নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যায়ের কাছে, করি নাকো মাথা নত

মাহমুদ তূর্য

মাহমুদ তূর্য › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়ার ভিসা দূর্নীতির একাল সেকাল

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

সাল ২০০৬



চার বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম রোজার ঈদে দার্জিলিং যাবো। জীবনে প্রথম দেশের বাইরে যাবো। চরম উত্তেজনা চার জনের মধ্যেই। সবার-ই পাসপোর্ট আছে। এখন শুধু ইন্ডিয়ার ভিসা নিতে হবে। ভিসা নেবার জন্য সকাল ৮টায় পৌছে গেলাম গুলশানের ইন্ডিয়ার অ্যাম্বাসিতে। কিন্তু ইন্ডিয়ার অ্যাম্বাসির সামনে শত শত লোককে বিধ্বস্ত অবস্থায় লাইনে দাড়িয়ে থাকতে দেখে হতবাক হয়ে গেলাম। জানতে পারলাম লাইনে দাড়িয়ে থাকা লোকেদের কেউ আগের দিন বিকালে কেউ বা আগের দিন সকাল থেকে লাইনে দাড়িয়ে আছে। লাইনে প্রায় দুই থেকে তিন'শ জন দাড়িয়ে আছে। তাদের মধ্যে শুধু প্রথম ৭০ থেকে ৮০ জন শুধু ফাইল জমা দিতে পারবে। লাইনে দাড়িয়ে কোন লাভ হবে না দেখে দালাল শ্রেণী কাউকে খুঁজছিলাম, পেয়েও গেলাম একজন কে কিন্তু টাকার পরিমান শুনে দমে গেলাম। পরিকল্পনা করলাম বিকাল থেকে লাইনে দাঁড়াবো। যাতে পরেরদিন সকালে প্রথম ৭০ জনের ভিতর থাকতে পারি।



রোজার দিন তাই সবাই বাসায় চলে গেলাম। পরিকল্পনা করলাম ২ জন বিকালে থেকে রাত ১টা পর্যন্ত বাকী ২জন রাত ১টা থেকে পরদিন সকল পর্যন্ত লাইনে দাঁড়াবো। বিকাল ৪ টা দিয়ে এসে দেখি পরদিনের জন্য লাইন তৈরি হয়ে গেছে সামনে শুধু ১৫ জন। আমরা ১৫ জনের পিছনে দেখে মনে আনন্দে লাইনে দাড়িয়ে গেলাম। লাইনেই ইফতার সেহেরী করলাম।



পরদিন সকাল ৭.৩০ মিনিট সামনে মাত্র ১৫ জন আর আমাদের পিছনে প্রায় ৩০০ জন লোক লাইনে। গর্বে আর আনন্দ আছি। আজ আমাদের ফাইল জমা দিতে ঠেকায় কে ? কিন্তু অল্প সময়ের মধ্যেই দ্রুত অবস্থার পরিবর্তন হতে শুরু করল। এক শিখ ব্যক্তি এসেই এক গাড়ি পুলিশ ডেকে আনল। আর পুলিশকে বলল এখান থেকে সব লোক সরিয়ে দিতে। পুলিশ এসেই লাইনের সব লোককে লাঠি নিয়ে দৌড়ানি দিল। অ্যাম্বাসির ভিতর থেকে ২/৩ জন সিকিউরিটি গার্ড এসে বলল যারা ৫০০ টাকা দিতে রাজি আছেন শুধুই তারাই ফাইল জমা দিতে পারবেন। পুলিশের ভয়ে কেউ কোন কথা বলতে পারল না। নতুন আরেকটি লাইন তৈরি হল গার্ডরা ৫০০ টাকা সহ ফাইল নিয়ে সেই শিখ ব্যক্তি হাতে দিল। উনি ফাইলের উপর একটি সাইন করে দিল। যাদের ফাইলে সাইন আছে শুধু তারাই ভিতর ঢুকতে পারল, ফাইল জমা দেবার জন্য। আর দূর থেকে বিধ্বস্ত বাকীরা এই দূর্নীতি দেখতে থাকলো।



সাল ২০১৪



প্রায় ১০ বছর পর ইন্ডিয়ার ভিসার জন্য এখন আর সারা রাত লাইনে দাড়িয়ে পরদিন পুলিশেরও দৌড়ানি খেতে হয় না। সেই সময় বিশেষ কিছু নির্দিষ্ট সময় ইন্ডিয়ার ভিসা পাওয়া নিয়ে দূর্নীতি হোত। এখন সবকিছুই অনলাইন ভিত্তিক, তাই ভাবলাম এখন হয়তো দূর্নীতি হবার সুযোগ নেই। কিন্তু এখনকার ইন্ডিয়ার ভিসা নিয়ে দূর্নীতির অবস্থা আরও ভয়াবহ। এখন কেউই টাকা ছাড়া ভিসা জমা দেবার ডেট পায় না। ইন্ডিয়ার অ্যাম্বাসির কতিপয় কর্মকর্তারা সিন্ডিকেট করে রেখেছে। তাদের মাধ্যম ছাড়া কেউ ডেট নিতে পারে না। এখন ডেট নিতে হলে ক্ষেত্রবিশেষ ১০০০-৩০০০ টাকা দিতে হয় ।



প্রতিদিন দিন গড়ে প্রায় ৩০০০ ভিসা ফাইল জমা পড়ে। ফাইল প্রতি নূন্যতম ১০০০ টাকা দিলে, গড়ে দৈনিক ৩০,০০,০০০/= (ত্রিশ লক্ষ) টাকার দূর্নীতি হচ্ছে। যা মাসে দাঁড়ায় ৬,৬০,০০,০০০/= (সাড়ে ছয় কোটি) টাকা এবং বছরে যা প্রায় ৮০ কোটি টাকার দূর্নীতি।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি বাজে অবস্থা!!!!!!!!!

আমাদের মিডিয়া আমাদের সুশীলরা নিরব!!

এটা নিয়ে সেরকম খুচানি দিলে পুরা না হইলেও চক্ষু লজ্জ্বায় কিছূটা হইলেও কম হইত!!!

জনগণেরও(যারা যেতে ইচ্ছুক) এটা নিয়ে ইস্যু তৈরী করা উচিত। মানব বন্ধন, প্রেস কনফারেন্স এর মাধ্যমে বিষয়টিকে সামনে আনা যেতে পারে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৮

মাহমুদ তূর্য বলেছেন: এটা নিয়ে সেরকম খুচানি দিলে পুরা না হইলেও চক্ষু লজ্জ্বায় কিছূটা হইলেও কম হইত!!!

জনগণেরও(যারা যেতে ইচ্ছুক) এটা নিয়ে ইস্যু তৈরী করা উচিত। মানব বন্ধন, প্রেস কনফারেন্স এর মাধ্যমে বিষয়টিকে সামনে আনা যেতে পারে।

একমত।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

মেককুমিল্লা বলেছেন: ভাই গরিবের বউ সবার ভাবি, অভিভাবকহীন জাতি আমরা, এর চাইতে ভাল আর কি আশা করা যায়। পরম শ্রদ্ধেয় হিজড়ারা দেশ চালায়তো তাই..................................।

০৯ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

মাহমুদ তূর্য বলেছেন: অভিভাবকহীন জাতি আমরা। অতি সত্য কথা।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১১

ঢাকাবাসী বলেছেন: যা বলতে চাই মেকুকুমিল্লা বলেছেন।

১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৪

মাহমুদ তূর্য বলেছেন: /:) /:) /:)

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

অপার্থিব ছায়া বলেছেন: ++++++


এই পোষ্ট নির্বাচিত পাতায় যায় না কেন ?

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

মাহমুদ তূর্য বলেছেন: =p~ =p~ =p~

৫| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১:০৬

@অতিথি@ বলেছেন: আমিও ভুক্তভোগী। ২৯০০ টাকা জলে ফেলে দিয়েছি। মনে হলেই রাগে গা জ্বলতেছে।

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১২

মাহমুদ তূর্য বলেছেন: X( X( X( X(

৬| ০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একটা গুরুত্বপূর্ন তথ্য তুলে ধরেছেন। এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রনালয়ের দৃষ্টি করা উচিত। কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে এই অভিযোগ জানানো আর গাছের সাথে তর্ক করা একই কথা।

১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

মাহমুদ তূর্য বলেছেন: বাস্তবতার প্রেক্ষিতে এই অভিযোগ জানানো আর গাছের সাথে তর্ক করা একই কথা।

সহমত।

৭| ০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৫

টুম্পা মনি বলেছেন: সত্যি দুঃখজনক। এসবের অবসান হওয়া উচিত।

১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

মাহমুদ তূর্য বলেছেন: অবশ্যই দুঃখজনক এবং এসবের অবসান হওয়া উচিত।

৮| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১১:২১

একাকী বালক বলেছেন: কিন্তু এখনকার ইন্ডিয়ার ভিসা নিয়ে দূর্নীতির অবস্থা আরও ভয়াবহ। এখন কেউই টাকা ছাড়া ভিসা জমা দেবার ডেট পায় না। ইন্ডিয়ার অ্যাম্বাসির কতিপয় কর্মকর্তারা সিন্ডিকেট করে রেখেছে। তাদের মাধ্যম ছাড়া কেউ ডেট নিতে পারে না। এখন ডেট নিতে হলে ক্ষেত্রবিশেষ ১০০০-৩০০০ টাকা দিতে হয় ।

>>> বলেন কি? এইটা কবে থেকে শুরু হইছে? কয়েকমাস আগেই তো ঘুরে আসল আমার পরিচিত কয়েকজন। এমন তো শুনি নাই।

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০৫

মাহমুদ তূর্য বলেছেন: প্রায় ৭/৮ মাস ধরে চলছে এই অবস্থা। বিশ্বাস না ধরে চেষ্টা করে দেখাতে পারেন। ডেট নিতে পারেন কিনা ?

৯| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভয়াবহ অবস্থা।
সৌভাগ্যবশত গত বছর অনলাইনে এপয়েন্টমেন্ট পেয়ে প্রথম চেষ্টায় ভিজা পেয়েছিলাম। ওটা হয়তো তাদের প্রথম এক্সপেরিমেন্ট ছিল।

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১৯

মাহমুদ তূর্য বলেছেন: ভয়াবহ এবং দুঃখজনক অবস্থা।

১০| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৬

লিখেছেন বলেছেন: মানুষ ও বেশি desperate হয়ে যায়, otherwize দাদারা এত বাবসা করতে পারত না । disco dandiya

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০৪

মাহমুদ তূর্য বলেছেন: এটা desperate হওয়ার বিষয় নয়। এটা জাস্ট ওদের দূর্নীতি।

১১| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: এসব টাকা তো কালো টাকা কারন এগুলার কোনো কাগজপত্র নাই। আমার এক বন্ধু কয়েকদিনে এভাবেই গিয়েছিল।

২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

মাহমুদ তূর্য বলেছেন: ভাই, কোনটা কালো টাকা? যারা টাকা দিচ্ছে তারা তো বাধ্য হয়ে দিচ্ছে। মানুষ প্রয়োজনে যাচ্ছে, আর সেই প্রয়োজনকে পুঁজি করে ওরা দূর্নীতি করছে।

১২| ২১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কিচ্ছু বলার নাই । :(

১৩| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৬

লিখেছেন বলেছেন: tato botei.

tobe, ei desperation ta oder ke corruption korar inspiration dey~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.