নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা "উপকারীকে বাঘে খায়"

০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৪:২২



"উপকারীকে বাঘে খায়"
____________এম, আর, তালুকদার

ব্যাঘ্র মামা তুমি কেন
শুয়ে আছো পাঁকে,
তুমি তো বনের মাথা
ওখানে কেউ থাকে?

ব্যাঘ্র মামা গর্জন করে
বললো ডেকে আমায়,
কখন কোথায় থাকবো আমি
বলতে হবে তোমায়?

লক্ষী মামা রাগ করেনা
আটকে গেছো পাঁকে !
আমি ছাড়া দুঃখের কথা
বলবে আর কাকে।

ব্যাঘ্র বলে তোল এবার
বুঝেই যখন গেছো,
কে এখন তুলবে আমায়
তুইই শুধু আছো।

মামা তুমি স্বার্থপর
উপকার ভুলে যাও
বিপদ থেকে মুক্ত হয়ে
আমায় যদি খাও?

ব্যাঘ্র বলে সবই গুজব,
অভয় দিলাম তোকে,
কথা দিলাম মুক্ত হয়ে
রাখবো তোকে বুকে।

মামা এবার মুক্ত হয়ে
গর্জন দিয়ে বলে,
অনেক কথা শুনিয়েছো
এবার খাবো গিলে।

কোন উপায় না পেয়ে
করি হায়! হায়!
এখন বুঝি উপকারীকেই
বাঘে গিলে খায়।


#কাব্য#লেখার তারিখ ও সময়ঃ ৩ জুলাই রাত ৩:৩৪ মিনিট। নারায়নগঞ্জ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৪:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার ছড়া
উপকারীকে বাঘে
খায় বলে কেউ সহজে
আর কাউকে উপকার করতে
চায়না!

০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৬

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

২| ০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৪:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: উপর করতে হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজের ম্যান্টল পিসের জন্য। প্রতিদান আশা করে উপকার ঠিক না।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৯

এম আর তালুকদার বলেছেন: কবিতায় কোথাও উপকারের প্রতিদান পাওয়ার আশা করা হয়নি। কবিতা পড়ে ভাব অর্থ বোঝার অনুরোধ রইলো।

৩| ০৪ ঠা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৮

রাজীব নুর বলেছেন: বাহ!!

০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪০

এম আর তালুকদার বলেছেন:

৪| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ৮:১০

দ্বীপ ১৭৯২ বলেছেন: সুন্দর

০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪১

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.