নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

কবিতার খাতা

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৪



শুধুই কি বনিতা
নাকি অভিলাসী প্রেম
নশ্বর চিন্তারা ঘুরপাকে সারাক্ষন
মননে শুধু এক জলক আঁলোর ফালি
সেই কতদিন আগে
চলার পথের কোন এক বাঁকে
হঠাৎ তোমার চোখে আমার চোখের সন্ধিতে
তোমার চঞ্চুতে যে হাসিটি ফুটেছিল

হৃদয় সঙ্গমের জোস্না রাত
সারি সারি বাঁশ বাগানের ফাক দিয়ে আসা আঁলো
তোমার অবয়ব এক কল্প পরীর ছবি একেছিল
সে ছবি অাজো মলিন হয়নি
মনে রাখার মতো উপাদেয় শুধুতো সেই হাসি
যা পুর্ণিমার শশী
ভুলা মন সব ভুলে যায়
ভুলেনা তোমার মুখশ্রী

কত শত শত যোজন দুরে আামাদের বাস
তারপরেও তোমাকে নিয়ে লিখা
আমার কবিতারা ভাসায় কিস্তির ভেলা
থৈ থৈ ভরা জোয়ারে
নদীর উচ্ছল তটে একবার মিলিয়ে যায় আরেক বার ভাসে
স্বপ্ন শুধুই অলীক হয়ে রয়ে যায়
ভাবনারা শুধু মিছিলে- মিছিলে
ভাল বাসার জয়গান গায়
এও ভাল বাসা_
যাহা হৃদয়াঙ্গনের খুবি সূক্ষ্ম তারটি বাজায়
সেতারের ছয়টি তার
সুর অার সুখ
ভাল বাসার লিরিক
আলমারীতে পড়ে আছে অযত্নে রাখা
কবিতার খাতা।


ছবি : নেট থেকে।

মন্তব্য ৭৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪১

অতৃপ্তচোখ বলেছেন: ভাল লাগলো বিরহিত হৃদয়ের ভালোবাসায় সিক্ত কবিতার খাতা।

এবার রোজ নেমে আসুক আলমিরা থেকে আপনার কবিতা খাতা। লিখে যান এরকম ভালোবাসার কবিতা।

কবির প্রতি শুভকামনা রইল

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। ভাল থাকবেন ।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:


বাহ! সুন্দর!

১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:১১

রাফা বলেছেন: চমৎকার ,কবিতা।

১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা তেমন হয়নি যানি কবিতার মতো..... । অাপনি যখন চমৎকার বলেছেন । অনেক অপ্লুত হয়েছি। শুভকানমনা রইল।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন। ধন্যবাদ সুজন।

১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আসসালামু আলাইকুম গুরু । আপনি ভাল বলেছেন! অনেক খুশি হয়েছি।
আচ্ছা গুরু আড্ডাতে তো মন্তব্য দেখতে পাইনা। আড্ডার পেইজটি খুলছে না কেন?

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৩

ধ্রুবক আলো বলেছেন: বাহ! খুব সুন্দর লিখেছেন,,,,

১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যিই কি কবিতা হয়েছে! তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন নিরন্তন।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আড্ডা পোস্টের মন্তব্য অংশটি দু'দিন থেকে খুলছে না। এর আগেও একবার এরকম হয়েছিল। পরে স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যায়। এবার কী হবে জানি না।

১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জি গুরু এমনিতো দেখছি । আমি ভাবছি বেশি মন্তব্য দেখে এডমিনদের নজর লাগল নাকি। যাই হোক টেকনিক্যাল গোলমাল হতেই পারে।
তবে কেমন আছেন আবুহেনা ভাই। আর মেম , শুভ ভাই , ফাহিম সাদি ভাই ওদরে কারো সাথে যোগাযোগ হয়েছিল কি?
পুলক ঢালী ভাই এর ভ্রমণ পোষ্টে কথা হয়েছে। এমনিতে আপনাদের যাদের সাথে একটু বেশি পরিচয় হয়েছে তাদের খবর না পেলে ভাল লাগে না। ভাল থাকবেন সবসময়।

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৩

ভাবুক কবি বলেছেন: শেষ লাইনটাই মূখ্য
অযত্নে পড়ে আছে কবিতার খাতা

১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাই বুঝি ? আসলে কবিতারা এলোমেলো ভাবনা মাত্র । ক্লেসহীন একজনের চিন্তারা মাত্র রূপক কিছু শব্ধের মিছিলের নাম যদি কবিতা হয় কেমন হয় কবি?
শুভেচ্ছা অনেক অনেক।

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সুজন। প্রথম পাতার মন্তব্য কলামে দেখলাম, আপনি আড্ডা পোস্টে একটি মন্তব্য করেছেন। মন্তব্য করলে যাচ্ছে, কিন্তু সেটা দেখার জন্য আড্ডা পোস্টের মন্তব্য অংশটি খোলা যাচ্ছে না। এই সমস্যা হবার পরে কারো সাথে যোগাযোগ হয়নি। তবে ঠিক হয়ে যাবে বলে মনে করি। এর আগে যখন এরকম হয়েছিল, তখন সামু পাগলা নতুন করে আবার পোস্ট দিয়েছিল। সেই পোস্টে সম্ভবত একদিন বা দুইদিন আড্ডা দিতে দিতেই আগের পোস্টের সমস্যার সমাধান হয়ে যায়। তখন আমরা আবার মূল পোস্টে ফিরে আসি। পরের পোস্টটি সম্ভবত সামু পাগলা ড্রাফট করে রেখেছে।

আসলে সামুর ডাটা বেজ হয়তো এত ডাটা ধারণ করতে পারছে না বলে মনে হয়।

১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জনাব আবুহেনা ভাই আমিও তাই ধারণা করছি। আমাদের এডমিনের খবরতো এর আগে থেকে নেই। বেশ কয়দিন ওনাকে তেমন দেখা যায়নি ওনার ব্যক্তিগত ব্যাস্থতা হয়তো ওনাকে একটু আড়ালে রাখছে।
আর শারিরিক কোন সমস্যা হলে আল্লাহ সুস্থ্য করে দিন ।

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:১০

বিলিয়ার রহমান বলেছেন: মাহমুদুর রহমান সুজন

সুন্দর লিখেছেন!:)

কবিতায় লাইক

১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবির কাছে আমার এই ক্ষুদ্র আবেগটুকু কবিতা বলে বিবেচিত হওয়ায় আমি আপ্লুত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৭

একজন সত্যিকার হিমু বলেছেন: ভাল লাগলো-
"আলমারীতে পড়ে আছে অযত্নে রাখা কবিতার খাতা।"

১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যিই আপনার ভাল লেগেছে যেনে অনেক খুশি হয়েছি। আপনাকে অনেক শুভেচ্ছা।

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২০

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: ভালো লিখেছেন ভাইয়া।

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাই বুঝি! যদি আপনার ভাল লেগে থাকে তাতেই আমি প্রীত। শুভেচ্ছা অফুরান।

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৪

শামীম সরদার নিশু বলেছেন: সুন্দর প্রকাশ। ভালবাসা রইল।
যাই হোক আমি ব্লগে নতুন, পাশ থাকবেন।

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সু-স্বগতম ব্লগে। আমার ব্লগ বাড়িতে এসে মন্তব্য রেখে যাওয়াতে। অাপনার প্রতিও অনেক ভাল বাসা রইল।হুম অব্যশই আপনার সাথে আছি।

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়ে ভালো লাগলো +++

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। শুভ্চ্ছো অনেক অনেক।

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৮

সিফটিপিন বলেছেন: মননে শুধু এক জলক আঁলোর ফালি




কবিতা ভালো লাগলো।

পাগলা ভাইয়ের আড্ডা পোস্টে ঢুকতে পারছি না। :(

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লেগেছে যেনে আমি অনেক আনন্দিত। আপনাকে ধন্যবাদ।
আমারো একি অবস্থা। পোষ্টটি হেঙ্গ হয়ে আছে।
ভাল থাকবেন।

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০৯

রবিউল ইসলাম রক্সী বলেছেন: ভাই অসম্ভব ভালো লেগেছে।আমি নতুন আমায় কিছু উপদেশ দিন।

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লেগেছে যেনে খুশি হলাম।

আমিও একদিন নতুন ছিলাম। সবাই একদিন নতুন হয়েই পুরাতন হয়। আপনাকে ব্লগে সাগতম ।আপনি লিখে যান পাঠক এর অভাব হবে না।ভাল থাকবেন।

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৩:১১

নূর-ই-হাফসা বলেছেন: ভাল লাগল ।

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আমার ব্লগ আঙ্গিনা আসার জন্য। আপনার ভাল লেগেছে যেনে আপ্লুত হলাম। শুভেচ্ছা শতত।

১৭| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৯

খায়রুল আহসান বলেছেন: কত শত শত যোজন দুরে আামাদের বাস
তারপরেও তোমাকে নিয়ে লিখা
আমার কবিতারা ভাসায় কিস্তির ভেলা
থৈ থৈ ভরা জোয়ারে
- ভাল লাগলো কবিতার এ পংক্তিগুলো ...
আরো লিখে যান নিয়মিতভাবে।

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সালাম জানবেন। অাপনার ভাল লেগেছে জেনে অনেক খুশি হলাম। ভাল থাকবেন সবসময়।

১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫

জুন বলেছেন: নদীর উচ্ছল তটে মিলিয়ে যাওয়া আর ভেসে ওঠা অলীক স্বপ্ন থাকলেও ভাবনারা শুধু মিছিলে- মিছিলে
ভাল বাসার জয়গান গায় মাহমুদুর রহমান সুজন । এটাই সত্য । অনেক ভালোলাগা রইলো আপনার কবিতায় ।
+

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপুনি আপনার সুন্দর মন্তব্য আমাকে প্রীত করেছে। অাপনাকে অনেক শুভেচ্ছা। ভাল থাকবেন সবসময়।

১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনুগ্রহ করে বিভিন্ন পোস্টে কারো ব্লগের লিংক দেয়া বন্ধ করুন। এটা নীতিমালা বিরুদ্ধ। সেফ হবার জন্য প্রধান শর্ত ভালো এবং মৌলিক পোস্টে প্রদান করা। যদি কোন ব্লগার এই সকল শর্ত পূরন করেন তাহলে নিবন্ধনের তিন থেকে সাত দিনের মধ্যে তিনি প্রথম পাতায় লেখা অনুমুতি পেতে পারেন।

শুভেচ্ছা রইল।

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে ধন্যবাদ। যদি এমন নীতিমালা থেকে থাকে মানতে বাধ্য। আপনি একবার এই লেখকের লিখা পড়ে দেখেন কেন তার লিখা প্রথম পাতায় আসছেনা তখন আপনি তার খুদটুকু ধরতে পারবেন। আসলে আমি তার সবকয়টি পোষ্ট পড়েছি। ওনি একজন মনো বিজ্ঞানের শিক্ষিকা যে কিনা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। নারী স্বাধীনতার গভেষক তার লিখা যদি পড়া যোগ্য না হয়ে থাকে তাহলেতো আমার লিখা ছাই।
এমন কি লিখছেন ও দারুন সময় সাময়িক । কিন্তু লিখাতে এমন কিছু নেই যা কিনা নীতি বর্হিভুত ।তবে কেন আসছেনা ওনার লিখা প্রথম পাতায় ?

শুভ ব্লগিং ।

২০| ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৫

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: শুধুই কি বনিতা
নাকি অভিলাসী প্রেম - না কোনটা-ই নয়, এটা প্রকৃত প্রেম
নিজের দিকে তাকাও প্রিয়!







;

২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মন্তব্য প্রীত হলাম সৈয়দ সাহেব । শুভকামনা রইল।

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২

নিয়াজ সুমন বলেছেন: কবিতার খাতা আবারও প্রানবন্ত হোক.. শুভ কামনা কবি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার মন্তব্য ও পাঠে প্রীত হলাম। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।

২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: আমার লেখাগুলো চুরি হয়ে যাচ্ছে!! উপদেশ পরামর্শ থেকে থাকলে সাহায্য করুন

বিস্তারিত

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ফেবু কে লেখা চুরি করে লিখে কখনো লেখক হতে পারবেনা। তবেন সাময়িক খারাপ লাগে লেখার জন্য যে বাহ বাহ পাওয়ার যোগ্য সে জানেই না তার লিখা দিয়ে সেলিব্রেটি চলছে! বিষয়টি অত্যন্ত করুণ। অামার মনে বহুল প্রচার দরকার। ফেইস বুকে গ্রোপ করে করে যাদের দরা যায় তাদের আইডি প্রচার করে দেওয়া দরকার লিখা চুর খেতাবে। তাহলে তা দেখে অন্য কারোর সচেতনা বাড়তে পারে।

২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১০

টুনটুনি০৪ বলেছেন: চমৎকার ,কবিতা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার পাঠেও মন্তব্য খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।

২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৯

সাহিদা সুলতানা শাহী বলেছেন: অসাধারণ কবিতা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মন্তব্য ও পাঠে অনেক খুশি হলাম। শুভ্চ্ছো নিরন্তন।

২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

পলাশমিঞা বলেছেন: ভণিতা [ bhaṇitā ] বি. 1 কবিতার আরম্ভে মাঝে বা শেষে কবির নামযুক্ত উক্ত;
বনিতা [ banitā ] বি. 1 নারী (আবালবৃদ্ধবনিতা);

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ কবি শব্ধটি মার্ক করায়।এই শব্ধটি নিতে গিয়ে আমি নিজেও অনেক ভেবেছি কোনটা নিব শব্ধ জ্ঞান ভরপুর নয় বলে এমনটি হয়েছে। তবে এটি এখানে রেখেই কবিতাটি শুরু করেছি যখন তাকে আর ছাড়তে পারিনি।

বনিতা [banitā] বি. 1 নারী (আবালবৃদ্ধবনিতা); 2 ভার্যা, পত্নী; 3 প্রিয়া, প্রেয়সী। [সং. √ বন্ (চাওয়া) + ত + আ]।

২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৭

পলাশমিঞা বলেছেন: আমার সামনে তিনখান অভিধান খুলা থাকে।

২৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:১৮

ডঃ এম এ আলী বলেছেন:



পুরা কবিতাটাই ভাল লেগেছে ,
তবে
মনে রাখার মত কটি লাইন হলো
হৃদয় সঙ্গমের জোস্না রাত
সারি সারি বাঁশ বাগানের ফাক দিয়ে আসা আঁলো
তোমার অবয়ব এক কল্প পরীর ছবি একেছিল
সে ছবি অাজো মলিন হয়নি


শুভেচ্ছা রইল

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার ব্লগ বাড়ীতে আপনার উপস্থিতিতে আমি অনেক খুশি হয়েছি। অাপনাদের সব সময় শ্রদ্ধা করি , অাপনাদের ফলো করি, আমি লিখার চেয়ে পড়তে ভাল বাসি। তারপরেও একটু আধটো চেষ্টা মাত্র। আপনার মূল্যবান মন্তব্য আমার পাথেয়। ধন্যবাদ আপনাকে।

২৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি মন্তব্যের জন্য ।
শুভেচ্ছা রইল ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যি আমি আপনার একজন ভক্ত আপনার পোষ্টগুলো পড়ি ও এমন কি প্রিয়তে ও রাখি। আমার প্রতি কোন উপদেশ থাকলে দিয়ে কৃতার্থ করবেন জনাব। আপনাকে অনেক অনেক আন্তরিকতা সহ ধন্যবাদ রইল।

২৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা পাঠে কবিকে ‘সুজন’ বলেই মনে হল।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওয়াও ফরিদ ভাই যে! তাই বুঝি জনাব? ধন্যবাদ আপনার এতসুন্দর মন্তব্যর জন্য। আজ বেশ সময় নিয়ে অাপনার পোষ্টগুলো পড়ছিলাম ধরতে পারেন আজ শুধু আপনার পোষ্টগুলো পড়ব বলেই ব্লগে ছিলাম। কবি ও গবেষক সাহেব যাযাকুমল্লাহ খায়রান।

৩০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৯

ডঃ এম এ আলী বলেছেন: কবিতার সাথে প্রচ্ছদ ছবিটাও সুন্দর হয়েছে ।
শুভেচ্ছা রইল ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সবসয় সেই কামনায়।

৩১| ০২ রা মার্চ, ২০১৭ রাত ২:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালোবাসা মিশিয়েছেন কবিতায়। অনেকদিন পর হলেও কবিতাটি পড়তে পারলাম তাতেই খুশিখুশি লাগছে। আপনি অনেক সুন্দর পরিপক্ব কবিতা লেখেন ভাই।

ভালোবাসা রইল ভাই, শুভকামনা সবসময়।

(একটা গান লিখেছি গতকাল, সুরটা ক্লিয়ার করতে পারিনি এখনও। সুরটা শেষ করতে পারলেই প্রথম আপনাকে শোনাবো। আমি জেনে গেছি আপনি ভালো গান করেন, হারমোনিয়াম বাজান খুব সুন্দর।)

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি কবি তাই কবিতা প্রেম থেকে এমনটি লেগেছে হয়তো। ভাল লেগেছে যেনে প্রীত হলাম। গানটি সুর করে শুনিয়ে ফেলেন। অপেক্ষায় রইলাম।

৩২| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানটি গেয়েছি গতকাল।

আজ প্রকাশ করবো সামুতে। আপনার উপদেশ অাশা করবো ভাই।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নয়ন ভাই আমি অাপনার লিঙ্কটি শুনেছি। সুর ঠিকি আছে কিন্তু গায়কীতে একটু তালটা ছুটে গেছে। তবে অনেক ভাল হয়েছে।

৩৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:২৯

নাগরিক কবি বলেছেন: ভুলা মন সব ভুলে যায়
ভুলেনা তোমার মুখশ্রী

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ উদৃতির জন্য। ভাল থাকবেন এই কামনা নিরন্তন।

৩৪| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪০

বিলিয়ার রহমান বলেছেন: এটা কিন্তু সত্যিই ভালো হয়েছে ভাইজান!:)



প্লাস!:)

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাই আগেই মাফ চাই। আমি জাত লেখক না। শুধুই চেষ্টা মাত্র। তাও লেখকের দেখে শুধু।

৩৫| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৭

মোঃ গাউছুল আজম বলেছেন: খুব সুন্দর লেখা

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর মন্তব্য রেখে ধন্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩৬| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন কবিতা

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এগুলো কবিতা হলে তোমাদের গুলো কী আপুনী!
কবিতা লিখতে হলে কবি হতে আগে। কবি দ্বারা কবিতা লিখা হয়। অনেক অনেক ধন্যবাদ বোন আমার ব্লগ বাড়িতে এসে সময় নষ্ট করে পড়ে একটি সুন্দর মন্তব্য রাখার জন্য। যাযাকাল্লাহ খায়রান।

৩৭| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৭

মো:শাকিল হোসেন বলেছেন: onk sundor

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর মন্তব্য রাখার জন্য আপনাকে আন্তরিকতা সহ শুভেচ্ছা।

৩৮| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২১

অনিক_আহমেদ বলেছেন: পড়ার পর কেমন কেমন যেন লাগে..... নিজেরও একটা কবিতার খাতা বানাতে ইচ্ছে করে। ভাল লিখেছেন কিন্তু!

কাল্পনিক_ভালোবাসার কথা অনুসারে আমাকে তো ফ্রন্ট পেজে লিখতে দেয়ার কথা ছিল। দিল না কেন? জাতি জানিতে চায়!

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনারও কবিতার খাতা হবে।
হয়ে যাবে আর আপনি ওনাকে মেইল করতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.