নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

কেমন আছি

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

নান্দনিক এক সময় অতিক্রান্ত ক্ষণ
জীবনের কথা বলে এমন কোন কবিতার পংতি
প্রিয় কবির চিন্তার প্রসব -কাব্য যুগল
আবেগের আঁখিতে ঝরা এক ফোটা মুক্তার দানার মতো জল
কাগজের বুকে এক চীর- শিল্পীর আচরে ফোটে ওঠে
প্রিয় কোন মূখ।

জাগতিক সুখ- অভিলাসের হিসেবের ডালি
এক অজানা গন্তব্যর পথে __
জীবনের কিছু সমীকরণ , অতৃপ্ত লালসা - না মিলানো অংক
কুড়ে খাওয়া হৃদয় বেদনার সিমান্তে
যতির খেলায় সাঙ্গ করে নতুন করে আবারো বাচার আরাধোনা
আত্না সেত মরেও বেঁচে থাকে.....
প্রতিবার মরে প্রতিবার বাঁচে দংশিত নাগিনীর বিষে।

অমৃত সুধা পানে বিভোর মাতালের পথপরে
অলীক স্বপ্নরা এসে ভীর করে
নিভৃত রজনীর বিভোর ঘুম।
পাখির কুজনে ভাঙ্গে নিশী লীলা
আরো কিছুক্ষন --আঁধার কেটে আলোয় ভরে যাবে নিলয়
প্রতিদিনের রুটিন আবার কর্মচাঞ্চলতা
এমনি করে বেঁচে থাকা।


মন্তব্য ২৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ ভাল লাগা ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে শুভ শুভেচ্ছা আমার ব্লগে। ভাল থাকবেন।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১

নুরএমডিচৌধূরী বলেছেন: অমৃত সুধা পানে বিভোর মাতালের পথপরে
অলীক স্বপ্নরা এসে ভীর করে
নিভৃত রজনীর বিভোর ঘুম।
পাখির কুজনে ভাঙ্গে নিশী লীলা
আরো কিছুক্ষন --আঁধার কেটে আলোয় ভরে যাবে নিলয়
প্রতিদিনের রুটিন আবার কর্মচাঞ্চলতা
এমনি করে বেঁচে থাকা।
অপুরব
কাব্যকথা

এক কথায় অসাধারণ

সময়টা খুবি নিকটে
+++++++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যি কথা কি আমি তেমন লিখতে পারিনা,যা কিছু লিখতে চাই নিমেষেই মনের মাঝে ভীর করা আবোল তাবুল লিখে যাই। বানানের প্রতিও খিয়াল করতে পারিনা তেমন। তারপরেও চেষ্টা করি আর সবার সহযোগেতা কামনা করি। আপনার মন্তব্য খুবি ভাল লাগল , অাপনাকে ধন্যবাদ কবি।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬

জুন বলেছেন: কবিতায় অনেক ভালোলাগা মাহ্মুদুর রহমান সুজন
+

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অনেক- অনেক শুভেচ্ছা। ভাল থাকবেন সেই কামনাই।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

কল্লোল পথিক বলেছেন: যতির খেলায় সাঙ্গ করে নতুন করে আবারো বাচার আরাধোনা
আত্না সেত মরেও বেঁচে থাকে.....
প্রতিবার মরে প্রতিবার বাচে দংষিত নাগীনের বিষে।
চমৎকার কবিতা।শুভ কামনা জানবেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার মূল্যবান মন্তব্য লিখার অনুপ্রেরনা যোগাবে। অাপনাকে অনেক ধন্যবাদ । ভাল থাকবেন কল্লোল পথিক।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২

কামরুন নাহার বীথি বলেছেন: নান্দনিক এক সময় অতিক্রান্ত ক্ষণ
জীবনের কথা বলে এমন কোন কবিতার পংতি
প্রিয় কবির চিন্তার প্রসব -কাব্য যুগল
আবেগের আঁখিতে ঝরা এক ফোটা মুক্তার দানার মতো জল
কাগজের বুকে এক চীর- শিল্পীর আচরে ফোটে ওঠে
প্রিয় কোন মূখ।
-------
অজস্র ভাললাগা রেখে গেলাম!!!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তবে আমি যেদিন আপনার ব্লগে যাই সেই দিন আপনার লিখা দেখে নয় আপনার নিক দেখে গিয়েছিলা কারণ এই নিকটিতে আমার প্রিয় দুটো নাম ই বহন করে যাছে একটি হল যার সাতে আমার বিবাহ হবনা চুক্তি ছিল সে -নাহর আর এখন যার সাতে বিবাহ হল সে হল বীথি। এই দুই সমন্বয় আমাকে আপনার নিকের প্রতি আকৃষ্ট করেছিল তার পর থেকে আপনার একজন নিয়মিনত পাঠক।

আপনাকে ও অফুরন্ত শুভ্র শুভেচ্ছা । ভাল থাকবেন কামরুন নাহার বীথি।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২

কামরুন নাহার বীথি বলেছেন:

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯

আরজু পনি বলেছেন:

আপনার কবিতারা কিন্তু দিন দিন ভালো থেকে ভালোতর হচ্ছে।

এটাও বেশ সুন্দর হয়েছে, সুজন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চেষ্টা করে যাচ্ছি মাত্র ভাল মন্ধ আপনারাই বিচার করবেন আপনারা হলেন গুনিজন।আর বেশি সময় ব্লগে থাকি সবারগুলোই পড়ছি। হয়তো এই কারণেই । আমি এযাবত আপনার সবকয়টা পোষ্ট দেখেছি এমন অনেকই আছে যাদের পোষ্ট সবসময় দেখে থাকি।
তারপর বলুন কেমন আছেন।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২২

আরজু পনি বলেছেন:

ব্লগার আরজু পনির-র প্রতি আপনার আন্তরিকতা আমাকে বরাবরই মুগ্ধ করছে।
আলহামদুলিল্লাহ ভালো আছি, সুজন।

আশা করি আপনার বাবু এবং বাবুর মা সহি সালামতে আছে ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন:
আপনার পোষ্টগুলো আমাকে ও বরাবরই মু্গ্ধ করেছে, আমি ভাবতাম আপনি এত নিরলস প্ররিশ্রম করে করেন যা অবশ্যই কদর যোগ্য।
আলহামদুলিল্লাহ বাবু ও বাবুর মা ভালো আছে।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৬

যুগল শব্দ বলেছেন:
সুন্দর কবিতা,
বানানে মনে হয় কিছু ওলট পালট আছে।

ভালোলাগা+

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য। আমি বরাবরই বানানে কাঁচা। যদি জানামতে ভুল ধরাপরে ধরিয়ে দিবেন। সহব্লগার হিসেবে আবেদন রইল।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫০

আহমেদ জী এস বলেছেন: মাহমুদুর রহমান সুজন ,




প্রতিদিনের রুটিনের পথ ধরেই আমাদের চলা , এমনি করেই বেঁচে থাকা।
শুভেচ্ছান্তে ।

( অভিলাসের হিসেবের ঢালি এই লাইনটিতে "ঢালি" হবে না কি "ডালি" হবে ? )


০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস মনযোগ দিয়ে পড়ার জন্য । ভাল থাকবেন। বানান টি ঠিক করে নিয়েছি।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩

কল্লোল পথিক বলেছেন: পাখির কুজনে ভাঙ্গে নিশী লীলা
আরো কিছুক্ষন --আঁধার কেটে আলোয় ভরে যাবে নিলয়
প্রতিদিনের রুটিন আবার কর্মচাঞ্চলতা
এমনি করে বেঁচে থাকা।


বাহ!চমৎকার কবিতা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বিনম্র শ্রদ্ধা আপনাকে। ভাল থাকবেন ভাই।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩

এযুগেরকবি বলেছেন: জাগতিক সুখ- অভিলাসের হিসেবের ডালি
এক অজানা গন্তব্যর পথে __
জীবনের কিছু সমীকরণ , অতৃপ্ত লালসা - না মিলানো অংক
কুড়ে খাওয়া হৃদয় বেদনার সিমান্তে
যতির খেলায় সাঙ্গ করে নতুন করে আবারো বাচার আরাধোনা
আত্না সেত মরেও বেঁচে থাকে.....
প্রতিবার মরে প্রতিবার বাঁচে দংশিত নাগিনীর বিষে
এক কথায় অসাধারণ

সময়টা খুবি নিকটে
+++++++++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেকগুলো প্লাস !ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪০

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা
+

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আমার লিখাটুকু পড়ার জন্য।

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৪

এম.এ.জি তালুকদার বলেছেন: আপনার লেখায় সরাসরি কোন মন্তব্য করবো না, পরিপ্রেক্ষিতে আমার ব্লগে সুনীল বাবুর একটা লেখা এখনই লিখে পোস্ট করবো পারলে দেখে নিন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.