নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা, “ফাঁসি”

১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৯




“ফাঁসি”
_____এম, আর, তালুকদার


সবাই বলে আমি দোষী
ক্রোধ দেখেও মুক্ত হাসি
তোমরা আমায় দেবে ফাঁসি !
এযে খুবই নষ্ণ্যি।

থাকবো আমি ন্যায়ের পথে
দোষ ধরবে শতে শতে
হাসি আমি গুহায় বসে
তোরা কেন উঠিস ফুঁসে ?

পাঁকা তোরা ফাঁসির রশি
স্বাক্ষী রইল রবি শশী
আমি আছি ন্যায়ের পথে
প্রভু আছেন আমার সাথে।

দেখা হবে ঐপাড়ে
যাসনে সেদিন পিছে সরে
বলবো সেদিনও সত্য কথা
জমবে যত মনের ব্যাথা।

গলেতে ফাঁসির রশি
যত পার দে কশি
হাসবো আমি মুক্তির হাসি
দেখবি তোরা সামনে বসি ।





#বিদ্রোহী কাব্য #লেখা সমাপ্তি তারিখ ও সময়ঃ ২৫ পৌষ ১৪২৩ বঙ্গাব্দ, ০৮ জানুয়ারি ২০১৭ খিষ্টাব্দ, সকাল ৮:৪৫ মিনিট।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৮

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ এম আর তালুকদার সুন্দর কবিতার জন্য। আমি খুব কবিতার ভক্ত। আপনার কবিতাটি পড়ে খুব ভাল লাগল। আমি নিজেও মাঝে মাঝে কবিতা লিখতে চেষ্টা করি। হয় কিনা জানি না। এখানে কবিতার খুব একটা কদর বা পাঠক নেই। তবে আপনি আপনার লেখা চালিয়ে যান। শুভ কামনা রইল আপনার জন্য।

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৪

এম আর তালুকদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আমার প্রতিটা পোষ্টে আপনার গঠনমূলক মন্তব্য আশা করছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.