নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা, "অসুস্থ গণতন্ত্র"

১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৯



"অসুস্থ গণতন্ত্র"
____ এম, আর, তালুকদার

একোন দেশে করছি বাস!
কথা বললে গলায় ফাঁস,
এম.পি, মন্ত্রীরা ভগবান
দেশের মালিক নাকি জনগণ!

প্রজাতন্ত্রের চাকর সাজে প্রভু
জনগণ সেবা পায়না কভু,
চাকরের দাবি লাল গালিচা
অফিস বাসায় ফুল বাগিচা।

ভোট লুটে এম.পি হও
জনতার কথা ভুলে যাও,
চাকর হয়েও সাহেব ওরা
জনতার দুর্ভোগ বাড়ায় তারা।

টাকার বিনিময় দিচ্ছে নিয়োগ
অভিযোগের নেইকো সুযোগ,
মেধাবীরা হচ্ছে বিয়োগ
কথা বললেই শাস্তি ভোগ।

যাদের রাজস্বে রাজকোষ পূর্ণ
যাদের লাগি উন্নয়ন
তাদের জন্য সেবা সংকীর্ণ
তারাই সাধারণ জনগণ।

বললে কথা ছুড়ছে গুলি
থামিয়ে দেয় মুখের বুলি,
কার কাছে করবো নালিশ
বৈধ সন্ত্রাস দেশের পুলিশ।

জনগণ যেন ভাঙাকূলা!
এম.পি, মন্ত্রীর বাড়ায় জ্বালা,
উপরি ছাড়া ফাইল চলেনা
চাকর সাহেব সই করেনা।

এ কেমন সোনার বাংলা দেখি!
আর কি আছে দেখার বাকি!
আমজনতার গলায় ফাঁস
গণতন্ত্র এখন জিন্দা লাশ।





#কাব্য #লেখা সমাপ্তি তারিখ ও সময়ঃ ০৮ শ্রাবন ১৪২৪ বঙ্গাব্দ, ২৩ জুলাই ২০১৭ খ্রিষ্টাব্দ, সন্ধ্যা ০৭:৪৫ মিনিট।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৫

ময়না বঙ্গাল বলেছেন: ছড়াতে সমাজ রাজনীতির দারুন প্রতিচ্ছবি ফুটিয়েছেন ভাই ।

১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৯

এম আর তালুকদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৫

ভুয়া মফিজ বলেছেন: দারুন ছড়া ভাই। তবে আমাদের অসুস্থ গণতন্ত্র এখন কোমাতে চলে গেছে, সেটা নিয়ে আরেকটা লিখুন...... :)

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৭

এম আর তালুকদার বলেছেন: কোমায় আছে গণতন্ত্র
দেখার কেউ নাই
বাকশাল জেগে উঠেছে
মোদের বাঁচাও সাই।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪০

ভুয়া মফিজ বলেছেন: মোদের বাঁচাও সাই কোন সাই, স্বতুসাই.... :) ? ছড়া ভালো লাগলো!

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২৬

এম আর তালুকদার বলেছেন: না ভুয়া সাহেব, যিনি সকল ক্ষমতার মালিক তার কাছে সাহায্য চাইছি। তবে স্বতুসাইকে নিয়ে যে হারে আলোচনা সমালোচনা হচ্ছে তাতে তার পরিচিতির বিস্তার ঘটিতেছে বলেই মনে করি। ধন্যবাদ।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৪

মামদুদুর রহমান বলেছেন: জি ভাল লাগলো

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৭

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৫| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কাব্যে সমসাময়িক বিষয়
তুলে ধরার জন্য ধন্যবাদ।
শুভ কামনা আপনার জন্য।

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪২

প্রবাসী দেশী বলেছেন: ছড়া ভালো লাগলো ! শুভ কামনা আপনার জন্য।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৫

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

নূর ইমাম শেখ বাবু বলেছেন: মুগ্ধতা একরাশ!
ভাল থাকুন।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

এম আর তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.