নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি

০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৯




গত ০৬ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত হাসপাতালে ছিলাম আমার বড় বোনকে নিয়ে। আমার “দিদি” কবিতার এই সেই দিদি। গত দশ বছর আগে পঙ্গু হাসপাতালে তার ডান পায়ে গার্ডস্টোন করা হয় অতঃপর ১০ বছর পর ১৭ ডিসেম্বর ২০১৭ বাংলাদেশে এই প্রথম গার্ডস্টোন থেকে টোটাল হিপ অপারেশন করা হল। অপারেশন করেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর (অর্থো সার্জারি) ডাক্তার এস, এম, আমির হোসেন। বাংলাদেশ অর্থো সার্জারি এখন অনেক এগিয়েছে । অনেকের ভুল ধারনা ভারতে অনেক ভাল চিকিৎসা আছে অর্থো সার্জারিতে কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশ অনেক এগিয়ে। এখন আমার বোন আল্লাহ্‌র রহমতে ভাল আছে। আপনারা সবাই দোয়া করবেন। ব্যস্ততার কারনে দেরীতে হলেও অপারেশনের সময়ের কিছু খন্ড চিত্র প্রকাশ করলাম।



















মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


সবকিছু দেখে ভয় লাগছে; আপনার বোন সুস্হ থাকুক, এই আশা রলো।

০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

২| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: ওরে বাবা দেখলেই বুকটা ছ্যাত করে উঠে।

০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪০

এম আর তালুকদার বলেছেন: ছ্যাত করে উঠার মতই, অনুভব করে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৩| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৯

কানিজ রিনা বলেছেন: চিকিৎসায় বাংলাদেশ অনেক অনেক এগিয়ে
গেছে। ধন্যবাদ।

০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৪

এম আর তালুকদার বলেছেন: আমার ঘনিষ্ট এক আত্মীয়ের একই রোগ তিনি ভারত গিয়েছিলেন। ভারত থেকে এসে এখন তিনিও এই ডাক্তারের মাধ্যমেই সার্জারি করাবেন। এই মাসেই তার অপারেশন, সবাই তার জন্য দোয়া করবেন।

৪| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪২

আকিব হাসান জাভেদ বলেছেন: ভয়ংকর । তার পরে ও আমার অপারেশন করাতে হবে। লেখক দয়া করে ড. এস এম আমির হোসেন এর বিস্তারিত তথ্য দিতে পারবেন। কৃতজ্ঞ থাকিবো।

০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৬

এম আর তালুকদার বলেছেন: অবশ্যই আমি আপনাকে তথ্য দিয়ে সহায়তা করতে চাই কারন আমি জানি এটা কতটা কষ্টের।বড় বোনের চিকিৎসার পরে গতকাল ডাক্তার সাহেবের কাছে গিয়েছিলাম নিজের চিকিৎসা জন্য।

৫| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৩

আকিব হাসান জাভেদ বলেছেন: উনার ভিজিটিং কার্ড থাকলে পাঠিয়ে দিন না দাদা। এই উপকার টা হয়তো পেতে পারি নিশ্চয়।

০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩১

এম আর তালুকদার বলেছেন:

৬| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৮

আকিব হাসান জাভেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ । অনকে দিন ধরে ল্যাগামেন্টের যন্ত্রনায় আছি। কোন এক আকস্মিক র্দূঘটনার কারণে ল্যাগামেন্ট ছিড়ে গেছে । তাও ৫ বছর হয়ে গেছে । এখন আস্তে আস্তে অবস্থার অবনতি । অনেক ডাক্তার দেখিয়েছি সবাই বলে অপারেশন লাগবে। তাও ভারতে আমাদের দেশে নয়। দেখি শেষ ডাক্তার কি বলে । আমাদের দেশে যদি ভালো চিকিৎসা হয় তবে ভারত কেনো। ধন্যবাদ আবারও দাাদ । আপনার সু সেবা মনে থাকবে। ভালো থাকবেন।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

এম আর তালুকদার বলেছেন: আপনি সুস্থ হোন এই কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.