নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মগজ

মুয়াজ

আমি যে কি তা আমি নিজেও জানিনা

মুয়াজ › বিস্তারিত পোস্টঃ

ফিলিস্তিন - ইসরাইল এর প্রকৃত অবস্থা। ২৫ সেকেন্ডে দেখে নিন।

২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৮

গ্রামের মোড়লরা সবাই মিলে ঘর বাড়ি হীন একজন কে থাকতে দিল আমার উঠোনে। মোড়লদের ও অনেক খালি উঠোন ছিলো। কিন্তু সেখানে কেউ জায়গা দেয়নি।

খুব ভালো কথা আমার উঠোনে থাকবে, কিন্তু সময়ের ব্যবধানে আশ্রিত হয়ে উঠলো শক্তিশালি, জালিম, হিংস্র দখলদার।



আজ আমার ঘরে নেই আমার জায়গা। একটা কোনাও না। আমার নেই খাওয়া, পানি সহ কোন অধিকার। তা নিতে চাইলেই, প্রতিবাদি হলেই আমি হয়ে যাই সন্ত্রাসী।



আর সেই মোড়লেরা আজ ও চুপ। নিশ্চুপ। চুপ একদম চুপ।

হিস......সসসসসস........................... :(

এখানে ক্লিক করে ২৫ সেকেন্ডে দেখে নিন। শেয়ার করার মত জিনিস।

#FreePalestine #SupportGaza #SaveHumanity #HateIsraelism

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আত্মপরিচয় ভূলে বসাই বিশ্ব মুসলিমের করুন পরিণতি!!

যে সনদ দেবে সেই যখন অন্যের সনদে সত্যায়িত হতে লালায়িত হয়.. তার অবস্থানতো নিম্নবর্তী হবেই।

আবার প্রাণকেন্দ আরবের মক্কা মদীনা আজ ইহুদী মিত্রদের হাতে!

নইলে মিশরে মুরসী সরকারকে উৎখাতে যে সউদ গোষ্ঠী বিলিয়ন ডলার ব্যায় করে- ওই হারামীরা টু শব্দটি করছে না ফিলিস্তিন নিয়ে!!!!!

ধ্বংসহোক অত্যাচারী জালিমরা.. আর তার সহযোগীরা।

২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১৪

মুয়াজ বলেছেন: এরা ঠিক থাকলেই ঠিক হয়ে যেত অর্ধেক

২| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৩

আদরসারািদন বলেছেন: ভাই সহমত পোষণ করছি আপনার সাথে। সেই সাথে ধিক্কার জানাই তথাকথিত মোড়লদের X( X( X( X( X(

৩| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৭

জনাব মাহাবুব বলেছেন: ২৫ সেকেন্ড ভিডিওতে পুরো বিষয়টি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। :D :D :D

জালিমের অত্যাচার বেশিদিন স্থায়ী হয়না। জুলুম আর গণহত্যা চালিয়ে ইসরাইল বেশিদিন টিকতে পারবে না।

৪| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৭

ইমরান হক সজীব বলেছেন: ইসরাইল যে অপরাধ করছে তাতে সন্দেহ নাই ।
কিন্তু হামাস তার চেয়ে বড় অপরাধী ।

২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪৮

মুয়াজ বলেছেন: হ্যাঁ আপনি খুব ভাল বুঝেছেন। আপনি মহা জ্ঞ্যানী।

৫| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৮

ইমরান হক সজীব বলেছেন: 'লেখক বলেছেন: হ্যাঁ আপনি খুব ভাল বুঝেছেন। আপনি মহা জ্ঞ্যানী'।

চিন্তা, বুদ্ধি বিকাশের জন্য বিপরীত মত শ্রবণ করার শক্তি থাকা আর পরমত সহিষ্ণুতা প্রয়জন ।

৬| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪২

মুয়াজ বলেছেন: তাই তো বললাম। আপনি জ্ঞ্যানী। বিকশিত। আপনার মত ও শ্রবন করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.