নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

শাশ্বত প্রেম

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

প্রেম এ কোন পরম আত্মার অভিলাষ
প্রেম সে কি কোন অনাহত শরীরে বসবাস
প্রেম মুক্ত বীহঙ্গ নাকি শৃঙ্খলিত?
প্রেম দাসত্ব মুক্ত এক সাধীনতা--
প্রেম পথ শীশুদের বেঁচে থাকার অধিকার।

প্রেম কোন মায়ের হারানো বুকের মানিককে কোলে ফিরে পাওয়া
প্রেম বহু যুগ ধরে লালিত স্বপ্নের প্রতিফলন__
প্রেম মরু দিগন্তে এক পসলা বৃষ্টি ,
প্রেম সবুজ বন-বনানি।
প্রেম সেত বাঘিনিটির আগলে রাখা মৃগ শাবকটি
প্রেম এক কুকুর কে কিনারে ভিড়ানো মৎসটি
প্রেম এ হতে পারে রাস্তার পাশে গ্লাস হাতে প্রতীক্ষিত যুবক - দুপুরে খরা- রোদে পুড়া পথভুলা তৃষ্ণার্থ পথিককে করানো পানি পান

প্রেম প্রতিটি বালু কনা যাদের মিলনে এই বিশাল চরণ ভুমি-পাহাড়
প্রেম প্রতিটি জল- রাশি যাহা সমুদ্র বিহার।

প্রেম সেত দুই লহরীর সফেন,
প্রেম সে কি দু'টি আত্মার কাছা- কাছি মিলন।
প্রেম সে কি হারানো ব্যাথার চুরান্ত সীমানা-
প্রেম কি ভাল লাগার শেষ পরিণয়!
প্রেম মায়ের শীতল আঁচলে মুছে নেয়া ক্লান্ত মুখ
প্রেম কোন ভাবুক কবির কাগজ আর কলমের মিলন।

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩

দিল মোহাম্মদ মামুন বলেছেন: ভাল লাগলো আপনার কবিতাটা, আমাদের প্রেম বিপরীত লিংগের প্রতি যতটুকু থাকে তার ৫% ও মানবতার প্রতি মনে হয় থাকেনা। ধন্যবাদ আপনাকে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আপনাকে।জি ভাই মানবতার প্রেম আসলে প্রেম যাহা একজন কে পরম মুক্তি দিতে পারে।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩

বিজন রয় বলেছেন: প্রেম নিয়ে কবিতা লিখলেন, ভাল। কিন্তু অনেক অনেক বানান ভুল দেখাচ্ছে। এমনকি শিরোণামেও বানান ভুল। যদি কিছু মনে না করেন তো ঠিক করে দেওয়ার অনুরোধ করছি।

শুভকামনা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

কল্লোল পথিক বলেছেন: কবিতা ভাল হয়েছে।বানান গুলো একটু দেখে নিবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জি ভাই কাজের ফাকে টাপো করেছিত। তারপর আমি এমনিতে বানানে অনেক কাঁচা। বেশি ভাগই কনফিশনে ভুগি ।ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য রাখার জন্য।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

ফেরদৌসা রুহী বলেছেন: প্রেম হোক সবার তরে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ মন্তব্যর জন্য।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

ফারিহা নোভা বলেছেন: চমৎকার :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

পার্থিব লালসা বলেছেন: প্রেম এ কোন পরম আত্মার অভিলাষ
প্রেম সে কি কোন অনাহত শরিরে বসবাস
প্রেম মুক্ত বীহঙ্গ নাকি শৃঙ্খলিত?
প্রেম দাসত্ব মুক্ত এক সাধীনতা--
প্রেম পথ শীশুদের বেঁচে থাকার অধিকার
চমৎকার ভাবে ফুটানোর চেসটা করেছেন
+++++++++্

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার সুন্দর মন্তব্য আমার লিখনিকে আরো বেগমান করবে। আপনার প্রতি শুভেচ্ছা রইল।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে শুভ্র শুভেচ্ছা।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬

আরজু পনি বলেছেন:
সুজন, আপনার কবিতারা দিন দিন ভালো থেকে ভালোতর হচ্ছে...
অনেক শুভকামনা রইল ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাদের দোয়া মাত্র এই উন্নতির কারণ। তারপর কেমন আছেন আপুনি? পুরুমাসটি ব্যাস্ততায় যাচ্ছে বই মেলা নিয়ে। তারপর শরির ভাল যাচ্ছেত? ভাল থাকবেন এই নিরন্তন কামনা দূর থেকে ভাইটির চাওয়া।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগল । অনেক অনেক শুভ কামনা রইল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে। আপনার ভাল লেগেছে যেনে খুশি হলাম।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩

দিল মোহাম্মদ মামুন বলেছেন: প্রেম পথ শীশুদের বেঁচে থাকার অধিকার।
ধন্যবাদ আপনাকে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে বিনম্র শ্রদ্ধা সহ ধন্যবাদ রইল।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অাপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন:


ভালো। তবে বানানে সচেতন হতে হবে। বেশ কিছু টাইপো আছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই। চেষ্টা করব।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

শাশ্বত
শিরোনামের বানানটা কি এমন হবে না??

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নোটপেডে লিখে পোষ্ট করি তাই বেশি টাইপো হয়, তারপর এও সত্যযে আমি বানানে অনেক কাঁচা।আপনাকে ধন্যবাদ ভাই সহযোগিতার জন্য।

১৪| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

আহমেদ জী এস বলেছেন: মাহমুদুর রহমান সুজন ,



আপনার প্রেমের স্বপক্ষে রবিঠাকুরকে স্মরণ করতেই হয় -------------

সেই গানে, সেই ফুল্ল ফুলে ,
সেই প্রাতে , প্রথম যৌবনে
ভেবেছিনু এ হৃদয় অনন্ত অমৃতময়
প্রেম চিরদিন রয় এ চিরজীবনে ।।

১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ জী এস আপনার মন্তব্য দেখে অনেক খুশি হলাম । আপনিও অনেক ভাল লিখেন আর রবিঠাকুরের উপস্থাপনা আমাকে আরো অনুপ্রাণিত করছে।ভাল থাকবেন সবসময় ।

১৫| ০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫৯

আহসানের ব্লগ বলেছেন: বাহ ।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই।

১৬| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭

আহসানের ব্লগ বলেছেন: :)

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.