নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা, "কাব্যের মাঝে"

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫১



"কাব্যের মাঝে"
____এম, আর, তালুকদার


কবির কথা কাব্যে লেখা
মনের অশ্রু যায়না দেখা,
বুঝে নিও অনুভবে
নীলের মাঝে আমায় পাবে।

খুঁজবে আমায় নীল আকাশে!
কালো মেঘ আসবে ভেসে,
দৃষ্টি তোমার ঘোলা হবে
আমায় খোঁজা বৃথা যাবে।

খুঁজতে গেলে নীল সাগরে
ডুবে যাবে অথৈই জলে,
খুঁজে নেবে নীল গোলাপে!
কাঁটা বিঁধলে ব্যাথা পাবে।

নীল অনুভূতিতে কাব্য লিখি
সুখেদের ছবি আঁকি,
সুখ আমায় দেয় ফাঁকি
কাব্যের মাঝেই লুকিয়ে থাকি।







#কাব্য#লেখা সমাপ্তির তারিখ ও সময়ঃ ০২ শ্রাবন ১৪২৪ বঙ্গাব্দ ১৭ জুলাই ২০১৭ খ্রিষ্টাব্দ রাত ০৯:৪১ মিনিট।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার কবিত।

০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

২| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।

০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.