নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

জলবায়ু পরিবর্তনে শুধু বাংলাদেশ নয় ক্ষতিগ্রস্থ হচ্ছে পৃথিবী

০৩ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৮



বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে জলবায়ু পরিবর্তন ব্যাপকভাবে প্রভাব ফেলছে। ঘন ঘন দুর্যোগের সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সংকটকে আরও ঘনীভুত করছে, পানির লবণাক্ততাও একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত গরমও জলবায়ু পরিবর্তনের আরেক ধরনের প্রভাব। প্রতি পাঁচ বছরে একবার খরার কারণে বিপদে পড়ে বাংলাদেশের মানুষ, এক্ষেত্রে দেশের উত্তরপশ্চিমাঞ্চলের বাসিন্দারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।১৬ কোটি মানুষের দেশ বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। এখানকার জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ শিশু, লোকালয়ের শিশুদের ঝুঁকি বড়দের চেয়ে বেশি। গরম ও অন্যান্য জলবায়ু সংক্রান্ত সমস্যার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বড়দের তুলনায় তাদের কম। রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় তাদের ডায়রিয়া ও অন্যান্য প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। পুষ্টিহীনতায় ভোগারও ঝুঁকি থাকে এসব শিশুদের। দুর্যোগে স্কুল, সামাজিক প্রতিষ্ঠান ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়।ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বাংলাদেশের উপকূলীয় এলাকায় খুবই সাধারণ ঘটনা। বাংলাদেশের মোট জনসংখ্যার ২৫ শতাংশের বসবাসের এই এলাকাগুলো ওই সব প্রাকৃতিক দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জলবায়ু পরিবর্তন ছাড়াও নদী বিধৌত ব-দ্বীপ বাংলাদেশ আরও প্রাকৃতিক সংকটের মুখোমুখি হয়। উষ্ণায়নের ফলে হিমালয়ের হিমবাহ গলতে থাকায় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্রাণঘাতী দুর্যোগ ঝুঁকি আরও বাড়ছে। অনেক সময় বন্যার কারণে নদী ভাঙন হয়। আবার নদী ভেঙেও লোকালয় প্লাবিত হয়। এর ফলশ্রুতিতে প্রাণহানি, জমি ও সম্পদ বিনষ্ট এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়। বন্যা, ঘুর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, নদী ভাঙন, জলাবদ্ধতা ও পানি বৃদ্ধি এবং মাটির লবণাক্ততাকে প্রধান প্রাকৃতিক বিপদ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ সরকার।

কার্বন নিঃসরণে শীর্ষ দেশ ২০২১ পরিসংখ্যান

জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত কার্বন-ডাই-অক্সাইড জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কার্বন নিঃসরণ বেড়েছে। জলবায়ু নিয়ে গবেষণা করা নরওয়ে ভিত্তিক ইন্সটিটিউট সিসোরো এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ১১ নভেম্বর ২০২২ জলবায়ু সম্মেলন কপ-২৭-এ প্রতিবেদনের ফলাফলটি প্রকাশ করেছে নরওয়ে ভিত্তিক ইন্সটিটিউটটি। প্রতিবেদনে সিসোরো জানায়, করোনা মহামারির পর অর্থনৈতিক পুনরুদ্ধার ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জন্য কয়লা, গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

২০২২ এর কিছু সংবাদ
ব্রিটেনের সমান যে অতিকায় হিমবাহটি ভেঙ্গে পড়ার উপক্রম হচ্ছে

সাইক্লোন বোমায় বিপর্যস্ত উত্তর আমেরিকা, লাখ লাখ মানুষের ঘরে বিদ্যুৎ নেই

ডিসেম্বর মাস এলেও শীতের দেখা নেই, শীত কবে পড়বে?

ভিডিও,দাবদাহে জ্বলছে ইউরোপ, কৃষিজমি পুড়ে ছাই

তাপদাহে পুড়ছে ব্রিটেন, তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়ে এ পর্যন্ত ৬২ জনের মৃত্যু

সিলেট-সুনামগঞ্জে বন্যার ভয়াবহতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা

পাকিস্তানে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

বাংলাদেশে এবছরের বর্ষায় ৪০ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত

বর্ষাকালে নেই বৃষ্টির দেখা, তীব্র গরম কমবে কবে?

সমুদ্রের বদলে যাওয়া আচরণে জীবিকা নিয়ে সংকটে জেলেরা

ভরা গ্রীষ্মে বিভিন্ন অঞ্চল কেন কুয়াশাচ্ছন্ন হয়ে থাকছে?

বিধ্বংসী টাইফুন আঘাত হানতে শুরু করেছে জাপানের দক্ষিণে

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৬

সোনাগাজী বলেছেন:


সমাধান কি?

০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

এম আর তালুকদার বলেছেন: আগে বলেন আপনি কেমন আছেন ?
এই বিষয়ে যেহেতু লেখা শুরু করছি সেহেতু আগে সমস্যাগুলো তুলে ধরছি এবং আপনাদের মূল্যবান তথ্যমুলক মন্তব্য কামনা করছি।

২| ০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ, আমি ভালো আছি।

জলবায়ু পরিবর্তন নিয়ে ২০/২৫ বছর আগে কথা বলতেন রিসার্চের লোকজন; এখন সাধারণ মানুষ ইহা নিজ চোখে দেখছেন ও ইহার কারণে ভুগছেন। বিশ্ব এটাকে মোকাবেলা করার জন্য ফান্ড গঠন করেছে। বাংলাদেশের মানুষের কি করা উচিত?

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: জলবায়ু নিয়ে সবচেয়ে বেশি ভাবার দরকার ধনী দেশ গুলোর।

১২ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৫

এম আর তালুকদার বলেছেন: নুর ভাই তাদের কোন কোন বিষয়ের উপর জোর দেয় উচিৎ বলে মনে করেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.