নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা, "ধৈর্য ধর"

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ২:২২



"ধৈর্য ধর"
___এম, আর, তালুকদার



সবাই তোমায় দিচ্ছে গালি
শরীর তোমার যাচ্ছে জ্বলি,
রাখবে না প্রাণ, যাবে চলি!
ধৈর্য ধর আমি বলি।

মুছা হয়েছিল রাজ্য ছাড়া
ঈসাকে করেছিল সবাই তাড়া,
মুহাম্মদ আঘাত সহ্য করে
তবুও ছিল ধৈর্য ধরে।

আইনস্টাইনকে মূর্খ বলে
তার সূত্রই খাচ্ছে গিলে,
ভৃত্য নিউটন তত্ত্ব দিলে
মহাকর্ষের সূত্র মেলে।

সমাজ সংস্কার করতে গেলে
রাষ্ট্রদ্রোহিতার শাস্তি মেলে,
সক্রেটিস মরলো হেমলক গিলে
চিন্তার রেখা কেন তোমার ভালে?

আসছে সুদিন, বুঝবে ওরা
আজকে তোমায় কাঁদায় যারা,
তুমিই হবে সবার সেরা
জ্ঞানে মানে বিশ্বজোড়া।



#কাব্য#লেখার তারিখ ও সময়ঃ ১৬ মে ২০১৫ সকাল -৪:৩০মিনিট।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:১৯

কাওসার চৌধুরী বলেছেন:


খুব সুন্দর একটা কবিতা। আমরা জ্ঞাননীদের মর্যাদা দিতে জানি না। মরার পরে তাদের মরণোত্তর পুরষ্কার দেই। কিন্তু জীবিত থাকতে জুতার মালা পরাই। তবে বাংলাদের ক্ষেত্রে তা শতভাগ সঠিক। এখানে আমরা জ্ঞানীদের মূর্খ, নাস্তিক আর সুদখোর বলি কিন্তু মূর্খদের কথা গিলে খাই। আবাল দেশের আবাল নাগরিক উদ্ভট এক জাতি আমরা।

আপনার জন্য শুভ কামনা রইলো। আমার ব্লগে স্বাগতম।

০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৬

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ। আপনার নিকে আপনার অগোচরে অনেকবার ঘুরেছি।

২| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৪

মৌরি হক দোলা বলেছেন: আইনস্টাইনকে মূর্খ বলে
তার সূত্রই খাচ্ছে গিলে,
ভৃত্য নিউটন তত্ত্ব দিলে
মহাকর্ষের সূত্র মেলে।


সুন্দর কবিতা....খুব ভালো লাগল।

০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৭

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:০০

এম আর তালুকদার বলেছেন: আমার প্রায় পোষ্টেই আপনার মন্তব্য আছে তাই আপনার মন্তব্য না পেলে খালি খালি লাগে। ধন্যবাদ।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৩

ফ্রিটক বলেছেন: ভালই লেখেছেন।

০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:০৯

এম আর তালুকদার বলেছেন: লেখার চেষ্টা করেছি। ধন্যবাদ।

৫| ০৯ ই মে, ২০১৮ সকাল ১১:৫৯

আহমেদ জী এস বলেছেন: এম আর তালুকদার ,




বেশ ছন্দবদ্ধ ছড়া কবিতা । বক্তব্যও প্রাঞ্জল ।
সম্ভবত আয়াতটি এই -- ইন্নাল্লাহা মা'আস সাবেরীন !

০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:০১

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.