নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণা (পর্ব - ০১)

১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৬




জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণা (অনুচ্ছেদ ০১ - ১০)


১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক সার্বজনীন মানবাধিকার ঘোষণা।এই ঘোষণা প্রণয়নকে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করা যেতে পারে। এই ঘোষনা একটি মুখবন্ধ ও ত্রিশটি অনুচ্ছেদ রয়েছে।

অনুচ্ছেদ-১ঃ

বন্ধনহীন অবস্থায় এবং সম-মর্যাদা ও অধিকারাদি নিয়ে সকল মানুষই জন্ম গ্রহণ করে। বুদ্ধি ও বিবেক তাকে অর্পণ করা হয়েছে। এবং ভ্রাতৃত্বসূলভ মনোভাব নিয়ে তাদের একে অন্যের প্রতি আচরণ করা উচিত।


অনুচ্ছেদ-২ঃ

যে কোন প্রকার প্রার্থক্য যথাজাতি, গোত্র, বর্ণ, নারী-পুরুষ, ভাষা, ধর্ম, রাজনৈতিক বা অন্য মতবাদ, জাতীয় বা সামাজিক উৎপত্তি, সম্পত্তি, জন্ম বা অন্য মর্যাদা নির্বিশেষ প্রত্যেকই ঘোষণা পত্রে উল্লেখিত সকল অধিকার স্বাধিকারে স্বত্ববান। অধিকন্ত কোন ব্যক্তি যে দেশ বা অঞ্চলের অধিবাসী, তা স্বাধীন, অধিভূক্ত এলাকা, অস্বায়ত্তশাসিত অথবা অন্য যে কোন প্রকার সীমিত সার্বভৌমত্বের মধ্যে থাকুক না কেন, তার রাজনৈতিক, সীমানাগত ও আন্তর্জাতিক মর্যাদার ভিত্তিতে কোন পার্থক্য করা চলবে না।


অনুচ্ছেদ-৩ঃ
প্রত্যেকরই জীবন ধারণা, স্বাধীনতা ও ব্যক্তি নিরাপত্তা অধিকার রয়েছে।


অনুচ্ছেদ-৪ঃ

কাউকে দাস হিসাবে বা দাসেত্ব রাখা চলবে না, সকল প্রকার দাস-প্রথা ও দাস-ব্যবসা নিষিদ্ধ থাকবে।


অনুচ্ছেদ-৫ঃ

কাউকে নির্যাতন অথবা নিষ্ঠুর, অমানুষিক অথবা অবমাননাকর আচরণ অথবা শান্তি ভোগে বাধ্য করা চলবে না।


অনুচ্ছেদ-৬ঃ

আইনের সমক্ষে প্রত্যেকরই সর্বত্র ব্যক্তি হিসেবে স্বীকৃতি লাভের অধিকার রয়েছে।


অনুচ্ছেদ-৭ঃ

আইনের কাছে সকলেই সমান এবং কোনরূপ বৈষম্য ব্যতিরেকে সকলেরই আইনের দারা সমভাবে রক্ষিত হওয়ার অধিকার রয়েছে। এ ঘোষণাপত্র লঙ্গনকারী কোনরূপ বৈষম্য বা এ ধরনের বৈষম্যের কোন উস্কানির বিরুদ্ধে সমভাবে রক্ষিত হওয়ার অধিকার সকলেরই আছে।


অনুচ্ছেদ-৮ঃ

যে কার্যাদির ফলে শাসনতন্ত্র বা আইন কর্তৃক প্রদত্ত মৌল অধিকারসমূহ লঙ্ঘিত হয় সে সবের জন্য উপযুক্ত জাতীয় বিচার আদালতের মারফত কার্যকর প্রতিকার লাভের অধিকার প্রত্যেকেরই রয়েছে।


অনুচ্ছেদ-৯ঃ

কাউকে খেয়াল খুশীমত গ্রেফতার, আটক বা নির্বাসন করা যাবে না।


অনুচ্ছেদ-১০ঃ

প্রত্যেকরই তার অধিকার ও দায়িত্বসমূহ এবং তার বিরুদ্ধে আনীত যে কোন ফৌজদারী অভিযোগ নিরূপনের জন্য পূর্ণ সমতার ভিত্তিতে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার আদালতের ন্যায্যভাবে ও প্রকাশ্যে শুনানি লাভের অধিকার রয়েছে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৯

ময়না বঙ্গাল বলেছেন: সো মানবিক ঘোষণা তবে বাস্তবায়নের জোরালো পদক্ষেপ চাই ।

১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩১

এম আর তালুকদার বলেছেন: সকলের ঐক্যবদ্ধ চেষ্টাই পারে এই ঘোষণার বাস্তবায়ন। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি।

২| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১০

ভ্রমরের ডানা বলেছেন:



কাগজের কথা বাস্তবে প্রতিফলিত হোক...

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯

এম আর তালুকদার বলেছেন: সকলের ঐক্যবদ্ধ চেষ্টাই পারে এই ঘোষণার বাস্তবায়ন। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি।

৩| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৮

টারজান০০০০৭ বলেছেন: কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নাই !

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯

এম আর তালুকদার বলেছেন: সকলের ঐক্যবদ্ধ চেষ্টাই পারে এই ঘোষণার বাস্তবায়ন। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । সকলের সমন্বিত প্রচেষ্টায় এটা যথাযথভাবে অনুসরণ ও বাস্তবায়ন প্রয়োজন ।

শুভেচ্ছা রইল ।

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩৬

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ ।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ঘোষণাগুলো কি আপডেট হয়?

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৭

এম আর তালুকদার বলেছেন: এখন পর্যন্ত এগুলো আপডেট হয়নি । তবে অন্যভাবে আরো অনেক আইন প্রনয়ণ হয়েছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.