নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মগজ

মুয়াজ

আমি যে কি তা আমি নিজেও জানিনা

মুয়াজ › বিস্তারিত পোস্টঃ

মন কাঁদছে হু হু করে.......। স্মৃতি ঢিল মারছে তার উপরে

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২০

খুব খারাপ লাগছে, এতো গুলো দিন ছিলাম আমরা এক সাথে।
এখন থেকে হয়তো আর না। চির দিনের জন্য এবার বিদায় নিতেই হবে।

ইচ্ছে মতো ছুঁয়েছি তাকে প্রতিটা মুহূর্ত। আমার অবিরত স্পর্শে সে ক্ষত বিক্ষত হয়েছে বার বার। তাই এখন আর স্পর্শ ই করতে পারি না। যেভাবেই স্পর্শ করি উল্টা পাল্টা রি অ্যাকশন করছে।

আমি কিছুটা স্মৃতি কাতর তাই এতো দিনের প্রিয় সঙ্গীকে হারাতে খুব খারাপ লাগছে। মনটা কেঁদে উঠছে হু হু করে......

মনে পড়ছে পুরোনো কথা। আমার কতো সুখ দুঃখের সাথী সে। যেখানেই গিয়েছি আমার সাথেই ছিল। যখন কোথাও কেউ ছিল না, সে ছিল পাশে। সঙ্গ দিয়েছে নীরবে......।। পরম উপকারি বন্ধু আমার। সে সাথে থাকতো যেন বিশ্বটা আমার হাতের মুঠোয় পেতাম।

এখন মনে হচ্ছে আমার অনেক দোষ ছিল। অনেক অবহেলা করেছি তাকে। বড়ই অযত্নে রেখেছি তাকে সব সময়। আরো যত্ন করলে; আরো সাবধানে রাখলে হয়তো আরো অনেক গুলো দিন পেতাম তাকে কাছে.........।

এখন বুঝে আর কি হবে। যে যাওয়ার সে তো চলেই যাবে। বিদায় বন্ধু বিদায়। ক্ষমা করো এই নিষ্ঠুর স্বার্থপর মানব কে।

আমার 'স্পর্শ ফোন' (টাচ ফোন) টার টাচ নষ্ট হয়ে গেছে। এখন স্ক্রিনটাও পুরোপুরি আঁন্ধার। চালাতে গেলে পোড়া গন্ধ বের হয়। কাছের হাসপাতালে নিয়েছি। কাজ হয়নি। উন্নত চিকিৎসার জন্য বসুন্ধরায় নিয়ে যাব। জানি লাভ নেই তাও প্রিয় বন্ধু কে বাঁচাতে শেষ চেষ্টা করে দেখবো। দোয়া কামনা করছি সবার।
বন্ধুর নামটাই বলা হলো না। নোকিয়া আশা ৩০০। আমার প্রিয় লডস্টি ফাইভ মুঠো ফোন.................................।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.