নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

পীড়িত সময়

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৭



এই মিছিলের অগ্রজ আমি
হেয়-রে হেয়ো শ্লোগান আমার
আমি নিজেকে স্বাধীন মুক্ত বিহঙ্গ করে
বিলিয়ে যেতে চাই নীল অবগাহনে।

যেখানে চাঁদ আর তারারা থাকে
সীমাহীন দূরত্বে চমকিত আলোর বলয়
আমাকে সম্মোহিত করে নিয়ে চলে অজানা গন্তব্যে
স্বপ্নের জাহাজে চড়ে পাড়ি দেওয়া ...
অশান্ত সাগরের ভাসা এই আমি
ঢেউ এর পর ঢেউ স্রোতের প্রতিকূলে
এক দু:সাহসিক নাবিক ।

পথের দিশা হারিয়েছি সেই কবে!
শুধু শুন্যতায় ডুবে আঁধারে লোকচুরি খেলে যাই,
এখন আলোতে ফেরা দায়।
আমি এই কূল ঐকূল হারিয়ে;
উম্মাদ পথিক চলছি দিক বেদিক।
অসম আকুলতা শুধুই আমার কর্ণকুহরে বাজে ।

আমি আমাতে হারিয়ে যেতে চাই,
বিলীন হবো তোমাতেও
অবলীলা সুর লহরীর তানে
বিনিদ্র রাত হয় দীর্ঘ
শুন্যতায় এ কী দর্শণ!
আবার আলেয়ার খেলা।

বিমোহিত নয়নে তৃপ্ত হৃদয়
ভরা কলসের শীতল জলে স্নান করে
ঘুমটা পড়া সু নয়না চুপি দিয়ে যায়
সেই যুগল আঁখি -সমুদ্র সমেত
হারিয়ে ছিলাম দুই যুগ আগে।
কতবার হেরেছি ,বার বার জিতেছি
তোমাকে ভেবে
এখনো আমার বেলা কাটে।

মন্তব্য ৮৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
সাবার অস্তিত্বই একদিন বিলীন হবে।
হয়তো কারো স্বাদে, নয়তো কারো বিস্বাদে;
এই তো মোদের জীবন প্রবাহ ।

জীবন বোধের কবিতা পড়ে ভালো লাগলো . ভাই ।
শুভ কামনা রইলো,
ভালো থাকুন সবসময়.......

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: একেতো আপনি প্রথম মন্তব্য করলেন আর সুন্দর মন্তব্যর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন সেই প্রত্যাশা সবসময়ের।

২| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৯

ধ্রুবক আলো বলেছেন: ঢেউ এর পর ঢেউ স্রোতের প্রতিকূলে
এক দু:সাহসিক নাবিক ।
++

খুব সুন্দর কবিতা।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর মন্তব্য রেখে প্রীত করলেন। আপনাকে অনেক শুভেচ্ছা।

৩| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতাটি ভালো লাগলো।


ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন।

২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জনাব হেনা ভাই যে , সবাই লিখে আমিও তাই লিখলাম। কবিতা কি না জানি না। তবে আপনার ভাল লেগেছে জেনে অনেক খুশি হলাম গুরু। আপনাকে সহস্র সালাম।

৪| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গতরাতে আমার এত ঘুম পেয়েছিল তা বলার বাইরে। এই কবিতাটি একবার পড়েছিলাম, পরেরবার পড়তে পড়তেই ঘুমিয়ে গেছি হয়তো। এখন ঢোকে প্রথমেই সেভ পেজ দেখে মনে হলো গতরাত এটা পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছিলাম। মন্তব্য লেখার সময় হয়নি। ঘুম আমাকে অচেতন করে রাখে। দেরি হয়ে গেল ভাই। সুন্দর কবিতাটি পড়েও জানিয়ে যেতে পারিনি।

২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঘুম পেলে অনেক ভাল। অার সারাদিন এত খাটুনির পর রাতে ঘুম না পেলে কি যে কষ্ট লাগে। ঘুমাতে পেরেছেন জেনে ভাল লাগল। কবিরাতো নানান জামেলায় সময় হেতু করে ঘুমকে চালান করে তেপান্তরের মাঠে।

৫| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাই। অনেক ভালো লাগলো আপনার পীড়িত সময়ের ভাবনা।

শুভ সকাল ভাই।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গত দিন কাজ কম থাকায় , অাড্ডাতেও কাউকে পাইনা তাই ভাবলাম একটা পোস্ট লিখি। এমনিতে দিয়ে দিলাম। কবিতার জন্য বসিনি যে কবিতা লিখব। কেন না আমি তেমন কবি নয়। শুধুই মনের কিছু শব্দ কিবোর্ডের কি গুলোর সঞ্চালনায় আমার ব্লগ বাড়ির উঠানে ছড়িয়ে দেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি কবিতা করে পড়েছেন।

৬| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪০

মিঃ আতিক বলেছেন: কবিতা ভালো লাগলো।

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমি অনেক খুশি হয়েছি। ধন্যবাদ আপনাকে পাঠে মন্তব্য রেখে যাওয়ার জন্য।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫০

খায়রুল আহসান বলেছেন: তোমাকে ভেবে
এখনো আমার বেলা কাটে।
-- সমাপ্তিটা চমৎকার হয়েছে।

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার কাছে ভালো লেগেছে যেনে অনেক খুশি হয়েছে জনাব। আল্লাহ আপনাকে উত্তম যাযা দান করুন।

৮| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৩

সিনবাদ জাহাজি বলেছেন: সুন্দর কবিতা।

+++

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার সুন্দর মন্তব্যর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সবময়।

৯| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৬

উম্মে সায়মা বলেছেন: আমি আমাতে হারিয়ে যেতে চাই,
বিলীন হবো তোমাতেও
অবলীলা সুর লহরীর তানে
বিনিদ্র রাত হয় দীর্ঘ
শুন্যতায় এ কী দর্শণ!

খুব সুন্দর হয়েছে সুজন ভাই। শুভ কামনা।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর মনের মানুষগুলো সবকিছুই সুন্দর করে দেখেন তাই হয়তো বোন। তবে আপনার ভালো লেগেছে জেনে আমি আপ্লুত। এমনিতে আপনিও আমার ব্লগ উঠানে নতুন। কি দিব সমাদরে পিড়ি দিলাম বসেন। ভালো থাকবেন সেই কামনাই নিরন্তন।

১০| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, আপনি কিন্তু সুন্দর কবিতা লেখেন।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি সুন্দর মনে মানুষ তাই সুন্দর করে দেখেন। আবারো মন্তব্যর জন্য ধন্যবাদ। তবে আমি কবি ও কবির জাত ও না। আমাকে ফুলালে ও ফুলবো না। কবিতা পাঠক আমি। কবিতা পড়তে ভালো বাসি। কবিদের ভালো বাসি। তারি মাছে হাউস করে কিছু লিখা আর কি। যেমন গানের মঞ্চে শিল্পির গান শুনে শ্রুতা যেমন গুনগুনায়।

১১| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা, ফুলানো ভাববেন ভেবেই অল্প একটু বলে গেছি।

যাই ভাবেন, আপনার কবিতা সবসময় সুন্দর হয়। আপনি আলসেমি করে লেখেন না।
দোআ করবেন, আমিও যেনো আমনার মতো ভালো পাঠক হতে পারি।

২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বন্ধু হে, কবিতা কি ছেলের হাতের মুয়া চেটে খাব, সে তৃতীয় নয়নে দেখা ভুবন আর উর্বর মস্তিষ্কের চিন্তাদের লহরী, মনের আকুতি ও সমাজের দর্পণ ; এইতো কবিতা। আমি বালক খেলায় মজে প্রীড়িতের গান গাই। রহিমারে হারায়ে জীবন উদাসী বায়। এই হলো আমার শেষ।

আপনার মাঝে কবিতার ভবিষ্যত দেখতে পাচ্ছি, পাঠক ও বেশ। চিন্তারা আপনার অতি সজিব। লিখে যান। অবশ্যই কামিয়াবী হবেন।

১২| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দুই পর্ব।

কবিতা হলো শখের কাজ। বাস্তব হলে সর্বনাশ!
প্রেম খুব ভালো, কিন্তু বিচ্ছেদ বিরহের মত বদ দুনিয়াতে আর কিচ্ছু নেই।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গুরু একদম খাটি কথা কইছেন।
জীবন যে এই দুই এর মাঝা মাঝি দাড়িয়ে!!

১৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাস্তবিক হতে আসলে যথেষ্ট সময় লাগে। বুড়া হওয়ার পরেও আমার বাস্তবিক হতে চাই না। মনে ছাওয়াল হতে চায়।

আমরা মানুষ, মানুষ সবসময় সুখে থাকতে চায়।

:)

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুখ সেতো এক উড়াল পাখী কখনো মিলে কখনো না,
তাহলে কেন এই মৃগশাবকটির পিছু ছূটা!
আলেয়া বলে যখন কিছুই নেই তবে কেন আলেয়া নাম হল তার!

আবারো এসে অতি মূল্যবান লাইন দুইটি লিখে চেতন দেওয়ার জন্য ধন্যবাদ গুরু।

১৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই দুনিয়ায় সব চেয়ে সুন্দর কী?

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কারোর মুখের হাসি।
ভুল হলেও হতে পারে তবে আমার কাছে এর চেয়ে সুন্দর আর কিছু নেই।

১৫| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহা।

না, চোখ। চোখ না থাকলে কিচ্ছু দেখা যায় না। আর চোখ সৃষ্টি করেছেন আল্লাহ।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হাসিটি পরম সৃষ্টি। তাই। চোখ ও মূল্যবান তা স্বীকার করি। চোখ না থাকলে সুন্দর দেখা যাবে কি করে তবে অন্ধ লোকজনও দেখে নেয় পরম সুন্দর টুকু।

১৬| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, সুন্দর দেখতে হয়। (বলার কারণ, আমরা প্রেম প্রিয়াকে অনেক কিছু মনে করি, কিন্তু বাস্তবে আল্লাহ হলেন শেষ গন্তব্য। এতটুকু বঝুতে আমার অনেক সময় লাগে )

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আল্লাহকে আমরা দেখি না কিন্তু মানি যার হাতে আমার সুখ, দুখ যার হাতে আমার জীবন যিনি পরম পরক্রমাশালী। ক্ষনকালে তাঁর দেখা মিলবে না কিন্তু তার প্রেমে ধন্য হবে জীবন। তিঁনি ভাল বাসেন বলেই এই দরাতে বেঁচে আছি। ভালো বাসার ৯৯% তিঁনির কাছেই রেখে ১% দুনিয়াতে বিলায়ে অন্ধ করে দিয়েছেন মোহের সীল মেরে। আমরা অতি লোভি পরে আছি আলেয়ার পিছে।

১৭| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আলেয়াকে একবার দাওয়াত দিয়েছিলা, আমার বাসার সামনে এসে অন্য পথে চলে গিয়েছিল। আলেয়ার চোখে সমস্যা আছে।

(আপনি আসলে ভাবুক মানুষ)

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: উন্নত দেশ সেখানে চশমার ব্যবাস্থা নাই!
তবে বেল যেন মারেননি বেশ করেছেন চোখে দেখেন না হয়তো মাথায় পড়ে জ্ঞান হারাতে পারতো।

তাইনা গুরু। আল্লাহর কাছে একমাত্র মনোনিত দীন হল ইসলাম। আমি সেই ছায়াতলে বিশ্বাস আমার এপার -ওপার , বেহেশ্ত- দোযোখ। লক্ষ মহান যিনি তাঁরি কৃপা।
আল্লাহ আপনাকে উত্তম যাযা দিন। ভালো লাগল আপনার সাথে মন্তব্য প্রতি মন্তব্য। আামার এখানে এখন মাগরীবের আযান হবে। আমি নামাজে যাব ।

১৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়া কাম্য।

কোন দেশে আছেন?

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দোয়া অবশ্যয় করবো। আপনিও দোয়া করবেন।
সৌদি আরব।

১৯| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার মন কানেকানে বলেছিল, পরে ঘড়ির দিকে তাকিয়ে চিন্তায় পড়েছিলাম। আমার সময় এখন এক ঘণ্টা আগ বেড়ে দিন লম্বা হয়েছে।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি অনেক প্রাজ্ঞ ব্যাক্তি। সালাম গুরু জী।
আমি আপনাকে সম্মান করি।

২০| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি বিশ্বাস করি আপনি সম্মানিত ব্যক্তি।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভালো মানুষদের বিশ্বাস মন্ধ হয়না। আপনি অনেক সম্মানিত তাই।

২১| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একমাত্র আল্লাহ হলেন সম্মানের মালিক। এবং আমরা আল্লাহর ইবাদত করি।

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জী জনাব তারপরেও আমরা গুরুজনদের সম্মান করি।

২২| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, সালামের জবাব দিতে হয়।

আস্সালাম.

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওয়ালাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। ইহা হাদিস, আসসালামু গাবলাদ কালাম।

২৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়া করবেন।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আল্লাহি আতি আলআফি।

২৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি নিশ্চয় হুজুর?

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: না ভাই, আমি এক ক্লাসও হুজুরি পড়া পড়ি নি। তবে ১৭ বছর থেকে হুজুরের দেশেতো তাই শিখে গেছি কিছু। আর দোয়া গুলো এমন করে করলে নাকি ফজিলত বেশি।

২৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আলহামদুলিল্লাহ, আমি মনে মনে চিন্তায় পড়েছিলাম।
মাইল্লার পালরে আমি ডরাই :((


আমি সাধারণ মুসলমান।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশ বিতর্ক নেই , ফতোয়া নেই । আমি আমার তরে ধর্ম পালন করি। আমি স্রষ্টার সৃষ্ট তাই তার গুন গান স্বাধ্য মতো গাই। ভালো থাকবেন সবসময় , মহান রব আপনাকে ভালো রাখুন। অাপনার সাথে মন্তব্য প্রতি মন্তব্য যদি কোন ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন।

২৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি বোকার মত বকবক করি। ভুলে বিভ্রান্ত করলে ক্ষমা করবেন।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: না গুরু। ব্লগিংতো তাই যেমনটি আপনি করেন। একজন আরেকজনকে জানবো, মানবো এই তো পরমপরা। আপনার কাছে অনেক কিছু শিক্ষার আছে অগ্রজদের। আমি অনুজ, পথে যখন নেমেছি হাটতে হবে এই হাটা শিখানোর দাদিত্বতো আপনাদের মতো অগ্রজদের নিতে হবে। এতো বড় স্পর্দা আমার হয়নি গুরুদের অসম্মান করি।

২৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

ব্লগিং করে আমি লেখক হতে পেরেছি। দোয়া করবেন যেন সফল হই।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি প্রায়ই আপনার সাইটে যাই, বেশ কয়টা লিখা নামিয়েছি। পড়ছিও। আমার ভালো লাগে আপনার লিখা।আমি দোয়া করি আপনি সব পাঠক অন্তরে আপনার লিখার বিচ বপন করুন।

২৮| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা। আপনার মঙ্গল কামনা করি।
আত্যাভিমানী মজার বই।

আপনি এমন এক দেশে আছেন যে দেশে মক্কা এবং মদিনা।
দুনিয়া আখেরাতে আপনার মঙ্গল এবং সফলতা কামনা করি। আমার জন্যও দোয়া করবেন। আপনার দোয়ায় বিশেষ বরকত থাকবে।

ইয়া আল্লাহ আমাদের পাপ তাপ মাপ করে দাও, আমাদের মা বাবাকে ক্ষমা করো, দুনিয়াতে শান্তি প্রতিষ্টত করো। আমিন।

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার প্রতিও আমার শ্রদ্ধা সহ দোয়া থাকবে। আমি লিঙ্ক থেকে নামিয়ে ফেলেছি। পড়া শুরু করবো। আপনাকে তার জন্য ধন্যবাদ।
আমার জন্য দোয়া করবেন। আমিও করবো। অাল্লাহ আপনাকে দীনের প্রতি দৃঢ় রাখুক , আমাকেও ভাল মুসলমান হিসেবে যেন কবুল করেন দোয়া করবেন। আর সাহিত্য সেতো অামার অন্তর আত্নার খোরাক।

২৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি বিশ্বাস করি, আত্মা প্রশান্ত না হলে আমাদের মৃত্যু হবে না। আমাদের আত্ম শুধুমাত্র তখন প্রশান্ত হবে যখন আমরা আল্লাহকে খুশি করতে পারব। আমরা নিজেন অমঙ্গল করি। আল্লাহ আমাদের মঙ্গল করেন। আমি বিশ্বাস করি, আমাদের পাপের কারণ আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, কারণ আমরা আল্লাহকে সেজদা করি।

বই পড়ে মতামত দেবেন। ঝামেলা থাকলে ঠিকঠাক করব।

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার লিখা পড়তে ভাল লেগেছে, লিখাতে একটা মোহতা থাকে সামনে যেতে আগ্রহ বোধ হয়। সেই অনেক বছর থেকে পড়ি, পড়া অভ্যাস। কিছু কিছু লিখা আছে পড়তে এতো ভাল লাগে যেন গল্পের সাথে জড়িয়ে আছি। আমি তেমনি ফিল করি আপনার লিখা পড়তে গেলে। একেবারেই ভাড়িয়ে বলছিনা।

জি আমি আল্লাহতে বিশ্বাসী, আপনার সাথে একমত আল্লাহ আমাদের ক্ষমা করবেন। আমি প্রতি দিন পাঁচ বেলায় সেজদা করি ওয়াক্ত মাফিক। দোয়া করবেন চালিয়ে যেতে যেন পারি। দোয়াতে স্বরণ রাখবেন।

৩০| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চালি যাওয়া কোনো অপশন নয়। সেজদায় যেন আমাদের মৃত্যু হয় এই দোয়া করি। আমিন। আল্লাহ সর্বশক্তিমান, দুনিয়াকে ক্ষমা করলে কেউ কিচ্ছু বলবে না। ইয়া আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও, আমিন।

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওয়াগ, আল্লাহ গাফুর রাহিম। নিশ্চয় ক্ষমা করবেন তার প্রতিশুতি তিঁনি দিয়েছেন। আমরা আশা করি, এবং ওনার কথা মান্য করবো সেই প্রতিজ্ঞাতেই কালেমার পাঠ করেছি। আমিন। ও আনিল হামদুলিল্লাহ।

৩১| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা অনেক সুন্দর হয়েছে প্রিয় কবি।

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ফরিদ আহমদ চৌদুরী ভাই, আপনি অগ্রজ অাপনার বিচারে যদি ভালো হয় আমি ভাবতে পারি যে কিছু একটা হয়েছে। তবে অনুজ সর্বদায় অনুসরিত অগ্রজদের। আপনাদের দোয়া অনেক কাম্য। দোয়াতে স্বরণ রাখবেন।

৩২| ০৩ রা মে, ২০১৭ রাত ৩:০৪

চাঁদগাজী বলেছেন:


এতো উথাল পাথাল, তারপরও বাঁধন থেকে যায়? কবিতায় ভাব আছে

০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাধঁন আর যেই সেই না সেতো বিনে সুতোয় তাই। শুন্য যায়গা বলে কিছু নেই যেমন উথাল পাথালতো সাভাবিক। ধন্যবাদ পড়ে এতো সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য। অগ্রজরাই হলেন পথে দিশারী। ভালো থাকবেন সবসময়।

৩৩| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাই বুঝি আপুনি? আপনার কাছে ভালো লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম।

৩৪| ০৬ ই মে, ২০১৭ দুপুর ২:২৭

নীলপরি বলেছেন: বিমোহিত নয়নে তৃপ্ত হৃদয়
ভরা কলসের শীতল জলে স্নান করে
ঘুমটা পড়া সু নয়না চুপি দিয়ে যায়
সেই যুগল আঁখি -সমুদ্র সমেত
হারিয়ে ছিলাম দুই যুগ আগে।
কতবার হেরেছি ,বার বার জিতেছি
তোমাকে ভেবে
এখনো আমার বেলা কাটে।


দারুন লাগলো ।

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বোন আপনার মন্তব্যে আপ্লুত হলাম। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমার ব্লগ উঠানে এসে পড়ে যাওয়ার জন্য।

৩৫| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সালাম জানবেন।

আপনি কেমন আছেন?

০৮ ই মে, ২০১৭ রাত ১০:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওয়ালাইকুম আসসালাম। আমি ভাল আছি আপনি কেমন আছেন গুরু?

৩৬| ০৯ ই মে, ২০১৭ দুপুর ১২:৪২

জুন বলেছেন: অনেক ভালোলাগলো মাহমুদুর রহমান সুজন । বেশ অনেক দিন পর পর লিখেন তাই অনেক লেখাই মিস হয়ে যায় ।
সুন্দর কবিতায় প্লাস :)
+

০৯ ই মে, ২০১৭ রাত ৮:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জুন আপি, আমি আসলে এতো ভাল লিখিয়েন না তাই বেশি লিখতে পারিনা। তবে পড়ুয়া ভালো সবার লিখাই পড়ি। আপনি পড়েছেন তাতে আমি সত্যি অনুপ্রানিত হয়েছি। আপনি নামি ব্লগার আপনাদের দোয়া কাম্য।

৩৭| ১৩ ই মে, ২০১৭ রাত ৮:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন?

১৩ ই মে, ২০১৭ রাত ১১:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গুরু আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
ধন্যবাদ গুরু আমার খোঁজ নেওয়ার জন্য।

৩৮| ১৩ ই মে, ২০১৭ রাত ১১:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিও ভালো আছি ভাই।
দোয়ায় স্মরণ করবেন।

১৩ ই মে, ২০১৭ রাত ১১:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জি ভাই। আপনাকে ব্লগে দেখলে ভালো লাগে। এতো খুটিয়ে কেহ কিছু বলেন না আজকাল। সবাই কেমন যানি নিজের দিকে ঘুটে থাকে।

৩৯| ১৩ ই মে, ২০১৭ রাত ১১:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি বাগান শামুক হয়েছি। আস্তেধীরে হাঁটি। সব পাতায় পা রাখি না। আবডালে ‍থাকতে হয়।

কয়দিন আগে একজনে মাথায় বাড়ি মেরেছে। এখন আরও ভয় হয়।

১৪ ই মে, ২০১৭ রাত ১২:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কি বলেন ভাই! এমন কেন হয়েছেন। এই শামুকতো গাচ্ছা শামুক পানি মাটি গাছ সব যায়গায় থাকতে পারে।
কে সে এমন কাজটি করলো?
ভয় করবেন ভক্ত আছে।

৪০| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাগান শামুক অন্ধকারে থাকে।

সে আমার অনেক বড় ভক্ত ছিল। থাক, দোয়া করবেন ভাই।

১৪ ই মে, ২০১৭ রাত ১২:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ও তাই না কি? আমি মনে করেছিলাম গাচ্ছা শামুকের কথা বলছেন। এই বাগান শামুক মনে হয় কোন নীক?
দোয়া অবশ্যই করি ভাই। দোয়া করলে কেউ কি সাম্প্রদায়িক মনে করবে ?

৪১| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:৪৪

নাগরিক কবি বলেছেন: খুব সুন্দর হয়েছে। B-)

১৪ ই মে, ২০১৭ রাত ১:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি আমার লিখাটুকু পড়েছেন যেনে খুশি হলাম কবি। আল্লাহ আপনার মঙ্গল করুণ।

৪২| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়া করে দায়ি হলে অন্তত বেহেস্ত যাব। আপনার আমার নামে বলে আমরা এক বাড়ির মানুষ, এক থালে ভাত খাই। এখন কেউ সাম্প্রদায়িক আমরা কিচ্ছু করতে পারব না দোয়া করা ছাড়া।

সবার মঙ্গল হোক।

১৪ ই মে, ২০১৭ রাত ১২:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জি সত্যি ধরেছেন। কারোর দার-দারি আমরা নয়। আল্লাহ আমাদের রব। কেউ মানুক অার না মানুক আমরা তার প্রশংসা করতে কৃপণতা করবো না। খৃষ্টান যদি ধর্ম ভাবেসে গড না জপ করতে পারে, হিন্দু যদি রাম রাম করতে পারে আমরা মুসলামান কেন পারবোনা আল্লাহ না জপতে।

৪৩| ১৪ ই মে, ২০১৭ রাত ১:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাতাসের মালিক হলেন আল্লাহ এবং আমরা আল্লাহকে সেজদা করি। ইসলাম হলো শেষ ধর্ম। অন্যরা না মানলেও সত্য অসত্য হবে না।

১৪ ই মে, ২০১৭ রাত ১:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হক কথা। আল্লাহ আপনার মর্যাদা আরো উজ্জ্বল করুন।

৪৪| ১৯ শে মে, ২০১৭ রাত ১০:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:



অসাধারণ কবিতা

যেখানে চাঁদ আর তারারা থাকে
সীমাহীন দূরত্বে চমকিত আলোর বলয়
আমাকে সম্মোহিত করে নিয়ে চলে অজানা গন্তব্যে
স্বপ্নের জাহাজে চড়ে পাড়ি দেওয়া ...
অশান্ত সাগরের ভাসা এই আমি
ঢেউ এর পর ঢেউ স্রোতের প্রতিকূলে
এক দু:সাহসিক নাবিক ।


দু:সাহসিক নাবিক
ভয় নাই কান্ডারী হুসিয়ার
যে তুলিবে পাল সেই ধরিবে হাল
আছে যে নাবিকের হিম্মত :)
হেও হেও বলি দিব সাগর পাড়ি
দু:সাহসিক নাবিকের হাত ধরি ।

শুভেচ্ছা রইল


২০ শে মে, ২০১৭ রাত ১:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাইয়্যা আপনি আমার লিখা পড়েছেন , পড়ে ভাল বলেছেন এই আমার পরম পাওয়া। আসলে অামি তেমন লিখিয়েন না। আপনার সংস্পর্শে এসে একটু চেষ্টা করি। আমার প্রিয় ব্লগাররা যখন ভাল বলে তখন মুগ্ধ হই। আল্লাহ আপনাকে উন্নত জীবন ব্যাবস্থা দান করুণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.