নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

বাবা সব সময় পিছিয়ে থাকে

১২ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

ছবিঃ ইন্টারনেট থেকে সংগ্রহীত (সম্পূর্ন লেখাটি সংগ্রহীত, এই লেখায় আমার কোন কৃতিত্ব নেই)


★ বাবা সব সময় পিছিয়ে থাকে কিন্তু কেন?

♦ মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

♦ মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

♦ মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

♦ ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন।আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন,কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

♦ আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

♦ মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

♦ বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

♦ মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

♦ বাবা-মা যখন বুড়ো হয়ে যায়,তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে, অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত,এই কারণেই তিনি পিছিয়ে আছেন...

♥ সমস্ত বাবাকে উৎসর্গ করছি। সালাম জানাই পৃথিবীর সকল বাবাকে ♥

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


যিনি পোস্ট লিখেছেন উনি পিছিয়ে রেখেছে ; লেখা সংগ্রহ করে আপনি পিছিয়ে যাচ্ছেন না তো?

১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩১

এম আর তালুকদার বলেছেন: আপনি একটু যৌক্তিক ভাবে এগিয়ে দিয়ে যান। সবাই আঙুল তোলে কিন্তু কেন আঙুল তুললো তার ব্যখ্যা করে না। আশা করি আমি কিভাবে পিছিয়ে যাচ্ছি তার ব্যখ্যা দিয়ে যাবেন।

২| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪৮

জ্যাক স্মিথ বলেছেন: এভাবে তুলোনা করা কি ঠিক? বাবা বাবার জায়গায় মা মায়ের জায়গায়।
কেউ একজন বলেছিলো- পুরুষ মানুষের জন্মই হয় নাকি গোলামী করার জন্য।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৩

এম আর তালুকদার বলেছেন: হয়তো তাই...

৩| ১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: বুঝতে পেরেছি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৪

এম আর তালুকদার বলেছেন: দাদা কি বুঝতে পারলেন যদি একটু বুঝিয়ে বলতেন...

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৯

সেলিম আনোয়ার বলেছেন: বাবাকে খুব মনে পড়ে। বাবা ছিলেন একটা আকাশ আমার মাথার উপর । বাবা যেন আজও ছায়া হয়ে আছেন আমার সাথে ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩১

এম আর তালুকদার বলেছেন: বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়
কেউ বলে না মানিক ওরে বুকে আয়...

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বেঁচে থাকতে বাবার মূল্যটা তেমন বোঝা যায়না, হারানোর পরে কেবল উপলব্ধি করা যায় তিনি কতবড় ছায়া দানকারী বটবৃক্ষ ছিলেন!
সকল বাবাদের জন্য অন্তহীন ভালবাসা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৪

এম আর তালুকদার বলেছেন: বাবা শুধু মুখ বুঝে সব উজাড় করে দিতে জানে কখনো অভিমান বা অভিযোগ করার সুযোগও পায়না।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৬

রানার ব্লগ বলেছেন: কপি পেস্ট না করে একটূ নিজের মাথার ঘিলু গুলাকে নাড়াচাড়া করুন !!! দেখবেন মস্তিষ্ক থেকে ভালো পোস্ট বেড়িয়ে আসবে । এটা ফেইসবুক নহে এখানে ভিউ বা লাইক কমেন্ট পেলে টাকা পাবেন না ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৬

এম আর তালুকদার বলেছেন: আমার মনে হচ্ছে আপনি শুধু মন্তব্য করার জন্যই এসেছেন। আপনি আমার ব্লগ এড়িয়ে চলুন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.