতে পারে

কষ্ট কষ্ট খেলা

নীরব বেদনা

বুকের হা-হা কার এই শব্দের মরমীয়তা নিপুন কোন শিল্পির তুলিতে আকাঁ কি যায়

কষ্ট মাপার কোন পরিমাপে ওজন করা কি যায়

তাহলে কিভাবে দেখাব আমার কষ্টের স্তোপ

এই পাহাড় সীমাহীন যায়গা জুড়ে

এই রং বর্নহীন আবা মেখে

আমার বেদীতে ফুটে আছে

আমিই জানি কষ্ট পোষার জ্বালা।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

নুসরাতসুলতানা বলেছেন: কবিতা ভাল হয়েছে।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সু-স্বাগতম আমার পোষ্ট-এ । আপনার মন্তব্য আমার লেখার অনুপেরনা যোগাবে।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৬

সায়েদা সোহেলী বলেছেন: যন্ত দিয়ে মেপে নাহয় ভার টুকুই জানা যাবে
কিন্তু তীব্রতা! !
কোন রিক্টার স্কেলে কি তা আসবে! !?
কস্ট গুলো না হয় কস্ট হয়েই থাক
।নীল মলাটের কোন ডায়েরি তে ,আমার একান্ত আপন ভুবন হয়ে! !
বৃষ্টি ঝরা দিনে একাকীত্ব মুছে দিতে , সঙ্গিনীর অভিপ্রায় নিয়ে বেচেঁ থাকুক !!

:) আপনার কবিতা পড়ে এই এলোমেলো লাইনগুলো মাথায় এলো

ভালো লিখেছেন

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাইতো কষ্ট সেত আরেক অপভোগ্যতা
যার কষ্ট আছে সেত কষ্টকে আপন করে নেয় তাই না?
আপনার কমেন্ট পড়ে ভাল লাগল । আমার কবিতার চেয়ে ভাল লাগল। আমিও যা খুশি লিখে ফেলি আর সহজ মাধ্যম ব্লগ তাতে প্রকাশ করে যাই । যার ইচ্ছা পড়ে ।
আর এমনিতে আমি প্রতিদিন গড়ে ১০ ঘন্টা নেট ই থাকিত। যন্ত্রের সাথে সখ্যতা আমার অনেক বেশি। তার মাঝে সবার লেখা পড়ে লিখতে মন চায়।লিখি। ভাল থাকবেন।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯

ঢাকাবাসী বলেছেন: ভাল কবিতা। ভাল লাগল।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাই বুঝি।আপনার ভাল লাগার জন্য ধন্যবাদ।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৭

এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।

নতুন বছরের শুভেচ্ছা!!

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে ও অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬

লেখোয়াড় বলেছেন:
কষ্ট কষ্ট আর কষ্ট।
কষ্টের কবিতা কষ্ট দিয়ে গেল।

কবিতায় ভাললাগা।
ভাল থাকুন, শুভেচ্ছা।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দেরী হয়েগেল আপনাকে ধন্যবাদ জানাতে। ভাল থাকবেন আর নতুন বছরের শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.