নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

ফিরে এলাম।

০৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৮



কারার ঐ লৌহ কপাট
ভেঙে ফেল কররে লোপাট
শিকল পূজার পাষাণ বেদী...

বিরোধী মত পোষণ করায় ৫৭ ধারায় তৈরিকৃত মিথ্যা মামলা, করের টাকায় বেতনভুক্ত প্রজার হামলা, সরকারের কেরানীগঞ্জের কেন্দ্রীয় মেহমানখানা ভ্রমন শেষে আবার ফিরে এলাম। সরকারের কেরানীগঞ্জের কেন্দ্রীয় মেহমানখানার অভিজ্ঞতা ভাগ করার ইচ্ছা আছে কিন্তু আজ তা বলছি না । তবে সবাই সাবধান, সরকারের কেরানীগঞ্জের কেন্দ্রীয় মেহমানখানায় দাদাদের 'র' ও ইস্কন এর উপস্থিতি স্পষ্ট বিদ্যবান। তাই যারা বিরোধী মত পোষণ করার কারনে অতিথি হিসেবে সরকারের কেরানীগঞ্জের কেন্দ্রীয় মেহমানখানায় যাওয়ার সম্ভবনা আছে তারা মেহমানখানায় একটু সাবধান থাকবেন নয়তো অত্যাচারের স্বীকার হতে পারেন। সবাই ভালো থাকবেন।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:৫১

মজলুম বাংলাদেশী বলেছেন: কি বলেন?? একবার জেল খাটার খায়েশ ছিলো..

০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০১

এম আর তালুকদার বলেছেন: চলে যান, দেরি করছেন কেন? দেশের কথা বলুন, জনতার কথা বলুন, গনতন্ত্রের কথা বলুন, দূর্নীতির বিরুদ্ধে কথা বলুন অবৈধ ভোটবিহীন সরকারের অত্যাচারের বিরুদ্ধে কথা বলুন তাহলে দেখবেন ঘুরতে যেতে খুব বেশি সময় লাগবে না।

২| ০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: বোবা হয়ে থাকতে হবে।

০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৪৪

এম আর তালুকদার বলেছেন: দেখা যাবেনা, শোনা যাবেনা
বলা যাবেনা কথা,
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়েও
পেলাম না স্বাভাবিক মৃত্যুর স্বাধীনতা

৩| ০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


পরিস্কার করে লিখুন।

০৬ ই মার্চ, ২০২১ রাত ৮:০৪

এম আর তালুকদার বলেছেন: যেখানে বাকস্বাধীনতা নেই, সেখানে পরিষ্কার করে লেখার দুঃসাহস দেখিয়েও আৎকে উঠি। তবুও লিখবো একটু অপেক্ষা করেন, আলো আসবে সব কিছু পরিষ্কার হয়ে যাবে।

৪| ০৬ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

ভুয়া মফিজ বলেছেন: ওয়েলকাম ব্যাক! যন্তর-মন্তর ঘরের বিস্তারিত জানার অপেক্ষায়...............!! B-)

০৬ ই মার্চ, ২০২১ রাত ৮:০৫

এম আর তালুকদার বলেছেন: একটু অপেক্ষা করেন সবই বলবো।

৫| ০৬ ই মার্চ, ২০২১ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:



আপনি যা যা বলতে চান, এগুলোর জন্য কি স্বাধীনতা (বাক স্বাধীনতা ) খুবই দরকারী? আপনি শেরে বাংলা, মওলানা ভাসানীর মতো কিছু বলেন, নাকি জাসদের ইনু, কিংবা বিএনপি'র রিজভী সাহেবের লেভেলের কিছু বলেন?

০৬ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৯

এম আর তালুকদার বলেছেন: বাংলায় একটা কথা আছে, আহাম্মককে কঁচু দিলে সে চিংড়ি মাছটাও সাথে চায় যাতে কঁচু সুস্বাদু করে হজম করতে পারে। আপনি বীর মুক্তিযোদ্ধা, বাংলার বীর সন্তান তাই আশা করি বাংলাদেশের মানুষের কষ্ট একটু হলেও আপনাকে কাঁদাবে।

৬| ০৬ ই মার্চ, ২০২১ রাত ৮:৫০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশে কারারক্ষীগুলোও কি খুব ইনএফিসিয়েন্ট হয়ে পড়েছে যে এই সেক্টরকে আউটসোর্সিং করতে হচ্ছে ?

০৬ ই মার্চ, ২০২১ রাত ৯:৫০

এম আর তালুকদার বলেছেন: একবার গিয়ে দেখুন সেখানে কি হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইন ও স্বৈরাচারের নির্যাতনের শিকার হতে হবে তাই কথাগুলো একটু সময় নিয়ে বলার অপেক্ষা করছি মাত্র।

৭| ০৬ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ভাইরে, লম্পট লুচ্চা আলহাজ লেজেহোমো এরশাদের সময় দেশি ভাইদের হাতে যেভাবে ধোলাই মাড়াই হয়েছি যার ক্ষত এখনো শরীরে দৃশ্যমান ! এখন আর এই বয়সে আপনার শশুর বাড়িতে গিয়ে আপনার দাদাদের হাতে ধোলাই হওয়ার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই।

০৬ ই মার্চ, ২০২১ রাত ১০:০৫

এম আর তালুকদার বলেছেন: স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা যেমন কঠিন তেমনি গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা আরও বেশি কঠিন বলে মনে হচ্ছে। আপনি লড়েছেন, আমরা লড়ছি হয়তো একদিন এই স্বাধীন দেশের মানুষ ফিরে পাবে গনতান্ত্রিক অধিকার, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার।

৮| ০৬ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৮

নেওয়াজ আলি বলেছেন: যে দেশে বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে সেখানে বিবেকের গলায় জল্লাদের ফাঁস থাকাই-তো স্বাভাবিক । নিরব নিরহ জীবন বাঁচার উপায়

০৬ ই মার্চ, ২০২১ রাত ১০:০৮

এম আর তালুকদার বলেছেন: .
এ কোন দেশে করছি বাস
কথা বললেই গলায় ফাঁস
গনতন্ত্র আজ জ্যান্ত লাশ।

৯| ০৭ ই মার্চ, ২০২১ সকাল ৯:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: স্বাগতম।

০৭ ই মার্চ, ২০২১ রাত ১০:৩৩

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

১০| ০৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম কে কি মন্তব্য করেছেন সেটা দেখতে।

০৭ ই মার্চ, ২০২১ রাত ১০:৩৪

এম আর তালুকদার বলেছেন: এসেছেন, দেখেছেন, বলেছেন তাই ধন্যবাদ।

১১| ০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:০২

মেহেদি_হাসান. বলেছেন: বিস্তারিত পোস্ট দিন

০৭ ই মার্চ, ২০২১ রাত ১০:৩৮

এম আর তালুকদার বলেছেন: আমার চোখে যে সকল বিষয় ধরা পড়েছে তার সবকিছু গুছিয়ে লিখে প্রকাশ করতে একটু সময় নিচ্ছি তবে শীঘ্রই বিস্তারিত লিখবো। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.